পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ পল্লী সমাজ উন্নয়ন সংস্থা এনজিও প্রতিষ্ঠান ৯টি পদে ১৮১৮ জনের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ক্ষুদ্রঋণ, মাইক্রো-ক্রেডিট, সঞ্চয় ও স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষাকে উৎসাহিত করা সহ সারাদেশব্যাপি প্রধান কার্যালয়, জেলা/উপজেলা, শাখা অফিসের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী দক্ষ/অদক্ষ বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত পদে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
আবেদনযোগ্য জেলাসকল জেলা
এনজিও প্রতিষ্ঠানপল্লী সমাজ উন্নয়ন সংস্থা
শূণ্যপদ০৯ টি
পদসংখ্যা১৮১৮ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম/এসএসসি/এইচএসসি/বিএ/অনার্স
আবেদনের শেষ তারিখ২২ অক্টোবর, ২০২১
আবেদনের মাধ্যমই-মেইল
ইমেইল ঠিকানাpallisusbd@gmail.com

আরো পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ ২০২১

পদসমুহঃ এরিয়া ম্যানেজার, ম্যানেজার (উপজেলা), ক্রেডিট অফিসার, মনিটরিং অফিসার, মাঠ পরিদর্শক, অফিস সহকারি-কাম কম্পিউটার অপারেটর, মাঠ কর্মী, রিসিপশনিস্ট (মহিলা), অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ১৮১৮ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, অনার্স, বিএ, এইচএসসি, এসএসসি ও অষ্টম শ্রেণি পাশ
বয়সসীমাঃ ১৮-৫০ বছর
মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে

পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখুন-

দরখাস্ত/আবেদনের নিয়মাবলী

আগ্রহীদের ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, পদের নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত উল্লেখ করে পূর্ণাঙ্গ সিভি আগামী ২২/১০/২০২১ইং তারিখের মধ্যে নিচে উল্লেখিত শুধুমাত্র ই-মেইলে মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে। সকল প্রার্থীকে পরীক্ষার জন্য যথা সময়ে মোবাইলের মাধ্যমে জানানো হবে।

পরীক্ষা বা প্রশিক্ষণের সময় সকল কাগজ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ও এক সেট ফটোকপি জমা দিতে হবে। সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে। শিক্ষানবীশকাল সময় ০৩ মাস। অবশ্যই বিজ্ঞপ্তি যাচাই করে তারপর আবেদনপত্র পাঠাবেন এবং কোন প্রকাশ লেনদেন করবেন না।

এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন

29 thoughts on “পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. সুন্দর একটা নিয়োগ দেওয়া হয়েছে ধন্যবাদ বেকারদের চাকরির সুজক করে দেওয়ার জন্য

    Reply
  2. আমি ক্রেডিট অফিসার হিসেবে চাকরি করতে চাই। আমার লোন কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা আছে।

    Reply
  3. আমি এসএসসি পাস,, জেলা লক্ষীপুর, আমি চাকরি করতে চাই, এখন কি করবো

    Reply
  4. ভাইয়া,,,, বিজ্ঞপ্তি টার পরিক্ষা কোথায় অনুষ্ঠিত হতে পারে।

    Reply
  5. এইগুলা ভুয়া বিজ্ঞপ্তি কেন দেন ভাই, মানুষকে প্রতারিত করেন😡

    Reply
    • এগুলো জাতীয় পত্রিকা থেকে পাওয়া, সবসময় যাচাই করে (নিজ জেলায় আছে কিনা) আবেদন করবেন আর কোন লেনদেন করবেন না

      Reply
  6. আমি কীজ করতে চাই , ঢাকায় কোথায় অফিস আপনাদের ঠিকানাটা বলবেন please .

    Reply

Leave a Comment