বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নিয়োগ ২০২২

Rate this post

ব্যানবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন Upazila ICT Training and Resource Center for Education (UITRCE) এক জন্য রাজস্ব খাতে শুণ্য ও নবসৃষ্ট নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

ব্যানবেইস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

চাকরির ক্যাটাগরিসরকারি চাকরি
চাকরির ধরনফুল টাইম
মোট পদ৫ টি
পদের সংখ্যা৪৭ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি-স্নাতক
আবেদন শুরু১৮ ফেব্রুয়ারি
আবেদনের শেষ তারিখ১০ মার্চ
আবেদনের ঠিকানাbanbeis.teletalk.com.bd

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস নিয়োগ ২০২২

পদের নামঃ কম্পিউটার অপারেটর
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
পদসংখ্যাঃ ৪টি
বেতন গ্রেডঃ
১১

পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি ৮০ শব্দ বাংলায় ৫০ শব্দ ও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ
পদসংখ্যাঃ ১টি
বেতন গ্রেডঃ ১৩

পদের নামঃ কম্পিউটার অপারেটর (UITRCE এর জন্য)
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ
পদসংখ্যাঃ ৩৭টি
বেতন গ্রেডঃ ১৩

পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার টাইপিং গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ
পদসংখ্যাঃ ২টি
বেতন গ্রেডঃ ১৪

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
যোগ্যতাঃ ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ
পদসংখ্যাঃ ৩টি
বেতন গ্রেডঃ ১৬

  • আবেদন শুরুর তারিখঃ ১৮ ফেব্রুয়ারি
  • আবেদনের শেষ তারিখঃ ১০ মার্চ
  • আবেদন লিঙ্কঃ banbeis.teletalk.com.bd
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নিয়োগ ২০২২
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নিয়োগ ২০২২
ব্যানবেইস নিয়োগ বিজ্ঞপ্তি

আরও দেখতে পারেন-

সবার আগে নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন

1 thought on “বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) নিয়োগ ২০২২”

  1. মো: জমিরুল ইসলাম ,পিতা:মোঃ কুমের আলী ,মাতা: মোছা:জরিনা বেগম, গ্রাম: হেংগাডোবা,ওয়ার্ড নং 02,
    ইউনিয়ন: দেবনগড়, উপজেলা :তেতুলিয়া ,জেলা: পঞ্চগড় ,পাশের সন : এস এস সি 2011 ,এইচ এস সি 2014।

    Reply

Leave a Comment