সকল পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলারঃ পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি এর শূন্যপদ পুরণের লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে। বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর পদের নামের পাশে শূন্যপদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত উল্লেখ করা হলো।

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে “কাজ নাই মজুরী নাই” এ শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োজিতকরণের জন্য প্যানেল তৈরীর নিমিত্ত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন যোগ্য জেলানির্দিষ্ট জেলা
নিয়োগ দাতা প্রতিষ্ঠানপল্লী বিদ্যুৎ সমিতি
ওয়েবসাইটhttp://www.reb.gov.bd
বর্তমানে চলমান বিজ্ঞপ্তি৫টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
বয়সসীমা১৮-৪০ বছর
আবেদনের শেষ তারিখ০৬ ফেব্রুয়ারি, ২০২৪
আবেদনের মাধ্যমডাকযোগে ও অনলাইনে

দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তি

পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি-এর শূন্য পদে পদোন্নতির মাধ্যমে লোকবল নিয়োগের নিমিত্ত সংশোধিত পবিস নির্দেশিকা এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী চাকুরী বিধি অনুযায়ী পদোন্নতির জন্য বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্নদের নিকট হতে নিচে বর্ণিত শর্তসাপেক্ষে কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সাইজের কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ভালোভাবে দেখতে জুম করুন

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
সকল পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি

নতুন বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন-

পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2024

বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী এবং সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে খামের উপরে পদের নাম উল্লেখ করে সাদা কাগজে স্ব-হস্তে বাংলায় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি।

চাকুরীতে প্রথম যোগদানের তারিখ ও চাকুরীতে নিয়মিত করণের তারিখ উল্লেখ পূর্বক জেনারেল ম্যানেজার এর সুপারিশ সম্বলিত আবেদনসহ আগামী নির্দিষ্ট তারিখ পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তরে স্ব-শরীরে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত সম্পন্ন, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে এবং বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীর পাটিগণিতের মৌলিক বিষয়ে অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

নির্ধারিত আবেদন ফরম (পূরণযোগ্য প্রবেশপত্রসহ) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ওয়েবসাইট (reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে।

আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের মূল/সাময়িক সনদপত্র, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট আকারের ছবি দাখিল করতে হবে। সকল সনদ ও ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোন আবেদন ফরম-এ আবেদন করলে অথবা প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সনদ, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে বা আংশিক পূরণ করা হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে।

একজন প্রার্থী এক এর অধিক পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন না। এই নিয়োজিতকরণ কোনক্রমেই স্থায়ী করা হবে না। যতদিন প্রয়োজন ততদিন “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে এ কাজে নিয়োজিতকরণ বলবৎ থাকবে।

কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। সকল পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে এবং আবেদনকারীদেরকে ডাকযোগে প্রেরিত প্রবেশ পত্রের মাধ্যমে তা জানানো হবে।

আবেদনপত্র অফিস সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নির্ধারিত ছকে বর্ণিত যে সমিতিতে কাজ করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার বরাবর খামের উপর পদের নাম উল্লেখপূর্বক নির্ধারিত ছকের আবেদনপত্র (শর্তাবলীর ক্রমিক নং-১-এ উল্লিখিত) স্বহস্তে পূরণ করে চাহিত কাগজ পত্রাদিসহ প্রেরণ করবেন। সরাসরি কোন আবেদনপত্র গৃহীত হবে না।

176 thoughts on “সকল পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

    • পল্লী বিদ্যুৎ সমিতিতে 1700 নিয়োগ দিছে সেখানে কি? বিজ্ঞান বিভাগ বেণিতে অন্য কোন বিভাগ আবেদন করতে পারবে।
      যেমন মানবিক বিভাগ থেকে।
      একটু বুঝিয়ে বলুন স্যার

      Reply
    • যে নিয়োগ বিগপ্তি চলছে সেটার ফর ডাউনলোড করে পুরন করে কি কোথাও জমা দেওয়া

      Reply
    • যে ১৭০০ পদে নিয়োগ চলছে সেটার র্ফম ডাউনলোড করে পুরন করে কোথায় জমা দেওয়া লাগবে……?আর ব্যাংক ড্রফ কত টাকা লাগবে…?

      Reply
    • মিটার রিডার পদে কি আবেদন করা যাবে। কোন পূর্ব অভিজ্ঞতা লাগবে নাকি। আমার তো কোন অভিজ্ঞতা নেই। আমি ঐ পদে আবেদন করতে পারবো?

      Reply
  1. স্যার আমার বাড়ি ভোলা জেলা ভোলা এবং বরিশাল এ আমি কাজ করতে ইচ্ছুক

    Reply
      • ভাই আবেদন কিভাবে করমু বলেন?? ৩,৬,৯ বছরের অভিজ্ঞতা চাচ্ছে? এখন এই কাজ করিনাই অভিজ্ঞতা কিভাবে হবে? তারা শুধু অভিজ্ঞতা চায়, এখন অভিজ্ঞতা কই পাবো??
        যোগ্যতা থাকার পরেও এখন চাকরি পাচ্ছিনা, শুধু অভিজ্ঞতা নামক এই কথাটির জন্য।

        Reply
      • Bro ami science ar student,, ami diploma korci electrical Department ar,, polli biddut a job korte jai akn, kon post a job korle valo hobe plz replay

        Reply
  2. স্যার আমার বাড়ি চট্টগ্রাম -বয়স ২১-আমি কি নোয়াখালী বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ মিটার রিডার এ আবেদন করতে পারবো?

    Reply
      • আসসালামু আলাইকুম আমি আফরোজা বাড়ি নরসিংদী আমি একজন মুক্তিযোদ্ধার জন্য পড়াশোনা এইচ এস সি পাস আমার একটা চাকরির খুব প্রয়োজন দয়া করে কোনো সাহায্য করতে পারবেন

        Reply
        • আপনি আপনার নিকটস্থ কোন বিজ্ঞাপন দেখে আবেদন করে, প্রস্তুতি নেন, চাকরি হয়ে যাবে

          Reply
          • ভাই, আসসালামু আলাইকুম। আমি বিগত চার থেকে পাঁচ বছর ধরে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে জড়িত আছি।

  3. আসসালামু আলাইকুম আমি আফরোজা বাড়ি নরসিংদী আমি একজন মুক্তিযোদ্ধার জন্য পড়াশোনা এইচ এস সি পাস আমার একটা চাকরির খুব প্রয়োজন দয়া করে কোনো সাহায্য করতে পারবেন

    Reply
  4. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সমমান কি?
    স্নাতক নাকি এইচ এস সি?

    Reply
  5. মিটার রিডারে দেখা যাচ্ছে যে যারা আগে কাজ করেছেন তারাই শুধু আবেদন করতে পারবে, নাকি আমাদের যাদের কোন অভিজ্ঞতা নেই তারাো আবেদন করতে পারবো

    Reply
  6. স্যার আমার বাসা খুলনা জেলার কয়রা থানা আমি কী কাজ করতে পারবো

    Reply
  7. স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রুহুল আমিন। আমি চাকরিটা করতে চায়।

    Reply
      • আমি নওগাঁতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি তে মিটার রিডার পদে কর্মরত আছি আমি কি আবেদন করতে পারব

        Reply
      • আমি মুঈনুল ইসলাম বরিশাল থেকে ইলেকট্রিক্যাল ENEI কোস্ করে কি মিটার রিডার আবেন করতে পারবো আগে কোথাও চাকরি করিনাই???

        Reply
      • লক্ষীপুর থেকে কি আবেদন করতে পারবো। দয়াকরে একটু জানাবেন প্লিজ আমার চাকরি খুবই প্রয়োজন।

        Reply
  8. অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

    Reply
  9. আমি চাঁদপুর থেকে বলছি।আমি কি চাঁদপুর পল্লি বিদ্যুৎ এ পারবো

    Reply
  10. বগুড়া পল্লি বিদ্যুৎ এ কোন নিয়োগ বিজ্ঞপ্তি নাই?

    Reply
  11. আমি শরিফুল।।
    আমি ডিপ্লোমা পাস।। আমি আবেদন করতে পারবো।।
    আর আমার ইচ্ছা ডিমলায় থানায় কাজ করতে

    Reply
    • আমি ইলেকট্রিক্যাল নিয়া ডিপ্লোমা কমপিলিড করিছি।।।
      আমি আবেদন করতে পারবো

      Reply
  12. আমি মোহাম্মদ ঈশা সরকার নওগাঁতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি তে মিটার রিডার পদে কর্মরত আছি পাঁচ বছর উপরে কাজ করতেছি আমি কি আবেদন করতে পারব ??

    Reply
  13. আসসালামু আলাইকুম
    আসাকরি ভালো আছি-
    একটা কথা যানতে চাই..
    মিঠার রিডার পদে কি নতুন কোন লোক নেওয়া হচ্ছে না…???
    বা কখন হতে পারে..
    একটু যদি বলেতেন দয়া করে..??

    Reply
  14. আমি একজন পাওয়ার ডিপ্লোমা ইন্জিনিয়ার আমি পেপার মিলে ইলেকট্রিক্যাল কাজ করেছি ৩ বছর পল্লীবিদ্যুতে কি কোনো জব পেতে পারি??

    Reply
  15. জন্ম থেকে কেই অভিজ্ঞতা নিয়ে আসেন না কাজ থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু আপনারা শুধু অভিজ্ঞতা চাইছেন তাহলে তাদের অভিজ্ঞতা নেই তারা কি করব তাদের কি চাকরী হবে না

    Reply
  16. জন্ম থেকে কেই অভিজ্ঞতা নিয়ে আসেন না কাজ থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু আপনারা শুধু অভিজ্ঞতা চাইছেন তাহলে তাদের অভিজ্ঞতা নেই তারা কি করব তাদের কি চাকরী হবে না কিছু দিন থেকে দেখে আসছি মিটার রিডার কম মাসেজ্ঞার পদে

    Reply
  17. আমি এই পদে চাকুরী করতে ইচ্ছুক তাহলে অন‍্য পদে করানো করব

    Reply
  18. স্যার/ম্যাডাম আমি যশোর জেলা লিখছি.! আমার ২বছর কাজের অভিজ্ঞতা আছে। ঠিকাদার এর মাধ্যমে। আমি কি এই জব টি করতে পারবো, প্লিজ বলুন, এস এস ছি, ভোক; ই,টি

    Reply
  19. স্যার আমি একজন ইলেকট্রেসিয়ান আমি কি মিটার রিডার এ আবেদন করতে পারবো ?

    Reply
  20. স্যার আমি একজন ইলেকট্রিশিয়ান আমি কি মিটার রিটার এ আবেদন করতে পারবো?

    Reply
  21. আমি মিটার সম্পর্কে সব কিছু জানি বুজি কিন্তু এখনো কোনো বিদ্যুৎ অফিসে চাকরি করিনি এখন আবেদন করতে পারবো?

    Reply
  22. আমি ৩৩,১১ কেবির ওয়ার হাউজিং কাজ করেছি লাইন টাওয়ারের কাজ করেছি কোপানির মাধমে কাজ করেছি আমার একট চাকরি দরকার

    Reply
  23. আমার কাছে অভিজ্ঞতা ৮ বছর আমি এক জন মেকানিক্যাল ফোনমেনে কাজ করেছি

    Reply
  24. স্যার আমার বাড়ি মৌলভীবাজার আমি কি যশোর পল্লী বিদ্যুৎ এ কাজ করতে পারি? বয়স ২০ বছর। এস এস সি পাস।

    Reply
      • পল্লী বিদ্যুৎ এর লাইনক্র পদে বিজ্ঞান বিভাগ চেয়েছেন। কিন্তু SSC তে জেনারেল এবং ইলেকট্রিক্যাল নিয়ে ডিপ্লোমা করা আছে, আমি কি আবেদন করতে পারবো।

        Reply
  25. লাইন ক্রু পদের জন্য কি আবেদন পত্র নিজ জেলায় জমা দিতে হবে

    Reply
  26. লাইন ক্রু পদের কাজটা কি যদি বুঝিয়ে বলতেন ভালো হতো

    Reply
  27. আমি এইবার এইচএসসি পরীক্ষা বিএম কলেজ থেকে মানবিক বিভাগের,, তবে এখন লাইনমেন পদে লোক নিয়োগ চলছে ছাইন্স থেকে, তারা চাইছে টেকনিক্যাল পদের ছাত্র,, বিএম তো টেকনিক্যাল,, তাহলে কি আমি আবেদন করতে পারি

    Reply
  28. ভাইয়া পল্লী বিদ্যুত এ যে 1700 লোক নিবে এটা কি সরকারি নাকি সমিতি ভিত্তিক

    Reply
  29. স্যার আমার বয়স এখব ২৪ বছর আমি কি পল্লি বিদ্যুৎ লাইনক্র লেভেলে ১ আবেদন করতে পারব?, ওখানে বয়স সিমা আছে ১৮ থেকে ২১ পর্যন্ত।একটু জানাবেন স্যার

    Reply
  30. আমি নতুন, ডাক যোগাযোগের মাধ্যমে কি ভাবে আবেদন করব? আর আমার কোনো অভিজ্ঞতা নাই আমি আবেদন করতে পারব

    Reply
  31. স্যার ১৭০০ হাজার নিয়োগে কেমন চুক্তি ভিত্তিক হবে..?ওখানে দেওয়া বছর বছর ৯ বার চুক্তি ভিত্তিক করতে পারবো।৯ বছর পর কি আমি চাকরিটি করতে পারবো না।তারা কি আমাকে ৯ বছরের জন্য চুক্তি করে নিবেন।

    Reply
  32. পল্লী বিদুৎ ১৭০০ জন নিয়োগে যপ ফরমটি ডাউনলোড করতে বলছে।সেই ফরম পূরণ করে কি কোথাও জমা দিতে হবে..? নাকি মাঠের দিন সাথে নিয়ে গেলেই হবে।

    Reply
  33. ভাই পল্লী বিদুৎ এর সার্কুলার “লাইন স্ক্রু পদের” আবেদন পএ টা কোথায় জমা দিতে হবে এইখানে ত উল্লেখ করা নেই? কোথায় জমা দিব ভাই একটু বলবেন

    Reply
  34. পল্লী বিদ্যুতের লাইন ক্রু এর নিয়োগ বিজ্ঞপ্তির সুত্র কি? মানে কোন পত্রিকায় নিয়োগ টা হইছে সেটা চাচ্ছে কিন্তু খুজে পাচ্ছি না

    Reply
  35. লাইন ক্রু পদে চাকুরির সকল কাগজপত্র তো 30 তারিখে লাগবে এর আগে তো জমা দিতে হবে না। আমায় একটু বলবেন কি????

    Reply
  36. আমি নোয়াখালী তে থাকি। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে আবেদন করতে চাই.কিন্তু আবেদন করে ফরম টি কোথায় জমা দিব এবং ব্যাংক ড্রাফট কি লাগবে?

    Reply
      • মিটার রিডার পদে কি আবেদন করা যাবে। কোন পূর্ব অভিজ্ঞতা লাগবে নাকি। আমার তো কোন অভিজ্ঞতা নেই। আমি ঐ পদে আবেদন করতে পারবো?

        Reply
  37. পল্লী বিদ্যুৎ লাইন ক্রু লেভেল ১, অ্যাপ্লিকেশন করেছি, আমি একজন প্রার্থী, ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যে লাইন ক্রু লেভেল ১, ঘুষ বা কোনো দুর্নীতি করবেন না।গরিব ছেলেদের একটু সুযোগ দেন, অনুরোধ রইল স্যার।

    Reply
  38. মিটার রিডার পদে কি আবেদন করা যাবে। কোন পূর্ব অভিজ্ঞতা লাগবে নাকি। আমার তো কোন অভিজ্ঞতা নেই। আমি ঐ পদে আবেদন করতে পারবো?

    Reply
  39. ভাইয়া আমি চুয়াডাঙ্গা জেলা থেকে কি আবেদন করতে পারবো। প্লিজ জানাবেন ভাইয়া

    Reply
    • একেক বিজ্ঞপ্তিতে একেক রকম, নিয়ম দেখেন দেয়া আছে (ডাকযোগে পাঠাতে হবে)

      Reply
  40. স্যার অভিজ্ঞতা ছাড়া যদি কোনো সার্কুলার থাকে তাহলে একটু বলুন,প্লিজ।

    Reply
  41. পল্লী বিদ্যুৎ এর ড্রাইভার নিয়োগ কি স্থায়ীভাবে

    Reply
  42. অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কি হবে না? আমরা যারা নতুন আছি তারা তাহলে কি করব?
    আর মাত্র ১ টা পদ ২ টা পদ থাকে। আবেদন করা কি ঠিক হবে?

    Reply
  43. আবেদনের তারিখ শেষ হবার পর পল্লী বিদ্যুৎ সমিতির কতদিন পর তাকে সাক্ষাৎকারে ডাকে

    Reply
  44. B.SC, HSC, ছাড়া SSC, পাস থাকলে কী ? পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি হবে ?

    Reply

Leave a Comment