সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ বর্তমানে চলমান সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সকল ডিসি অফিস চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি All DC Office Job Circular 2024 গুলো এক নজরে দেখে নিন এবং মনে রাখতে হবে, আবেদন করার জন্য আপনাকে উক্ত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ২০২৪
জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ঐজেলার বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দার সনদপত্র থাকতে হবে। কোন অবস্থাতে এক জেলার বাসিন্দা অন্য জেলার ডিসি অফিসে আবেদন করতে পারবে না।
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
চাকরির ধরন | জেলা ডিসি অফিস |
চলমান জেলা | ১১টি |
পদের সংখ্যা | ভিন্ন ভিন্ন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | জেএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ১৭ ডিসেম্বর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/অনলাইনে |
দেখে নিনঃ চলমান সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি
সকল জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, তাই নতুন সব আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন।
আরও দেখতে পারেন–
- সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- এসকেএস (SKS) ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪
ডিসি অফিসে আবেদন সাধারণ নিয়ম
আবেদনপত্রে (ক) প্রার্থীর পূর্ণ নাম স্পষ্টাক্ষরে (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা (চ) জন্ম তারিখ (ছ) বয়স (জ) জাতীয়তা (ঝ) ধর্ম (ঞ) অভিজ্ঞতা (যদি থাকে) (ট) কোটার নাম (যদি থাকে) (ঠ) শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিম্নোক্ত ছক মোতাবেক উল্লেখ থাকতে হবে। পরীক্ষার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম/বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নাম প্রাপ্ত বিভাগ/ শ্রেণি/উত্তীর্ণ হওয়ার বছর জিপিএ /সিজিপিএ সহ।
আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
সংশ্লিষ্ট পৌর মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মুল/সাময়িক সনদপত্রের অনুলিপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙ্গিন ছবি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়)।
প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) জেলা প্রশাসক, নিজ নিজ জেলার এর অনুকূলে সোনালী ব্যাংকের (উল্লেখিত ব্যাংক) যে কোন শাখা হতে ১-০৭৪২-০০০০-২৬৮১ নম্বর কোডে ১০০/- (একশত) টাকার ট্রেজারি চালানের মূলকপি দাখিল করতে হবে।
জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (৯ম গ্রেডের নীচে নয়)। গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ৯ম গ্রেডের নীচে নয়)।
নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজ নাম ও ঠিকানা সম্বলিত ১০*৫ ও 8*৫ সাইজের (১০/- (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেটসহ) একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা অথবা পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা/ শহিদ বীর মুক্তিযোদ্ধার পিতা/মাতা/পিতামহ/পিতামহ/মাতামহ/মাতামহীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (যথাক্রমে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত কপি) সংযুক্ত করতে হবে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর নির্ধারিত জেলা এর নিকট থেকে তালিকাভুক্তির সনদপত্রের কপি, এতিমখানার নিবাসীদের ক্ষেত্রে এতিমখানার তন্বাবধায়কের নিকট থেকে প্রত্যয়নপত্রের কপি, আনসার ও ভিডিপির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত মৌলিক প্রশিক্ষণের সনদপত্রের সত্যায়িত কপি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে (৯ম গ্রেডের নীচে নয়)।
অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি, ও সীলমোহর থাকতে হবে।
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। কোটা সম্পর্কিত সর্বশেষ প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম ও কোটার নাম লিখতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ক্ষেত্রে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারী কোন তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
রাঙ্গামাটি ডিসি অফিস এর নিয়োগ আছে কিনা। ওয়েব সাইটে পাচ্ছিনা
না, থাকলে এখানে পেতেন
চাকরি টা আমাকে ভালো লাগে। আর এটি বহুদিন থেকে করার ইচ্ছে ছিল। আমার বয়স ১৮ উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি মোবাইল নম্বর ০১৭০৫৩৬২২৮০
কল করবে
Narail এ নিয়োগ কবে দিবে?
ভাইয়া এস এস সি পাস দিয়ে ডিসি অফিসে আপ্লাই করতে পারমো দয়া জানাবেন
জি পারবেন, বেশ কিছু পদ আছে
ভাইয়া আমার একটি চাকরির প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা H.s.c পাশ
আপনার জেলা অনুযায়ী আবেদন করে রাখুন
ভাই আমি হবিগনজ জেলা থেকে এই আবেদন করতে পারব। আমার যোগ্যতা এইচ এস সি
না স্যার, হবিগঞ্জ এ আপাতত কোন বিজ্ঞপ্তি নেই
Jhenaidah dc office circular dele janaben
জি স্যার অবশ্যই পাবেন
ভাইয়া আমার বাসা থানা দাকো, জেলা খুলনা আমি এসএসসি পাশ করছি আমার একটা চাকরির প্রয়োজন আমি কি এই চাকরিটা করতে পারব খুব প্রয়োজন আমার একটা চাকরি চাই দয়া করে বলবেন
খুলনা জেলায় এখন কোন বিজ্ঞপ্তি নেই স্যার
ভাই কুমিল্লার কেন কোটা নাই
Cox’s Bazar gelar kono ssc pass dc office job ache ki
ভাইয়া আপনার ফোন নাম্বার পাওয়া যাবে?
ফোনঃ ০১৫২১৩০৯২৩৯
ভাইয়া আমাকে বলবেন পিল্জ কি কি পদ আছে
ভাইয়া টাংগাইল জেলায় হবে কি?
হতে পারে অপেক্ষা করেন
ভাইয়া আমি আলিম /hacফাঁস আমায় সিলেট জেলায় একটা চাকরির বেবস্তা করেদিলে ভালো হবে আমি এতিম একজন মেয়ে
ভাই খুলনার জেলা প্রশাসকের কার্যালয় এ কোন নিয়োগ চলমান আছে না কি?
ঠাকুর গাও এ কি নিযোগ আছে ভাইয়ার
ডিসি অফিসে
পারবেন সরাসরি DC
আমার মাকে নিয়ে কষ্টে আছি একটা চাকরির বেবস্তা করে দাও plz
আমায় একটা চাকরির বেবস্তা করেদিলে ভালো হবে
গাইবান্ধার ডিসি অফিসে নিয়োগ আছে কিনা
থাকলে এখানে পেতেন স্যার
গাইবান্ধায় কি নিয়োগ দেওয়া হয়েছে
না স্যার, এখন গাইবান্ধায় নেই, তবে পরিবার পরিকল্পনায় চলমান রয়েছে
ঠাকুরগাঁও ডিসি অফিসে নিয়োগ আছে
ঠাকুরগাঁও ডিসি অফিসে এখন নেই স্যার
নাই
আমি শেরপুর জেলা থাকে মোঃ জয়নাল আকন্দ বলছি।।। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছি।।। কিন্তু আবেদন করতে পারছি না।।। এখানেন আবেদন ফরম দেখাচ্ছে। কিন্তু ফরম আসছে না।।। তাহলে কিভাবে আবেদন করবো?
আপনি কোন দোকান থেকে একটা ফরম সংগ্রহ করে আবেদন করুন
ভাইয়া আমি যশোর জেলার বাসিন্দা ”আমি এসএসসি পাস করেছি আমার যেকোনো একটা চাকরি ভিষণ দরকার এমন কোনো চাকরি আছে কি যেটা আমার যগ্যতা অনুযায়ী করতে পারবো
ভাই ভোলা জেলাকি দিচে
একটু জানাবেন।
Chittagong er ta ekhono prokashito hoi Ni bhaiya???
চট্টগ্রামের ডিসি অফিসে আছে???
না স্যার, এখন চলমান নেই
রাজশাহীতে কি আবেদন করা যাবে।
স্যার আমি ক্লাস সপ্তম শ্রেণী পযন্ত পরেছি আমি চাকরি পাব আমার বাসা সিলেট বিয়ানীবাজারে।
সকল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২. Tahole Mymensingh circular keno ashe name????
Na
ভাই ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে কবে নিয়োগ দিবে ?
বগুড়া তে কি কোনো নিয়োগ আছে ?
না স্যার, শুধু উল্লেখিত জেলাগুলো
আমি করবো 8 পাস হবে
এই চাকরিটা করার আমার অনেক দিনের শখ। আমার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মোবাইল নম্বর ০১৭০৫৩৬২২৮০ কল করবেন
জি আবেদন করে রাখুন
Sir Ami manikganj r Ami ki apply Korte prbo
দুঃখিত স্যার, মানিকগঞ্জে এখন বিজ্ঞপ্তি নেই
32বছরে আবেদন করা যাবে কি
এখানে কি সকল জেলার মানুষ আবেদন করতে পারবে
না, শুধু নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত জেলা
মানিকগঞ্জ জেলায় নিয়োগ আছে কি
না, আপাতত নেই, প্রকাশ হলে এখানে পাবেন
ঠাকুরগাঁও জেলার নিয়োগ আছে কি?
আপাতত নেই, নতুন প্রকাশ হলে এখানে পাবেন
ভাই পটুয়াখালী জেলা থেকে করা যাবে কী..?
না স্যার, পটুয়াখালী থেকে করতে পারবেন না
খুলনার কোনো নিয়োগ আছে কিনা??
এখন তো নেই
খুলনা কোন ডিসি অফিসের চাকরির নিয়োগ নাই
হলে পাবেন স্যার
ভাই বেতন কেমন হবে
বেতন তো একেক পদে একেক রকম হয়, ১৬ গ্রেডে ১৭০৪৫ টাকা (৩য় শ্রেণি)
Thanks
welcome
Dadvai ame Baishakee Das
Murshidabad district thaka bol6e
HS pass akhono students
Sc
বয়স 20
আমার কনো চাকরির সুযোগ তাই আছি কি দাদাভাই একটু বলবেন । আমি কি চাকরির ফোরাম ফিলাপ করতে পাবো
এখানে শুধু বাংলাদেশীদের জন্য ম্যাডাম
সিলেট জেলায় আছেনি
এখন চলমান নেই
Vay ai job ta ki amar hobe
যোগ্যতা থাকলে অবশ্যই হবে স্যার
ঝিনাইদহ কি নিয়োগ আছে
এই মুহুর্তে নেই স্যার
Vai amr o ekta job cai hsc pass,, Chittagong
চট্টগ্রামে এখন বিজ্ঞপ্তি চলমান নেই স্যার
চাকরিটা আমি করতে চাই আমার মোবা.০১৮২৭৯৭৮৭৯৬
আবেদন করে রাখুন
ভাই খাগড়াছড়ি টানতো পাই নাই
ভাই আমি পঞ্চগড় থেকে আমি কিভাবে কোথায় আবেদন করে রাখতে পারি
পঞ্চগড়ে এখন কোন চলমান বিজ্ঞপ্তি নেই
Bagger hat jela ki amake nebe, ami inter pass or business, stady nea lekha pora korse.
apply kore rakhun, nibe
ভাই আমি কিশোর গন্জের আমি এপলাই করতে পারবো এখানে
না ভাই, শুধুমাত্র বিজ্ঞপ্তির জেলার বাসিন্দারা করতে পারবে
আমার চাকরির খুব দরকার আবেদন করবো কি করে
আবেদন ডাকযোগে পাঠাতে হবে, সকল নিয়ম বিজ্ঞপ্তিতে আছে দেখেন
মেহেরপুর ডিসি অফিসের নিয়োগ আছে কি?
নাটোর জেলায় কোন সারকুলার আছে কি
আপাতত নেই, প্রকাশ হলে এখানে সবার আগে পাবেন
মানিকগঞ্জ জেলার কি কোনো নিয়োগ আছে? একটু জানাবেন প্লিজ!!
বর্তমানে নেই, প্রকাশ হলে এই পোস্টে পাবেন
ভোলা জেলার কি কোন নিয়োগ আছে ডিসি অফিসের
আপাতত নেই, হলে এখানেই সবার আগে বিজ্ঞপ্তি পাবেন
কক্সবাজার জেলার আছে কি
না, এখন আপাতত নেই
লালমনিহাটে কোন নিয়োগ আছে প্লিজ জানাবেন
এই মুহুর্তে চলমান নেই
Madaripur Zela ta ki aca vaiya??
এই মুহুর্তে তো নাই স্যার
কক্সবাজার জেলার আছে কি
না, হলে এখানে পাবেন
Ami rangpur bivager basinda.ami ki apply krte parbo
রংপুর জেলার হতে হবে
রংপুর বিভাগের লালমনিরহাট জেলা থাকি, আমি কি রংপুর ডিসি অফিসে চাকুরির জন্য আবেদন করতে পারবো?
না, শুধু রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
Rajshahi ace ki?
এই মূহুর্তে নাই, হলে এখানে পাবেন
Tangailë ase ki
নেত্রকোনা জেলা আছে..?
এখন আপাতত নেই, কিছুদিন পর পেতে পারেন
ভাইয়া এস এস সি পাস দিয়ে ডিসি অফিসে আপ্লাই করতে পারমো দয়া জানাবেন
পারবেন
কি ভাবে করবো,, আমার বারি পটুয়াখালি,দুমকিতে , আমি করতে চাই ভাই,,, একটু জানান
Rangpur dc office a akhn kono job nai??
ছিলো কিছুদিন আগে, সময় শেষ হয়ে গেছে
পিকচার কেন সো করে না
রিলোড দেন আসবে
আবেদনকারীর আবেদনপত্র এবং সকল প্রকার সনদপত্র কি সত্যায়িত করা লাগবে!
জি সত্যায়িত করতে হবে
আমি জব করতে চাই
লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম
উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি
মোবাইল নাম্বার 01888742729
প্লিজ আমাকে জানাবেন
আবেদন করে রাখুন, হবে
দিনাজপুরের আছে কি না
ভাই এখানে ফরম পূরণের পর কি কোনো এক্সাম নেওয়া হবে নাকি সরাসরি ভাইভা হবে?
লিখিত পরীক্ষা হবে আগে
বরিশাল বিভাগে ডিসি অফিস নিয়োগ আছে কিনা
bhai janaiben
না স্যার, এই মুহুর্তে নেই
ভাই জামালপুর জেলার সার্কুলার আসলে দিয়েন
জি স্যার অবশ্যই
টাংগাইলে কি কোন পোস্ট খালি আছে?
এখন নেই স্যার, আবার হলে পাবেন
Tangailë ase ki ?
এই মুহুর্তে নেই, হলে এখানে পাবেন স্যার
Bhola কোনো নিয়োগ আছে কি
চলমান নেই, বিজ্ঞপ্তি প্রকাশ হলে পাবেন
মাদারিপুরে কোন নিয়োগ আছে??
এখন চলমান নেই, ম্যাডাম। প্রকাশ হলে এখানে পাবেন
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে
এখন চলমান নেই স্যার
ময়মনসিংহ ডিসি অফিসে কোন নিয়োগ আছে কি
না স্যার, গত বিজ্ঞপ্তির পরীক্ষা এখনো হয়নি
সাতক্ষীরার ডিসি অফিসে বর্তমান কোন নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি ভাই?
না স্যার, এই মুহুর্তে নেই
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এর সার্কুলার আছে
এই মুহুর্তে নেই স্যার
চুয়াড়াঙ্গায় কোনো নিয়োগ আছে কি?
এখন চলমান নেই স্যার, হলে এখানে পাবেন
নীলফামারী তে কোন নিয়গ আছে কী
এখন চলমান নেই স্যার
Vai sirajganj a ki kono niyog ache??
ডিসি অফিসে নেই, তবে পরিবার পরিকল্পনায় আছে
ঠাকুরগাঁও কবে হতে পারে।
কবে হবে আগেই বলা যাচ্ছে না স্যার, পদ খালি হলেই হবে
টাংগাইলের ডিসি অফিসের নিয়োগ আছে নাকি,,,
আপাতত নেই স্যার, হলে পাবেন
গাজীপুর আছে নাকি ভাই
ঝিনাইদহ ডিসি অফিসে নিয়োগ আছে নাকি
না স্যার, এই মুহুর্তে নেই
পিরোজপুর জেলার বিজ্ঞপ্তি আছে কি না, ওয়েব সাইটে খুজে পাচ্ছি না
চলমান গুলো দেয়া আছে স্যার
কুষ্টিয়া জেলায় কবে শুরু হবে
কখন হবে বলা যাচ্ছে না স্যার, খোঁজ রাখবেন এই পেজে
Apne k kotha bolcen? Apner kaj ki saradin sober sathy kotha bola information deya?
আপনার কথা বোধগম্য নয়
কিশোরগঞ্জ জেলার ডিসি অফিসের সারকুলার কি দিছে🙄
প্লিজ জানাবেন
নোয়াখালী কি নিয়োগ হয়ে গেছে,, না হবে?
সামনে হয়ত হবে, অপেক্ষা করুন স্যার
মৌলভীবাজার জেলা নাই?
এই মুহুর্তে চলমান নেই স্যার
ভাইয়া ময়মনসিংহ এর আছে??
নারায়নগঞ্জ জেলার এপ্লাই কি চলছে?? বা কবে আসবে বা নিয়োগ বিজ্ঞপ্তি টা কিভাবে পাবো??
জানালে ভালো হতো!!
নারায়নগঞ্জ জেলায় এখনো হয়নি স্যার, আসলে এখানে পাবেন
SSC pase ki kono chakri Hobe . Amar basa ALAMDANGA.
গাইবান্ধায় কি নিয়োগ দেওয়া হয়েছে না কি
না স্যার গাইবান্ধায় এই মুহুর্তে কোন বিজ্ঞপ্তি নেই
রংপুর জেলার কি নিয়োগ আছে..?
ময়মনসিংহে কি নিয়োগ দেয়া হয়েছে??? ওয়েবসাইট এ পাচ্ছি না
সিলেট জেলা কি এখনো নিয়োগ দেওয়া হয়নি স্যার ❤️
না স্যার, হলেই সাথে সাথে পাবেন
Ami ki apply korte parbo lab technician post??? Ami electromedical Engeenear.
জি পারবেন ম্যাডাম
Exam ta kobe hote pare dc office ar
নিজ নিজ জেলা ডিসি অফিসের আশে পাশেই হবে স্যার
ভাই ডিসি অফিসে চাকরি নিতে,,, গেলে টাকা ছাড়া হবে না।
ভালো পরিক্ষা দিতে পারলে হবে স্যার
vaiya dhaka te kno job niyog biggopti ace..thakle janaben pls
নওগাঁ জেলার কোন নিয়োগ আছে কি
এখানে দেয়া জেলাগুলোই শুধু স্যার
comilla ache ki
না স্যার এখন চলমান নেই
ঢাকা ডিসি অফিসে নিয়োগ দিলে জানাবেন প্লিজ
জি স্যার অবশ্যই
Rangpur dc office er job er kono circular ase ???
না স্যার, এখন চলমান নেই
পটুয়াখালী ডিসি অফিসে নিয়োগ কবে নাগাদ পাব?
বিজ্ঞপ্তি প্রকাশ পেলে পাবেন
ভাই নেএকোনা আবেদন করা যাবে ভাই please একটু জানাবেন ভাই
নেত্রকোণার কোন বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি স্যার
মৌলভীবাজারের এখনও কোনো বিজ্ঞপ্তি পাই নাই স্যার
মৌলভীবাজার এর বিজ্ঞপ্তি কখন পাবো ?
জি দেওয়া হয়েছে স্যার
জামালপুর জেলা থেকে আবেদন করা যাবে?
না স্যার, এই মুহুর্তে পারবেন না
ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বি,বাড়িয়া ডিসি অফিসে চাকরির নিয়োগ বিগুপ্তি দিয়েছে কি আমি বি,বাড়িয়া জেলার কসবা থানার স্থায়ী বাসিন্দা আমি কি এই চাকরি করতে পারবো ভাই
এখনো দেয়নি স্যার
স্যার,রংপুর জেলার কী বাসিন্দার আবেদন করা যাবে?
ভাই খাগড়াছড়ি জেলাতে ডিসি অফিসে কোন সার্কুলার নাই
ভাইয়া আমি ১৩/১১/২০২১ সালে নিবন্ধন অধিদপ্তরে অফিস সহায়ক পোষ্ট এ ভাইবা পরিক্ষা দিয়ে ছিলাম কিন্তু এখনো রেজাল্ট পাই নি কোন ওয়েবসাইটে ।
দয়া করে রেজাল্ট দিছে কী এটা জেনে আমাকে সাহায্য করেন ।
01714640434
Kurigram ar kono circular thakolee janaben please?????
ভাই নেত্রকোনা ডিসি অফিসে নিয়োগ থাকলে জানাবেন প্লিজ?
শিপিংয়ে কেন আবেদন করা যাচ্ছে না?
সাতক্ষীরা ডিসি অফিসে কোনো নিয়োগ আছে কি? কবে আসবে জানাবেন প্লিজ
Vai jan kurigram dc office a ki kono exam ar deat porce ki …deat porle please aktu janaben ?
Kurigram dc office ar exam date kobe janale khub opokkrito htam…plz
১৮ বছর না হলে কি আবেদন করতে পারব।
না স্যার
ভাই বগুড়া থেকে বলছি, বগুড়া তে কি এই নিয়োগ চলছে।
ডিসি অফিস জেলা: খাগড়াছড়ি
ভাইয়া আমি সাতক্ষীরা থেকে বলছি সাতক্ষীরায় কোন চাকরির আবেদন আছে আমি ডিসি পদে চাকরি কি পাব ?… শিক্ষাগত যোগ্যতা এসএসসি
রংপুর জেলায় ডিসি নিয়োগ আছে
আপাতত নেই স্যার
ভাইয়া গাজীপুর জেলায় কি ডিসি অফিসে নিয়োগ আছে
চুয়াডাঙ্গা জেলাতে কোনো নিয়োগ আছে কি ভাই
নেত্রকোনা জেলায় নিয়োগ আছে নাকি
ময়মনসিংহের জন্য কোনো আবেদন আছে .
HSC …
ভাই
কুষ্টিয়াতে কবে দেবে
কুড়িগ্রাম জেলা প্রকাশের কাযলয়ে নিয়োগ বিগপ্তি চালু আছে কি
কার সাথে যোগাযোগ করলে এই চাকরিটা পাওয়া যাবে
আমায় একটা চাকরির বেবস্তা করেদিলে ভালো হবে আমি অসহায়
আমি এতিম আমায় কেউ যদি একটা চাকরির সুযোগ করে দিতেন plz
ঠাঁকুরগাঁও জেলায় কবে নিয়োগ দিবে