পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ ৬৭ জন ফিল্ড অফিসার পদে পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | পল্লী বিকাশ কেন্দ্র |
পদের সংখ্যা | ৬৭ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ৩০ সেপ্টেম্বর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগ/কুরিয়ার/সরাসরি |
আরো দেখুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ ২০২৩
শূণ্যপদঃ শাখা ব্যবস্থাপক/ ফিল্ড অফিসার/ এইচ আর অফিসার
পদের সংখ্যাঃ ৬৭ জন
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিষয়ে স্নাতক
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
বেতনঃ ২৬০০০-৩৪০০০ টাকা
আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ- প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসা টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

আরো দেখতে পারেন-
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৩
- রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, পদঃ ৮৬৫টি
- সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা [০৮ ডিসেম্বর, ২০২৩]
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
নিয়োগের শর্তাবলী
প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার গ্রাম পর্যায়ে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদশী হতে হবে। ১ ও ২ নং পদের প্রার্থীদের বাইসাইকেল/ মোটরসাইকেল চালনায় পারদশী হতে হবে। ফিল্ড অফিসার (অনভিজ্ঞ-২নং পদ) পদের প্রার্থীদের বেলায় প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
ফিল্ড অফিসার ( অনভিজ্ঞ-২ নং পদ) পদের প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এককালীন ভাতা প্রদান করা হবে। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুষায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ড ফান্ড ও গ্যাচুইটিসহ অন্যান্য সুবিধার আওতাভুক্ত হবে। মাঠ পর্যায়ে একক আবাসন ফ্রি।
আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র (অভিজ্ঞ ফিল্ড অফিসারদের বেলায়) এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আগামী ৩০-০৯-২০২৩ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিচে লিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
সকল পদের জন্য জামানত (ফেরৎযোগ্য) ১০,০০০/-(দশ হাঁজার) টাকা । আরো উল্লেখ্য যে, সকল পদের প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগের পূর্বে কোন রকম আর্থিক লেনদেন সরেজমিনে অফিসে উপস্থিত হওয়া ছাড়া অন্য কোন উপায়ে অন্য কারো সাথে না করার জন্য অনুরোধ করা হলো।
I am interested in doing the job.!
আমি চাকরিটা পাবো কি