১৯৪৪ পদে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ জন্ম আমার ধন্য হবে মাগো আমায় যদি তোমার বুকে রাখো-এ উক্তিটি সামনে রেখে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি) বাংলাদেশের গ্রাম বাংলায় বঞ্চিত প্রতিবন্ধীদের সুস্থ্য ও সবল করার লক্ষ্যে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংস্থা ইউএসএ ও চীনের সহযোগীতায় ও অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরনের লক্ষ্যে বিভাগীয় অফিস/ আঞ্চলিক অফিস/ জেলা অফিস/ উপজেলা অফিস ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী দক্ষ/অদক্ষদের আবেদন আহবান করা হচ্ছে।
প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ ২০২২
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট (বিপিকেটি) |
ওয়েবসাইট | https://bpktbd.org |
মোট পদ | ০৭ টি |
পদের সংখ্যা | ১৯৪৪ জন |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ১৪ জুলাই, ২০২২ |
আবেদন করা যাবে | ডাকযোগে |
প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের নিয়মাবলীঃ পদের নাম, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বর্ণনা, অভিজ্ঞতা, কোন জেলা / বিভাগ কাজ করতে ইচ্ছুক তা স্পষ্টভাবে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বাড়ীনং-১৪ (নীচ তলা), রোড-নং-০৬, সেনপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬-এর বরাবরে নিজহস্তে লিখিত দরখাস্ত / ওয়েবসাইটে রক্ষিত নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজ ০৩ (তিন) কপি ছবি, পরীক্ষার ফিবাবদ ১নং পদের জন্য ৫০০/- টাকা, ২নং পদের জন্য ৩০০/- টাকা, ৩নং থেকে ৫নং পদের জন্য ২০০/- টাকা, এবং ৬-৭নং পদের জন্য ১৫০/- টাকা অফেরতযোগ্য, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাষ্ট, বেগম রোকেয়া স্বরনী শাখা, মিরপুর, ঢাকা, সোনালী ব্যাংক লিমিটেড যার চলতি হিসাব নং- ৪৪৩৯৬০২০০০৮৮৬ এর অনুকূলে টাকা জমা / পে-অর্ডার রশিদের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
আবেদনকারীর বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০/- টাকার ডাক টিকেট সম্মলিত ১০.৫*৪.৫ ইঞ্চি সাইজের অ-ব্যবহারিত ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপরে পদের নাম, আবেদনকারীর বর্তমান ঠিকানা লিখে হেড অফিসের ঠিকানায়। শুধুমাত্র জিপিও ডাকযোগে আগামী ১৪/০৭/২০২২ইং তারিখের মধ্যে পাঠাতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক (১৮ জুন, ২২)
সকল প্রার্থীকে যথা সময়ে বাছাই পরীক্ষার স্থান, তারিখ ও সময় ডাকযোগে/এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হইবে।
নিয়মিত চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.
আপনাদের ওয়েব সাইটে এটা আসে কাজ হচ্ছেনা কোনভাবে।
Ei lekha ashar karon ki?
Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.
রিফ্রেস করেন ঠিক হয়ে যাবে
Hsc pass a ki apply kora jaba
AK sate duh post te ki apply kora jabe
আজকে 07-07-2022 উল্লাপাড়া সিরাজগন্জ থেকে ডাক যোগে পাঠালে পৌছাবে কি স্যার উত্তর জানাবেন
আপনারা কেউ আবেদন করেন না প্রতিবন্ধীদের নাম দিয়ে দূর্নীতিবাজরা মানুষকে ঠকানোর কৌশল করেছে। এদের ওয়েব সাইড ও ই-মেইল ভূয়া বিশ্বাস না মেইল পাঠান দেখেন কোনোএক মেইল সেন্ট জবে না। এদের পুলিশে দেওয়া উচিত।
আপনারা কেউ আবেদন করেন না প্রতিবন্ধীদের নাম দিয়ে দূর্নীতিবাজরা মানুষকে ঠকানোর কৌশল করেছে। এদের ওয়েব সাইড ও ই-মেইল ভূয়া বিশ্বাস না হলে মেইল পাঠায়ে দেখেন কোনো মেইল সেন্ট হবে না। এদের পুলিশে দেওয়া উচিত।
ভালোভাবে যাচাই না করে কেউ আবেদন করবেন না। প্রয়োজনে অফিসে যোগাযোগ করুন