টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন বিভাগে নিম্নে বর্ণিত ৪ (চার) বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি ২০২০-২১
শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও আসন সংখ্যা, বিভাগ অনুযায়ী আসন সংখ্যাসহ অন্যান্য সকল তথ্য বিস্তারিত দেয়া হল। ২০২১ সালে নতুন আরেকটি কলেজ যুক্ত হয়েছে। এখন মোট কলেজ সংখ্যা ৭টি।
কলেজসমূহ | আসন সংখ্যা |
---|---|
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া | ১২০ |
চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, মিরসরাই | ১২০ |
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ | ১২০ |
নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ | ১২০ |
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল | ১২০ |
ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর | ১২০ |
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ | ১২০ |
মোট আসন সংখ্যা= | ৮৪০ |
বিভাগ অনুযায়ী আসন সংখ্যা
প্রত্যেকটি টেক্সটাইল কলেজে মোট চারটি বিভাগ রয়েছে এবং প্রতি বিভাগে ৩০ টি করে আসন আছে।
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং -৩০
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং -৩০
- ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং -৩০
আরো দেখুন- GST/ গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২০-২১
ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
আবেদন প্রক্রিয়া শুরু | ০১ জুন, ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ০৮ জুলাই, ২০২১ |
ভর্তি পরীক্ষা | ১৭ জুলাই, ২০২১ সকাল ১০ টা |
ফলাফল প্রকাশ | ১৯ জুলাই, ২০২১ |
ভর্তি পরীক্ষার নিয়মাবলী
ক) পরীক্ষার বিষয় সমূহ ও নম্বরঃ গণিত- ৬০, পদার্থ- ৬০, রসায়ন- ৬০, ইংরেজী- ২০।
খ) MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
গ) প্রশ্নপত্রে ১০০ টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২ ও প্রশ্নে ৪টি উত্তরের অপশন থাকবে, পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট।
ঘ) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূণ্য দশমিক পাঁচ) নম্বর কাটা যাবে।
ঙ) ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক্স সীম/ডিভাইস যুক্ত ঘড়ি, ইলেকট্রনিক কলম, মোবাইল ফোন, সেল ফোন বা শ্রবন যন্ত্র বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না।
চ) পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার উত্তরপত্রে OMR শিট কালো কালির বলপেন দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ সংশিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল দিয়ে বৃত্ত ভরাট করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
ছ) কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
জ) প্রার্থীর হয়ে অন্য কেউ প্রক্সি পরীক্ষায় অংশ গ্রহণ করলে আইনানুগ ফৌজদারী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেখে নিন- প্রকৌশল ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২০-২১
প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রণয়ন
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ ও এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ যোগ করা হবে এবং মেধা তালিকা নির্ধারণ করা হবে প্রার্থীর মেধা ও পছন্দে ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা কলেজ ভিত্তিক প্রকাশ করা হবে। আসন শৃণ্য থাকা সাপেক্ষে কলেজ ভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং পছন্দের ক্রম অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে।
বিভাগ নির্ধারণঃ ভর্তির পর স্ব-স্ব কলেজ কর্তৃক প্রার্থীর মেধা ও পছন্দ ক্রম অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে বিভাগ নির্ধারণ করা হবে
৭টি সরকারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি

প্রার্থী কর্তৃক করণীয় বিষয়
ক) ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দুই কপি এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় মূল রেজিষ্ট্রেশন কার্ড ও দুটি ফটোকপি অবশ্যই সংগে আনতে হবে।
খ) পরবর্তী যোগাযোগের জন্য আবেদনকারীকে ভর্তি পরীক্ষার রোল নম্বর সংরক্ষণ করতে হবে।
গ) ভর্তি পরীক্ষার দিন অন্তত 8৫ মিনিট পূর্বে কেন্দ্রে ও ৩০ মিনিট পূর্বে পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
ঘ) ভর্তি সংক্রান্ত তথ্য/ সংশোধনী/ ফলাফলের জন্য dot.gov.bd সাইটে খোঁজ রাখুন
ঙ) এসএমএস পদ্ধতিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনরুপ সমস্যা হলে টেলিটকের কাস্টমার কেয়ার (১২১) নম্বরে অথবা অন্য যে কোন অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
চ) ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ছ) ভর্তি পরীক্ষার দিন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র ও এইচএসসি বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি অবশ্যই সংগে নিয়ে আসতে হবে। অন্যথায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ এ যুক্ত হতে পারেন