পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-PMK Job Circular 2022: পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নিয়োগ ২০২২ এর কার্যক্রম, মা ও শিশু পরিচর্যা, পরিবার পরিকল্পনা প্রকল্পগুলো আ্যায়ারল্যান্ডের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে পরিচালনার লক্ষে নিজ এলাকায় কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলাদের কাজ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য নিচে বর্ণিত ৩টি পদে ২৫০ জন লোক নিয়োগ করা হবে। সকল পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্ব ও বয়স এবং বেতন বিস্তারিত আলোচনা করা হল।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরিএনজিও চাকরি
প্রতিষ্ঠানপল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)
সাইটhttps://www.pmk-bd.org
শূণ্যপদ৩টি
পদের সংখ্যা২৫০ জন
বয়সসীমা১৮-৩৩ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর/বিবিএস
আবেদনের শেষ তারিখ১২ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো দেখুন- সকল এনজিও চাকরির খবর একসাথে

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি 2022

আগ্রহী প্রার্থীদের ছবি, পদের নাম ও মোবাইল নম্বরসহ জীবন বৃত্তান্ত ডাক মাধ্যমে পাঠাতে হবে। প্রশিক্ষণের সময় ছবি, সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে ও একসেট ফটোকপি জমা দিতে হবে।

  • পদের নামঃ ক্রেডিট অফিসার/ফিল্ড অফিসার/একাউন্টস অফিসার-২
  • পদসংখ্যাঃ ২৫০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর/বিবিএস
  • বেতনঃ আলোচনা সাপেক্ষে
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখতে পারেন-

বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি প্রতিষ্ঠানের ঠিকানাঃ প্রধান কার্যালয়, বাড়ি নং-৫১০, লিংক রোড, গুলশান-১, ঢাকা-১২১২। যেকোন ধরণের প্রশ্ন বা কোন অভিযোগ থাকলে এই ঠিকানায় যোগাযোগ করুন।

সাক্ষাতকার, প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে এবং কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে। পরিচালক মানবসম্পদ, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি।

এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ-এ যুক্ত হতে পারেন

58 thoughts on “পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. ভাই, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র [email protected] আবেদন করেছিলাম। কল দিয়ে বলে সরাসরি নিয়োগ আর নাম রেজিষ্ট্রেশন করতে ১৫৮০ টাকা দিতে হবে।
    টাকা দিতে রাজি না হওয়াতে আপনার আবেদন বাতিল।
    আমার প্রশ্নঃ তারা টাকা চায় কেন?
    আর ইমেইল আবেদন সকালে কি টাকা চায়?
    এই টা কি সত্যি ছিলো না ধান্দাবাজি, একটু বলেন প্লিজ

    Reply
    • টাকা চাইলেই বুঝবেন, এরা ধান্দাবাজ। ভুলেও টাকা দিবেন না। নিয়োগে শুধু পরীক্ষার ফি হিসেবে ১০০/২০০ টাকা নিতে পারে। তবে সরাসরি সাক্ষাতকারের নিয়োগে কোন টাকা লাগে না।

      Reply
        • ভাইয়া আমাকে ইউনিয়ন সুখি পরিবার কেন্দ্র থেকে ফোন করছে।১৫৮০টাকা চাইছে এটা কি সত্যি অফিস চাইছে টাকা দিবো কি?

          Reply
          • না, ভুলেও টাকা দিবেন না, কোন চাকরিতেই টাকা দেয়া লাগে না

      • আমার কাছ থেকে ১৫৫০ টাকা চেয়েছে।
        আপনাদের সিদ্ধান্তের অনুসরন করব

        Reply
    • ভাই আমার থেকেও তো টাকা চাই ভাই কল দিয়ে কি করা যায়।।একটু বলবেন প্লিজ।।

      Reply
    • ভাই আমার কাছে টাকা চাইছে পনেরশো1550 টাকা দিতে হবে এটা তো বুঝলাম না ভাই কেউ কি কিছু বলতে পারবেন এটা সম্বন্ধে

      Reply
    • ভাই আমার কাছে তো টাকা চাইছে এখন কি করা যাবে পরামর্শ দিলে খুশি হইতাম

      Reply
  2. হুম ভাই ধন্যবাদ।
    বাংলাদেশ পল্লী ম… কর্মসূচি
    এই চাকরি আবেদন সঠিক কি?
    এর বিজ্ঞপ্তি কি কোন জাতিয় পত্রিকা থেকে নিয়েছেন। কত টুকু সত্য এই বিজ্ঞপ্তি টা……

    Reply
    • জাতীয় পত্রিকা থেকে নিয়েছি, কিন্তু জাতীয় পত্রিকাগুলো কখনোই কোম্পানি যাচাই করেনা, তাই নিজ উদ্যোগে যাচাই করে নিন

      Reply
  3. ভাই
    বেশির ভাগ বেসরকারি বিজ্ঞাপন ভূয়া হয়ে।
    তাই প্রকাশ করার আগে আপনি একবার যাচাই-বাছাই করে দিবেন। তাহলে আমাদের হয়রানি কমে হবে।
    ধন্যবাদ।

    Reply
    • আসলে আমরা জাতীয় পত্রিকা থেকে বিজ্ঞপ্তি নেই, তাই আপনারা একটু কষ্ট করে খোঁজ নিয়ে আবেদন করবেন।

      Reply
      • বিজ্ঞপ্তির সাথে কোন পত্রিকায় কত তারিখ প্রকাশিত হয়েছে তা দিলে ভাল হয়ে,ভাই।

        Reply
  4. ভাই আজকে আমাকে ফোন দিয়ে ১৫৫০টাকা চায় এবং বলে টাকা না দিলে আবেদন বাতিল করে দিবে আমি দিয়ে ছি এবং তারা তখন সিরিয়ার নাম্বার কোড নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার মেসেজ করে দিয়েছে এটা কি আমাকে ধোঁকা দিচে,প্লিজ জানাবেন

    Reply
    • ভাই আমাকে চাকরি তে নিয়োগের কাগজ দিচে কিন্তু আমার থেকে৫২০০টাকা চাচ্ছে এটা কি ধোঁকা দিবে প্লিজ জানাবেন আকোনো টাকা দেয়নি

      Reply
    • ভাই আপনাকে ধোঁকা দিছে,আমার কাছে টাকা চায়ছিল, কিন্তু দি নাই বিধায় আমাকে শালার শালা বলে কল কেটে দিছে

      Reply
  5. বিকাশ নাম্বার একটা দিচে নাকি অফিসিয়াল ঐ নাম্বার নাকি ১৫৫০ টাকা পাটাতে হবে।। নাপাটালে নাকি চাকরি কেনচেল হয়ে যাবে

    Reply
  6. আজকে আমাকে ফোন দিছে ১৫৫০ টাকা পাঠানোর জন্য বলতেছে।
    না পাঠালে রেজিস্ট্রেশন বাতিল করবে। আমি এখনো টাকা দেই নাই। আমার বড় ভাই আছে তারা পল্লী মঙ্গল এ জব করে ওরা বলতেছে এই সার্কুলার সম্পর্কে আমরা কিছু জানি না।এখন কি করা যায়?

    Reply
    • ভুলেও টাকা দিবেন না, চাকরির জন্য টাকা দিতে হয়না, এরা ধান্দাবাজ

      Reply
  7. ভাই, কেউ টাকা পাঠাবেন না প্লিজ,,এরা প্রতারক।।আমার কাছ থেকে টোটাল ৫৭০০ টাকা হাতিয়ে নিয়েছে।।আজকে ফোন করছি ওরা ফোন ধরে না।।।এরা ধান্দাবাজ।

    Reply
    • সবাইকে বার বার বলছি, কেউ টাকা দিবেন না। চাকরি পেতে টাকা লাগে না

      Reply
  8. সবার কমেন্ট পড়ে বুঝলাম এরা ধান্দাবাজ। আজ সকালে ‍আমাকে কল দিয়েছে সকাল 10 টায়, একজন মহিলা ছিল উনি বলেছেন সকাল 11 টার মধ্যে 1550 টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে পাঠাতে হবে। কিন্ত আমি এই ব্যাপার নিয়ে টেনশনে ছিলাম। সত্য কিনা যাচাই করার জন্য যখন চেষ্ট করি তখন আপনাদের কমেন্ট দেখেই বুঝতেছি যে এরা মানুষকে ধোকা দিচ্ছে।

    Reply
    • জি, কোন চাকরিতেই টাকা পয়সার লেনদেন করবেন না। চাকরির জন্য টাকা লাগে না

      Reply
      • ভাই আমার কাছে টাকা চাইছে পনেরশো1550 টাকা দিতে হবে এটা তো বুঝলাম না ভাই কেউ কি কিছু বলতে পারবেন এটা সম্বন্ধে

        Reply
    • আমাকেও সকালে ফোন করে ১০৫০টাকা দিতে বলেছে।তার আগে আমি কি কোন জব কতি কিনা জানতে চাইলো,,তারপর বলল ১০৫০টাকা পাঠাতে

      Reply
  9. ভাই আজকে সকাল নয় টায় ফোন করে আমার কাছ থেকে ১৫৫০টাকা চাইছে দিবো কি

    Reply
  10. আমার কাছেও চেয়েছে ভাই।
    এখন কেউকি দিয়েছেন টাকা

    Reply
  11. পল্লী মঙ্গল কর্মসূচি—- পোস্টিং কি নিজ জেলায় দেয় নাকি দেশের যেকোন জেলায় পোস্টিং দিবে? জানায়েন

    Reply
  12. আসসালামু আলাইকুম,
    ভাইয়া,
    আমি বাংলাদেশে পল্লী মঙ্গল কর্মসূচী তে নিয়োগ দেখে আবেদন করেছি। আমার কাছে ১৫৫০ টাকা রেজিষ্ট্রেশন করতে চেয়েছে। আমি তো টাকা দিয়েছি। এবং পরে আমাকে উনারা কাগজ পএ দিয়েছে। চাকরিতে জয়েন করতে বলেছে। কিন্তু আজকে আমাকে অফিস থেকে ল্যাপটপ দিবে বলেছে এবং, আমাকে বলেন আপনি আগ্রহী হলে ৪২৫০ জমা দিন। আমি তাও দিয়েছি। এখন এটা কি সত্যি নাকি ভুয়া??? আমি তো বুঝিনাই ভাইয়া।

    Reply
    • সর্বনাশ করেছেন। টাকা দিছেন কেন, টাকা চাইলেই বুঝতে হবে এরা ধান্দাবাজ

      Reply
  13. পল্লী মঙ্গল কর্মসূচিতে নিয়োগের সময় নাকি বেতন সমপরিমাণ টাকা জমা দিতে হবে,যা পরবর্তীতে সুদে-আসলে ফিরিয়ে দেওয়া হবে!
    আমার প্রশ্ন হলো এই টাকাটা কি আসলেই ওনারা নেয় নাকি এইটা ভূয়া?????

    Reply

Leave a Comment