যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-DYD admission circular 2024: বছরের জন্য দেশের ১৮-৩৫ বছর বয়সি কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের কর্মসংস্থানের নিমিত্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য “যুব উন্নয়ন অধিদপ্তর”-এর নিম্নবর্ণিত অনাবাসিক/আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী যুবদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

প্রশিক্ষনের ধরনসরকারি
প্রতিষ্ঠানযুব উন্নয়ন অধিদপ্তর
অফিসিয়াল ওয়েবসাইটhttp://dyd.gov.bd
প্রশিক্ষণের পদ১৫টি
বয়স-সীমা১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাজেএসসি-এইচএসসি
আবেদনের শেষ তারিখ২৬/২৭ ডিসেম্বর, ২০২৩

দেখে নিনঃ চলমান যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

১। কোর্স/ট্রেডের নামঃ নিচে দেখুন
মেয়াদঃ
৬ মাস/৩ মাস/১ মাস
কোর্স ফিঃ ৫০-১০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): ৮ম-স্নাতক
কেন্দ্রঃ ৬৪ টি জেলা
সাক্ষাতকারের তারিখঃ বিজ্ঞপ্তি দেখুন

বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখঃ ২৬/২৭-১২-২০২৩ ইং

আরো বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন

যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি

দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি

বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেয়ার শেষ তারিখ ২৫/১২/২০২৩ ইং এবং প্রশিক্ষণ শুরু ০১ জানুয়ারি, ২০২৪ ইং। বর্ণিত কোর্সে/ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছর এবং বেকার যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে। স্বহস্থে পূরণকৃত আবেদন ফর্ম (০১) নাম (বাংলা ও ইংরেজী) (০২) পিতার নাম (০৩) মাতার নাম (বাংলা ও ইংরেজী) (০8) জন্ম তারিখ (০৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স (০৬) জাতীয়তা পরিচয়পত্র শখব]])) নম্বর (যদি থাকে) অথবা জন্ম সনদপত্র, (০৭) বর্তমান ঠিকানা (০৮) স্থায়ী ঠিকানা (০৯) শিক্ষাগত যোগ্যতা (১০) ধর্ম (১১) জেন্ডার (১২) মোবাইল নম্বর (যদি থাকে) (১৩) বিকল্প যোগাযোগ নম্বর (১৪) ইতপূর্বে গৃহীত প্রশিক্ষণ (যদি থাকে) (১৫) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং (১৬) ভবিষ্যৎ পরিকল্পনা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে।

নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইটে পাওয়া যাবে অথবা স্ব-স্ব উপপরিচালক/কো-অর্ভিনেটর/ ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সবিধার্থে প্রশিক্ষণে ভর্তির তির আবেদনপত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টার/ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/যুব প্রশিক্ষণ কেন্দ্র/ জেলা কার্যালয়ে দাখিল করতে পারবে।

আবেদনপত্রের সাথে (ক) শিক্ষাগতে যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি (খ) জাতীয়তা পরিচয়পত্র (যেদি থাকে) অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংগে আনতে হবে।

দলিত (সুইপার, খষি, ডোম) যুবদের জন্য 8% কোটা এবং প্রতিবন্ধি, অটিস্টিক ও হিজড়াদের জন্য ৫% কোটা সংরক্ষণসহ কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে।

সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী বোর্ডের সামনে নির্ধারিত সময়ে হাজির হতে হবে। এজন্য কোনো প্রকার টি,এ/ডি,এ দেয়া হবে না। ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে মোবাইল নম্বর, আইডি ও ই-মেইল আইডি আবশ্যিকভাবে দিতে হবে।

প্রশিক্ষণের শর্তাবলী

০৫ নং ক্রমিকে বর্ণিত কোর্সটি আবাসিক ভাবে পরিচালিত হবে প্রশিক্ষণার্থীগণকে প্রচলিত নিয়মানুসারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।

০৫ নং ক্রমিকে বর্ণিত আবাসিক প্রশিক্ষণে কোভিড-১৯ পরিস্থিতিতে ৬০ জনের স্থলে পুরুষ ছাত্রাবাসে সর্বোচ্চ ২০ জন এবং মহিলা ছাত্রাবাসে সর্বোচ্চ ১০ জন অবস্থান করতে পারবে। এক্ষেত্রে দূরবর্তী উপজেলা থেকে আগত প্রশিক্ষণার্থীগণ অগ্রাধিকার ভিত্তিতে আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এবং সদর ও নিকটবর্তী উপজেলার প্রশিক্ষণার্থীগণকে অনাবাসিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

  • (গ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
  • (ঘ) প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • (ড) প্রশিক্ষণ শেষে আত্মকর্ম/কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে।
  • (চ) প্রশিক্ষণকালীন সকরার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে।
  • (ছ) প্রশিক্ষণ চলাকালীন সময়ে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

তাত্ত্বিক ক্লাশগুলো অনলাইন/সশরীরে এবং ব্যবহারিক ক্লাশগুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। জেলা কার্যালয় এবং উপজেলা কার্যালয়ে রাজস্বভুক্ত অনাবাসিক ট্রেডের প্রশিক্ষণার্থীদের প্রাপ্য যাতায়াত ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রদান করা হবে।

86 thoughts on “যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪”

  1. কেন্দ্র ফি জমা দানের পদ্ধতি কেমনে জানতে চাই?

    Reply
      • আচ্ছা সাক্ষাতকার কোন সময় নিবে সেটা জানবো কিভাবে জানবো বিজ্ঞপ্তিতে শুধু তারিখ টাই পাচ্ছি

        Reply
        • বরিশাল জেলা থেকে,,,ইয়ুথ কিচেন প্রশিক্ষণ টা নিতে চাচ্ছি

          Reply
          • আমি কি আমার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।

  2. ২৮ তারিখ থেকে তো শাটডাউন, আমরা ফরম কিভাবে জমা দিবো / কিভাবে ফরম জমা দেওয়া পরবর্তী সাক্ষাতকার করবো?
    আর আমরা প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করবো?

    Reply
  3. আমি এখানে ভর্তি হতে চাই আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে।আমি গাজীপুরে থাকি০১৯১০৫১১১৩০.

    Reply
  4. আমার বাড়ি কুমিল্লার আড়াইওরা।আমি ২০২০ সালে এসএসসি পরীক্ষায় দিয়েছি।আমি আপনাদের প্রতিষ্ঠান এ ভর্তি হতে চাই।আমি কি কি করতে হবে স্যার??

    Reply
  5. আবার কত দিন পরে সার্কুলার দিবে কেউ জানান প্লিজ

    Reply
  6. আমার জেলা কুমিল্লা।
    আমি কি ঢাকাতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতে পারবো?

    Reply
  7. আবেদন জমা দেয়ার তারিখ বাড়িয়েছে কি? আমি বরিশাল থেকে আবেদন করতে চাচ্ছিলাম

    Reply
  8. আমি ঝালকাঠি থেকে।প্রতি বছর কি জুন মাসে ভর্তি শুর হয়?নাকি ডিসেম্বরেও শুরু হয়?আমি ভেটেনারি কোর্স করতে চাই।

    Reply
  9. আমার বয়স ৪০ + কিন্তু গবাদিপশু পালন ও চিকিৎসা প্রশিক্ষন নেওয়া একান্ত প্রয়োজন।

    Reply
  10. এখন কি এই প্রশিক্ষণ দেওয়ার সময় আছে জানা থাকলে একটু জানাবেন।

    Reply
  11. ৯ নং কোর্স এর (গবাদি- পশু পালন, হাস-মুরগি পালন , মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা কৃষি বিষয়ক) জন্য কোন মাসিক ভাতা প্রদান করা হয় নাকি ?

    Reply
  12. গবাদিপশু পাখি এর কোর্স করার কি এখন কোন সুযোগ আছে.???

    Reply
  13. ৮ম শ্রেণি পাসকরা কেউ গবাদিপশু পালন প্রশিক্ষণ নিতে পারবে ??

    Reply
  14. ২য় পদের জন্য –
    প্রতিদিন ক্লাস কত সময় করে হবে এবং প্রতিদিন কি বাড়ি থেকে এসে ক্লাস করতে হবে (যেহেতো বাড়ি জেলা পরিষদ অনেক দূরে)আর কোর্স শেষে আমরা কি কোনো প্রতিষ্ঠানে কাজ পাবো

    Reply
  15. ভাই ২০২২ সালের জানুয়ারিতে কি কোনো সার্কুলার দিবে??
    এটা তো ২০২১ সালের

    Reply
  16. আমার জেলা তো ভোলা ভোলা থেকে কি যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি কোর্স করা যাবে কি ভাই অনলাইন এ কোন কোন কোর্সটি করা যাবে প্লিজ রিপ্লাই দিবেন

    Reply
  17. ভাই আমি এইচএসসি পাশ করছি। কিন্তু সনদ পাই নি। এস এস সি এর সনদ দিয়ে কি 1 ও 2 নাম্বার ট্রেড এ আবেদন করা যাবে

    Reply
  18. এক সাথে কি দুইটাতে করা যাবে? এবং এক জেলার লোক কি অন্য জেলাই আবেদন করতে পারবে?

    Reply
  19. আমি চুয়াডাঙ্গাতে থাকি আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা দেন

    Reply
  20. স্যার,আমি পটুয়াখালী জেলা থেকে প্রশিক্ষণ নিতে চাই। এখন, পটুয়াখালী জেলায় তো গবাদিপশু প্রাথমিক চিকিৎসা সার্কুলার তো দেয় নাই।অন্য অন্য বিষয় সার্কুলার দিছে। এখন তো 2021 সাল। চলে 2022 সালে জানুয়ারী মাসে কি পটুয়াখালী জেলায় গবাদিপশু প্রাথমিক চিকিৎসা সার্কুলার দিবে।বা এই সার্কুলার কবে দিবে। অনুগ্রহপূর্বক বিষয়টি আমাকে জানাবেন

    Reply
  21. প্লিস আমাকে একটু ২৮ নভেম্বর বরিশাল জেলার সাক্ষাতকার কয়টার সময় দিতে হবে + সেদিন আবেদন ও জমা দিবো কয়টার সময় যেতে হবে বুজতেছি ন😢😢😢

    Reply
  22. আমার দেশের বাড়ি ভোলা আমি ফ্রিল্যান্সিং করতে চাই তো আমি কি অন্য জেলা দিয়ে করতে পারব যেহেতু আমার জেলায় কোটা নাই এবং কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই

    Reply
  23. আবেদন ফরম ২৮ তারিখে রংপুরে জমা দেওয়া যাবে কি?

    Reply
  24. ২৮ তারিখ আবেদন ফর্ম জমা দিতে চাচ্ছি + ২৮ তারিখ সাক্ষাতকার কোন সময় হবে সময়টা কিভাবে জানবো

    Reply
  25. কাল থেকে কমেন্ট করে যাচ্ছি উওর পাচ্ছিনা😭😭😭বরিশাল জেলা

    Reply
  26. আমি কি আপার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।

    Reply
  27. আমি কি আমার নিজ জেলা ব্যাতিত অন্য জেলায় প্রশিক্ষণ নিতে পারব।

    Reply
  28. আমার যে যে সার্টিফিকেট আছে সব গুলাই কি দিতে হবে নাকি শুধু লাস্টেরটা দিলেই হবে। যেমন — এইচএসসি

    Reply
  29. ভাই আমরা প্রকৃত বেকাররা আবেদন জমা দিলেই কি হবে, আমাদের সুযোগ দিবে না কারণ প্রশিক্ষণ দিয়ে আমরা যে সত্যিকার অর্থে কিছু করতে চাই। আর একটা অভিযোগ আমার যুব উন্নয়ন কর্মকর্তাদের উপর আপনারা আর কবে আপনাদের ফাকি দেওয়া বন্ধ করবেন।কেননা সামান্য একটা যুব উন্নয়ন প্রশিক্ষণের জন্য প্রার্থীরা রাজনৈতিক নেতার সুপারিশ নিয়ে আসে আর তাতেই আপনারা ভয়ে না সম্মানে তাদের সুপারিশ করা ছেলে-মেয়েদের সুযোগ দিয়ে দেন।আর এদিকে প্রকৃত বেকাররা সব জায়গায় অপমানিত হয়ে থাকে।কারণ টা হলো আমি নিজে আবেদন করে ছিলাম কিন্তু সেখানকার পরিবেশ দেখে মনে হলো আমার দের মতো বেকারদের সুযোগ হবে না।

    Reply
  30. আপনারা আমার পোস্ট দেখে নানা মন্তব্য করতে পারেন তাই আবার লিখলাম,আমি বি.কম করেছি, আমার বাবার রাস্তার সাথে কিছু জমি আছে,সেখানে মাটি দিব বন্যার পর, সেখানে আমি গরু-ছাগল পালন করতে চাই, এজন্য পশু পালন করতে চাই, আর এই কথা গুলোই আমাকে ভাইভাতে করে ছিলো।

    Reply
  31. আমি মেলান্দহ উপজেলার ,৯নং ওয়ার্ড়ের বাসিন্দা,মোবাইল নং ০১৯০৬-৯৭৪৪০০। আর এখন আমি কি করতে পারি, আমার তো প্রশিক্ষণ টা করা দরকার, প্লিস দয়া করে কারো কাছে কোন সমাধান থাকলে আমাকে জানাবেন।

    Reply
  32. আপনার নিকটস্থ যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করুন।
    01878850756 প্রয়োজনে যোগাযোগ করুন।

    Reply

Leave a Comment