৫১৮ পদে আনসার বাহিনীর নতুন খবর 2023: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Sadharon Ansar Job Circular 2023) অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।
আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার
তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন । আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।
চাকরির ধরণ | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | সাধারণ আনসার |
ওয়েবসাইট | ansarvdp.gov.bd |
শূণ্যপদ | সাধারণ আনসার ব্যাটালিয়ন |
পদের সংখ্যা | ৫১৮ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/জেএসসি/এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ০৭ নভেম্বর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইনে (লিংক নিচে) |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এখানে সংযুক্ত করা হবে। নতুন সব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন, ধন্যবাদ। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল দেখতে আনসার ভিডিপির ওয়েবসাইটে ভিজিট করুন।
- আবেদন প্রক্রিয়া শুরুঃ ০২-১১-২০২৩ ইং
- আবেদনের শেষ তারিখঃ ০৭-১১-২০২৩ ইং
- আবেদনের ঠিকানাঃ ansarvdp.gov.bd
আরো দেখতে পারেন-
- বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সাধারণ আনসার নিয়োগ ২০২৩
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশৃংখল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর ৩৫০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিচের ছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় অঙ্গীভূত করা হবে। উল্লেখ্য নিয়ােগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ বছর সন্তোষজনক চাকরির পর স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যােগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে।
মােবাইলে এসএসএস এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে যােগদান করতে হবে।
- বয়সঃ ১৮-২২ বছর
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/৮ম স্কুল সার্টিফিকেট পাশ
- শারীরিক যোগ্যতাঃ উচ্চতা- ৫ ফুট ৬/৪ ইঞ্চি, বুকের মাপ- ৩০/৩২, দৃষ্টি শক্তি- ৬/৬
প্রথমিক বাছাইয়ের সময়সূচি
অনিবার্য কারণবসত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে, বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে।
সাধারণ আনসারে আবেদনের নিয়ম
ইউনিয়ন ভিজিটাল সেন্টার UDC অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পুরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ০২-১১-২০২৩ রাত ১২ঃ০০ ঘটিকা হতে ০৭-১১-২০২৩ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।
টাকা জমাদানের শেষ সময় ০৭-১১-২০২৩ বিকাল ০৬ঃ০০ টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে ।
যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
- খ) জাতীয় পরিচয়পত্রের মূল কলি
- গ) চারিত্রিক সনদপাত্রের মূল কপি
- ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
- ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশান ডকুমেন্টের মুল কলি
- চ) ক থেকে ৬ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
- ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।
অঙ্গীভৃত হওয়ার পর সুযোগ-সুবিধা
- ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০/- টাকা এবং পার্বত্য এলাকায় ১৪,২০০/- টাকা ভাতা প্রাপ্য হবেন
- খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে
- গ) দুই ইউনিট রেশন ভর্তুকি সুল্যে প্রদান করা হবে
- ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Vdp
জি সাধারণ আনসার ও ব্যাটালিয়ন পদে
Ajkal to taka and mama chara govt. Job pawa impossible
সবই সম্ভব, ভাল প্রস্তুতি নেন হবে
ভাই আবেদন করার শেষ তারিখ কত,,,,,?
সময় শেষ স্যার
ভাইয়া খুলনা ঞ্জের এ নিয়োগ দেবে কবে?? 😥😥
taka chara ki sadharon ansar job hoi
জি স্যার, হয়
ভাই আমার উচ্চতা 5ফুট 4আমার কি আনসার এর চাকরি হবে
আমি 3 নং উপজেলা প্রশিক্ষক পদে আবেদন করেছিলাম, মোবাইলে এখনো ম্যাসেজ পাইনি যে কবে মাঠ হবে কিন্তু এখানে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে ২৭ তারিখ ১১ মাস ২০২২ ইং তারিখে সকাল ৯ ঘটিকায় লালমনিরহাট ২৮ আনসার ব্যাটেলিয়ন মাঠ হবে এখন আমি কনফিউশনে আছি যে আমার মোবাইলে মেসেজ আসবে তারপর মাঠ হবে নাকি আগামীকাল 27 তারিখে মাঠে উপস্থিত থাকতে হবে।
Battalion a niog kobe dibe jana ace.?
কিছুদিন আগে শেষ হল, আবার দিলে পাবেন
দাদা আমার বয়স ২২ বছর ২ মাস ২২ দিন। আবেদন করা যাবে?
জি স্যার করা যাবে
স্যার এখানে তো আইডি কার্ডের কথা বলতেছে!
জন্মনিবন্ধ দিয়ে কি হবে একটু কিলিয়ারলি বলবেন?
helpline এ যোগাযোগ করুন
ভাইয়া খুলনা ঞ্জের এ নিয়োগ দেবে কবে?? 😥😥
বুজলাম না এখানে সাল ২০২২ আছে।
আর এখন ২০২৩ এটা নিশ্চয়ই দুর্নীতি ও
জালীয়তি। আবেদন এর ফ্রি সব খাওয়ার জন্য
এটা ভুয়া নিউজ সবাই সাবধান হোন।
ফ্রম এ কি মুক্তিযোদ্ধার কোটার উল্লেখ আছে
ফ্রম এ কি মুক্তিযোদ্ধার কোটার উল্লেখ আছে
আছে স্যার
নেত্রকোনা জেলার মানুষ সাধারণ আনসারে আবেদন করতে পারবে
Hello sir.
Job is really best and support my job .and select
thank you
sir
আমি এসএসসি পাস । আমি কি এই জব টা করতে পারবো
boro ki ki pod asa vi
কত দিন হলো সার্কুলার নাই।কবে হবে নতুন সার্কুলার?
মুন্সিগঞ্জ জেলায় আনসার পদে লোক নিবে কবে? স্যার একটু জানাবেন প্লিজ
sir last date koto tarik cilo
মাদারীপুর এর সাধারন আনসার এর সার্কুলার দিবে কবে
আইডি কার্ড নাই জন্মনিবন্ধন আছে আবেদন করা যাবে কি?
সকল জেলার মানুষ কি আবেদন করতে পারবে
জেলা দেখে নিন
ভাইয়া খুলনা ঞ্জের এ নিয়োগ দেবে কবে?? 😥😥
ভাই আমার উচ্চতা 5ফুট4আমার কি আসার এর চাকরি হবে
ভাই আমার উচ্চতা 5ফুট4আমার কি আনসার এর চাকরি হবে
ভাইয়া খুলনা ঞ্জের এ নিয়োগ দেবে কবে??😥😥
Vai ucchota 5’4″ na hle ki apply kra jabe na
না স্যার, এটা নির্ধারিত
আইডি কার্ড কি অবশ্যই লাগবে?
ভাই আমার উচ্চতা 5ফুট 4আমার কি আনসার এর চাকরি হবে।
সাধারণ আনসার আবেদন কখন থেকে শুরু হবে..?
শুরু হয়েছে স্যার
Vai Amer ussta 5fut 4ame abedon Korte parbo
স্যার আমাকে কি ২০২০ সালে Jsc পাশে সাধারণ আনসার বাহিনী নিয়োগ দেওয়া যাবে স্যার
জি পারবেন স্যার
সাধারণ আনসার আবেদন করবো দুকানে গেছি কিন্তু হয় না কেন আমার বয়স 30 চলে উথোয়াইমং মারমা
আদাব স্যার,আমি সাধারন আনসার এ এপলাই করতে চাই।আমার কি কি প্রয়োজন?
এখন আর সময় নেই, নতুন বিজ্ঞপ্তি আসলে করতে হবে স্যার
মুক্তি যুদধা কোটা হলে হবে না
এখন তো আবেদনের সময় নেই স্যার
Sir abar kobe niog shuru hobe
কয়েক মাসের মধ্যে হবে স্যার
ডিসেম্বরে কি কোন সার্কুলার হবে স্যার।
হতে পারে, অপেক্ষা করেন
আমি ৪২ দিন ট্রেনিং করছি গাজিপুর সফিপুর একাডেমীতে, ৪২ রাউন্ড গুলি ছুরছি,,,আমার এস্মাট কাট পাই নাই,, আমার বয়স প্রায় ৩০ হবে। গত তারিখে লাইনে দারাইছি হয় নায়,, কি ভাবে কি করব যদি বলতেন
Sir মেয়ে রা আবেদন করতে পাটবে কি??
সিলেটে থেকে কি লোক নিবেনা??
উল্লেখিত জেলা গুলো দেখে নিন
জন্ম সনদ দিয়ে কি আবেদন হবে না
হবে স্যার
ভাই আমি সাধারন আনসার বাহিনিতে রোগ দিতে চাই কিন্তু আমার জাতীয় পরিচয় পত্র নাই আমি এখনো ভোটার হয়নি আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো সেটা কি কায্যকর হবে
স্যার আমি ৪২ দিনের ট্রেনিং দিয়ে ছিলাম,আমি একজন অংগিভুত আনসার।আমার এস্মাট কারট পাই নাই গত মাসে লাইনে দারাইছি হয় নায়,
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন
আমি জেএসসি পাস আমি আনসার এ নিয়োগ দিতে পারবো,,,আর আপনার মোবাইল নাম্বার টা দিবেন
আপনি অনলাইনে আবেদন করুন
01863104160
ঢাকা বিভাগ থেকে কী আমি আবেদন করতে পারব স্যার
কই স্যার কোন রিপ্লে পাইলাম না।।
এক থেকে দুই ইঞ্চি লম্বি হওয়ার উপায় আছে
ডাক্তারের সাথে কথা বলেন
সাধারন আনসার কি মূলত কোনদিন সরকারি হয়?
সরকারির মতোই
স্যার আমি কি কুমিল্লা থেকে আনসার কোন সার্কুলার পাবো।
কিছু কথা ছিলো আপনার সাথে
জি বলেন
Apni ki atay job koren?
iam also same question? How many years after they will inciude Govt. Ansar?
সুনামগঞ্জ জেলা থেকে কি আবেদন করা যাবে??
স্যার ,আমাদের কুমিল্লা থেকে যদি কোন আনসার সার্কুলার থাকে, তাহলে আমাকে একটু জানায়েন, ধন্যবাদ স্যার।
১৮ কম হইলে হবে না৷৷৷
No
সুনামগঞ্জ জেলার নাগরিক আবেদন করতে পারবে কি?
Vai munshigonj theke abedon kora jabe
বান্দরবান জেলা লামা উপজেলা থেকে কি আবেদন করা যাবে নাকি এই নিয়োগ টাতে আর এইটাতে না গেলে ও সামনে আার কখন নিয়োগ দিবে বান্দরবান জেলার জানাবেন
আমার বুকের মাপ ৩৪ আবেদন করা যাবে কি
জি পারবেন
ভাই আমার সার্টিফিকেট ভোটার আইডি সব জায়গাতে বয়স ঠিক আছে কিন্তু আমার জন্ম নিবন্ধন মেন কপিতে ঠিক নেই
পৌরসভায় গিয়ে ঠিক করে নেন
ওজন কত লাগবে?
ওজন নিয়ে সমস্যা নেই
ভাই জাতীয় পরিচয় পত্র নাই আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো
জি পারবেন
ভাই আমি সাধারন আনসার বাহিনিতে যোগ দিতে চাই কিন্তু আমার জাতীয় পরিচয় পত্র নাই আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো সেটা কি গ্ৰ্যহনযগ্য হবে
না
না
ভাই পরবর্তী সার্কুলার কবে দিবে জানতে পারি
নাকি সময় অনির্ধারিত
প্লিজ ভাই বলেন
আবর সাধারণ আনসার এর নতুন নিয়োগ কবে হতে পারে🤔🤔
ভাই এই সার্কুলারে কোন কোন জেলা আবেদন করতে পারবে??? যেগুলো বর্ণিত আছে শুধু কি সেগুলোই করতে পারবে??? আর নেত্রকোণা জেলার কোন কোটা আছে কি??? আর যদি নাই থাকে দু তিনটা সার্কুলার চলে গেছে নেত্রকোণা থেকে নেয়নি কেন???? জানতে চাই প্লিজ
আমার বাসা ফরিদপুরে আমি কি এপ্লাই করতে পারবো। please bolin tu
সাধারণ আনসার আবেদন করবো দুকানে গেছি কিন্তু হয় না কেন আমার বয়স 30 চলে উথোয়াইমং মারমা
ভাই আমার আব্বু মুক্তিযোদ্দা আমার ভাইয়ে আবেদন করতে পারবনি এখন করা যাবেনি
Dada rangamati zela nai k9
2022 জানুয়ারি মাসে নিয়োগ নাই রাঙ্গামাটি জেলা থেকে ভাইয়া জানতে পারি
২০২২ সালে নতুন নিযোগ দেবে
Cox’s bazar zeka teke
হ্যা দিবে
Cox’s bazar zeka teke
আমার জন্ম ৯ অক্টোবর ২০০৫ আমি কি আবেদন করতে পাবর
১৮ হতে হবে স্যার
রাজশাহী বিভাগ।পাবনা জেলা থেকে কী আবেদন করা যাবে
আমি 200 টাকা পেমেট করেছি এখনো কোড নামবার আসেনি কেন রাঙ্গামাটি থেকে 01568730638এই নামবার
সার্ভার বন্ধ,,, কখন খোলা হবে,,,
সার্ভার বন্ধ থাকলেতো আবেদন করতে পারব না,,,,
দয়াকরে বলবেন কখন সার্ভার খোলা হবে
19/03/2022/আজকে বলে খাগড়াছড়ি রাঙ্গামাটি নোটিশ দেবে এখনো দেইনি কি সমস্যা যানতে পারি
আমি জে এস সি পাস আমার চাকরিটা খুব প্রয়োজন
রাজশাহী জেলা কবে দিবে, একটু জানাবেন,,,/?
আমি এই চাকরি টা করতে চাই আমি, ssc, পাশ
আমার বাসা সাতক্ষীরা জেলা
আবেদন করুন
নওগাঁ জেলা থেকে কি আবেদন করতে পাড়বে
01863104160
amar ochta 5’4, Ami Hsc pass . Amar ekte job dokar.01717077938
৪নং পদ মহিলা প্রশিক্ষিকা পদে কি মাপ লাগবে?
I like this website is very informative for the job seeker
এফিডেভিট গ্রহণযোগ্য হবে?
স্যার আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে SSC ও HSC পাশ করেছি আমি কি আবেদন করতে পারব?
আমি কি আবেদন করতে পারব, আমার কিন্তু ভোটার আই দি কার্ড নাই
আমার বয়স ২৮/০৩/২০২৩ এ ২২ বছর হবে আমি কি ২০২৩ সালে আবেদন করতে পারবো স্যার
আমি ssc পাস করছি পারবো আমি স্যার