ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-Walton Job Circular 2022: সম্প্রতি ওয়ালটন হাই-টেক, ডিজি-টেক, প্লাজা ও ওয়ালটন শোরুমে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ হয়েছে। সকল পদে বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে হবে। নিচে বিজ্ঞপ্তির সকল বিষয়বস্তু আলোচনা করা হল।
Walton নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি যা ঢাকায় অবস্থিত। ওয়ালটন কারখানা গাজীপুরের চন্দ্রাতে অবস্থিত। ওয়ালটন এর প্রায় সকল পণ্য ওয়ালটন নামে বাজারজাত করা হয়। বাংলাদেশের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি হল ওয়ালটন এবং দেশের অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওয়ালটন আমাদের দেশের সকল বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কর্মস্থল | ঢাকা ও গাজীপুর/নিজ জেলা |
কোম্পানি | ওয়ালটন |
শূণ্যপদ | সেলস অফিসার |
পদের সংখ্যা | ১০০০ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ০৮ মে, ২০২২ |
আবেদনের ঠিকানা | bdjobs.com/ওয়ালটন সাইট |
এছাড়া দেখুন- বসুন্ধরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ওয়ালটন গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ নিচে বর্ণিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে। যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (রঙিন), প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র (সত্যায়িত) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট সহ প্রতিদিন (শুক্রবার ও ছুটির দিন ব্যতীত) নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। চাকরির আবেদন পত্র পাঠানোর পূর্বে খামের উপরে অবশ্যই পদের নাম অথবা ই-মেইল এ পাঠালে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
- প্রতিষ্ঠানঃ ওয়ালটন প্লাজা
- পদের সংখ্যাঃ ১০০০ জন (মহিলা)
- কর্মস্থলঃ নিজ জেলা
- আবেদনের শেষ সময়ঃ ০৮-০৫-২০২২ ইং

আরো দেখতে পারেন-
- সকল পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- এনজিও চাকরি ২০২২ সকল এনজিও চাকরির খবর
- চাকরির ডাক পত্রিকা প্রকাশ ০১ জুলাই ২০২২
- স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ওয়ালটনে নিয়োগ ২০২২
শূণ্যপদঃ 3D আর্টিস্ট (আইটি প্রোডাক্ট)
পদের সংখ্যাঃ ০৪ টি
আবেদনের যোগ্যতাঃ এমএফএ/বিএফএ/গ্রাফিক্স ও মাল্টিমিডিয়াতে স্নাতক। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
বয়সঃ মিনিমাম ২৫ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
কর্মস্থলঃ ঢাকা
শূণ্যপদঃ চীফ রিস্ক অফিসার
পদের সংখ্যাঃ ০১ টি
আবেদনের যোগ্যতাঃ একাউন্টিং/ফিন্যান্স/পরিসংখ্যান/বিবিএ/অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং ৮-১০ বছরের অভিজ্ঞতা।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
কর্মস্থলঃ ঢাকা, গাজীপুর
এছাড়া ব্র্যান্ড ম্যানেজার, জাভা ডেভেলপার, নক ইঞ্জিনিয়ার, ক্রিয়েটিভ ডিজাইনার ইত্যাদি (উপরে দেয়া বিডিজবস এর লিংক থেকে দেখে নিবেন)
Walton Job circular 2022
শূণ্যপদঃ টেরিটরি সেলস অফিসার (মোবাইল)
পদের সংখ্যাঃ ০৫ টি
আবেদনের যোগ্যতাঃ স্নাতক ও ২-৪ বছরের অভিজ্ঞতা
বয়সঃ ২৩-২৮ বছর
বেতনঃ আলোচনা সাপেক্ষে
শূণ্যপদঃ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/ বিবিএ/ মাস্টার্স/ এমবিএ/ এমবিএ/ বিএসসি/ এমএসসি (স্থানীয় এবং বিদেশী)
বয়সঃ ২২-৩০ বছর
অন্যান্য যোগ্যতা
- দুর্দান্ত যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা
- বৈশ্বিক ব্যবসায়ের কৌশলগুলিতে ভাল জ্ঞান থাকা
- অবশ্যই ইংরেজী ও বাংলায় সাবলীল হতে হবে
- কম্পিউটার অপারেশন/ অফিস অটোমেশন বিশেষত এমএস অফিস, ডিজাইন এবং ভিজ্যুয়ালাইজেশন দক্ষতা
- পদ্ধতিগতভাবে কাজ করার এবং সময়সীমা পূরণের ক্ষমতা
- স্ব-অনুপ্রেরণামূলক এবং বিশ্লেষণমূলক দক্ষতা
- করণীয় মনোভাবের সাথে ভাল আচরণগত দক্ষতা
- প্রচুর চাপের মাঝে কাজ করার ক্ষমতা
কাজের দায়িত্ব
- ব্যবসায়ের পরিচালনা নিশ্চিত করতে তথ্য এবং বাজার বিশ্লেষণ করা
- সভা, কর্মশালা এবং অন্যান্য শিক্ষার সুযোগগুলিতে অংশ নেয়া
- ব্যবসায়ের লক্ষ্য অর্জনের কৌশল আয়ত্ত করা
- পুরো সংস্থা জুড়ে অপারেশনাল এক্সিলেন্স বাস্তবায়ন করা
- ব্যবসায়ের লক্ষ্যগুলির একটি রোড ম্যাপ নির্ধারণ করা
- সময়মত বিভাগগুলির মধ্যে সমন্বয় নিশ্চিত করা
- সংশ্লিষ্টদের সারাদিনের ক্রিয়া কলাপ পরিচালনা করতে সাহায্য করা
- সংগঠনের কাজ পরিকল্পনা ও পরিচালনা করতে অন্যান্য পরিচালকদের সাথে কাজ করা
- একটি অবস্থান গঠনে সহায়তা করা
- অবস্থান হিসাবে যখন প্রয়োজন অন্য কোন দায়িত্ব গ্রহণ করা
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
I am agree
ধন্যবাদ স্যার
hello sir
আমি প্লাম্বার এর কাজ জানি
আমাকে নিবেন স্যার
স্যার আবেদন করেন এভাবে তো চাকরি হবে না
স্যার আমি চাকরি করতে চাই
আমার একটা চাকরির খুব দরকার পিলিজ পিলিজ আমাকে একটু সাহায্য করবেন কি ভাবে ওয়াল্টনে কোম্পানিতে দরখাস্ত করবো মোবাইল নাম্বার 01790198953
My name is MD ZIAUR rhaman
I live in Rajshai
I am 22 years old
I Read I n class 12 2nd year
Ami job korta chi
Md.Rabiul Islam
B.s.s @ M.s.s
Economics
Md.Rabiul Islam
B.s.s @ M.s.s
Economics
Kurigram
apply korte paren
Ami job korte chai
আমি চাকরি করতে চাই
আমি করতে চাই
আমি ওয়ালটনে চাকরি করতে চাই
Assalamulaikum…
Farjana Khatun
Master’s
Political Science
Jessore
বিডিজবস এ আবেদন করুন
Ami korte cai
দরখাস্ত করে পরীক্ষা দিতে হবে স্যার
আমি চাকরিটা করতে চাচ্ছি
আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করুন
আমি চাকরি করতে চাই
আবেদন করুন
আমি এইচএসসি পাশ। আমি চাকরিটা করতে চাই।
Ami job korte chai
ssc pass আমি চাকরি টা করতে চাচ্ছি
আবেদনপত্র সিভিসহ পাঠান
নাম
RESUME OF ZAKARIA KAZI PRESENT ADDRESS:Vill: Umor Nagor, Post: Noderchad GhatP.S: Boalmari, Dist: Faridpur. Cell: 01995-762090
Ami Job korte cai
আবেদন করে ফেলুন
Sir,
Ami Bsc complete koreci civil a ami ki job korte parbo…
আমি শুরুমে চাকরি করতে চাই
আমি করতে চাই চাকরি,,,।
আমি এইচএসসি পাশ। আমি চাকরিটা করতে চাই।
Ami akjon meye Hsc pass jobta ami korte chai
জি আবেদন করে ফেলুন
আমি বতমান ওয়ালটন ডিলারের সাথে কাজ করি। আমি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে ইস্টাফ লিস্ট হিসেবে কাজ করতে চাই
আবেদন করুন
কিভাবে আবেদন করব
Ami RAC te Diploma compete korse..ami ki Apple korte parbo
স্যার আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি। আমার ওয়ালটনে জব করার খুব ইচ্ছে যদি কোন সুযোগ হয় তাহলে আমার অনেক উপকার হবে স্যার
স্যার আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি। আমার ওয়ালটনে জব করার খুব ইচ্ছে যদি কোন সুযোগ হয় তাহলে আমার অনেক উপকার হবে স্যার
Sir ami sorume kaj korte cai
MD Rajib hossain howladar phone number 01743172223
I need job mobile service eng
Ami job korbo
Amar number 01915322168
I am responsible and Hard worker person, I can do…
স্যার আমি জব টা করতে চাই,,,,,, আমার এক বড় ভাই ওয়ালটন গ্রুপে কাজ করে,,,,, আর আমাকে খুব ভালো লাগে৷৷৷ তাই জব টা করতে চাই
আবেদন করে পরীক্ষা দেন স্যার
স্যার আমি ইলেকট্রিশিয়ান হাউজ অয়ারিং এ্যান্ড সোলার টেকনিশিয়ান (RDRS) ট্রেনিং করেছি এ্যাখন আমি এলাকায় কাজ করি
ছার আমার চাকরী হবেতো
আমি ইলেকট্রনিক ডিপ্লমা করেছি
এসি এবং ফ্রিজ এর কাজ জানি
কিভাবে আবেদন করবো
স্যার আমার একটা কাজের প্রোয়জন। আমি HSC পাস করছি অনেক কস্ট করে।দয়া করে আমাকে একটা কাজের সুযোগ করে দন।
amr akta khub job dorkar
I Agree
আমি জবটা করতে আগ্রহি
হ্যালো স্যার, ফারুক হোসেন ময়মনসিংহ জেলা। এইচএসসি পাশ 2018।।। আমার একটা জব দরকার
স্যার আমার জব টা দরকার,আমি ডিপ্লোমা ইন সিভিল ইজ্ঞিনিয়ার করেছি,আমার যেকোনো একটা জব দরকার
Sarimin Akhter Sadia