বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Bashundhara group Job Circular 2023: বসুন্ধরা গ্রুপে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। বসুন্ধরা নিয়োগ এর সকল কিছু বিস্তারিত দেয়া হল। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন। আবেদনের সময়সীমা ও নিয়ম ভিন্ন থাকায় প্রত্যেকটি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিন।
বসুন্ধরা গ্রুপ নিয়োগ ২০২৩
বিক্রয়ে শীর্ষে দেশের সর্ববৃহৎ ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে সাফল্য মণ্ডিত ক্যারিয়ার গড়ার জন্য বসুন্ধরা গ্রুপ দিচ্ছে অভাবনীয় সুযোগ। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণ সারাদেশে বসুন্ধরা পণ্য পৌছে দিতে আকর্ষণীয় বেতন কাঠামোতে বেশ কিছু সংখ্যক উদ্যমী এবং পরিশ্রমী জনবল নিযোগ দেয়া হবে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | বসুন্ধরা গ্রুপ |
ওয়েবসাইট | bashundharagroup.com |
পদের সংখ্যা | SR পদে অসংখ্য |
বয়স | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক |
সাক্ষাতকারের শেষ তারিখ | ১৫-২০ মে, ২০২৩ |
দেখে নিনঃ আবুল খায়ের গ্রুপে চাকরির বিজ্ঞপ্তি
বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2023
বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার, টিস্যু ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের কনভার্টিং সেকশনের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে।

আরো দেখুন-
- আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বসুন্ধরা নিয়োগ ২০২৩
বসুন্ধরা গ্রুপ-এর প্রতিষ্ঠান ফ্লাওয়ার মিল, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রতাপনগর, মেঘনাঘাট, নারায়ণগঞ্জ-এ জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে। বয়সসীমা ১৮-৪০ বছর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বসুন্ধরা গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইভাস্ট্রিজ লিমিটেড, কেরাণীগঞ্জ, স্ন্যাকস প্ল্যান্টে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সিভিসহ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখসহ) আগামী ৩১/০৭/২০২১ ইং তারিখ বিকাল ০৫ঃ৩০ ঘটিকার মধ্যে উল্লেখিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বসুন্ধরা গ্রুপ-এর স্বনামধন্য প্রতিষ্ঠান, বসুন্ধরা ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বারিধারা, ঢাকা নিম্নলিখিত ২য় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার ও ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার পদের জন্য জরুরী ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সরাসরি সাক্ষাতকারে অংশগ্রহণের জন্য আহবান করা যাচ্ছে। ২ থেকে ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখসহ) আগামী ০৬/০৯/২০২১ অথবা ০৪/০৯/২০২১ তারিখ বিকাল ০৫ঃ৩০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
সাক্ষাতকারের ঠিকানাঃ বসুন্ধরা ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস-১, প্লট-০৩, ব্লক-জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ মোবাইল- ০১৭৪২-৬০৬৭৩৭, ০১৭১৪-০৩৮৭৬০
বসুন্ধরা গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেরাণীগঞ্জ, পলিপ্রোপাইলিন প্ল্যান্ট ও বসুন্ধরা রেডি মিক্স এন্ড কন্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে।
সকল সনদপত্র সহ আগামী ২৩ জুন ও ২৪ জুন ২০২১ তারিখ অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাতের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
আগ্রহী যোগ্য প্রাথীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র আগামী ২৪/০৬/২০২১ ইং তারিখ বিকাল ০৫ঃ৩০ ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
- শূণ্যপদঃ ব্রান্ড সার্ভিস সুপারভাইজার (বি এস এস)
- পদের সংখ্যাঃ ০৯ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ অথবা সমমান
- শূণ্যপদঃ কাস্টমার সার্ভিস সুপারভাইজার (সি এস এস)
- পদের সংখ্যাঃ ২০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাশ অথবা সমমান
- শূণ্যপদঃ সেলস রিপ্রেজেন্টেটিভ (এস আর)
- পদের সংখ্যাঃ ৪৭ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ অথবা সমমান
ঠিকানাঃ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার – ২ প্লট # ৫৬/এ, ব্লক # সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯।
আগ্রহী মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ নিচে উল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল ৮ঃ০০ ঘটিকা হতে বিকাল ৩ঃ০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাতকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
বসুন্ধরা নিয়োগ 2023
আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র (খামের উপরে পদবি উল্লেখ সহ) আগামী ৩১/০৫/২০২১ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
- পদের নামঃ SAP কনসালটেন্ট – সেলস এন্ড ডিস্ট্রিবিউশন (১ জন)
- শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে স্নাতক পাশ
- শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাশ ও অভিজ্ঞতা
- বয়সসীমাঃ ১৮-৪০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য
- বেতনঃ আলোচনা সাপেক্ষে
কাজের বিবরনীঃ কোম্পানীর বিক্রয় এবং বিতরণ কার্যক্রম সমূহের অটোমেশন এর লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যপরিধি চিহ্নিত করা। কোম্পানীর বিভিন্ন বিভাগ ও ইউনিট এর মধ্যে সমন্বয় জনিত ঘাটতি চিহ্নিত করতে SAP এর আওতায় অন্তর্ভূক্তিকরন এবং এ সংক্রান্ত সকল তথ্য ও উপান্তের বিবরণীর দ্বারা মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এর দাপ্তরিক কার্যক্রমে সহায়তা প্রদান। SAP ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষনের ব্যবস্থা করা।
SAP এর কার্যকারিতা নিশ্চিতকরনের লক্ষ্যে এর ব্যবহারকারীদের কাছ থেকে প্রয়োজনীয় বিবৃতি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য বিবরণী ও বিশ্লেষণ রিপোর্ট প্রদান করা।
উপরোক্ত যোগ্যতা সম্পন্ন যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন লিখিত ঠিকানায় সিভি এবং সদ্য তোলা ছবিসহ আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানাঃ মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), বসুন্ধরা অয়েল ও গ্যাস কোম্পানী লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস-১, প্লট-০৩, ব্লক-জি, উম্মে কুলসুম রোড, বসুদ্ধরা আ/এ, ঢাকা-১২২৯। নিচে উল্লেখিত সকল পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Bashundhara group Job Circular 2023
আগ্রহী প্রার্থীদেরকে পুর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ছবি, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, হেভী ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সংযুক্ত এবং যোগাযোগের টেলিফোন নম্বর উল্লেখসহ উপরোল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের জন্য নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
- পদের নামঃ ড্রাইভার (১০ চাকা বিশিষ্ট ডাম্প ট্রাক ও ট্রানজিট মিক্সার)
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
- বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর (অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
ঠিকানাঃ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২ প্লট # ৫৬/এ, ব্লক # সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯। রোকেয়া ভবন, (আমিনুল হক সওদাগরের বাড়ি), মীরসরাই পৌরসভা, মীরসরাই, চট্টগ্রাম
আগ্রহী যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (৩ বছরের) সনদ পত্রসহ আবেদনপত্র আগামী ১৮/০২/২০২১ তারিখ বিকাল ০৫ টার মধ্যে পাঠাতে হবে।
ভাই আসসালামু আলাইকুম,,, আমি মোঃ আল মামুন। আমি আপনাদের সহযোগিতার জন্যে খুব মর্মাহত।আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী
আপনার আগ্রহের জন্য ধণ্যবাদ, দয়া করে বিজ্ঞপ্তি উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করুন
ভাই আমি প্রোডাকশন সুপারভাইজার………এইচ এস.সি…. NON Skrill এ আগ্রহী……।
স্যার আমার
QUALIFICATION :-HSC পাশ
. স্যার AMI APNAR EIKHANE জব KORTE আগ্রহী
ভাই আমার অনার্স কমপ্লিট আমার একটা চাকরির খুব প্রয়োজন চাকরিটা হলে আমার খুব উপকার হত প্লিজ প্লিজ
ভাই আমি বসুন্ধরা গুরুপে মার্কেটিং চাকরি করতে চাই
সাক্ষাতকার দেন
Bi ami RFL job kori kinto amer ai jober chi apnader job valo lagi tai apnader kaci onorud chakri jonno
এখানে আসতে হলে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে স্যার
কই দেখা করে কথা বলবো ঠিকানা দেন
আবেদন করুন
আমার মার্কেটিং এর অভিগতা আছে
মার্কেটিংএ বেতন কত ভাই
ব্রান্ড সার্ভিস সুপারভাইজার এর কাজ কি?
ভাই আসসালামু আলাইকুম, আমি প্রোডাকশন সুপারভাইজার ৫ বছরের অভিজ্ঞতা আছে ব্যাগ প্ল্যান্টে এইচএসসি কমপ্লিট, বসুন্ধরা গ্রুপে ব্যাগ প্ল্যান্ট চাকরি করতে চায় গত মাসে বসুন্ধরা হেডকোয়ার্টার ২ আমার সিভি জমা দিছি
সিভি যেহেতু জমা দিয়েছেন, অপেক্ষা করেন চাকরি হতে পারে
ভাই, আমি আগে কখনও বসুন্ধরা গ্রুপের চাকরি করি নাই। তবে গার্মেন্টস, কোকোলা ও এলিন ফুডে চাকুরী করেছি। আমি এইচএসসি পাস। বসুন্ধরা গ্রুপের কারো সাথে যোগাযোগ করলে কি, আমি আমার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পেতে পারি?
আমার একটা চাকরির, খুব দরকার ভাই,
।ভুয়া সার্কুলার এটা,,,ওয়েবসাইটও ভুয়া।।।।।ধান্দাবাজ।।।বিশ্বাস করিয়েন না কেউ,,।
TOr CHakRi hOBe nA
ভাই কাস্টমার সার্ভীস সুপারভাইজার মানে কি যুদি একটু বলতেন বিস্তারিত
কোম্পানির সাথে যোগাযোগ করেন স্যার
ব্রান্ড সার্ভিস সুপারভাইজারের কাজ কি??
আবেদন করবো কিভাবে??
প্লিজ হেল্প মি
ভাই আমি প্রোডাকশন সুপারভাইজার………এইচ এস.সি…. NON Skrill এ আগ্রহী……।
সাক্ষাতকার দিয়েন, চাকরি হতে পারে
vai time 4/29/2021 a cilo akon o ki ase ba hbe
Cv joma dibo gmail account ki deoya jabe
ধন্যবাদ বিজ্ঞপ্তি টি শেয়ার করার জন্য
আপনাকেও ধন্যবাদ
আমি এইচএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হইছি,,,,,,, আমি ইন্টার 1 ইয়ার স্টুডেন্ট
Yes
আপনাদের এখানে ই-ক্রেনে হেলপার পোস্টে চাকরি পাওশা যাবে?
আমার H.S.C কমপ্লিট আছে।
এই মুহুর্তে নেই স্যার
Vai ami superbaijar e job krte icchuk….
জি চেষ্টা করুন, হবে
কাস্টমার সার্ভিস সুপারভাইজার (C. S. S)
জি নির্দিষ্ট তারিখে সাক্ষাতকার দেন
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বসুন্ধরা গ্রুপে চাকুরি করতে আগ্রহ প্রকাশ করছি। আমার শিক্ষাগত যোগ্যতা বি এস এস পাস।
জি আপু, নির্দিষ্ট তারিখে সাক্ষাতকার দেন
Dear sir/mem
আমি আমার CV জমা দিয়ে আসছি কোন খবর পাচ্চি না দয়া করে জানাবেন।
অপেক্ষা করুন স্যার, পাবেন
i need a job
ami krte chai ki vhabe krbo akto help kren
hsc pass
S R er job er Apply Kora jabe?
Ami HSC passed but kuno obigghota nai.ami ki interview dile ki amar job hobe..sir bashundhara group a job korte onek iccha Amar Please help koren….
অভিজ্ঞতা ছাড়া তো কঠিন হয়ে যাবে
ভাই, আমি আগে কখনও বসুন্ধরা গ্রুপের চাকরি করি নাই। তবে গার্মেন্টস, কোকোলা ও এলিন ফুডে চাকুরী করেছি। আমি এইচএসসি পাস। বসুন্ধরা গ্রুপের কারো সাথে যোগাযোগ করলে কি, আমি আমার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পেতে পারি?
সাক্ষাতকার দিতে পারেন
বর্তমানে আমি বসুন্ধরা গ্রুপে কর্মরত আছি
আমি একজোন ডিজেল ইনঞ্জিন এক হাজার কেবি জেনেটার মেকানিক হাইড্রোলিক মেকানিক ফোনং 01710977517
আমি একজন ডিপ্লোমা সিভিল ইন্জিনিয়ার,, আমার কাজের অভিজ্ঞতা প্রায় ৯ বছরের,,, আমি এই কোম্পানির হয়ে জব করতে চাই
CV kivabe patabo sir ,Ami Diploma of Electrical department
Vai Ami marketing job Korte chai Vai Amar AK ta job dorkar plzzz Vai
Ami …SSC pass,Or Inter 2nd years
Greetings
Come on Rakhi, you are fine
I am Mohammad Mostakim Billah
I live in Savar
Barkar’s life has passed graduation
There is an urgent need for a job right now
If I could have benefited in any way,
Please, please, please
আচ্ছা এই ঠিকানায় জোগাজোগ করবো কেমনে আর ডিসটিবিসন ডেলিবারি এসিসটেন পদে লিখিতো আবেদন করবো কেমনে
আপনাদের কি ড্রাইভার লাগবে।sscপাশ জানাবেন
I have more than 15 years experiences with material controller out of bangladesh. can i apply of this company. if possible please give me email id for CV send.
ভাই আমি বসুন্ধরা কোম্পানিতে কাজ করতে চাই যোগাযোগ কিভাবে করবো
ঠিকানা বিজ্ঞপ্তিতে দেয়া আছে স্যার
Vai ami ami oparator pothe job korte chai but amar kuno oviggota nai
Ami ki korte parbo..???
অভিজ্ঞতা লাগবে স্যার
আমি আঃ আজিজ ড্রাইভার
ডাম্প ট্রাক ও মিক্সার ট্রাক ড্রাইভার
আমি বসুন্ধরা গ্রুপের চাকরি করতে চাই
আমি চাকরি করতে চাই দয়া করে কেউ সাহায্য করবেন
আমি HSC পাস আমি কাজ করতে চাই আমি দোকানে ভালো কাজ করতে পারি এবং আমি অন্য কাজ ও পারবো যদি বুঝিয়ে দেন হিসেবের কাজ ও ভালো পারি আমাকে যদি কোনো ছোট কাজ দিতে পারেন দয়া করে 01837805702 এই নাম্বারে কল বা ইমুতে SMS দিবেন
আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি
Cv drop koira ashchi previous circular e junior lab assistant hishebe but Kono response e nai
Sir,
I need a job in Bashundhara group.
My experience pran rfl group 5 years &
Gazi group 6 years
আপনারা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জন্য অনলাইনে আপনাদের অনেক ধন্যবাদ। চাকরিটা দিলে আল্লাহ আপনাদের উপর খুব খুশি হবেন। যদি দয়া করে চাকরিটা দেন তবে আমি আপনাদের সাথে যোগাযোগ বা দেখা সাক্ষাৎ করব। আপনাদের সাহায্য করে আল্লাহর আর আমাদের সাহায্য করেন আপনারা। কিছু ভুল হলে মাফ করবেন।
ধন্যবাদ
আসলামুআলাইকুম।।
আমি ডিপ্লোমা ইন সিভিল ইজ্ঞিনিয়ারিং কম্পিলিট করেছি এবছরে, আমার একটা কাজ দরকার যদি জব পাওযা যেগো তাহলে উপকৃত হতাম
স্যার, অফিসিয়াল কোনো চাকরি হবে,
আমার অবিজ্ঞতা,
অফিস এসিস্টেন্ট ৭ বছর (বাইয়েং হাউস)
ভিসা প্রসেসিং ৮ বছর (সৌদি আরব )
কম্পিউটার, বাংলা, ইংলিশ (মোটামোটি )
ইলিক্ট্রিসিয়ান, (মোটামোটি )
যোগ্যতা: নবম শ্রীনি ( 1995 )
মোবাইল নং- 01829371139, 01727335685 (whatsApp).
পরিবহন সুপারভাইজার বেতন কত জানাবেন কি
ভাই আমি লোড অলোডে কাজ করতে চাই
আমার শিক্ষা যোগ্যতা অস্টম শ্রেনী পাস যদি লাগে বলবেন
বসুন্ধরা গ্রুপে ফায়ারম্যান পদে চাকরি আমার খুব দরকার, আমার অভিজ্ঞতা দুই বছরের ফায়ারম্যান পদে , জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে।
Phon Number:01792786232
আমার একটা চাকুরি অতীব প্রয়োজন।
Name:Mahadi Hasan Fahim.
Educational qualification: Honours running.
Loceation: Dhaka.
SSC: Science,
Point:4.22
HSC: Humanities
Point: 4.50.
Name:Helal
Education qualification:BBA Honours ranning.
Location:Dhaka.
SSC:Business Statistice
Point:3.91
HSC:Business Statistics
Point:4.08
Email add:[email protected]
Sir amar akta cakri darkar
আমি একজন মেকানিক্যাল ফিটার পি, এস, পি তে। ইস্টিল কমপ্লেক্সে ৯বছর চাকরি করছি,।
কবির ইস্টিলে ২বছর চাকরি করছে।
ওয়াল্ডিং ওয়ার্কসাপে ২বছর চাকরি করছি।আমি ডাকা নারায়ণগন্জ শ্যামপুর আলিজেন/বাসাদে চাকরি করতেছি,, চট্টগ্রাম মীরাসরাই যে ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা কিসের এটা জানার ছিলো,, সেখানে কি সিবি দেওয়ার মত সুযোগ আছে স্যার যদি একটু বলতেন???
Ami Honours 1st year commerce group ar student
Ami apnader company the job Korte cai
Help me plz🙏🙏
Ar job ar Jonno ki Kono exam dite habe
Amy akta kaj cai
আসছালামু আলাইকুম স্যার, আমি প্রাণ কোম্পানিতে কাজ করেছি। আমি আপনার কোম্পানিতে এস আর পদে কাজ করতে চাই।
স্যার আমি ব্র্যাক ডেইরি ফুড প্রজেক্ট। স্টোর এর সহকারী স্টোর কিপার হিসাবে আমি ১-৩-২০২০ থেকে বর্তমান আমি চাকরি করতাছি।
মার্কেটিংএ বেতন কত ভাই.কি কি সবুধা দেয় জানেন কি
গ্রাজুয়েশন কমপ্লিট কম্পিউটারের কাজ পারি আমার একটা বসুন্ধরাতে চাকরি দরকার প্লিজ।।
i am interest in your company my graduation is complete. i work with your company brokarage house.
আমি HSS পাশ আমাকে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া যাবে । আমার বয়স ২৪ বছর । আমার নাম্বার ০১৭৩৪৫৭৮১০৭।