সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ এনজিও চাকরি প্রত্যাশীদের জন্য সাজেদা ফাউন্ডেশন আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সকল নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ডাকযোগে। বিস্তারিত নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২২
SAJEDA Foundation Job Circular 2022: সাজেদা ফাউন্ডেশন “হোম কেয়ার সার্ভিস” এর মাধ্যমে সেবা গ্রহীতার বাড়িতে গিয়ে গুণগত মান ও পরিবেশ নিশ্চিত করে সেবা প্রদান করে থাকে। ধৈর্য, সহানুভূতি ও মমতার সাথে বয়োজেষ্ঠ্যদের দৈনন্দিন সেবা থেকে শুরু করে অসুস্থ শিশুদের সেবা প্রদান করা আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে নিম্নোক্ত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
চাকরি | এনজিও চাকরি |
প্রতিষ্ঠান | সাজেদা ফাউন্ডেশন |
অফিসিয়াল ওয়েবসাইট | sajidafoundation.org |
শূণ্যপদ | ০৪টি |
পদের সংখ্যা | অসংখ্য |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৩ এপ্রিল, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
সাজেদা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শূণ্যপদঃ বিজ্ঞপ্তি দেখুন
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/স্নাতক/স্নাতকোত্তর পাশ
বয়সঃ সর্বোচ্চ ৪৩ বছর


এছাড়া দেখতে পারেন-
- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৩
- রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, পদঃ ৮৬৫টি
- সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা [০৮ ডিসেম্বর, ২০২৩]
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
SAJEDA Foundation Job Circular 2022
শূণ্যপদঃ প্রজেক্ট অফিসার
পদের সংখ্যাঃ ০১ টি
যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতক/অনার্স ও তিন বছরের অভিজ্ঞতা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
বেতনঃ ৩০০০০-৪২০০০ টাকা
চিকিৎসকঃ এমবিবিএস (বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত, জেরিয়াট্রিক মেডিসিনে অভিজ্ঞতাসম্পন্ন/ট্রেনিংপ্রাপ্ত, প্রবীণ বা দীর্ঘমেয়াদী রোগীদের নিয়ে কাজ করতে আগ্রহী/অভিজ্ঞতাসম্পন্ন। বেতন আলোচনা সাপেক্ষ।
সিনিয়র কেয়ার গিভারঃ বিএসসি/ডিপ্লোমা ইন নার্সিং হোমকেয়ার সেবা প্রদানে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। কেয়ারগিভার তত্ত্বাবধান কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষ।
বেসিক কেয়ার গিভারঃ ন্যুনতম ৮ম শ্রেণি উত্তীর্ণ। সেবাগ্রহণকারীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পোশাক পরানো, টয়লেটিং, গোসল করানো, খাওয়ানো ইত্যাদি কাজে দক্ষ ও মানসিকভাবে আগ্রহী হতে হবে। হাসপাতালে কাজ করার অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষ।
সকল কেয়ারগিভারদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হবে।
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
- আবেদনের ঠিকানাঃ মানবসম্পদ বিভাগ, সাজেদা ফাউন্ডেশন, বাড়ি ২৮, রোড ৭, ব্লক-সি, নিকেতন হাউজিং সোসাইটি গুলশান-১, ঢাকা-১২১২
আমাদের কেয়ারগিভারদের বৈশিষ্ট্য
- সেবা গ্রহণকারীদের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক মনোভাবাপন্ন
- ন্যুনতম তদারকিতে কাজ করতে সক্ষম ও ফলপ্রসূ যোগাযোগে দক্ষ
- যথাযথ পোশাক পরিধান, পেশাদার মনোভাব ও নিয়ম মাফিক পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সক্ষম
- ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যাতায়াতে পারদর্শী
আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় জীবনবৃত্তান্ত, ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। মানবসম্পদ বিভাগ, সাজেদা ফাউন্ডেশন, বাড়ি ২৮, রোড ৭, ব্লক-সি, নিকেতন হাউজিং সোসাইটি গুলশান-১, ঢাকা-১২১২।
নিয়মিত এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Sajeda foundation a job Korte chai failed officer
Now i am work in BRAC ngo (CO-MF Progoti)
in Tangail sadar thana, Tangail. In this moment i want to work Sajeda Foundation. If you want i will go.
Plz help me.
Sajeda foundation job interest this post branch accounts officer. 13 years job experience from brac ngo. need this job pls. help me.
Now i am work in BRAC ngo (CO-MF Progoti)
in Tangail sadar thana, Tangail. In this moment i want to work Sajeda Foundation. If you want i will go.
Plz help me.