পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – Pubali Bank Job Circular 2023: সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেড আবার ৪০টি শূণ্যপদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। পূবালী ব্যাংকের ৪৮২টি অনলাইন শাখা, ১৭টি ইসলামিক ব্যাংকিং শাখা ও ৩১টি সাব-শাখা রয়েছে যেগুলোতে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশের সকল যোগ্য নারী-পুরুষ আগ্রহী প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পূবালী ব্যাংক নিয়োগ ২০২৩
পূবালী ব্যাংক এর নতুন এই বিজ্ঞপ্তির সকল খুটিনাটি তথ্য এক নজরে এখানে দেখে নিন। সবকিছু আরো বিস্তারিত দেখতে নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন এবং ভবিষ্যৎ প্রয়োজনে সংরক্ষণ করে রাখতে পারেন।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | পূবালী ব্যাংক |
পদের সংখ্যা | ৪০ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/বিএসসি/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট, ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আরো দেখুন- সকল বেসরকারি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
পূবালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পূবালী ব্যাংক লিমিটেড-এ স্নাতক/স্নাতকোত্তর/বিএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন পদমর্যাদায় বিভিন্ন পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্তপূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে



আরো দেখতে পারেন-
- শক্তি ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা [২৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং]
- বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (অফিসার ক্যাডেট)
Pubali Bank Job Circular 2023
বর্তমানে এই ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। পূবালী ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ স্বাধীন হবার পর এই ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকের অধ্যাদেশের অধীনে জাতীয়করণ হয় এবং পূবালী ব্যাংক নামকরণ করা হয়। ব্যাংকটি একটি প্রাইভেট ব্যাংক হিসেবে নামকরণ করা হয় ১৯৮৩ সালে। বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সেরা হিসেবে দেশ বিদেশে সুনাম ও আস্থা কুড়িয়ে আসছে পূবালী ব্যাংক লিমিটেড।
বাংলাদেশে ব্যাংকে চাকরির চাহিদার অন্যতম একটা কারণ হল এটাকে অনেকে স্মার্ট চাকরি হিসেবে অভিহিত করে। ব্যাংকিং ক্যারিয়ারে বেশিরভাগ চাকরি গুলো হয় অফিস কেন্দ্রীক এবং আরামদায়ক। তাই আবেদন করার পূর্বে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে হাতে যথেষ্ঠ সময় রেখে তারপরে আবেদন করুন।
আমরা নিয়মিত আপনাদের সুবিধার্থে সবার আগে সকল প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। আপনি যদি মনে করেন ব্যাংক চাকরি করে আপনি আপনার ক্যারিয়ার গড়বেন তাহলে আমাদের সাইটে নিয়মিত খোঁজ রাখতে পারেন।
অবিঙ্গতা না থাকলে আবেদন করতে পারবে না
না স্যার অভিজ্ঞতা লাগবে
স্যার,আমি কি আবেদন করতে পারবো?আমি s.s.c – 4.44 আর h.s.c – 4.00 আর ডিগ্রি তে -২.৭৫ আর মাষ্টার্স পরিক্ষা দিচ্ছি কিন্তুু রেজাল্ট টা সামনে আসবে ইনশাআল্লাহ আর ইংরেজি বিভাগ থেকে অনার্স রানিং এর আছি- তবে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি ১৮ মাস।
আমার রেজাল্ট গুলো মাদ্রাসা বোর্ড থেকে,অনার্স টা কলেজ থেকে। যদি আবেদন করার সুযোগ থাকে একটু জানাবেন দয়া করে।
আমি ডিপুটি জুনিয়র অফিসার ক্যাশ পদে আবেদন করছিলাম এন্ড ইস্কুটিনে ছিলাম ।। বড় আশা করে করছিলাম।।পার্ট টাইম সনদ দিয়ে করছিলাম।।সেলারি সিট পার্ট টাইমে হয় না তাই দেই নাই৷ এখন দেখলাম waiting listযাদের রাখছিল তাদের appointment letter 23 october Regional jone প্রেররন করতে বলছে৷ জব নাই দেখি বাবার চোখ অপারেশন করাতে পারছি না মা অসুষ্থ।।খুব।।।আমাকে যদি পূবালি ব্যাংকের স্যার দয়ার দৃষ্টিতে দেখতো।।
স্যার,শুরুর সুযোগ না থাকলে কিভাবে অভিজ্ঞতা হব?
চাকরিতে আবেদন করার আগেই অভিজ্ঞতা অভিজ্ঞতা অভিজ্ঞতা!!!
অভিজ্ঞতা অর্জন করার উপায় কারো জানা থাকলে কমেন্ট কইরেন।
শুরুতে যেকোন একটা জব করেন, তাহলেই অভিজ্ঞতা হয়ে যাবে
আমি তো আবেদনকরি নাই কারন তখন আমার চাকরির ২বছর হয় নাই এখন কি সুয়োগ আছে
লিজিং কর্পোরেশনের অভিজ্ঞতা দিয়ে কি আবেদন করা সম্ভব?
না স্যার
GPA system kmn korsa koto porjonto 1st division
জিপিএ ৩.০০ এর বেশি লাগবে
আমার কোন অভিজ্ঞতা নেই আমি কি আবেদন করতে পারবো ssc 3.06 Hsc 2.70 honours 2.68 আমি কি আবেদন করতে পারবো জুনিয়র অফিসার পদে একটু বলবেন কি।
অভিজ্ঞতা লাগবে স্যার
Ami unmuckto thake degree pas korachi 2.00.. bank a piyon post a chakri korachi 4 bochor ami ki application korte parbo….?
যে কোন কাজের অভিজ্ঞতা থাকলে হবে?
না স্যার, উল্লেখ করা আছে
আমার অভিজ্ঞতা আছে
আমার s s c-4.00
H s c-3.62
Hnars-2.72
আমি কি করতে পারব
অভিজ্ঞতা থাকলে পারবেন স্যার
স্যার,আমি প্রায় তিন বছর ইসলামী ব্যাংক এজেন্টের ক্যশিয়ার পদে কাজ করতেছি,আমার মাদ্রাসা ফাজিল সাটিফিকেট আছে,গ্রেড,-২.৭৫
আমি কি আবেদন করতে পারবো..?
প্লিজ আমাকে জানাবেন…
amar 2 years ngo experience and 3 months bank experience,ame application korte parbo ke, please janaben.
না স্যার
Dear sir. I am Accounting H S C For all Information Address jahid7560@gmail. Com
স্যার,আমার আবেদনের কপিটা পাচ্চি না,,,,কি করা যায় দয়া করে, কেউ একটু সাহায্য করুন
স্যার আমি ডাচ বাংলা ব্যাংকের রানিং ARO
৪ মাস হলো। আমি কি আবেদন করতে পারবো কি??
আমার,SSC 4.44
HSC 4.42
BSS 2.78 ( ডিগ্রি) পাস
অভিজ্ঞতা আছে।।
আমি কি আবেদন করতে পারবো কি? জানাবেন,
Ami ekte private bank er cash e 3.5 years job kortace akhon ki deputy junior officer (cash) e apply korar sujog ase? Janaben please.
সাংবাদিক ছিলাম ১৩ বছর। তবে আমার এখনও ৩২ বছর হয়নি। এখন একটা এনজিওতে ২ বছর ধরে প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করছি। এখন আমার এই জবে অভিজ্ঞতা এসব দিয়ে হবে কিনা?