📁 পদ ক্যাটাগরি: ৪ টি
👥 পদের সংখ্যা: ১২৪ জন
⏰ আবেদনের সময় বাকি: ১৯ দিন
📅 আবেদনের শেষ সময়: ০৫ অক্টোবর ২০২৫
১২৪টি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় এর অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে (তিনটি পার্বত্য জেলা ব্যতীত) টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি চুক্তিভিত্তিক |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প |
ওয়েবসাইট | https://minland.gov.bd |
পদের সংখ্যা | ১২৪ জন |
বয়সের সীমা | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ০৫ অক্টোবর, ২০২৫ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিয়োগ ২০২৫
ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা/সার্কেল/মেট্রো ভূমি অফিসসমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে নিম্নবর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে (জুন ২০২৬ অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত) অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://Imap.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে
না।
পদের নামঃ সিস্টেম এনালিস্ট (প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, প্রোগ্রামার (প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট), সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট), প্রশাসনিক কর্মকর্তা (প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট), কম্পিউটার অপারেটর (উপজেলা/ সার্কেল/মেট্রো ভূমি অফিস)
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতাঃ সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা অনুযায়ী
সাকুল্য বেতনঃ গ্রেড ৫-১৩
শূন্যপদের সংখ্যাঃ ১২৪ জন

আবেদনের নিয়ম
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক বাংলাদেশ কর্তৃক অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি ও করণীয় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.minland.gov.bd, প্রকল্পের ওয়েবসাইট www.map.minland.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট-এ ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে পাওয়া যাবে।
১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.০০টা হতে ০৫ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে http://lmap.teletalk.com.bd ওয়েবসাইট হতে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিতাহস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযােগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে।
Assalamu alaikum …
My name sarwar hossen
My father name Abdur Rahim
My mother name shajan akter
Home down anowara ctg..
Anowara Chittagong.