বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ বাংলাদেশ ব্যাংক আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ আবেদন করার জন্য মূলত অল্প কিছুদিন সময় থাকে, তাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন করে ফেলুন।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ব্যাংকের সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করে থাকি। প্রতি মাসেই বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যা আমরা এখানে সবার আগে পাবলিশ করে থাকি। বিজ্ঞপ্তিগুলো আরো বিস্তারিত দেখতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ ব্যাংক |
শূণ্যপদ | ১টি |
পদের সংখ্যা | ১টি (কম/বেশি) |
বয়সসীমা | ১৮-৬০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ২৭ জুন, ২০২৪ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ ২০২৪
বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন।
আবেদনের শেষ সময়ঃ ২৭-০৬-২০২৪ ইং
আরো দেখতে পারেন-
- সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- এসকেএস (SKS) ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪
Bangladesh Bank Job Circular 2024
১। আবেদন ফিঃ অফেরতযোগ্য টা. ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে “রকেট” এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে ।
২। আবেদন পদ্ধতিঃ ক. অনলাইন আবেদন ফরমঃ কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ প্রদত্ত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
খ. অনলাইন আবেদনে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম (এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী), স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষরসহ অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনে প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী ও মৌখিক পরীক্ষায় অংশহণের সুযোগ প্রদান করা হবে।
গ. প্রার্থীর বর্তমান ঠিকানাঃ প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঘ. প্রার্থীর স্থারী ঠিকানাঃ প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানা মোতাবেক প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে । তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
ঙ. জব আইডি নংঃ বর্ণিত পদের জব আইডি দেখে আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে।
চ. ছবিঃ ইতোপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীগণ বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে ৬০০*৬০০ পিক্সেল ও ১০০ কিলোবাইট এর বেশী নয় এরূপ মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং ইনফরমাল ছবি আপলোড করলে সরাসরি প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
ছ. স্বাক্ষরঃ নির্ধারিত স্থানে ৩০০*৮০ পিক্সেল ও ৬০ কিলোবাইট এর বেশী নয় এরূপ মাপের প্রার্থীর নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
জ. অর্জিত ডিগ্রীর ফলাফলের তারিখঃ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে ।
ঝ. বিদেশী ডিগ্রীধারী প্রাথীঃ প্রার্থী ও লেভেল/এ লেভেল পাস হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় কমিশন/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণী/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথা মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
এ. প্রতিষ্ঠান পছন্দের ক্রমঃ আবেদনে প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণকে তাদের অর্জিত মেধাক্রম এবং অনলাইন আবেদনে উল্লিখিত পছন্দের ক্রম অনুসারে শূণ্যপদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পদায়ন করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত প্রতিষ্ঠান পছন্দের ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয় ।
ট. সিভি আইডি নংঃ বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নং এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নতুন আবেদনকারীগণ ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন এ আবেদন সম্পন্ন করলে একটি সিভি আইডি নং এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন।
ঠ. আবেদন ফি প্রদানের পদ্ধতিঃ আবেদন ফি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ এর প্রি-পেইড অথবা, ইন্সট্যান্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করা যাবে।
(১) প্রি-পেইড পদ্ধতিঃ রকেট এপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা ৪৯৯ সিলেক্ট করতে হবে । পরবর্তীতে পর্যায়ক্রমে সংশিষ্ট জব আইডি নং, নিজ সিভি আইডি নং এর ১ম অংশ [হাইফেনের (-) আগের অংশা, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID নন্বর পাবেন। প্রাপ্ত নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
(২) ইন্সট্যান্ট পেমেন্ট পদ্ধতিঃ আবেদনের সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের পেমেন্ট অপশন হতে ইন্সট্যান্ট পেমেন্ট নির্বাচন করলে প্রার্থী সরাসরি রকেট এর ১টি লিংক পাবেন। উক্ত লিংকের মাধ্যমে রকেট একাউন্ট হতে ফি প্রদানের পরপরই মোবাইলের মেসেজ অপশনে ১টি OTP পাবেন। প্রান্ত OTP টি নির্ধারিত সময়ের মধ্যে লিংকের নির্দিষ্ট ফিন্ডে বসিয়ে প্রার্থীকে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
ড. পেমেন্ট ভেরিফাইঃ প্রি-পেইড পদ্ধতিতে প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত TnxID বাংলাদেশ ব্যাংকের সাইটের নির্দিষ্ট ফিন্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে। ইন্সট্যান্ট পেমেন্ট পদ্ধতিতে প্রার্থীগণকে পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই করার প্রয়োজন নেই ।
ঢ. ট্র্যাকিং পেজ সংগ্রহঃ পেমেন্ট ভেরিফাই সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নং সম্বলিত ১টি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। ট্র্যাকিং পেজ টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ট্র্যাকিং পেজ সংরক্ষণ করলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজ এর ডুপ্লিকেট সরবরাহ করা হবে না।
৩। প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ।
৪। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীরঘপ্রা্থীণণকে অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ সনদ প্রত্যয়নপত্র মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইন আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। তাছাড়া, মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুতিকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও প্রার্থীকে প্যানেলভূক্ত করা হবে না।
৫। চাকরীরত প্রার্থীদের তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে।
৬। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
৭। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে। উল্লেখ্য, প্রার্থীদের অবহিতকরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে এসএমএস/ই-মেইল/ফোন/পত্র প্রেরণ বা অন্য কোনো মাধ্যমে কোনো প্রকার যোগাযোগ করা হবে না।
৮। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রার্থীদের নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে। ব্যাংকিং ও আর্থিক সেবা পেতে হয়রানির শিকার হলে কিংবা কোনো অভিযোগ থাকলে ১৬২৩৬ নম্বরে ফোন করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান করার জন্য পরামর্শ দেয়া হল।
আমি আপনাদের নিয়োগ দৈনন্দিন দেখি। অনেক ভাল লাগে, দোয়া রইলো
আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
বাংলাদেশ ব্যাংক এর এসএসসি পাশ এর কোন নিয়োগ দেয় কি? অথবা বগুড়া সরকারী কোথাও এসএসসি পাশের নিয়োগ থাকলে খুব উপকৃত হতাম
এসএসসি পাশে আপাতত নেই, বগুড়ায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ চলছে। সার্চ বক্সে সার্চ করুন, পেয়ে যাবেন
স্যার আমার নাম মিজানুর রহমান
আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করি নিরাপত্তা প্রহরী হিসেবে।
তবে স্যার আমার ইচ্ছা আশা স্বপ্ন একটাই সরকারি জব করা।
স্যার আমি ইন্টার কমপ্লিট করেছি।
আমার ইন্টারের 4.79
আমার কি স্যার সরকারি চাকরি হবে।
স্যার আমার কিচ্ছু ভালো লাগে না রাতে ঘুম ধরে না একটি সরকারি চাকরি জন্য যার আমারে স্যার একটি চাকরি ব্যবস্থা করে দিয়েন স্যার।
স্যার যদি কোন এসএসসি বা এইচএসসি চাকরির নিয়োগ থাকে তাহলে স্যার আপনি আমাকে জানেন আমি অবশ্যই আবেদন করব স্যার।
এসএসসি পাশ করছি ২০২০ সালে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কে জিজ্ঞাস করছি আমার কি কোনো চাকরি হবে। আমার উচ্চাতা ৫”৯ ফুট ওজন ৫৯ কেজি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। পরিবার গত খুব সমস্যা। ০১৮৫৬৬৯২৪১৭।
চেষ্টা করুন, চাকরি হবে
৪৯/২০২১ বিজ্ঞাপ্তির বাংলাদেশ ব্যাংক এর পরীক্ষার ডেইট দিচ্ছেনা কেন?
করোনার জন্য
২.৯০ সিজিপিএ নিয়ে কোন কোন ব্যাংকে আবেদন করা যাবে???
বেসরকারি ব্যাংকগুলোতে পারবেন
চট্টগ্রামে পরিবার পরিকল্পনা নিয়োগ কখন?
দিবে হয়ত, অপেক্ষা করুন স্যার
Hsc পাসে কি কোন চাকরি হবে কি
না স্যার, ৬ নম্বরটা দেখতে পারেন
Narsingdi
অফিসার জেনারেল পদে আবেদন করবো কীভাবে?
বাংলাদেশ ব্যাংকের চাকরির পেজের লিংক দেয়া আছে দেখেন
বাংলাদেশ ব্যাংকে অফিসার(জেনারেল) পদে নিয়োগের জন্য সিলেবাস কি?
ব্যাংকের প্রস্তুতির জন্য আলাদা বই পাওয়া যায়
ভাই আমি গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছি। প্রাথমিক কাজ শেষ করে টাকা পেমেন্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে। ব্যাংকের ওয়েবসাইটে টাকাট কথা বলা নেই। তবে আপনাদের সাইটে ২০০ টাকার কথা বকা আছে। একপর্যায়ে জব আইডি দিতে গিয়ে ঝামেলা হচ্ছে। নোটিশে জব আইডি ২৪৮ আছে। কিন্তু সেটা দিলে invalid job id লেখা আসছে। এখন কি করবো ??? কেউ জানলে একটু বিস্তারিত জানাবেন।
বাংলাদেশ ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করুন
2023 সালে কি বাংলাদেশ ব্যাংকের বা কম্বাইন্ড ব্যাংকের কোন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে?
H.S.C complate amer akta job projen
স্যার আমরা ইন্টার করেছি আমরা কি আবেদন করতে পারবো।প্লিজ ভাইয়া জানাবেন🆗
এখান তেকে সরাসরি অনলাইনে এপ্লাই করার অপশন থাকলে সুবিধা হতো