পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-Padakhep ngo job circular 2023: ৬টি পদে পদক্ষেপ এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ৩৬ বছর ধরে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৬ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধ, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।
পদক্ষেপ এনজিও নিয়োগ ২০২৩
উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালী পায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও অর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লানিং সেন্টার স্থাপন পূর্বক কাক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে “কমিউনিটি ম্যানেজার-১ ও “কমিউনিটি ম্যানেজার-২’ পদে মোটি ৮০০ পদের জন্যে উপযুক্ত প্রার্থীদের আবেদন করতে আহবান করা হচ্ছে।
আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
চাকরির ধরন | এনজিও চাকরি |
প্রতিষ্ঠান | পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র |
ওয়েবসাইট | https://www.padakhep.org |
পদের সংখ্যা | ৬ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/ডিপ্লোমা/এইচএসসি |
বয়সীমা | ১৮-৩২ বছর |
আবেদনের শেষ তারিখ | ১০ আগস্ট, ২০২৩ |
আবেদনের মাধ্যম | সরাসরি/ডাক/কুরিয়ার |
পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক লাইসেস প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডশন এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা।
কম্পিউটারে কাজ জানা ও বাই-সাইকেল থাকা আবশ্যক। ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা, বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা, মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্স, ব্যক্তিগত মোটরসাইকেল থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সংস্থার নীতিমালা অনুসারে প্রযোজ্য জ্বালানী ভ্রাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগামী ১০-০৮-২০২৩ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ি নং- ৫৪৮, রোড নং- ১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌছাতে হবে।

একজন ভারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অবঃ) একটি অফিসিয়াল জব আবশ্যক, প্লিজ…
বিষয়ঃ কমিউনিটি ম্যানেজার ২ পদে চাকরির জন্য আবেদন।
অতিরিক্ত যোগ্যতাঃ বাংলাদেশ এক্সটেনশণ এডুকেশন সার্ভিসেস(বিজ)এ এফও গ্রেড- ২ পদে এবং কালেকশন পোষ্টিং ও সদস্য এনটি সহ সফটওয়্যারের কাজের ধারণা আছে।
কতদিন পর পরীক্ষার জন্য ডাকে ?
যশোরে এলাকায় কবে পরীক্ষা হবর কেউ বলতে পারেন.?