দুদক কনস্টেবল নিয়োগ ২০২২-dudok constable job circular 2022: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদিসহ পদের পার্শে উল্লিখিত বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাছে. ক্রমিক, পদের নাম, বেতনক্রম, শূন্য নিয়োগের ক্ষেত্রে ন্যুনতম যোগ্যতা, যে সকল জেলার প্রাথীদের আবেদন করার প্রয়োজন নাই বিস্তারিত দেয়া হল।
দুদক কনস্টেবল নিয়োগ ২০২২
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠান | দুর্নীতি দমন কমিশন (দুদক) |
ওয়েবসাইট | http://acc.org.bd |
শূণ্যপদ | ৩টি |
পদের সংখ্যা | ১৬৪ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ১৫ জুন, ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা
দুদক কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নামঃ কোর্ট পরিদর্শক
পদ সংখ্যাঃ ১৩ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
যোগ্যতাঃ স্নাতক/সমমানের ডিগ্রী অথবা এলএলবি ডিগ্রি।
২। পদের নামঃ গাড়িচালক
পদ সংখ্যাঃ ২৬ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
যোগ্যতাঃ মাধ্যমিক/সমমানের ডিগ্রী। হালকা এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩। পদের নামঃ কনস্টেবল
পদ সংখ্যাঃ ১২৫ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
যোগ্যতাঃ মাধ্যমিক/সমমানের ডিগ্রী।
আবেদন করার জন্য দুদক এর আবেদনের ওয়েবসাইটে (acc.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
Dudok Constable job circular 2022
১। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুনীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে;
২। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না;
৩। আবেদনকারীর বয়স ০১ জুন ২০২২ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর এবং অনূধ্ব ৩০ বৎসর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র- কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অন্ধ্ব ৩২ বৎসর এবং ০১ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৫ (পাচ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৪। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই নির্দিষ্ট ঘর পূরণ
করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে, বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তি গ্রহণ করতে হবে এবং অনাপত্তির মূলকপি মৌখিক পরীক্ষা গ্রহণকালে অবশ্যই প্রদর্শন করতে হবে;
৫। নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান ও পরিবর্তিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে;
৬। ক্রমিক নং ০১-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষা ফি হিসেবে ৩০০/- (তিনশত) টাকা, ক্রমিক নং ০২-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১০০/- (একশত) টাকা এবং ক্রমিক নং ০৩-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ৫০/- (পঞ্চাশ) টাকা আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলি অনুসরণ করে SMS-এর মাধ্যমে প্রদান করতে হবে;
৭। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
৮। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৯। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে; অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোন ক্রমেই গ্রহণ করা হবে না;
১০। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে;
গাড়ি চালক পদে আবেদন করতে হলে হালকা লাইসেন্স থাকলে হবে নাকি হালকা এবং ভারি দুটো ই থাকা লাগবে
All
Driving ki Halka lycence hole hobe naki Bari o sathe lagbe lycence
All
এইচএসসি পাসের কোন পদ আছে…??এইচএসসি পাস করেছি,তাহলে কি আমি অন্য কোন পদে চাকরি পাব..??
Apply korar somoy apply te kono vul hoily koroniyo ki
please aktu janaben..😢😢
নতুন করে করতে হবে/হেল্পলাইনে যোগাযোগ করুন
মেয়েরা আবেদন করতে পারবে কনস্টেবল পদে?
Humm parbe
ভাই কনস্টেবলের জন্য এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে করা যাবে কী না ?
যাবে
আমি অঙ্গীভূত সাধারণ আনসরের সদস্য আমি কি আবেদন করতে পারবো,,বা আমি কি অগ্রাধিকার পাবো,,,কনেস্টেবোল পদে
GPA 2.50 দিয়ে কি আবেদন করা যাবে ?
করা যাবে স্যার
আমার ভোটার আইডি কার্ড নাই আমি কি আবেদন করতে পারবো
জি পারবেন
ভাই এন আইডি কার্ড ছাড়া আবেদন করা যাবে কি না ?
করা যাবে
ভাই আইডি কার্ড ছাড়াতো কনসট্সেবল পদে আবেদন করা যায় না
ভাই ৯ম শ্রেণী উত্তীর্ণ হলে কি কনস্টেব পদে আবেদন করা যাবে। প্রতিবন্ধীদের জন্য কোন অগ্রাধিকার আছে।
ওয়েবসাইটে নিয়োগ নেই কেনো ভাই,,এটা কি রিয়েল নিয়োগ
আমি কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থি
মেয়েরা আবেদন করতে পারবে কনস্টেবল পদে?
জি পারবেন
আমি পেমেন্ট অপশন পাচ্ছিনা
কনস্টেবল পদে উচ্চতা কত লাগবে??এখানে তো এইটা উল্লেখ করে নাই??
এর মাধ্যমে ACC এর Constable এর জন্য পেমেন্ট সম্পন্ন হয়েছে। ইউজার: VQ5N4RQ3 এবং পাসওয়ার্ড: D7840X। কিন্তু আমার আবেদন কপি বের হচ্ছে না কি করতে হবে এখন
পরে আবার ট্রাই করুন হবে
কঅভিনন্দন! KAZI ABUL BASHAR, এর মাধ্যমে ACC এর Constable এর জন্য পেমেন্ট সম্পন্ন হয়েছে। ইউজার: VQ5N4RQ3 এবং পাসওয়ার্ড: D7840X। ফরিদপুর হতে আবেদন করছি এখন আবেদন কপি বের হচ্ছে না একটু উপায় বলুন
সার্ভার প্রব্লেম, ঠিক হয়ে যাবে, অপেক্ষা করুন
ভাই আমি ৫ ফুট সাড়ে ৫ তাহলে কি আমার কোনো সমস্যা হবে।
ভাই আমি ৫ ফুট সাড়ে ৫ তাহলে কি আমার কোনো সমস্যা হবে।এবং আবেদন করার সময় শিক্ষা গত যোগ্যতায় আউট অব ফাইভ এর জায়গায় আউট অব ফোর দিয়ে দিছে।কোনো সমস্যা কি হবে ভাই।
ভাই আমি ৫ ফুট সাড়ে ৫ তাহলে কি আমার কোনো সমস্যা হবে।এবং আবেদন করার সময় শিক্ষা গত যোগ্যতায় আউট অব ফাইভ এর জায়গায় আউট অব ফোর দিয়ে দিছে।কোনো সমস্যা কি হবে ভাই।
এডমিট কার্ডে আমার ছবিটা উল্টো হয়ে গেছে, আমি কি পরিক্ষা দিতে পারবো