কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ অনেকদিন পর কাজী ফার্মস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। যোগ্যতা থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করে রাখতে পারেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কাজী ফার্মস নিয়োগ ২০২৪

কাজী ফার্মস বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষি-শিল্প গ্রুপ এবং হাঁস-মুরগির বাজারে এক দশকেরও বেশি সময় ধরে শীর্ষে রয়েছে। বছরের পর বছর ধরে তাদের অভূতপূর্ব বৃদ্ধি ব্যবসার ফলে হয়েছে হ্যাচারি, ফিড-মিল, আইসক্রিম, হিমায়িত খাবার, তথ্য প্রযুক্তি এবং টেলিভিশন চ্যানেল। প্রায় দশ জন কর্মী নিয়ে আজ হাজার মানুষ এর প্রতিষ্ঠান কাজী ফার্মস।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিকাজী ফার্মস
ওয়েবসাইটhttps://www.kazifarms.com
শূণ্যপদ১৮টি
পদের সংখ্যাঅনির্দিষ্ট
বয়সসীমা২০-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা৫ম/৮ম/এসএসসি/এইচএসসি
আবেদনের শেষ তারিখ১-৮ মার্চ, ২০২৪
আবেদন এর মাধ্যমডাকযোগে/ই-মেইলে

দেখুনঃ- মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

কাজী ফার্মস নতুন নিয়োগ 2024

আগ্রহী প্রার্থীগণকে সম্পূর্ণ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবিসহ আগামী ১৫-১১-২০২৩ ইং তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।

  • শূণ্যপদঃ বিজ্ঞপ্তিতে দেখুন
  • অভিজ্ঞতাঃ পদ অনুযায়ী ভিন্ন
  • আবেদনপত্র/সিভি পাঠানোর ঠিকানাঃ [email protected] অথবা, bdjobs.com
কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

KAZI Farms Job Circular 2024

কাজী ফার্মস গ্রুপ এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং এটি বর্তমানে আইসক্রীম, জা এন্ড জি আইসক্রীম এবং কাজী ফার্মস কিচেন ফ্রোজেন নিমিত্তে নিম্ন লিখিত পদে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদনের সময় জীবন পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি সহ আগামী ১৫/১১/২০২৩ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে। মানব সম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি নং ৩৫, রোড নং ২, ধানমন্ডি, ঢাকা- ১২০৫।

  • পদসমূহঃ সহকারী অপারেটর (আইসক্রিম/ফ্রোজেন/বেকারী)
  • টেকনিশিয়ান
  • বিক্রয় প্রতিনিধি

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না। কৃষকের চুক্তির ভিত্তিতে ব্রয়লার ডিওসি প্লেসমেন্ট লক্ষ্য অর্জন করে সর্বোত্তমতা নিশ্চিত করতে কৃষকদের ব্রুডিং খাওয়ানো এবং জৈব-সুরক্ষা ব্যবস্থাপনা নিশ্চিত করা।

খামার কর্মক্ষমতা এবং মৃত্যুহার হ্রাস করে এমন ফিড মিলগুলির সাথে সমন্বয় করে এবং লজিস্টিক পরিচালনা করে খামারগুলিতে অন-টাইম ফিড বিতরণ নিশ্চিত করা। সময় মতো প্রয়োজন অনুসারে কৃষকদের টিকা এবং ওষুধ সহায়তা সরবরাহ করা।

খামারগুলির প্রতিদিনের কার্যকলাপসমূহ দেখা এবং প্রয়োজনে রেকর্ড করে রাখা এবং শাখা পরিচালককে প্রতিবেদন করে সম্ভাব্য কৃষকদের সিবিএফ ব্যবসায় বৃদ্ধিতে রূপান্তর করতে নতুন খামারগুলি দেখা।

প্রতিযোগিতামূলক বাজার মূল্যে সরাসরি পাখি বিক্রি করতে স্থানীয় ক্রেতার সাথে সমন্বয় করা এবং খামারগুলি থেকে বিতরণ এবং সম্পূর্ণ ব্যাচের সমাপনী নথি সংগ্রহ করা। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রোফাইলের উপর ভিত্তি করে পারিশ্রমিক দেয়া হবে।

91 thoughts on “কাজী ফার্মস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. আমিও কাজ করতে চাই,জানাবেন।। আমার মোবাইল নম্বর হলোঃ০১৭৮২৮৩৩৬৩৬

    Reply
  2. ami apnar company te kaj korte cai.amr sikkha goto joggota j.s.c4.00-s.s.c3.78 science section theke..amr phn number :01873555853

    Reply
  3. ভাই আপনি কি ঐ কোম্পানীতে কোন পদে আছেন না বহিরাগত কেউ

    Reply
  4. আমি BSS পাশ করে এখন মাস্টার্স করছি আমি কাজী ফার্মে কাজ করতে চাই।কিন্তু আমার কনো কাজে অভিঙ্গতা নাই আমি কি আবেদন করতে পারবো

    Reply
      • ভাই কাজী ফামর্স এ চাকরি করলে কিন্ত বাবা মা অসুস্থ হলে ছুটি দেয় না। কাজী ফামর্স এ চাকরি হলো অনাথ ছেলেদের জন্য। যদি বাবা মা বেঁচে থাকে তাহলে ওনারা অসুস্থ হলে কিন্ত আমার মত আবার বেকার হয়ে যেতে হবে।

        Reply
        • বাজে কথা,,আমি নিজেও কাজি ফার্মে আছি,, এমন কোন তথ্য আমার জানা নেই

          Reply
  5. ভাই কাজী ফামর্স এ চাকরি করলে কিন্ত বাবা মা অসুস্থ হলে ছুটি দেয় না। কাজী ফামর্স এ চাকরি হলো অনাথ ছেলেদের জন্য। যদি বাবা মা বেঁচে থাকে তাহলে ওনারা অসুস্থ হলে কিন্ত আমার মত আবার বেকার হয়ে যেতে হবে।

    Reply
  6. আমি কাজ করতে চাই, কিন্তু আপনাদের যে ইমেইলের ঠিকানা দেয়া আছে, সেই মেইলে মেইল যাচ্ছে না ২ বার চেষ্টা করলাম,

    Reply
  7. ভাই আপনার এই সাইটে লোড নিতে এতো সময় লাগে কেনো আগে তো এতো সময় লাগতো না এখন এতো কেনো

    আমার নেটওয়ার্ক গতি ভালো অন্য সব সাইটে ভালো কাজ করে কিন্তু আপনার এখানে খুব খারাপ

    Reply
  8. আলহামদুলিল্লাহ,,, এবার অবশ্যই আবেদন করবো অনেক দিন থেকে অপেক্ষা করতেছি কাজীফাম জব করবো বলে।।।

    Reply
  9. আসছলামু আলাইকুম,
    আমি মোঃ রনি সিকদার আমি একটা গরিব পরিবারের সন্তান একটা চাকরি বিশেষ ভাবেই দরকার আমার গোপালগঞ্জ কোটালিপাড়া বাসা আমার কাজী মন্টু কলেজ থেকে আমি এসএইচসি পাস করে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরাকারি কলেজে ভর্তি হয়ে বিএ ৩য় বর্ষে আছি।
    ০১৭৫৭৭০০৪৮৪

    Reply
    • ভাইয়া ওয়াসার নিয়োগ দিবে কি, জানুয়ারী বা ফ্রেুয়ারীতে

      Reply
  10. আমি সম্ভাব্য ১১ পদের জন্য আবেদন প্রাথী কাজের এক্সপ্রিয়েন্স ও আছে

    Reply
  11. আমি অত্যান্ত আগ্রহী। কিন্তু আমি অনার্স কম্প্লিট করেছি। মিলাতে পারছিনা।

    Reply
  12. স্যার আপনাদের কোম্পানিতে টোটাল 6 বার আবেদন করলাম,, কিন্তু দুঃখের বিষয় আমাকে এক বারো ডাকা হলো না স্যার,,, আমার এসএসসি তে 3.77 এবং এইচ এস সিতে 2.92,,,,,,,,,যদি কেউ উপকার করতে পারেন ভাল হইতো এটা আমার মোবাই নাম্বার 01723850157

    Reply
  13. আসসালামু আলাইকুম স্যার আমি একজন পেশায় গাড়ি চালক হেবি লাইসেন্স আছে আপনাদের কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক অনুগ্রহ করে আমাকে জবের জন্য প্রস্তুত আমাকে সাহায্য করবেন

    Reply
  14. কাজী ফার্মস ম্যানেজমেন্টের নিয়োগ কিভাবে পাবো??

    Reply
  15. স্যার আমি দুই বার কাজী ফার্মস চাকরি আবেদন করেছি কোন মোবাইল ফোনে এসএমএস আসে নাই স্যার দয়া করে এবার আমার আবেদন নিবেন শেড ওয়াকার আমার নাম শাহাজালাল ইসলাম এস এস সি রেজাল্ট 4.17 এন আইডি 8708562213ঠিকানা ফুটকি বাড়ী জেলা ঠাকুরগাঁও আমার মোবাইল নাম্বার 01319540584

    Reply
  16. আমি ডেলিভারি সুফারভাইজার হিসিবে ৬ বছর কাজ করেছি আর এফ এল এইলেক্ট্রিনিক্স গ্রুপে আমি কি আবেধন করতে পারি এবং স্যালারি কত হতে পারে দয়া করে জানাবেন কি বস।

    Reply
  17. কবে এই আবেদনের ডাক পড়বে জানাবেন প্লিজ

    Reply
  18. Sir,,
    Assalamualikum…Ami HSC pass .2tay Science a ache . J kono kaj Ami korbo sir..gazipur a modho ki job ta deya jabe?.

    Reply

Leave a Comment