সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ SEHEO/ সিও এনজিও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি বেসরকারী সেচ্ছাসেবী মানবকল্যান প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম।
সিও এনজিও নিয়োগ ২০২৩
প্রধান কার্যালয় সহ সংস্থার আওতাধীন বর্ধিত এলাকার জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দীর্ঘসময় সংস্থার সাথে যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য, সৎ, কর্মঠ ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে নিম্ন লিখিত পদের জন্য আবেদন আহবান করা হচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
কোম্পানি | সিও এনজিও/SEHEO |
জেলা | সকল জেলা |
পদের সংখ্যা | ১৫টি পদে ৯৮৮ জন |
বয়সসীমা | অনির্দিষ্ট |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ০৯ সেপ্টেম্বর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
আরো দেখুন– ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023
- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
- আবেদন করা যাবেঃ ০৯-০৯-২০২৩ ইং পর্যন্ত
- আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ পরিচালক, মানবসম্পদ বিভাগ, সিও সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ- ৭৩০০।
বিস্তারিত নিচে অফিসিয়াল সার্কুলারে দেখে নিন-

বিশেষ সতর্কীকরণ বার্তাঃ কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না। বিজ্ঞপ্তি যাচাই করে আবেদন করবেন, যেকোন ধরণের সমস্যার জন্য প্রজবসবিডি দায়ী নয়।
আরো দেখুন-
- প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023
চাকুরীর সুবিধা সমূহঃ ১১ নং পদে প্রাক-প্রশিক্ষণ এক মাস ৮,০০০/- টাকা পরবর্তী ২ মাস প্রশিক্ষণকাল প্রতি মাসে ১০,০০০/- টাকা তারপর স্থারীকরনের পূর্ব পর্যন্ত শিক্ষানবিশকালে প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে বেতন প্রদান করা হবে। পদমর্যাদা অনুযায়ী নিয়োগকৃত কর্মীদের নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা দেয়া হবে।
প্রার্থীর শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে চাকুরীতে স্থায়ীকরন করা হবে, চাকুরীতে স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী পিএফ ও গ্রাচ্যুইটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে ।
আবেদনকারীকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার, চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি, সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সহ আগামী ৩১/০৫ ইং তারিখের মধ্যে নিম্ন লিখিত ঠিকানায় স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি/কুরিয়ার/ডাকযোগে পৌছাতে হবে।
১,২,৩,৪,৫,৬,৭,৮ নং পদে ৩০০/- টাকা ৯,১০,১১,১২ নং পদে ২০০/- টাকা, ১৩ ও ১৪ নং পদে ১০০/- টাকা সিও চলতি হিসাব নম্বরঃ ২৪০৭০০১০৩৭০৭৪ সোনালী ব্যাংক লিঃ ঝিনাইদহ শাখা অথবা সিও, চলতি হিসাব নম্বরঃ ২০৫০১৭৫০১০০০৫৭০১২ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ঝিনাইদহ শাখা এ রেজিস্ট্রেশন ফি এর টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অনলাইন জমা স্লিপ আবেদনের সাথে যুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গন্য হবে।
আবেদন পত্র পাঠাবার ঠিকানাঃ বরাবর, পরিচালক মানব সম্পদ বিভাগ সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখা যাবে SEHEObd.org ওয়েবসাইটে, পরীক্ষার জন্য মোবাইলের মাধ্যমে জানানো হবে। যোগাযোগের মাধ্যম: মোবাইলঃ ০১৯০৭-০৯৪০৫৩/০১৯০৭-০৯৪০৫২, টেলিফোন-০৪৫১-৬২৬৩০।
বিঃ দ্রঃ নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযোগ্য নয়।
স্যার, এস এস সি! পাশে যদি কোন পদ দেয়া যায় দয়া করে জানাবেন প্লিজ?
বিজ্ঞপ্তি ভালভাবে দেখুন
নারায়ণগঞ্জে কোনো শাখা আছে এইটার?
একটু খোঁজ নিয়ে দেখেন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দের কি এই চাকরির সুযোগ আছে ভাই
আবেদনপত্র নিজ হাতে লিখতে হবে না ফ্রম আছে
নিউগ হলে বলবেন
নিজ হাতে লিখতে হয়
কি ভাবে লিখতে হব জানাবেন প্লিজ
ভাই টাকাটা কি ব্যাংকে গিয়ে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে
ব্যাংকে জমা দিয়ে স্লিপ নিবেন, আবেদনপত্রের সাথে যুক্ত করে পাঠাবেন
Ok vay
ভাই দরখাস্ত কম্পিউটারে লিখে পিন্ট করে বের করে পাঠালে হবে না
ভাই দরখাস্ত কম্পিউটারে লিখে পিন্ট করে বের করে পাঠালে হবে না
জি হবে
Vai Kon Kon news paper a diyeche cercular ta.
Vai apply korbo ki vabe
স্যার হিসাব সহকারি পদে কি পরিক্ষা হয়ে গেছে?
rrএখানে কোন জামানত আছে নাকি?
ভায়া সকল জেলার লোক আবেদন করতে পারবে
আমি শাখা ব্যবস্তাপক পদে আবেদন করে ছিলাম সমস্যার কারনে যেতে পারি নাই আমাকে ডাকা হয়েছিলো আমি আবার যেতে চাই আমাকে মেইল করবেন প্লিজ।
আমি এই চাকরি করতে চায়
আবেদন কীভাবে করবো?
আমি ঝিনাইদহ উন্মুক্ত তৃতীয় বর্ষে রেজিষ্টেশন করেছি,অর্থাৎ লেখাপড়া রানিং। আমি আবেদন করতে পারব?
আমি ঝিনাইদহ উন্মুক্তে ডিগ্রী তৃতীয় বর্ষে রেজিষ্টেশন করেছি,অর্থাৎ লেখাপড়া রানিং। আমি কি আবেদন করতে পারব?
সিলেট কোন অফিস আছে নি।
ভাই এখন কি আর আবেদন করা যাবে
আবেদন পত্র কিভাবে লিখবো এটার কোন ফরম্যাট দেওয়া হয় না, দিলে ভালো হত