অনেকদিন পর গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সকল জেলার নাগরিকগণ বিডিজবস ওয়েবসাইটের/গ্রামীণ ব্যাংক আবেদনের লিংক এর মাধ্যমে আগামী ৩১-১০-২০২৪ইং পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | গ্রামীণ ব্যাংক |
ওয়েবসাইট | grameenbank.org |
পদ | ব্যবস্থাপনা পরিচালক |
বয়স | ৫০-৫৮ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর, ২০২৪ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
গ্রামীণ ব্যাংক নিয়োগ ২০২৪
শূণ্যপদসমূহঃ নিচে দেখুন
আবেদন প্রক্রিয়াঃ উক্ত পদসমূহে আবেদন করার জন্য প্রথমত আপনাকে উপরে টেবিলে দেয়া বিডিজবস এর লিংক/নিচে দেয়া বিজ্ঞপ্তির লিংক এ প্রবেশ করতে হবে। তারপর সার্চ বক্সে গ্রামীণ ব্যাংক লিখে সার্চ করলেই তিনটি পদের বিজ্ঞপ্তি আলাদাভাবে দেখতে পাবেন। তারপর আপনার পছন্দ অনুযায়ী পদে আবেদন করতে পারবেন।
আরো দেখতে পারেন-
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪
- সেনাসদর ইইনসির শাখা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস নিয়োগ ২০২৪
- বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Grameen Bank Job Circular 2024
গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে অস্থায়ীভাবে “শিক্ষানবিস অফিসার” পদে সীমিত সংখ্যক লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের (পুরুষ/মহিলা) নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
সরাসরি আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে এবং বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে-কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।
সরাসরি প্রার্থীদেরকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিসাব রাষ্ট্রবিজ্ঞান, আইন, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতক (চার বছরের) ডিগ্রী/তিন বছরের স্নাতকসহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে-কোনো বিষয়ে উপরিউক্ত ডিগ্রী থাকতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদনপত্র প্রেরণের শেষ তারিখের মধ্যে তাদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করবেন।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও উপরের পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যুনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে । কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সরাসরি আবেদনকারী প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখ রাত ১১ঃ৫৯ মিনিট-এর মধ্যে নিয়োগের পেজ এ গিয়ে পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।সরাসরি আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীগণকে অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ মূল সনদ/পরত্যয়নপত্রসহ একসেট সত্যায়িত ফটোকপি সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি-যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে, মুল সনদ দেখে ফেরত দেয়া হবে।
অনলাইন আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো ভুল ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
তাছাড়া মেধাতালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না. ছবি জেপিজি ফরমাটে সবেচ্চি ১০০ কেবি এবং আবেদনে স্বাক্ষর জেপিজি ফরমাটে সর্বোচ্চি ২০ কেবি হতে হবে।
বিভাগীয় প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পাশের মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, স্নাতক (চার বছরের) ডিগ্রী/তিন বছরের মাস্টার্স ডিগ্রী পাশের মূল/প্রভিশনাল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, স্বহস্তে লিখিত আবেদন আগামী তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে “উপ-ব্যবস্থাপনা পরিচালক, মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা” বরাবর প্রেরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিনে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
সরাসরি ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি পর্ব) প্রশিক্ষণে থাকবেন।
সরাসরি প্রার্থীদের ক্ষেত্রে প্রথমপর্বে মাসিক ১১,০০০ টাকা হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদেরকে দ্বিতীয়পর্বে ১২,০০০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে।
দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদেরকে গ্রামীণ ব্যাংকের বেতন কাঠামো (২০১৫) এর ৯ম গ্রেড ২২০০০-২৩১০০-৫০৫৩০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে “সিনিয়র অফিসার” পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
সরাসরি প্রার্থীদের ক্ষেত্রে যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে। বিভাগীয় প্রার্থীদের মধ্যে যারা অকৃতকার্য হবেন তাদেরকে পূর্ববর্তী পদে ফিরিয়ে আনা হবে। বিভাগীয় প্রার্থীগণ প্রশিক্ষণে থাকাকালীন সময়ে এলপিসি অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
আবেদনকারীদের একটি তৈরি করে নির্বাচনী পরীক্ষায় অংশগহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে-কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।
Okay
Exam deta hoi Kon jaiga
আমি চাকরি করতে চাই
হ্যা চাই
35 বয়স করা দরকার
Why can’t I apply? There is a note shown to me ”Sorry, Application Submission Date has been Expired!
Application closed.” But the time is given in the notice is 11.59 pm and I’m trying to apply at 12.29am.
you should contact with grameen bank office
হ্যা আমি চাকরি করতে চাই
আমার ও খুব ইচ্ছার এটাতে চাকরি করতে কিন্ত হয় না কেন যে
Ami Korte Chai
link den pai na
Ami job Korte chai