সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – SETU NGO Job Circular 2023: সম্প্রতি ১৫৮ পদে সেতু এনজিও এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। সেতু জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। অনেক বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সেতু এনজিও নিয়োগ ২০২৩

সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী , রংপুর ও ঢাকা বিভাগের ১৪টি জেলায় প্রায় ১ লক্ষ ৮০ হাজার পরিবারে সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভূক্ত এবং পিকেএসএফ ও কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিচে উল্লেখিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছে।

চাকরিএনজিও চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানসেতু এনজিও
ওয়েবসাইটhttps://setu.ngo
পদের সংখ্যা১৫৮ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা১৮-৪৫ বছর
আবেদনের শেষ তারিখ১০ সেপ্টেম্বর, ২০২৩
আবেদনের মাধ্যমডাকযোগে/হাতে হাতে
ঠিকানানিচে দেখুন

আরো পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদপত্রের কপি, মোবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর (১০-০৯-২০২৩) তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলোনী রোড, কোর্টপাড়া, পোষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি/ডাকযোগে পৌছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন এর ঠিকানাঃ বরাবর, মানব সম্পদ বিভাগ, সেতু, টিএনটি কলোনি রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখুন-

SETU NGO Job Circular 2023

শিক্ষানবীশকাল ০৬ মাস। নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, সিপিএফ, বীমাসহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেয়া হবে এবং বয়সসীমা শিখিলযোগ্য।

বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিখিলযোগ্য। চাকুরী নিয়মিতকরণের পর ০৩ (তিন) বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।

যোগদানের সময় নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন। প্রার্থীকে মাঠ পর্যাঁয়ে অবস্থান করতে হবে এবং মটর সাইকেল চালাতে হবে।

লক্ষ্য মাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। ধুমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে বা তাদের আবেদন করার প্রয়োজন নেই।

আগামী ২৬-০৫-২০২২ তারিখের মধ্যে ডাকযোগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলোনী রোড, কোর্টপাড়া, পোষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এই ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে।

17 thoughts on “সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. কক্সবাজারের উখিয়া,বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে কোন এনজিও তে চাকরি থাকলে জানালে খুব উপকৃত হবে

    Reply
    • ভাই, এটা কি পদে আছে। একটু জানালে উপকৃত হব মোবাঃ ০১৭৭২৪৪৪১৮১

      Reply
  2. স্যার, আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার।আমি কি এ চাকরি টা পাবো আমি এইচ এস সি পাশ আর ডিগ্রি ফাইনাল পরীক্ষা সামনে আমার ছোট একটা পোস্ট হলে চলবে স্যার আমার বাবা মারা যাবার পর আমার পরিবার টা খুব অসহায় স্যার আমাকে সাহায্য করেন স্যার আমার মা খুব অসহায় স্যার আমাদের সাহায্য করবেন প্লিজ

    Reply
  3. স্যর আমাকে কি একটা পিয়নে চাকরি দেওয়া জাবে আমি অনেক খানে পিয়নে চাকরি করছি আর এনজিও তে ও করছি আমার ওবিগাতা আছে আমার ফোন নাম্বার দিলাম ০১৭৩৩২৯১৬৭৫

    Reply
  4. স্যর আপনাদের জদি পিয়ন লাগে তাহলে আমাকে জানায়েন আমার অবিগাতা আছে এটা আমার নাম্বার ০১৭৩৩২৯১৬৭৫

    Reply
  5. আমি সহকারী পরিচালক পদে আবেদন করেছিলাম,এইটার কোন সংবাদ আছে।

    Reply
  6. ভাই, এটা কি পদে আছে। একটু জানালে উপকৃত হব মোবাঃ ০১৭৭২৪৪৪১৮১

    Reply
  7. শাখা ব্যবস্হাপক পদের পরীক্ষা কোন তারিখে হবে জানাবেন প্লিজ।।

    Reply
  8. শাখা ব্যবস্হাপক পদের পরীক্ষা কোন তারিখে হবে জানাবেন প্লিজ।।আবেদনের কতদিন পর পরীক্ষা ডাক আসে।

    Reply
  9. স্যার আমি সেতু এনজিওতে ১৪/৬/২৩ ইং তারিখে শাখা ব্যবস্হাপক পদে আবেদন করেছি।আমি বর্তমানে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে ৫ বছর যাবত কর্মরত আছি।আমি আমাকে আপনাদের প্রতিষ্ঠানে শাখা ব্যবস্হাপক পদে সুযোগ দিলে চাকরি করতে চাই। আমার মোবাইল নম্বর ০১৩১৩৮৮৩৬০৪

    Reply

Leave a Comment