৬০টি পদে গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচীর আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়োগ করা হবে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) |
অফিসিয়াল সাইট | http://gktbd.org |
পদের সংখ্যা | ৬০ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৪ মার্চ, ২০২২ |
আবেদন করা যাবে | ডাকযোগে |
আরো পড়ুন- সকল এনজিও চাকরির খবর
গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) নিয়োগ ২০২২
সুবিধাদিঃ চাকুরি স্থায়ী হওয়ার পর পিএফ, গ্যাটুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেট প্রদান করা হয়।
সাক্ষাতের সময়ে প্রয়োজনীয় মূল কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযোগ করতে হবে। পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল ফোন নম্বর সহ) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র;চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র,জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত রঙ্গিন ছবি, সাক্ষাৎ কারীর বয়স আবেদনের শেষ তারিখ পর্যন্ত ১৮-৩০ বৎসর হতে হবে (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য) অধ্যায়নরত ছাতর/ ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই।
শর্তসমূহ ৪ সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা (ফেরৎ যোগ্য) জামানত জমা করতে হবে। জমাকৃত টাকার উপর বার্ধিক ৬% হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎ কারের পূর্বে রেজিষ্টেশন ফি বাবদ ১০০/-(একশত টাকা) জমা দিতে হইবে। নিয়োগের সকল কার্যাদি সংস্থার চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত।
সমন্বয়ক, গণ কল্যাণ ট্রাষ্ট, ১০-১ অমর্ত্য সেন সড়ক, পূর্ব দাশড়া, মানিকগঞ্জ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪.০৩.২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

সূত্রঃ দৈনিক প্রথম আলো