এসকেএস (SKS) ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৩১৭টি পদে এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২৩ SKS Foundation job circular 2023: এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারী উন্নয়নমূলক এনজিও সংস্থা যা, দীর্ঘদিন থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন, করে আসছে। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি সনদসহ একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত।

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ ২০২৩

উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়নের ন ত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সাথে (ই-মেইল ও মোবাইল নম্বরসহ) ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত. যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি নির্দিষ্ট তারিখে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানএসকেএস ফাউন্ডেশন
ওয়েবসাইটhttps://www.sks-bd.org
পদের সংখ্যা৬টি পদে ৩১৭ জন
বয়স১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঅনার্স/মাস্টার্স
আবেদনের শেষ তারিখ২৫ আগস্ট, ২০২৩ ইং
আবেদন মাধ্যমডাকযোগে

দেখে নিনঃ সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2023

বিঃদ্রঃ আমাদের প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত তথ্য নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া হয়ে থাকে। প্রকাশিত যেকোনো ধরণের চাকরি তথ্য/বিজ্ঞাপন বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রজবসবিডি-এর নয়। সকল চাকরি প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

SKS Foundation job circular 2023

বেতন ছাড়াও পি.এফ, গ্রাচুয়্যিটি, উৎসব ভাতা, চিকিৎসা সেবা সহায়তা ও সাপ্তাহিক ২ দিন ছুটি সুবিধাদি প্রাপ্য হবেন । উল্লেখ্য যে, ৩, ৪, ৫ ও ৬ নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় যথাক্রমে ১৫,০০০/-, ১০,০০০/-, ১০,০০০/- ও ৮,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি পেতে ওয়েবসাইটে (উপরে টেবিলে দেয়া আছে) ভিজিট করুন। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না।

  • পদের নামঃ কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন)
  • পদসংখ্যাঃ ০২ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ৬০,০০০/- থেকে ৮০,০০০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন বিষয়ে মাস্টার্স। স্বীকৃত কোন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম পরিচালনায় কমপক্ষে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্লেষণমূলক কাজ ও রিপোর্টিং এ দক্ষ হতে হবে।

  • পদের নামঃ জোনাল ম্যানেজার
  • পদসংখ্যাঃ ০২ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ৪০,০০০/- থেকে ৫৫,০০০/- টাকা
  • বয়সঃ অনুর্ধ্ব ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন বিষয়ে মাস্টার্স। স্বীকৃত কোন আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে কমপক্ষে ২০-২৫ টি ব্রাঞ্চ পরিচালনায় ৫-৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে । মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • পদের নামঃ এরিয়া ম্যানেজার
  • পদসংখ্যাঃ ১০ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ৩০,০০০/- থেকে ৪০,০০০/- টাকা
  • বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যে কোন বিষয়ে মাস্টার্স। স্বীকৃত কোন আর্থিক প্রতিষ্ঠানে একসাথে কমপক্ষে ৫ টি ব্রাঞ্চ পরিচালনায় ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর-সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

  • পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার
  • পদসংখ্যাঃ ১০ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ২৬,০০০/- থেকে ৩২,০০০/- টাকা
  • বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ মাস্টার্স ডিগ্রি, স্বীকৃত কোন প্রতিষ্ঠানে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে।

  • পদের নামঃ এসিসট্যান্ট এ্যাকাউন্টস
  • পদসংখ্যাঃ ০১ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা
  • বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ব্যবসায় শিক্ষা বিষয়ে মাস্টার্স । স্বীকৃত কোন আর্থিক প্রতিষ্ঠানে একসাথে কমপক্ষে ৫০ টি ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনার ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং ও কম্পিউটার এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • পদের নামঃ এ্যকাউন্ট্যান্ট
  • পদসংখ্যাঃ ১০ জন
  • বেতনঃ মাসিক বেতন হবে ১৭,০০০/- থেকে ২০,০০০/- টাকা
  • বয়সঃ অনুর্ধ্ব ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ ব্যবসায় শিক্ষা বিষয়ে অনার্স/মাস্টার্স । স্বীকৃত কোন আর্থিক প্রতিষ্ঠানে একসাথে কমপক্ষে ৫০ টি ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনার ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং ও কম্পিউটার এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালনায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

5 thoughts on “এসকেএস (SKS) ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. Wow, wonderful blog layout! How long have you been blogging?
    you made blogging look easy. The overall look of your website is fantastic, let alone the content!

    Reply
  2. অভিজ্ঞতা নেই, আগে কখনো এনজিওতে চাকরি করিনি, মাস্টার্স পাশ করে ও কি কোন আবেদন করতে পারবো না?
    সাহায্য করুন, আপনার মূল্যবান বক্তব্য জানান প্লিজ,,,
    আমার এখন কি করনীয়,,

    Reply

Leave a Comment