পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ পল্লী সমাজ উন্নয়ন সংস্থা এনজিও প্রতিষ্ঠান ৯টি পদে ১৮১৮ জনের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে ক্ষুদ্রঋণ, মাইক্রো-ক্রেডিট, সঞ্চয় ও স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন ও নারী শিক্ষাকে উৎসাহিত করা সহ সারাদেশব্যাপি প্রধান কার্যালয়, জেলা/উপজেলা, শাখা অফিসের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী দক্ষ/অদক্ষ বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত পদে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
আবেদনযোগ্য জেলা | সকল জেলা |
এনজিও প্রতিষ্ঠান | পল্লী সমাজ উন্নয়ন সংস্থা |
শূণ্যপদ | ০৯ টি |
পদসংখ্যা | ১৮১৮ জন |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি/বিএ/অনার্স |
আবেদনের শেষ তারিখ | ২২ অক্টোবর, ২০২১ |
আবেদনের মাধ্যম | ই-মেইল |
ইমেইল ঠিকানা | pallisusbd@gmail.com |
আরো পড়ুন- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি
পল্লী সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ ২০২১
পদসমুহঃ এরিয়া ম্যানেজার, ম্যানেজার (উপজেলা), ক্রেডিট অফিসার, মনিটরিং অফিসার, মাঠ পরিদর্শক, অফিস সহকারি-কাম কম্পিউটার অপারেটর, মাঠ কর্মী, রিসিপশনিস্ট (মহিলা), অফিস সহায়ক।
পদের সংখ্যাঃ ১৮১৮ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাস্টার্স, অনার্স, বিএ, এইচএসসি, এসএসসি ও অষ্টম শ্রেণি পাশ
বয়সসীমাঃ ১৮-৫০ বছর
মাসিক বেতনঃ আলোচনা সাপেক্ষে

এছাড়া দেখুন-
- রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদ- ১৬৬৫টিHot
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫০টি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫৫টি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৪২৪টিHot
দরখাস্ত/আবেদনের নিয়মাবলী
আগ্রহীদের ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, পদের নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত উল্লেখ করে পূর্ণাঙ্গ সিভি আগামী ২২/১০/২০২১ইং তারিখের মধ্যে নিচে উল্লেখিত শুধুমাত্র ই-মেইলে মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে। সকল প্রার্থীকে পরীক্ষার জন্য যথা সময়ে মোবাইলের মাধ্যমে জানানো হবে।
পরীক্ষা বা প্রশিক্ষণের সময় সকল কাগজ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ও এক সেট ফটোকপি জমা দিতে হবে। সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হবে। শিক্ষানবীশকাল সময় ০৩ মাস। অবশ্যই বিজ্ঞপ্তি যাচাই করে তারপর আবেদনপত্র পাঠাবেন এবং কোন প্রকাশ লেনদেন করবেন না।
এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
Ak ta job cai
সুন্দর একটা নিয়োগ দেওয়া হয়েছে ধন্যবাদ বেকারদের চাকরির সুজক করে দেওয়ার জন্য
আমি ক্রেডিট অফিসার হিসেবে চাকরি করতে চাই। আমার লোন কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা আছে।
Mohammad sahadat
Nambar:01872588372
আবেদন করে রাখেন
এগুলো কি সত্যি নাকি বুয়া
আমি এসএসসি পাস,, জেলা লক্ষীপুর, আমি চাকরি করতে চাই, এখন কি করবো
এই জবের সিভি পাঠানোর নিয়মটা কেমন হবে?
ইমেইলে পাঠাবেন
এই বিজ্ঞপ্তিটা কতটুকু সত্য??
যাচাই করে নিবেন, আপনার জেলা/উপজেলায় অফিস আছে কিনা
ম্যানেজার ( উপজেলা)
ভুয়া ১০০%
Good job
Ami cradit officer pode abedon korte chai,kibabe aply korbo
মেইল করে সিভি পাঠান
ভাইয়া,,,, বিজ্ঞপ্তি টার পরিক্ষা কোথায় অনুষ্ঠিত হতে পারে।
বিজ্ঞপ্তি ভূয়া না আসল, যাচাই করে নেন
এইগুলা ভুয়া বিজ্ঞপ্তি কেন দেন ভাই, মানুষকে প্রতারিত করেন😡
এগুলো জাতীয় পত্রিকা থেকে পাওয়া, সবসময় যাচাই করে (নিজ জেলায় আছে কিনা) আবেদন করবেন আর কোন লেনদেন করবেন না
মাঠ কর্মী
আমি কীজ করতে চাই , ঢাকায় কোথায় অফিস আপনাদের ঠিকানাটা বলবেন please .
মাঠ কমী
মো রুবেল রানা
অফিস সহায়ক
মোবাইল 01773703519
অফিস সহায়ক
০১৭৪৬৩৯৪৪৮৫
অফিস সহায়ক
০১৭৪৬৩৯৪৪৮৫
Narayangonj apnader koyta sakha ache?
আবেদন করেছেন ভাই
Ata ki dinajpur a ac ar atar porikha kothay dt hob