কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

3.5/5 - (2 votes)

কারা অধিদপ্তর জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সম্প্রতি বাংলাদেশ কারা অধিদপ্তর ৩৮৩টি পদে বিশাল এক নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। জেল পুলিশ বা জেল কারারক্ষী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা সময় থাকতে আবেদন করে ফেলুন। এছাড়া কারা পরিবার নিরাপত্তা প্রকল্পের অর্থয়ানে নির্মিত কারা কনভেনশন সেন্টার এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন।

কারা অধিদপ্তরে নিয়োগ ২০২২

কারা অধিদপ্তরে রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত জেল কারারক্ষী পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহবান করা হচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানকারা অধিদপ্তর
ওয়েবসাইটhttp://www.prison.gov.bd
পদের সংখ্যা৩৮৩টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
বয়সসীমা১৮-৩০ বছর
আবেদনের শেষ তারিখ১৭ ডিসেম্বর, ২০২২
আবেদন এর মাধ্যমঅনলাইনে

আরো দেখুন- বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2022

শূণ্যপদঃ জেল কারারক্ষী (পুরুষ ও মহিলা)
পদ সংখ্যাঃ ৩৫৪+২৯টি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ, উচ্চতা পুরুষঃ ১.৬৭ মিটার, বুকের মাপঃ ৮১.২৮ সেমি ওজনঃ ৫২ কেজি ও উচ্চতা মহিলাঃ ১.৫৭ মিটার, বুকের মাপঃ ৭৬.২৮ সেন্টিমিটার ওজনঃ ৪৫কেজি
বেতন স্কেলঃ গ্রেড-১৭ অনুযায়ী

আবেদনের ঠিকানাঃ prison.teletalk.com.bd

কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্রঃ কারা অধিদপ্তর ওয়েবসাইট

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীদেরকে নিচে কাগজপত্রাদি সংগে আনতে হবে (প্রতিটি সার্টিফিকেটের মূল কপির সাথে অতিরিক্ত ০১ কপি সত্যায়িত ফটোকপি) সাথে থাকতে হবে।

  • নমুনা ফরমের অনুকরণে পূরণকৃত আবেদনপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • স্থায়ী নাগরিকত্বের সনদপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

কারা অধিদপ্তরে চাকরির আবেদন ফরম

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদন ফরম

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা পরবর্তীতে কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে অব্যাহতি/চাকুরিচ্যুত/চাকুরি হতে বরখাস্ত করণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন

8 thoughts on “কারা অধিদপ্তরে জেল কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২”

Leave a Comment