পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে এবং জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পুলিশ কনস্টেবল হিসেবে পুরুষ ও নারীসহ ৩৫০০ জন নিয়োগ দেয়া হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪

চাকরির ধরনডিফেন্স চাকরি
জেলা৬৪টি জেলা
শূণ্যপদকনস্টেবল
নিয়োগ দিবেবাংলাদেশ পুলিশ
পদের সংখ্যা৩৫০০ জন
বয়স১৮-২০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/মাধ্যমিক
অনলাইনে আবেদন শুরু০১ অক্টোবর, ২০২৪
আবেদনের শেষ তারিখ১৫ অক্টোবর, ২০২৪
আবেদনের মাধ্যমএসএমএস+অনলাইন
ঠিকানানিচে দেখুন

এছাড়া দেখতে পারেন- সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2024

বাংলাদেশ পুলিশের কনস্টেবল সার্কুলার পিডিএফ সহ বিস্তারিত নিচে দেয়া হল। তারপরও কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। বিজ্ঞপ্তির সকল অংশ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।

  • শূন্যপদঃ পুলিশ কনস্টেবল (টিআরসি)
  • পদসংখ্যাঃ ৩৫০০ জন
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ (কমপক্ষে জিপিএ ২.৫)

জুম করে দেখুন-

পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Police Constable Job Circular 2024

শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম জিপিএ ২.৫ সহ এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা হিসেবে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি হতে হবে। বয়স চলতি বছরের ১৫-১০-২০২৪ তারিখে ১৮-২০ বছর হতে হবে।

ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

কনস্টেবল পদের আবেদন যেভাবে

প্রথমে উপরে দেয়া আমাদের আবেদন লিংক অপশনে প্রেস করুন। সেখানে আবেদন করার লিংকের পাশাপাশি আবেদন করার নিয়ম (ভিডিও টিউটোরিয়াল) ও দিক নির্দেশনা সম্বলিত বেশ কিছু লিংক দেয়া আছে।

আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রেপেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল) ও রঙিন ছবি (৩০০*৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ইউজার আইডি পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা আছে এমন একটি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস করতে হবে।

প্রথমে TRC <SPACE> USER ID লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে

এরপর টেলিটক থেকে একটি ফেরত মেসেজ আসবে এবং সাথে একটি পিন কোড দিবে। আপনি আবেদন নিশ্চিত করতে

ফিরতি মেসেজে TRC <SPACE> YES <SPACE> PIN NUMBER লিখে সেন্ড করুন 16222 নম্বরে

এরপর আপনাকে স্বাগত জানিয়ে সার্ভিস চার্জের টাকা কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে এবং আপনার আবেদন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।

প্রাথমিক নির্বাচনের জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউলোড করে রাখতে হবে। প্রাথমিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এরপর মোবাইলে এসএমএসে মাধ্যমে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এসময় অ্যাডমিট কার্ড দুই কপি প্রিন্ট করে নিতে হবে।

200 thoughts on “পুুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. আমার বয়স ২১ বছর হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো জন্ম সন ২০/০২ /২০০১

    Reply
  2. আমার বয়স ২১ বছর হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো জন্ম সন ২০/০২ /২০০১
    দয়া করে জানাবেন প্লিজ

    Reply
        • ভাই এই সারকুলার এ কি এখন ও এপ্লাই কিরা যাবে???? যেহেতু সময়সীমা তো সংশোধন করা হয়েছে!!!!,🙂🙂

          Reply
      • স্যার আমি ৫’৫ ইঞ্চি,,, দ্বাদশ শ্রেণিতে পড়ি আমার আব্বু না,,, আমার সপ্ন পুলিশ হবো,,, পরিবারে অনেক দুর্দশা চলছে 😔আমি কি পুলিশের জন্য আবেদন করতে পারবো,,, যদি হয় একটু বলিয়েন অনেক উপকার হবে আমার,,,

        Reply
    • আপনার বয়স ২০/ ০২/ ২০০১ এই অনুযায়ী ২৫/০৩ / ২০২০ এটা দিয়ে হিসাব করেন আপনার বয়স হবে ১৯ বছর ১ মাস ৫ দিন। আবেদন করতে পারবেন

      Reply
  3. আমার জন্ম সাল ০৪/০৪/২০০৪ আমি কি আবেদন করতে পারবো

    Reply
  4. আমার বয়স ১৮, জন্ম সন ২১-০৮-২০০৩ আমি কি আবেদন করতে পারবো প্লিজ একটু জানালে উপকৃত হবো

    Reply
  5. ১.আমার বয়স জন্মনিবন্ধন কার্ডে ১৮ বছর হইছে nid কার্ড হয় নাই
    ২. আমি ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা হই নাই, ৫ ফুট ৩-৪ ইঞ্চি লম্বা হইছি। আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  6. আমার জন্ম ৩০-১২-১৯৯৮
    VDP Anser কোঠা আছে
    আমি কি আবেদন করতে পারবো

    Reply
  7. স্যার, আমি গত বছরে দিছিলাম। কিন্তু, ভাগ্যক্রমে হইনি। আমি কি আবার দিতে পারব। ঐ সুযোগ কি আছে। আমার জন্ম সাল ০১-০২-২০০০। প্লিজ স্যার, জানাবেন।

    Reply
  8. ২৭/০৯/২০০৩ তারিখ দেয়া সার্টিফিকেটে, ০৭/০৯/২০২১ তারিখে ১৮ বছর ১০ দিন হবে বয়স।
    প্রার্থী কি আবেদন করতে পারবে?

    Reply
  9. স‌্যার আ‌মি ৫ ফুট ৫ ই‌ঞ্চি আ‌মি আ‌বেদন কর‌তে পার‌বো

    Reply
  10. ভাইয়া চালান ফরম টা কি এম এস এম আসলে তখন পুরণ করব।নাকি 7 তারিখের ভিতর করলে হবে।

    Reply
  11. ভাই আমার বয়স ২০ বছর ১১ মাস।।। আমার মামা আমাকে না জানিয়ে আবেদন করে ফেলছে।। এখন আমার কি হবে

    Reply
  12. আমার এপেন্ডিসাইটিস এর অপারেশন করা আছে। আমি কি আবেদন করতে পারবো।।

    Reply
  13. আমার বয়েস ১৮ বছর হয়েছ
    এবং
    উচ্চতাঃ৫ ফুট ৪ হলে হবে।

    Reply
  14. ১০০ টাকা ট্রেজারি চালাস করে মুল কপি লাগবে।এটা বুঝল না।

    Reply
  15. মুক্তিযুদ্ধের সন্তান আমি আমি পারবো কি sir
    লাল বই এ নাম নেই সবুজ বই এ নাম আছে
    তাহলে কি হবে

    Reply
  16. আমার উচ্চতা ৫ফুট৭ইঞ্চি
    মুক্তিযোদ্ধা বাবা
    মুক্তিযোদ্ধা লাল বই এ নাম নেই তবে সবুজ বই এ নাম আছে আমি কি পারবো

    Reply
  17. মুক্তি যোদ্ধা কোটা হলে বয়স এর সীমা কত? একটু জানাবেন কি।

    Reply
      • ভাই ১৮-২০ হলে করা যাবে কি? ২৫ মার্চ ২০২০ সালে আমার বয়স ১৯ বছর হয়। কিন্তু আমার কোটা নাই

        Reply
      • সার্কুলারে লেখা থাকে মুক্তিযোদ্ধার (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত)কোটায় ৫.৪” তাঁর মানে কি শুধু মুক্তিযোদ্ধার ছেলেদের কথা বলা হয়েছে নাকি নাতিদেরও কথা বলা হয়েছে?পুলিশ কনস্টেবল এ মুক্তিযোদ্ধার নাতিদের কত উচ্চতা লাগে দয়া করে বলবেন?

        Reply
    • 18-20 বছর,,,,তবে এখানে একটা কথা আছে,,,,,,২৫ মার্চ ২০২০ সালে যদি আপনার বয়স ১৮-২০ থাকে তাহলে আবেদন করতে পারবেন আপনি

      Reply
  18. জন্ম ০৩/০৯/২০০২
    জিপিএ ২.৪৪
    আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  19. ভাইয়া,,, আমার ১৯ বছর ৩ মাস হয়,,,,,তবে ২৫ মার্চ ২০২০ সালে,,,সার্কুলার হিসেবেই,,,,সার্কুলারে বলছে ২৫ মার্চ ২০২০ সালে যদি বয়স থাকে তাহলে আবেদন করতে পারবে,,,,আমার কোনো কোটা নাই। এখন আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  20. ভাইয়া ২৫ মার্চ ২০২০ সালে আমার বয়স ১৯ বছর ৩ মাস হয়,,,কিন্তু আমার কোটা নাই। এ ক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি?

    Reply
  21. ব্যাংক ড্রাফট কখন করা লাগবে??? এখনি করা লাগবে নাকি মাঠে যাওয়ার আগের দিন করলেও হবে জানাবেন দয়া করে একটু।

    Reply
  22. মেয়েদের এক জায়গায় দেখলাম ৫’৪”
    অন্য জায়গায় ৫’২”

    কিন্তু আমার ক্যান্ডিডেট ৫’৩” আছে।
    সেকি আবেদন করতে পারবে?

    Reply
  23. সার্কুলার এ মাঠে যাওয়ার তারিখ চাঁদপুরে ২৫,,,২৬,,,২৭ উল্লেখ করা আছে এর মধ্যে কোন তারিখ মাঠে উপস্থিত থাকতে হবে???

    Reply
  24. সার্কুলার এ মাঠে যাওয়ার তারিখ চাঁদপুরে ২৫,,,২৬,,,২৭ উল্লেখ করা আছে এর মধ্যে কোন তারিখ মাঠে উপস্থিত থাকতে হবে???
    কেউ এই বিষয় জানলে আমায় জানাবেন অনেক উপকার হবে

    Reply
  25. ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আবেদন করছি মেসেজ আসবে কবে একটু জানাবেন প্লিজ 🙏

    Reply
      • ভাই পরীক্ষার ফি কিভাবে দেয়?
        আর ফি দেওয়ার টাইম কি শেষ?
        আমি 30 টার পে করে আবেদন সম্পূর্ণ করছি
        কিন্তু পরীক্ষার ফি 100 টাকা দেই নাই
        হেল্প প্লিজ ।

        Reply
        • পরীক্ষার ফি ব্যাংকে ট্রেজারি চালান দিতে হবে, সেটার মূলকপি নিয়ে যেতে হবে

          Reply
          • ভাই জমা কি এখন দেওয়া জাবে ?

            নাকি টাইম শেষ ?

            আর কোন ব্যাংক এ দিতে হয়?
            সকল ব্যাংক নাকি শুধু সরকারি ?

          • ভাই ব্যাংক এ ট্রাজেডি করার টাইম কি শেষ ?

            আর কোন কোন ব্যাংক এ দিতে হয়?
            প্লিজ জানাবেন

          • যেকোন ব্যাংক থেকে পাঠাতে পারবেন, পরীক্ষার দিন মূলকপি নিয়ে যাবেন

  26. ভাইয়া আমার জন্ম ১-০৪ -২০০০
    আমার কি কোন সমস্যা হবে দয়া করে জানালে অনেক উপকার হতো,,,,,

    Reply
  27. আবেদনের সময় কি উচ্চতা এবং ওজন ঠিক না থাকলে আবেদন গ্রহন হবে না

    Reply
  28. স্যার আমার TPHA পজিটিভ এসেছিল। পরবর্তীতে এর চিকিৎসা করিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে TPHA একবার পজিটিভ আসলে চিকিৎসার পরেও টেস্ট করলে পজিটিভ ই আসে। এক্ষেত্রে কি আমি মেডিকেলে বাদ পরবো?

    Reply
  29. আমার কথা বলতে একটু সমস্যা হয়। কোন সমস্যা অইবে না কী

    Reply
  30. আমার জন্ম তারিখ ২০ জুলাই ২০০৪ আমিকি আবেদন করতে পারবো

    Reply
  31. আমার বয়স ২১ বছর ১০ মাস।
    বাবা মুক্তিযুদ্ধা।। আমি কি এইবার পুলিশে ঠিকবো?

    Reply
  32. আমার গালে কালো দাগ আছে ভাই আমি কি Apple করতে পরবে
    উচ্চতা ৫ফুট ৭

    Reply
  33. আমার ssc ২০১৯ সালে কিন্তু আমার ২০ বছর পূর্ণ হবে আগামী ২২ ডিসেম্বর ২০২২ এ আমি কি আবেদন করতে পারবো ভাইয়া

    Reply
  34. আমার জন্ম সাল ০২-০৯-২০০২ আমি কি আবেদন করতে পারব

    Reply
  35. স্যার আমার জম্ন ৪,১,২০০৪, আমি কি আবেদন করতে পারব

    Reply
  36. ভাই আমার বয়স 19 উচ্চতা 5.7 ইন্চি কিন্তু আমার জিপিয়ে 2.44 আমি কা আবেদন করতে পারব জানাবেন প্লিজ

    Reply
  37. আমার বয়স ১৭ বছর ১০ দিন।…এসএসসি তে ৫.০০। এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি। আমি কি আবেদন করতে পারব??

    Reply
  38. আচ্ছা এপেন্ডিক্স এর অপারেশন করার দাগ রয়েছে সে কি আবেদন করতে পারবে।

    Reply
  39. স্যার আমার বয়স ১৭ বছর তিন মাস আমি কি আবেদনটি করতে পারবো

    Reply

Leave a Comment