বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহবান করা হচ্ছে এবং জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পুলিশ কনস্টেবল হিসেবে পুরুষ ও নারীসহ ৩৫০০ জন নিয়োগ দেয়া হবে।
পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪
চাকরির ধরন | ডিফেন্স চাকরি |
জেলা | ৬৪টি জেলা |
শূণ্যপদ | কনস্টেবল |
নিয়োগ দিবে | বাংলাদেশ পুলিশ |
পদের সংখ্যা | ৩৫০০ জন |
বয়স | ১৮-২০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/মাধ্যমিক |
অনলাইনে আবেদন শুরু | ০১ অক্টোবর, ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ১৫ অক্টোবর, ২০২৪ |
আবেদনের মাধ্যম | এসএমএস+অনলাইন |
ঠিকানা | নিচে দেখুন |
এছাড়া দেখতে পারেন- সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি 2024
বাংলাদেশ পুলিশের কনস্টেবল সার্কুলার পিডিএফ সহ বিস্তারিত নিচে দেয়া হল। তারপরও কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। বিজ্ঞপ্তির সকল অংশ বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।
- শূন্যপদঃ পুলিশ কনস্টেবল (টিআরসি)
- পদসংখ্যাঃ ৩৫০০ জন
- শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ (কমপক্ষে জিপিএ ২.৫)
জুম করে দেখুন-
Police Constable Job Circular 2024
শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম জিপিএ ২.৫ সহ এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা হিসেবে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ২ ইঞ্চি থাকতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি হতে হবে। বয়স চলতি বছরের ১৫-১০-২০২৪ তারিখে ১৮-২০ বছর হতে হবে।
ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
কনস্টেবল পদের আবেদন যেভাবে
প্রথমে উপরে দেয়া আমাদের আবেদন লিংক অপশনে প্রেস করুন। সেখানে আবেদন করার লিংকের পাশাপাশি আবেদন করার নিয়ম (ভিডিও টিউটোরিয়াল) ও দিক নির্দেশনা সম্বলিত বেশ কিছু লিংক দেয়া আছে।
আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে উক্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রেপেইড মোবাইল থেকে সার্ভিস চার্জ বাবদ ৩০ টাকা জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল) ও রঙিন ছবি (৩০০*৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ইউজার আইডি পাওয়ার পর কমপক্ষে ৩০ টাকা আছে এমন একটি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ২টি এসএমএস করতে হবে।
প্রথমে TRC <SPACE> USER ID লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে
এরপর টেলিটক থেকে একটি ফেরত মেসেজ আসবে এবং সাথে একটি পিন কোড দিবে। আপনি আবেদন নিশ্চিত করতে
ফিরতি মেসেজে TRC <SPACE> YES <SPACE> PIN NUMBER লিখে সেন্ড করুন 16222 নম্বরে
এরপর আপনাকে স্বাগত জানিয়ে সার্ভিস চার্জের টাকা কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে এবং আপনার আবেদন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।
প্রাথমিক নির্বাচনের জন্য শারীরিক পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউলোড করে রাখতে হবে। প্রাথমিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে। এরপর মোবাইলে এসএমএসে মাধ্যমে প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এসময় অ্যাডমিট কার্ড দুই কপি প্রিন্ট করে নিতে হবে।
আমার বয়স ২১ বছর হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো জন্ম সন ২০/০২ /২০০১
না ভাইয়া
স্যার আমি ৫ ফুট ৫ ইঞ্চি আমি কি আবেদন করতে পারবো
Sir আমি 5ফুট 4ইঞ্চি আছি..কিন্তু জে, সি দিচি 4.30 পাইছি..পরিবারের কিছু কারণে এস.স সি দিতে পারি নাই..এখন র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছি..আমার সপ্ন পুলিশ বা সেনাবাহিনী হতে..আবেদন করতে পারবো..Date of bathe…15/09/200 ইং..
না স্যার, উচ্চতা ৫.৬ ইঞ্চি লাগবে
Sir ami 5.5″ আছি আমি এসএসসি তে ৩.৮৩ পেয়েছি আমি কি আবেদন করতে পারবো,,,,,??
না স্যার, ৫ ফুট ৬ লাগবে
বাসায় গিয়ে ঘুমানো ভালো আপনার স্বাস্থ্যর পক্ষে উপকার হবে
ভাই,,আমার বয়স ২০বছর ২ মাস হয়েছিল যেদিন আবেদন করেছিলাম।
আমি কি বাদ পরে যাবো?
না স্যার, সমস্যা হবে না
আমার 22/12/20002 আমি কি আবেদন করতে পারবো
vaiya amr uccota 5 fut 5,5 amr ki hobe kunurokom 6 incci hobe
ami ssc exam disi GPA-4.67 group: scince math-A+, physic-A+,
amr ki hobe
Valo kore poren
Accha bibahito meyera ki parbe
আমার বয়স ২১ বছর হয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো জন্ম সন ২০/০২ /২০০১
দয়া করে জানাবেন প্লিজ
না স্যার, ২০ পর্যন্ত করা যাবে
Sir amar boyosh 18 bochor hote r 3 mash 10 din Baki ache ami apply korte parbo
না স্যার, ৭ অক্টোবর, ২০২১ তারিখে ১৮-২০ লাগবে
Bhai ekhon ki apply kira jabe ei circular a???
না ভাইয়া, সময় শেষ
03-05-2002 হলে আবেদন করতে পারবো???
আমার বয়েস ২২ চলতেচে আমি করতে পারবো
২৫ মার্চ ২০২০ সাল পর্যন্ত ২০ বছর হলে পারবেন
ভাই এই সারকুলার এ কি এখন ও এপ্লাই কিরা যাবে???? যেহেতু সময়সীমা তো সংশোধন করা হয়েছে!!!!,🙂🙂
স্যার আমি ৫’৫ ইঞ্চি,,, দ্বাদশ শ্রেণিতে পড়ি আমার আব্বু না,,, আমার সপ্ন পুলিশ হবো,,, পরিবারে অনেক দুর্দশা চলছে 😔আমি কি পুলিশের জন্য আবেদন করতে পারবো,,, যদি হয় একটু বলিয়েন অনেক উপকার হবে আমার,,,
আপনার বয়স ২০/ ০২/ ২০০১ এই অনুযায়ী ২৫/০৩ / ২০২০ এটা দিয়ে হিসাব করেন আপনার বয়স হবে ১৯ বছর ১ মাস ৫ দিন। আবেদন করতে পারবেন
০১/০১/২০০১ এটা আমার জন্ম সাল
আমি করতে পারবো
না স্যার, ১৮-২০ হতে হবে
মুক্তিযুদ্ধার নাতিদের উচ্চতা কত লাগে
৫ ফুট ৪
ভাইয়া আমার বয়স 18 বছর হয় নাই। 17 বছর শেষ হবার দিকে আমি কী এখন পুলিশ কনেস্টবলে আবেদন করতে পারবো
আমার জন্ম সাল ০৪/০৪/২০০৪ আমি কি আবেদন করতে পারবো
১৮ হতে হবে স্যার
Amr 01-6-2001ami abedon korte parbo
না করতে পারবেন না
26/02/2001 আমি কি apply করতে পারবো
না স্যার
আমার জম্ম ২০০২ সাল আমি কী আবেদন করতে পারি
জি স্যার আবেদন করতে পারবেন
07-05-2001 ami ki parbo
Sir
Mmvv
আমার বয়স ১৮, জন্ম সন ২১-০৮-২০০৩ আমি কি আবেদন করতে পারবো প্লিজ একটু জানালে উপকৃত হবো
জি পারবেন ১৮-২০ হলেই হবে
আমার কথা বলতে একটু সমস্যা হয়। কোন সমস্যা অইবে না কী
Amar birth of date:17-02-2001.
Ami korte parbo?
না স্যার, ২০ এর বেশি হলে হবে না
12/09/2001 আবেদন করা যাবে?
না স্যার, ৭ অক্টোবর ১৮-২০ হতে হবে
স্যার ১৭ঃ৭ঃ১৯৯৮ হবে
না স্যার
8-11-2000
Ami ki aply kortay perbo
১.আমার বয়স জন্মনিবন্ধন কার্ডে ১৮ বছর হইছে nid কার্ড হয় নাই
২. আমি ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা হই নাই, ৫ ফুট ৩-৪ ইঞ্চি লম্বা হইছি। আমি কি আবেদন করতে পারবো?
না স্যার
চাকরিকালীন সময় পড়ালেখার কোনো সু্যোগ আছে কি?
জি স্যার সু্যোগ আছে
জি স্যার সু্যোগ আছে
সাঁতার না জানলে আবেদন করা যাবে কি
জি করা যাবে সাঁতারের কথা উল্লেখ নেই
আমার জন্ম ৩০-১২-১৯৯৮
VDP Anser কোঠা আছে
আমি কি আবেদন করতে পারবো
না স্যার, বয়স ১৮-২০ হতে হবে
স্যার, আমি গত বছরে দিছিলাম। কিন্তু, ভাগ্যক্রমে হইনি। আমি কি আবার দিতে পারব। ঐ সুযোগ কি আছে। আমার জন্ম সাল ০১-০২-২০০০। প্লিজ স্যার, জানাবেন।
না স্যার, বয়স শেষ হয়ে গেছে আপনার
০১/০১/২০০০ আমার জন্ম সাল আমি কি আবেদন করতে পারবো
না স্যার, বয়স ১৮-২০ লাগবে
৩/৭/২০০১ এটাতে কি আবেদন করা যাবে??
জি যাবে
উচ্চতা 5 ফুট 5 আছি অন্য কোন ভাবে চাকরিটা নেওয়া যাবে যানাবনে প্লিজ
না স্যার
২৭/০৯/২০০৩ তারিখ দেয়া সার্টিফিকেটে, ০৭/০৯/২০২১ তারিখে ১৮ বছর ১০ দিন হবে বয়স।
প্রার্থী কি আবেদন করতে পারবে?
জি স্যার, আবেদন করতে পারবেন
জন্ম ১১-০৩-২০০১
আমি কি পারবো??
না স্যার
স্যার, আমার এসএসসির সনদপত্র এখনো আসেনি,,তবে মার্কসিট আর প্রশংসাপত্র আছে,,,, ,,,,plz,,,,,,,,, plz,,,,plz,,,,, স্যার জানাবেন?
সমস্যা নেই, আবেদন করে রাখুন
10/10/2000
আমি কি আবেদন করতে পারবো
না স্যার
স্যার আমি ৫ ফুট ৫ ইঞ্চি আমি আবেদন করতে পারবো
না স্যার, ৫ ফুট ৬ লাগবে
১৫-১০-২০০১
আবেদন করা যাবে?
জি স্যার পারবেন
15/12/2002 date and birth, hite 5f 5 inch
ভাইয়া চালান ফরম টা কি এম এস এম আসলে তখন পুরণ করব।নাকি 7 তারিখের ভিতর করলে হবে।
৭ তারিখের আগে জমা দিলেই হবে
ভাই আমার বয়স ২০ বছর ১১ মাস।।। আমার মামা আমাকে না জানিয়ে আবেদন করে ফেলছে।। এখন আমার কি হবে
বয়সের কারণে বাদ পড়বেন স্যার
আমার এপেন্ডিসাইটিস এর অপারেশন করা আছে। আমি কি আবেদন করতে পারবো।।
করা যাবে, সমস্যা হওয়ার কথা না
স্যার আমার জন্ম সালঃ তাং ০৪-০৩-২০০৫ সাল আমি কি পারবো আবেদন করতে
সার আমার ওজন ৭০৷ উচ্চতা ৫.৮ হবে কি
জি করতে পারবেন
স্যার আমার বয়স 10/01/2001.আমি কী আবেদন করতে পারব???
না স্যার বয়স বেশি হয়ে গেছে
পায়ের নখে কুনি থাকলে কি আবেদন করা যাবে।
জি স্যার করতে পারবেন
sir amr bath:22/11/2000 ami ki apply korte parbo?
na sir, hobe na
আমার বয়েস ১৮ বছর হয়েছ
এবং
উচ্চতাঃ৫ ফুট ৪ হলে হবে।
না স্যার, কোটা ছাড়া হবে না
আমার বাবা মুক্তিযোদ্ধা লাল বই এ নাম নেই সবুজ বই এ নাম আছে আমি কি পারবো
আমার বয়স 20 বছর 11 মাস 19 দিন হইছে আজকের দিন নিয়ে আমি কি পারবো
আবেদনের সময় তো শেষ স্যার
চালান ফরম কোন সময় জমা দিতে হবে
নির্দিষ্ট সময়ের মধ্যে দিলেই হবে
চালান কপি কোথায় পাবো স্যার
১০০ টাকা ট্রেজারি চালাস করে মুল কপি লাগবে।এটা বুঝল না।
জি মূল কপি লাগবে
আমার জন্ম ১০/০৫/২১ আমি কি আবেদন করতে পারব
10/05/2000
তারিখ ভুল দিয়েছেন স্যার
আমার জন্ম ১০/০৫/২০০০ আমি কি আবেদন করতে পারব
না স্যার ২০ এর বেশি হলে হবে না
আমি কি এখন অবেদন করতে পারবো😭🙏
ভইয়া বান্দরবান জেলার ভেন্যু কোথায় হবে?
আপনাকে এসএমএসে জানিয়ে দেয়া হবে
স্যার বান্দরবান জেলার ভেন্যু কোথায় হবে?
জেলা শহরেই হবে
মুক্তিযুদ্ধের সন্তান আমি আমি পারবো কি sir
লাল বই এ নাম নেই সবুজ বই এ নাম আছে
তাহলে কি হবে
জি স্যার পারবেন
আমার উচ্চতা ৫ফুট৭ইঞ্চি
মুক্তিযোদ্ধা বাবা
মুক্তিযোদ্ধা লাল বই এ নাম নেই তবে সবুজ বই এ নাম আছে আমি কি পারবো
জি পারবেন, বয়স থাকলে
২৩চলে মাত্র
মুক্তি যোদ্ধা কোটা হলে বয়স এর সীমা কত? একটু জানাবেন কি।
১৮-২০ বছর
ভাই ১৮-২০ হলে করা যাবে কি? ২৫ মার্চ ২০২০ সালে আমার বয়স ১৯ বছর হয়। কিন্তু আমার কোটা নাই
সার্কুলারে লেখা থাকে মুক্তিযোদ্ধার (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত)কোটায় ৫.৪” তাঁর মানে কি শুধু মুক্তিযোদ্ধার ছেলেদের কথা বলা হয়েছে নাকি নাতিদেরও কথা বলা হয়েছে?পুলিশ কনস্টেবল এ মুক্তিযোদ্ধার নাতিদের কত উচ্চতা লাগে দয়া করে বলবেন?
18-20 বছর,,,,তবে এখানে একটা কথা আছে,,,,,,২৫ মার্চ ২০২০ সালে যদি আপনার বয়স ১৮-২০ থাকে তাহলে আবেদন করতে পারবেন আপনি
জন্ম ০৩/০৯/২০০২
জিপিএ ২.৪৪
আমি কি আবেদন করতে পারবো?
না স্যার জিপিএ ২.৫ লাগবে
১৫-০২-২০০১ করা যাবে কি. আবেদন।
জি স্যার যাবে
ভাইয়া,,, আমার ১৯ বছর ৩ মাস হয়,,,,,তবে ২৫ মার্চ ২০২০ সালে,,,সার্কুলার হিসেবেই,,,,সার্কুলারে বলছে ২৫ মার্চ ২০২০ সালে যদি বয়স থাকে তাহলে আবেদন করতে পারবে,,,,আমার কোনো কোটা নাই। এখন আমি কি আবেদন করতে পারবো?
আবেদন করতে পারবেন স্যার
১৯-১১-২০০০সালে আমার জন্ম। আমি কি আবেদন করতে পারব।
২৫ মার্চ, ২০২০ তারিখে বয়স হিসেব করুন
ভাইয়া ২৫ মার্চ ২০২০ সালে আমার বয়স ১৯ বছর ৩ মাস হয়,,,কিন্তু আমার কোটা নাই। এ ক্ষেত্রে আমি আবেদন করতে পারবো কি?
জি পারবেন
আমার বয়স 4-10-2001 আমি করতে পারবো।
জি স্যার পারবেন
আমার বয়স ১৩/৫/২০০১ আমি কি আবেদন করতে পারবো
জি পারবেন
আমি ৫ ফুট ২, আমি কি আবেদন করতে পারব?
না স্যার
আমার বয়স ১৩/৫/২০০১ আমি কি আবেদন করতে পারবো
আমার বয়স ২০ বছর ৪ মাস আমি কি আবেদন করতে পারবো
না স্যার
20/04/2003 Birthday
Ami to apply korta parbo. Tai na boss
জি স্যার পারবেন
আমার নখে কোনাই একটু পবলেম আছে আমি করতে পারবো
জি স্যার, এটা কোন সমস্যা না
আজ কে আবেদন করলে হবে ভাইয়া জানাবেন
জি হবে, কালকে পর্যন্ত করা যাবে
ব্যাংক ড্রাফট কখন করা লাগবে??? এখনি করা লাগবে নাকি মাঠে যাওয়ার আগের দিন করলেও হবে জানাবেন দয়া করে একটু।
এখনি করে ফেলেন
মেয়েদের এক জায়গায় দেখলাম ৫’৪”
অন্য জায়গায় ৫’২”
কিন্তু আমার ক্যান্ডিডেট ৫’৩” আছে।
সেকি আবেদন করতে পারবে?
না স্যার, ৫ ফুট ৪ ইঞ্চি লাগবে
সার্কুলার এ মাঠে যাওয়ার তারিখ চাঁদপুরে ২৫,,,২৬,,,২৭ উল্লেখ করা আছে এর মধ্যে কোন তারিখ মাঠে উপস্থিত থাকতে হবে???
আপনার সুবিধামত একদিন যাবেন
Sure, sir???
সার্কুলার এ মাঠে যাওয়ার তারিখ চাঁদপুরে ২৫,,,২৬,,,২৭ উল্লেখ করা আছে এর মধ্যে কোন তারিখ মাঠে উপস্থিত থাকতে হবে???
কেউ এই বিষয় জানলে আমায় জানাবেন অনেক উপকার হবে
যেকোন একদিন গেলেই হবে স্যার
ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আবেদন করছি মেসেজ আসবে কবে একটু জানাবেন প্লিজ 🙏
নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে স্যার
ভাই পরীক্ষার ফি কিভাবে দেয়?
আর ফি দেওয়ার টাইম কি শেষ?
আমি 30 টার পে করে আবেদন সম্পূর্ণ করছি
কিন্তু পরীক্ষার ফি 100 টাকা দেই নাই
হেল্প প্লিজ ।
পরীক্ষার ফি ব্যাংকে ট্রেজারি চালান দিতে হবে, সেটার মূলকপি নিয়ে যেতে হবে
ভাই জমা কি এখন দেওয়া জাবে ?
নাকি টাইম শেষ ?
আর কোন ব্যাংক এ দিতে হয়?
সকল ব্যাংক নাকি শুধু সরকারি ?
ভাই ব্যাংক এ ট্রাজেডি করার টাইম কি শেষ ?
আর কোন কোন ব্যাংক এ দিতে হয়?
প্লিজ জানাবেন
যেকোন ব্যাংক থেকে পাঠাতে পারবেন, পরীক্ষার দিন মূলকপি নিয়ে যাবেন
vai 100 taka deoyar taim ki ses
এখনো দিতে পারবেন
ভাইয়া আমার জন্ম ১-০৪ -২০০০
আমার কি কোন সমস্যা হবে দয়া করে জানালে অনেক উপকার হতো,,,,,
না ভাইয়া সমস্যা হবে না
আবেদনের সময় কি উচ্চতা এবং ওজন ঠিক না থাকলে আবেদন গ্রহন হবে না
না স্যার, সব ঠিক থাকতে হবে
স্যার আমার TPHA পজিটিভ এসেছিল। পরবর্তীতে এর চিকিৎসা করিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে TPHA একবার পজিটিভ আসলে চিকিৎসার পরেও টেস্ট করলে পজিটিভ ই আসে। এক্ষেত্রে কি আমি মেডিকেলে বাদ পরবো?
অভিজ্ঞ কারো সাথে কথা বলেন
আমার কথা বলতে একটু সমস্যা হয়। কোন সমস্যা অইবে না কী
সমস্যা হওয়ার কথা না
তাইলে আমার চাকরিতে কোন হবে না
তাইলে আমার চাকরিতে কোন সমস্যা হবে না।
amer birthday 30/12/2001 ame ki apply korta parbo
এজ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেন স্যার, ২৮ ফেব্রুয়ারি কত হয়
01/04/2004
আমার জন্ম তারিখ ২০ জুলাই ২০০৪ আমিকি আবেদন করতে পারবো
২৮ ফেব্রুয়ারি ১৮-২০ হলেই হবে
আমার বয়স ২১ বছর ১০ মাস।
বাবা মুক্তিযুদ্ধা।। আমি কি এইবার পুলিশে ঠিকবো?
আমার গালে কালো দাগ আছে ভাই আমি কি Apple করতে পরবে
উচ্চতা ৫ফুট ৭
আমার ssc ২০১৯ সালে কিন্তু আমার ২০ বছর পূর্ণ হবে আগামী ২২ ডিসেম্বর ২০২২ এ আমি কি আবেদন করতে পারবো ভাইয়া
12/05/2001 কোঠা ছাড়া apply করা যাবে কি
আমার জন্ম সাল ০২-০৯-২০০২ আমি কি আবেদন করতে পারব
আমার জন্ম02-09-2002 আমি কি আবেদন করতে পারব
আমার জন্ম ০১/০১/২০০২।আমি কি আবেদন করতে পারব?
স্যার আমার জম্ন ৪,১,২০০৪, আমি কি আবেদন করতে পারব
ভাই আমার বয়স 19 উচ্চতা 5.7 ইন্চি কিন্তু আমার জিপিয়ে 2.44 আমি কা আবেদন করতে পারব জানাবেন প্লিজ
ভাই আমার Ssc তে জি পি এ 2.44 আমি কি আবেদন করতে পরব
স্যার আমার জন্ম 2/1/2002 আমি কি এবার আবেদন করতে পারবো
৬/১/২০০২
আবেদন করা যাবে ব্রু?
আমার বয়স ১৭ বছর ১০ দিন।…এসএসসি তে ৫.০০। এখন ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি। আমি কি আবেদন করতে পারব??
আচ্ছা এপেন্ডিক্স এর অপারেশন করার দাগ রয়েছে সে কি আবেদন করতে পারবে।
স্যার আমার বয়স ১৭ বছর তিন মাস আমি কি আবেদনটি করতে পারবো