গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ সার্কুলার ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: ১ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৫

১টি পদে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এম আরএ কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-০০৫৫২-০১১১১-০০২৭৫) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিন্মোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানগ্রামীণ জন উন্নয়ন সংস্থা
পদের সংখ্যা০১ জন
বয়সসীমা১৮-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতামাস্টার্স পাশ
আবেদনের শেষ তারিখ১৫ অক্টোবর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগ

আরো পড়ুন- সকল এনজিও চাকরির খবর

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ ২০২৫

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর নবসৃষ্ট “GJUS- Atithi Tourism Service (GATS)” আওতায় ট্যুরিস্ট জাহাজের যাত্রীদের জন্য নিরাপদ, আনন্দদায়ক ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা এবং জাহাজের সার্বিক অপারেশন দক্ষ ভাবে পরিচালনা করার মানসিকতা সম্পন্ন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

শূণ্যপদঃ ম্যানেজার
পদের সংখ্যাঃ ০১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর পাশ
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর

আবেদনের ঠিকানাঃ আগামী ১৫-১০-২০২৫ ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ার সার্ভিস/ডাকযোগে নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা-৮৩০০ বরাবর পৌঁছাতে হবে।

grameen jano unnayan sangstha job circular 2025

আরো দেখুন-

আবেদনের সকল নিয়ম

আগামী ৩০/১০/২০২৬ইং তারিখের ৫.০০ টার পূর্বে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ, ভোলা বরাবর পৌছাতে হবে।

দরখাত্তের সাথে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ও ২০০/- (দুইশত) টাকার অফেরৎযোগ্য পোষ্টরাল অর্ডার/ যেকোন তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। কেবল মাত্র বাছাই কৃতপ্রার্থীদের কেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। কর্তৃপক্ষ যেকোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।

নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য ১০০০০/- (দশ হাজার) টাকা জামানত প্রদান করতে হবে। বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, কর্মীকল্যানতহবিল ও গ্রাচুইটি সুবিধা আছে।

কোন প্রকার তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোটা পূর্ন থাকায় মহিলাদেরকে আবেদন না করার জন্য বলা হলো।

1 thought on “গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নিয়োগ সার্কুলার ২০২৫”

  1. আমি দীর্ঘ দের বছরই ধরে বিআরডিবিতে ঋন ফাংশন এ আছি কিন্তু আমার জিপিএ ২.৭১ আমি কি করতে পাড়বো

    Reply

Leave a Comment