বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলারঃ বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নাবিক, মহিলা নাবিক, এমওডিসি, কমিশন্ড অফিসার, অফিসার ক্যাডেট, সাবমেরিনার, নৌকমান্ডোসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবার আগে প্রকাশিত হয়। বিস্তারিত নিচে দেখে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। সুন্দর ক্যারিয়ার গড়ার এক অপূর্ব সুযোগ বাংলাদেশ নৌ-বাহিনী। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন। আবেদনের সকল নিয়ম এখানে দেয়া আছে, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল সাইটেও পাবেন।

নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখান্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে প্রদত্ত হল। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নিম্নলিখিত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রতিষ্ঠানবাংলাদেশ নৌবাহিনী
চাকরির ধরনডিফেন্স চাকরি
জেলাসকল জেলা
নৌবাহিনির ওয়েবসাইটhttps://www.navy.mil.bd
পদের সংখ্যাঅসংখ্য জন
বয়স১৬.৫-২৩ বছর (বিস্তারিত নিচে)
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ১০ জানুয়ারি, ২০২৪
আবেদনের মাধ্যমঅনলাইনে

আরো দেখুন- বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

নৌবাহিনী নিয়োগ ২০২৪

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পিডিএফ ফাইল দেখুন।

  • শূণ্যপদঃ কমিশন্ড অফিসার
  • পদের সংখ্যাঃ অসংখ্য জন
  • আবেদনের শেষ সময়ঃ ১০-০১-২০২৪ ইং

জুম করে দেখুন-

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।  উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থী করার জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে নূন্যতম তিনটিতে “এ” গ্রেট ও দুইটিতে “বি” গ্রেড থাকতে হবে এবং এ লেভেল এর জন্য ন্যূনতম দুটি বিষয় “বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ)।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনী উচ্চমান পরীক্ষা বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী পরীক্ষায় উত্তীর্ণ (প্রার্থীকে অবশ্যই এসএসসিতে বিজ্ঞান বিভাগের হতে হবে)। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনও আবেদন করতে পারবেন।

  • বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
  • জাতীয়তাঃ বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক

অযোগ্যতা

  •  সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
  •  আইএসএসবি কর্তৃক প্রত্যাখ্যাত হলে
  •  সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে
  •  যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে
  •  অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে

মনোনয়ন পদ্ধতি

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারঃ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষাঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।

আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর এর মধ্যে অনুষ্ঠিত হবে।

নেভাল একাডেমিতে যোগদানঃ চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী এর প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।

প্রশিক্ষণ বা কমিশন

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ (১০) সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপমেন্ট হিসেবে ১৮ মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।

একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ রাখা ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হতে প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল শাখার ক্যাডেটদের বুয়েট/মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হবে।

বেতন ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপমেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।

আবেদন ফরম সংগ্রহ ও পূরণ

অনলাইন আবেদন পদ্ধতিঃ আবেদনকারী প্রার্থীগণকে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে এপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

এ পর্যায়ে প্রার্থীগণ যেকোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, রকেট, শিওর ক্যাশ ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে চার্জ ব্যতীত সাতশত টাকা অফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করা যাবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার এবং পার্সোনাল ইনফরমেশন ফরম ডাউনলোড করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।

150 thoughts on “বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

      • স্যার আমি এসএসসি বিজ্ঞান বিভাগ ৪.৬১ এইচএসসি ব্যাবসায় বিভাগ ২০২১ এ পরীক্ষা দিসি রেজাল্ট এখনো বের হয়নি স্যার আমি কোথায় আবেদন করতে পারবো?

        Reply
      • আমার উচ্চতা ৫ ফিট ৪ ওজন ৪৩ কেজি আমি কি আবেদন করতে পারবো?

        Reply
        • আমার উচ্চতা ৫.৪ । ইঞ্চি ওজন ৪৯ কেজি আমি কি আবেদন করতে পারবো

          Reply
      • হেল্প পোষ্ট
        নৌবাহিনী চাকরি তে মেয়াদ বর্ধিতকরণ কেন?
        আর চাকরি টা কত বছরের জন্য?

        Reply
      • স‍্যার আসালামু আলাইকুম। স‍্যার আমি ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি বিজ্ঞান বিভাগে এসএসসিতে 4.83 সাল2023।স‍্যার আমি নৌবাহিনীর কোনো সেক্টরে আবেদন করতে পারব? স‍‍্যার দয়া করে বলিয়েন

        Reply
    • আমি এসএসসি ২০২০ এ দিয়েছি। ওজন ৫৭ কেজি। উচ্চতা ৫’৩”. বিজ্ঞান বিভাগ। ৪.৯৪(আমার পদার্থবিজ্ঞানে A+ & উচ্চতর গণিতেও A+ কিন্তু সাধারণ গণিতে A-😓। বর্তমানে বিএনসিসি ক্যাডেট। আমি কি আবেদন করতে পারবো? অফিস্যার ক্যাডেটে?

      Reply
      • না 😊হবে না আপনার

        আপনার উচ্চতা কম ওজন বেশি😊

        Reply
        • স্যার আমি ২০২১ সালে এসএসি দিয়েছে, বর্তমানে আমি ইন্টার ২য় বর্ষ,
          আমার উচ্চাতা
          ৫ ফুট ৫ ইন্চি
          আমার এসএসি GPA
          2.50 আমি কি আবেদন করতে পারবো???

          Reply
  1. স্যার আমি এস এস সি পরিক্ষার্থী। আমি কি কোনোভাবে আবেদন করতে পারবো।

    Reply
      • Hlw, vaia নৌবাহিনিতে SSC pass er por nabik poder jonno apply ta ki sesh hoe geche??naki suru hoy ni?
        plz ektu janaben

        Reply
      • আমি ডিপ্লমাতে পড়াশোনা করতেছি। আমি কি আবেদন করতে পারবো

        Reply
          • স্যার আমি এইচএসসি পাস বিজ্ঞান বিভাগে,পয়েন্ট ৪.৭৫,উচ্চতা. ৫.৬”, ওজন.৫০কেজি আমি কি পারবো?

      • স্যার আমি আবেদন করছি কিন্তু সার্ভার সমস্যা করণে আমি এডমিট কার্ড ডাউনলোড দিতে পারিনি। স্যার অনুগ্রহ করে সহযোগিতা করবেন কি ভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারি।

        Reply
      • আসসালামু আলাইকুম
        স্যার আমি এসএসসি পাস মানবিক বিভাগ থেকে ৩.৬১
        আমি রাইটার পদে আবেদন করতে পারবো

        Reply
        • আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি
          ওজন 52 কেজি
          আর এসএসসি পরীক্ষার রেজাল্ট 4.86
          কারিগরি শাখা থেকে

          Reply
      • স্যার আমার উচ্চতা ৫.৪ SSC রেজাল্ট ৩.৭৫
        আমি কি কোনো পদে আবেদন করতে পারবো

        Reply
      • স্যার আমি এসএসসি মানবিক শাখা থেকে ৩.৯৪ পেয়েছি আমি কি নৌবাহিনীতে আবেদন করতে পারবো

        Reply
      • স্যার আমি H H C পরুহ্মা দিছি পয়েন্ট ৩.১৭,
        ওজন ৫০ কেজি উচ্চতা ৫ পিট ৫
        আমি কি আবেদন করতে পারবোন

        Reply
  2. আমার উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। এবং এস এস সি পরিক্ষার্থী। কোনো সরকারি চাকরি আছে আবেদন করার মতো। প্লিজ রিপ্লে দিবেন। ধন্যবাদ ❤️

    Reply
  3. অফিসার ক্যাডেটে এসএসসি এবং এইচএসসি দুটাতেই কি বিজ্ঞান বিভাগ লাগবে????

    Reply
      • স্যার আমার এস এস সি তে ৪.২৮আছে।আমি কি পারবোনা?

        Reply
      • assalamualaikom
        Ami inter fast year e study kortesi…😊
        Amar ssc result 4.94 science group
        Ami নৌবাহিনীর মধ্যে আবেদন করতে চাই, স্যার
        আমি কি পারবো আবেদন করতে 😊😊
        জন্ম ঃ ২৭-১২-২০০৪
        উচ্চতাঃ ৫.৭’+
        ওজনঃ ৫০+
        @sir Plesse reply my comment 🥹🥹

        Reply
    • আমার চোখের সমস্যা আমি চশমা ব্যবহার করি -২.২৫। আমি কি এপ্লাই করতে পারবো নৌবাহিনীতে

      Reply
  4. ভাই আমি বিজ্ঞান বিভাগ হতে
    এসএসসি ৪.৫৬
    এইচএসসিতে ৪.১৭ পেয়েছি,,,,,
    আমার উচ্চতা ৫’৬.৫”
    ওজন ৫০কেজি (কম হতে পারে)
    আমার বয়স ১৯ বছর।
    আমি নৌবাহিনী বা সেনাবাহিনী তে আবেদন করতে পারব কি????

    Reply
  5. আমি নৌবাহিনীতে মেডিকেল শাখায় আবেদন করেছি এখনো কোনো বার্তা পাইনি

    Reply
  6. স্যার আমি এস এস সি পাস করছি আমার পয়েট ৩.১৭ আমি কি আবেদন করতে পারবো। আর আবেদনের শেষ তারিখ কবে। একটু জানাবেন প্লিজ

    Reply
  7. স্যার আমার বয়স ২০ বছর আমার জেএসসি রেজাল্ট ৪.৯০ তাহলে আমি কি আবেদন করতে পারবো

    Reply
  8. স্যার
    আমার বয়স,২০
    উচ্চতা ৫.৬”
    বুকের মাপ ৩৪
    জেএসসি রেজাল্ট ৪.৯০
    এসএসসি রেজাল্ট ৪.২২
    আমি কি আবেদন করতে পারবো

    Reply
      • আমি এসএসসি তে বিজ্ঞান বিভাগ থেকে ৫.০০ পেয়েছি। ( জীববিঙ্গান ও উচ্চতর গনিতে ৫.০০ পেয়েছি)। আমার উচ্চতা ৫’.৭”। ওজন ৫৫ কেজি। বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করার জন্য আরও কি কি যোগ্যতা লাগবে জানাবেন প্লিজ 🙏🙏

        Reply
      • আমি আবেদন করেছি ।কিন্তু দিনাজপুর জেলার ডাক আসবে কবে। ফরমটাতে তো লেখা আছে ১৭-০৯-২০২২

        Reply
  9. স্যার আমার বয়স ২০ বছর
    এস এস সি রেজাল্ট ৪.২৩
    এইস এস সি রেজাল্ট
    ২.৫০
    উচ্চতা ৫.৫”
    স্যার আমি কি আবেদন করতে পারবো নৌ বাহিনী তে প্লিজ স্যার জানাবেন

    Reply
  10. আমার এসএসসি তে পয়েন্ট ৩.৬৭.আমি কি আবেদন করতে পারব

    Reply
  11. সিভিল ইন্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি, আমি কি পারবো অফিসার ক্যাডেটে এপ্লাই করতে

    Reply
  12. আসসালামু আলাইকুম
    আচ্ছা আমি ssc 4.22 hsc 4.58
    কিন্ত ssc কে 4.50 চাইছে আমি কি 4.22 নিয়ে আবেদন করতে পারবো

    Reply
  13. উচ্চতাঃ৫’৪
    SSC result:4’22
    নৌবাহিনী তে কোন সুযোগ বা অন্য কোথাও

    Reply
  14. স্যার, ডিপ্লোমা করে কি ইঞ্জিয়ারিং পদে আবেদন করা যাবে? নৌবাহিনীতে ডিপ্লোমা ইঞ্জিয়ারদের নিয়োগ হয়?

    Reply
  15. স্যার, ডিপ্লোমা করে কি ইঞ্জিয়ারিং পদে আবেদন করা যাবে?

    Reply
      • স্যার আমার উচ্চতা ৫:৪।
        এবং ওজন ৬৩কেজি।
        আমার এসএসসি জিপিএ-৪.৭২
        এবং আমি ডিপ্লোমা ইন্জনিয়ার এ সিভিল ডির্পাটমেন্ট নিয়ে অধ্যায়ন করছি। আমার বয়স ১৮ বছর আমি কি বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী,বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ কোনটাতে কি আবেদন করতে পারব??

        Reply
  16. স্যার এসএসসি তে 3.75 নোবাহিনীর নিম্ন পদগুলোতে আবেদন করতে পারব কি?আমার উচ্চতা 5′ 6″ ওজন 50 কেজি।

    Reply
  17. H.S.Cতে 2.75
    SSCতে 3.64
    নৌবাহিনী তে কি কোনো Apply করতে পারবো

    Reply
  18. আবেদনের যোগ্যতার ক্ষেত্রে চশমা ব্যবহারের কোনো বিধিনিষেধ আছে?
    সর্বোচ্চ কত পাওয়ারের চশমা ব্যবহার করা যাবে ?

    Reply
  19. SSC -3.83 (বিজ্ঞান)
    HSC পরীক্ষা দিবো ডিসেম্বারে (বিজ্ঞান)
    উচ্চতা ৫’৭”
    ওজন ৭০ (ওজন কমাতে হবে?)
    আমি কি আবদন করতে পারবো

    Reply
  20. আমার বয়স ১৭ দিন বেশি হচ্ছে ১লা জুলাই তারিখে।আমি কি আবেদন করতে পারবো না।

    Reply
  21. স্যার এস এস সি পাস ভোকেশনাল শাখা থেকে নৌবাহিনী তে কোন পদে আবেদন করতে পারবো

    Reply
  22. আচ্ছা নৌবাহিনীতে কি বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য বিভাগের ছাত্ররা আবেদন করতে পারবে না?

    Reply
  23. আমি Hsc পাশ করেছি একাউন্টিং থেকে Ssc পয়েন্ট ৩.৫৯,,, Hsc ৩.৮৩ আমার জন্য কোনো চাকরি আছে কি???

    Reply
  24. স্যার আমার উচ্চতা ৫ foot 5 inch। আমার এসএসসি ৪.৬৮ আর এইচএসসি ৩.৯২ পয়েন্ট।স্যার আমরা কি পারবো না।

    Reply
  25. Assalamu alikum, স্যার, নেভী তে ইমাম সাহেব নিয়োগ দেয়া হয় না ???

    Reply
  26. টেকনিক্যাল শাখার ডাইরেক্ট এন্টি আটিফিসার পদের জন্য আমি কি আবেদন করতে পারব..।
    ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনলোজি
    রেজালট-৩.৪০

    Reply
  27. সেনাবাহিনীর কি নভেম্বর মাসে নতুন কোন সার্কুলার আছে

    Reply
  28. স‍্যার আমি লম্বা ৫ফুট৭ইন্ছির মতো আছি এস এস সি তে ৪•৪৪পেয়েছি আমি কী আবেদন করতে পারবো নৌবাহিনীতে

    Reply
  29. শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সব জায়গাতে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
    তাহলে আমাদের মতো অন্য বিভাগের বা গ্রুপের শিক্ষার্থীদের কি হবে!
    তার উপর আমরা মধ্যবিত্ত।
    আপনারা তো জানেনই মধ্যবিত্ত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করার জন্য ৯০% লোকেরই সামর্থ্য নেই।

    Reply
  30. স্যার আমার রেজাল্ট ৩.১১আমি মেড়েকল পদে আবেদন করতে পারবো কি জানাবেন

    Reply
  31. মানবিক এ এসএসসি পাশ করেছি। এখন এমওডিসি তে আবেদন করতে পারবো কি ভাইয়া

    Reply
  32. ভাইয়া আমি ২০২১ পরিক্ষা দিয়ে উর্তীণ হয়েছি কিন্তু আমাদের সাটিফিকেট এখনো বের হয় নায় আমি কি ভাবে আবেদন করতে পারব

    Reply
  33. স্যার আমার ১৯ বছর এবার ২০ হবে,উচ্চতা ৫” ০২,জি.এ.সি তে ৩.৫০,এস.এস.সি তে ৩.৬৯ বিজ্ঞান বিভাগ থেকে,এইচ.এস.সি তে মানবিক থেকে ৩.৮৩ আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  34. আমি science বিভাগ থেকে জি প এ ৩.৮৯ পেয়েছি আমার উচ্চতা ৬ফুট ওজন ৬১কেজি আমি কি কোন পদে আবেদন করতে পারব……?

    Reply
    • Jsc পরিক্ষায় আমি 4.21পয়েছি আমার বয়স 16 বছর 7 মাস আমি কি আবেদন করতে পারবো।

      Reply
  35. স্যার আমি আবেদন করছি কিন্তু সার্ভার সমস্যা করণে আমি এডমিট কার্ড ডাউনলোড দিতে পারিনি। স্যার অনুগ্রহ করে সহযোগিতা করবেন কি ভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারি।

    Reply
    • ভাইয়া আমার এসএসসি ৪.৫৬,এইচএসসি ৪.৭৫,বিজ্ঞান বিভাগ, উচ্চতা ৫.৬” বুকের মাপ ৩০” ওজন ৫০কেজি(তারও কম হতে পারে)আমি কি নৌবাহিনীতে আবেদন করতে পারবো অফিসার ক্যাডেট পদে?

      Reply
  36. স্যার কুক ও স্টুয়াড ও টোপাস এই পদে কি এপ্লাই করা জাইবো। স্যার একটু জানাবেল প্লিস।

    Reply
  37. উচ্চতা ৫-৬’৫” ইঞ্চি।
    ওজন ৫২ কেজি।
    এসএসসি পাশ ৩.৩৯ পয়েন্ট।
    আমি কি নৌবাহিনীর নিয়োগ এ আবেদন করতে পারি।

    Reply
  38. আমি মানবিক বিভাগ থেকে এস এস সি পাস করেছি। আমার পয়েন্ট ৪.৭৮.আমি কি পরবো আবেদন করতে

    Reply
  39. আমি এস এস সি তে মানবিক বিভাগ থেকে ৪.৭৮ পেয়েছি।

    Reply
  40. স্যার আমি এস এস সি দিয়েছি 2000সালে আমার উচ্চতা 6”2 আমার ওজন 72KG আমি কি নৌ বাহিনীতে আবেদন করতে পারি,, আমার ভিডিপি আনসার এর ট্রেনিং করা আছে।

    Reply
  41. আমার এসএসসিতে GPA 4.39 এইচএসসিতে 4.75 আমি কি পারব?বলেন প্লিজ

    Reply
  42. আমার S.S.C তে 4.72কিন্তুHSC তে B গ্রেট হয়ছে আমি কি পারবো? আমার S S C ও HSC science ছিল।।

    Reply
  43. আমি মানবিক থেকে ৪.৪৪ পাইছি….. আমি কি আবেদন করতে পারব???
    আর যদি সেনাবাহিনী তে মেডিক্যাল এ সমস্যা হলে কি অইকানেও অযোগ্য হব নাকি???

    Reply
  44. এই আবেদন কি শুধু ছেলেদের জন্য? মেয়েরা কি আবেদন করতে পারবে না?

    Reply
  45. আমি 2021 এ এস এসে সি পরীক্ষা দিয়ে 4.67 পেয়ে পাশ করেছি কিন্তু আমার শুধু পদার্থ রসায়ন জীববিজ্ঞান পরীক্ষা হয়েছিলো আর আমি 4 সাবজেক্ট কৃষি নিয়েছিলাম সবগুলাতে A+ আচ্ছে আমি কি আবেদন করতে পারবো প্লিজ রিপ্লে দিবেন

    Reply
  46. এসএসসি …… ৩.৭৮
    উচ্চতা ৫.৬
    জন্ম ০২.০১.২০০৪
    আমি কি আবেদন করতে পারবো

    Reply
  47. স্যার ssc result 3.56 বানিজ্য শাখা উচ্চতা ৫.৪ ওজন ৫৮ আমি কি রাইটার পদে apply করতে পারবো

    Reply
  48. স্যার আমি 2021 সালে SSC পাস করছি আমি বিঙ্গানের ছাত্র GPA 2.61আমি কি আবেদন করতে পারি এই GPA এর কারন হলো আমরাতো সবগুলো দিতেই পারিনি রসায়ন5.00 পদার্থবিজ্ঞান 4.00 জীববিজ্ঞান 5.00 আর গুলো তো পরিক্ষাই হয়নি

    Reply
  49. আমার উচ্চতা =৫.১০”
    বয়স=১৯
    বুকের মাপ=৩৫
    ওজন=৫৮ কেজি চিকন
    এসএসসি=৪.৬৭
    ইন্টার চলমান,,,আমি কি অফিসার ক্যাডেট এ এপলাই করতে পারবো

    Reply
  50. Jsc পরিক্ষায় আমি 4.21পয়েছি আমার বয়স 16 বছর 7 মাস আমি কি আবেদন করতে পারবো।

    Reply
  51. আমি ভোকেশনাল থেকে এসএসসি দিয়েছি এবং আমার GPA – 4.43
    আমার উচ্চতা ৫’-৭”
    ওজন মাসখানেক আগে মেপেছিলাম ৬৫
    আমি কি দেশ রক্ষা করার জন্য একজন সোলজার হতে পারবো।
    আমার ছোট বেলা থেকেই ডিফেন্স এর ছবি অনেক গুলা দেখেছি এবং এখন ও দেখি , ছবি গুলো দেখলে নিজের প্রতি একটা দেশ প্রেম দেশ প্রেম দায়িত্বের আগুন জ্বলে / এবং শরীরে লোম দাড়িয়ে যায়,চিন্তা করি কিভাবে একজন সৈনিক / সোলজার হওয়া যায়,
    ১৭ বছর থেকে আবেদন করতেছি কিন্তু আমি কেন জানি টিকতেছি না 😒
    আপনার সবাই দোয়া করবেন আমি চেষ্টা করতেছি, যদি কোনো একদিন দেশের নৌবাহিনীর, সেনাবাহিনী, বিমানবাহিনী যেকোনো এক বাহিনীর একজন সৈনিক হতে পারি 😊
    তবে ইন্সশাআল্লাহ আমি সব দায়িত্ব দেশের জন্য পালন করবো এইটা আমার দেশের কাছে ওয়াদা

    Reply
  52. আমি এসএসসি পাস,
    জিপিএ,,৪.৫৪
    বিজ্ঞান শাখা
    উচ্চতা ৫,৫
    ওজন ৫০ কেজি
    বয়স ২৪
    আমি কি এপ্লাই করতে পারবো স্যার,,
    পিল্জ জানাবেন🙏🙏
    আর আবেদনের শেষ তারিখ কবে,, plz help me.

    Reply
  53. ভাইয়া ৫.৯ ইঞ্চি, ওজন ৬৫ কেজি , ডিপ্লোমা করছে ৫ বছর হইছে বয়স ২৮
    সে কি এখন আবেদন করতে পারবে

    Reply
  54. আমি ২০২২ সালে এসএসসি পরিক্ষায় বিঙ্গান বিভাগে GPA-5:00 পেয়েছি।পিএসসি,জেএসসি পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃওি পেয়ে উওির্ন হয়েছি।মেইন বিষয় উচ্চতর গনিত।আমি এই পদে চাকরির আবেদন করতে ইচ্ছুক।

    Reply
  55. আমি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পাশ করে
    কম্পিউটার সাইন্স থেকে বি এস সি কমপ্লিট করেছি আমি কি আবেদন করতে পারব দয়া করে জানাবেন

    Reply
  56. আমি ৫ফুট ১১ ইন্সি
    ওজন ৬২ কেজি
    আমি এই পদে কাজ
    করতে ইচ্ছুক

    Reply
  57. আমি সকল দিক দিয়েই ঠিক আছি। কিন্ত আমার চামড়ায় সমস্যা কালো দাগ আছে। আমি কি এপ্লাই করলে চাকরি পাবো?

    Reply
  58. ভাইয়া
    SSC তে (পদার্থ বিজ্ঞান=A- )( গণিত= A+)
    HSC তে ( পদার্থ বিজ্ঞান = A+) ( গণিত = A+)
    তাহলে কি এই পদের জন্য আবেদন করা যাবে? please reply diyen vaiya🥹

    Reply
  59. আমার উচ্চতা ৫.৪ । ইঞ্চি ওজন ৪৯ কেজি আমি কি আবেদন করতে পারবো ssc. 4.11

    Reply
  60. আমার উচ্চতা ৫.৪ । ইঞ্চি ওজন ৪৯ কেজি আমি কি আবেদন করতে পারবো ssc. 4.11

    Reply
  61. আমার উচ্চতা ৫.৪ । ইঞ্চি ওজন ৪৯ কেজি আমি কি আবেদন করতে পারবো ssc. 4.11 plzzz reply plzz vi

    Reply

Leave a Comment