নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলারঃ বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নাবিক, মহিলা নাবিক, এমওডিসি, কমিশন্ড অফিসার, অফিসার ক্যাডেট, সাবমেরিনার, নৌকমান্ডোসহ সকল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সবার আগে প্রকাশিত হয়। বিস্তারিত নিচে দেখে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। সুন্দর ক্যারিয়ার গড়ার এক অপূর্ব সুযোগ বাংলাদেশ নৌ-বাহিনী। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন। আবেদনের সকল নিয়ম এখানে দেয়া আছে, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল সাইটেও পাবেন।
নৌবাহিনী নিয়োগ ২০২২
চাকরির ক্যাটাগরি | সরকারি চাকরি |
প্রতিষ্ঠান | বাংলাদেশ নৌবাহিনী |
চাকরির ধরন | ডিফেন্স চাকরি |
জেলা | সকল জেলা |
নৌবাহিনির ওয়েবসাইট | https://www.navy.mil.bd |
শূণ্যপদ | এন্ট্রি আর্টিফিসার, নাবিক, এমওডিসি, সাবমেরিনার, নৌ-কমান্ডো |
পদের সংখ্যা | ২২৫০ জন |
বয়স | ১৭-২৮ বছর (বিস্তারিত নিচে) |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ২৮ এপ্রিল, ১৬ ও ৩১ মে, ২০২২ |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আরো দেখুন- বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক নিম্নলিখিত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২২ বি-ডিইও ব্যাচে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পিডিএফ ফাইল দেখুন।
- শূণ্যপদঃ এন্ট্রি আর্টিফিসার
- পদের সংখ্যাঃ অসংখ্য জন
- আবেদনের শেষ সময়ঃ ২৮-০৪-২০২২ ইং

- শূণ্যপদঃ কমিশন্ড অফিসার
- পদের সংখ্যাঃ ৮১৩ জন
- আবেদনের শেষ সময়ঃ ৩১-০৫-২০২২ ইং


- শূণ্যপদঃ নৌকমান্ডো ও সাবমেরিনার
- পদের সংখ্যাঃ অসংখ্য জন
- আবেদনের শেষ সময়ঃ ১৬-০৫-২০২২ ইং

আরো দেখতে পারেন-
- সকল পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- এনজিও চাকরি ২০২২ সকল এনজিও চাকরির খবর
- চাকরির ডাক পত্রিকা প্রকাশ ০১ জুলাই ২০২২
- স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের জন্য নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখান্ত আহবান করা যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিচে প্রদত্ত হল।
- শূণ্যপদঃ সহকারি চিকিৎসা কর্মকর্তা
- পদের সংখ্যাঃ ০১ জন
- বিবরণঃ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রী
- বেতনঃ ২৯,৮৭৫ টাকা
- বয়সঃ অনুর্ধ্ব ৩২ বছর (৩০ জুন তারিখে)
বয়সঃ ১ জানুয়ারি ২০২১ তারিখে ১৬ বছর ৬ মাস হতে একুশ (২১) বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়
পুরুষ– উচ্চতাঃ ১৬২ সেন্টিমিটার/৫ ফুট ৪ ইঞ্চি, ওজনঃ ৫০ কেজি, বুকের মাপঃ স্বাভাবিক ৭৬ সেন্টিমিটার/৩০ ইঞ্চি (সম্প্রসারিত ৮১ সেন্টিমিটার/৩২ ইঞ্চি)
মহিলা– উচ্চতাঃ ১৫৭ সেন্টিমিটার/৫ ফুট ২ ইঞ্চি, ওজনঃ ৪৭ কেজি, বুকের মাপঃ স্বাভাবিক ৭১ সেন্টিমিটার/২৮ ইঞ্চি (সম্প্রসারিত ৭৬ সেন্টিমিটার/৩০ ইঞ্চি)
উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে
শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে অথবা, ইংরেজি মাধ্যমের প্রার্থী করার জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে নূন্যতম তিনটিতে “এ” গ্রেট ও দুইটিতে “বি” গ্রেড থাকতে হবে এবং এ লেভেল এর জন্য ন্যূনতম দুটি বিষয় “বি” গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ)।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনী উচ্চমান পরীক্ষা বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী পরীক্ষায় উত্তীর্ণ (প্রার্থীকে অবশ্যই এসএসসিতে বিজ্ঞান বিভাগের হতে হবে)। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনও আবেদন করতে পারবেন।
- বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত
- জাতীয়তাঃ বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
অযোগ্যতা
- সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে
- আইএসএসবি কর্তৃক প্রত্যাখ্যাত হলে
- সেনা, নৌ ও বিমান বাহিনীর মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে
- যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে
মনোনয়ন পদ্ধতি
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারঃ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষাঃ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে।
আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম ডিসেম্বর ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হবে।
নেভাল একাডেমিতে যোগদানঃ চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী জুলাই ২০২১ এর প্রথম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।
প্রশিক্ষণ বা কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ (১০) সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপমেন্ট হিসেবে ১৮ মাস সহ মোট তিন বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ রাখা ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হতে প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্যাল শাখার ক্যাডেটদের বুয়েট/মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হবে।
বেতন ভাতা
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপমেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণ
অনলাইন আবেদন পদ্ধতিঃ আবেদনকারী প্রার্থীগণকে নৌবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে এপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
এ পর্যায়ে প্রার্থীগণ যেকোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, রকেট, শিওর ক্যাশ ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে চার্জ ব্যতীত সাতশত টাকা অফেরৎযোগ্য আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার এবং পার্সোনাল ইনফরমেশন ফরম ডাউনলোড করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
টাকা লাগে লাগে নাকী চাকরির জন্য।।
না স্যার, কোন টাকা লাগবে না
স্যার আমি এসএসসি বিজ্ঞান বিভাগ ৪.৬১ এইচএসসি ব্যাবসায় বিভাগ ২০২১ এ পরীক্ষা দিসি রেজাল্ট এখনো বের হয়নি স্যার আমি কোথায় আবেদন করতে পারবো?
আমার উচ্চতা ৫ ফিট ৪ ওজন ৪৩ কেজি আমি কি আবেদন করতে পারবো?
Sir amr SSC -4.50 science
HSC 4.92,
Hight-5’1.5″
Weight 40 kg
Birthday 14-05-2001
Ami ki apply Korte parbo???
হেল্প পোষ্ট
নৌবাহিনী চাকরি তে মেয়াদ বর্ধিতকরণ কেন?
আর চাকরি টা কত বছরের জন্য?
আমি এসএসসি ২০২০ এ দিয়েছি। ওজন ৫৭ কেজি। উচ্চতা ৫’৩”. বিজ্ঞান বিভাগ। ৪.৯৪(আমার পদার্থবিজ্ঞানে A+ & উচ্চতর গণিতেও A+ কিন্তু সাধারণ গণিতে A-😓। বর্তমানে বিএনসিসি ক্যাডেট। আমি কি আবেদন করতে পারবো? অফিস্যার ক্যাডেটে?
না 😊হবে না আপনার
আপনার উচ্চতা কম ওজন বেশি😊
স্যার আমি এস এস সি পরিক্ষার্থী। আমি কি কোনোভাবে আবেদন করতে পারবো।
এসএসসি পাশ করেন, তারপর পারবেন
Hlw, vaia নৌবাহিনিতে SSC pass er por nabik poder jonno apply ta ki sesh hoe geche??naki suru hoy ni?
plz ektu janaben
চিন্তার কিছু নেই, বিজ্ঞপ্তি আবার হবে
ভাই আমি তো এসএসসি পাস করেছি আমি কি আবেদন করতে পারব
আমি ডিপ্লমাতে পড়াশোনা করতেছি। আমি কি আবেদন করতে পারবো
স্যার আবেদন করে কি ভাবে জানাবে প্লিজ
নিয়ম তো দেয়া আছে, না পারলে দোকানে করবেন
স্যার আমি এইচএসসি পাস বিজ্ঞান বিভাগে,পয়েন্ট ৪.৭৫,উচ্চতা. ৫.৬”, ওজন.৫০কেজি আমি কি পারবো?
স্যার আমি আবেদন করছি কিন্তু সার্ভার সমস্যা করণে আমি এডমিট কার্ড ডাউনলোড দিতে পারিনি। স্যার অনুগ্রহ করে সহযোগিতা করবেন কি ভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারি।
আমার উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। এবং এস এস সি পরিক্ষার্থী। কোনো সরকারি চাকরি আছে আবেদন করার মতো। প্লিজ রিপ্লে দিবেন। ধন্যবাদ ❤️
অসংখ্য বিজ্ঞপ্তি আছে, আমাদের এসএসসি পাশের পোস্ট টা দেখেন স্যার
আমি কি পারনে এস এস সি তে ৪.৫৭ ভোকেশনাল থেকে পাশ করছি
Diploma juggotay officer pode apply korte parbo ki???
এইচএসসির সমমান যেহেতু পারবেন
অফিসার ক্যাডেটে এসএসসি এবং এইচএসসি দুটাতেই কি বিজ্ঞান বিভাগ লাগবে????
জি স্যার, দুইটাতে বিজ্ঞান থাকতে হবে
স্যার আমার এস এস সি তে ৪.২৮আছে।আমি কি পারবোনা?
না স্যার, ৪.৫ লাগবে
মানবিক শাখা থেকে আমি ৩.৬৭ পেয়েছি আমি কী নৈাবাহিনীতে সূন্য পদে আবেদন করতে পারবো
আমার চোখের সমস্যা আমি চশমা ব্যবহার করি -২.২৫। আমি কি এপ্লাই করতে পারবো নৌবাহিনীতে
না স্যার
ভাই আমি বিজ্ঞান বিভাগ হতে
এসএসসি ৪.৫৬
এইচএসসিতে ৪.১৭ পেয়েছি,,,,,
আমার উচ্চতা ৫’৬.৫”
ওজন ৫০কেজি (কম হতে পারে)
আমার বয়স ১৯ বছর।
আমি নৌবাহিনী বা সেনাবাহিনী তে আবেদন করতে পারব কি????
নৌবাহিনীতে পারবেন স্যার
আমি নৌবাহিনীতে মেডিকেল শাখায় আবেদন করেছি এখনো কোনো বার্তা পাইনি
অপেক্ষা করুন, পাবেন
স্যার আমি এস এস সি পাস করছি আমার পয়েট ৩.১৭ আমি কি আবেদন করতে পারবো। আর আবেদনের শেষ তারিখ কবে। একটু জানাবেন প্লিজ
৪.৫ পয়েন্ট লাগবে স্যার
স্যার আমার বয়স ২০ বছর আমার জেএসসি রেজাল্ট ৪.৯০ তাহলে আমি কি আবেদন করতে পারবো
আবেদনের সময় শেষ স্যার
স্যার
আমার বয়স,২০
উচ্চতা ৫.৬”
বুকের মাপ ৩৪
জেএসসি রেজাল্ট ৪.৯০
এসএসসি রেজাল্ট ৪.২২
আমি কি আবেদন করতে পারবো
এখন তো সময় নেই, যেটাতে আছে ঐটায় পারবেন না
স্যার আমার বয়স ২০ বছর
এস এস সি রেজাল্ট ৪.২৩
এইস এস সি রেজাল্ট
২.৫০
উচ্চতা ৫.৫”
স্যার আমি কি আবেদন করতে পারবো নৌ বাহিনী তে প্লিজ স্যার জানাবেন
না স্যার, পয়েন্ট ৪.৫০ লাগবে
আমার এসএসসি তে পয়েন্ট ৩.৬৭.আমি কি আবেদন করতে পারব
না স্যার, ৪.৫ লাগবে
স্যার
আমি এস এস সি পাশ
আমার উচ্চতা 5.9 ইঞ্চি
আমি নৌবাহিনীতে পেট্রোল ম্যানে আবেদন করতে পারবো
জি পারবেন স্যার
সাপ্লাই শাখাতে বিজ্ঞান বিষয়ে ৪.৫০ পয়েন্ট চেয়েছে যে সেটা কি একটো বুঝিয়ে দিবেন?
সিভিল ইন্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছি, আমি কি পারবো অফিসার ক্যাডেটে এপ্লাই করতে
এখানে এরকম কিছু উল্লেখ নেই
আসসালামু আলাইকুম
আচ্ছা আমি ssc 4.22 hsc 4.58
কিন্ত ssc কে 4.50 চাইছে আমি কি 4.22 নিয়ে আবেদন করতে পারবো
না স্যার, ৪.৫০ লাগবে
উচ্চতাঃ৫’৪
SSC result:4’22
নৌবাহিনী তে কোন সুযোগ বা অন্য কোথাও
নৌবাহিনীতে আপাতত সুযোগ নেই স্যার
স্যার, ডিপ্লোমা করে কি ইঞ্জিয়ারিং পদে আবেদন করা যাবে? নৌবাহিনীতে ডিপ্লোমা ইঞ্জিয়ারদের নিয়োগ হয়?
করা যায়, কিন্তু আপাতত নেই স্যার
স্যার, ডিপ্লোমা করে কি ইঞ্জিয়ারিং পদে আবেদন করা যাবে?
না স্যার, বিএসসি লাগবে
স্যার আমার উচ্চতা ৫:৪।
এবং ওজন ৬৩কেজি।
আমার এসএসসি জিপিএ-৪.৭২
এবং আমি ডিপ্লোমা ইন্জনিয়ার এ সিভিল ডির্পাটমেন্ট নিয়ে অধ্যায়ন করছি। আমার বয়স ১৮ বছর আমি কি বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী,বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ কোনটাতে কি আবেদন করতে পারব??
স্যার এসএসসি তে 3.75 নোবাহিনীর নিম্ন পদগুলোতে আবেদন করতে পারব কি?আমার উচ্চতা 5′ 6″ ওজন 50 কেজি।
না স্যার, এইচএসসি পাশ লাগবে
H.S.Cতে 2.75
SSCতে 3.64
নৌবাহিনী তে কি কোনো Apply করতে পারবো
না স্যার
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে চশমা ব্যবহারের কোনো বিধিনিষেধ আছে?
সর্বোচ্চ কত পাওয়ারের চশমা ব্যবহার করা যাবে ?
SSC -3.83 (বিজ্ঞান)
HSC পরীক্ষা দিবো ডিসেম্বারে (বিজ্ঞান)
উচ্চতা ৫’৭”
ওজন ৭০ (ওজন কমাতে হবে?)
আমি কি আবদন করতে পারবো
এখন পারবেন না স্যার
Sir ,Ami apply kortesi
elegible dekacche kinto pase apply thakar kotha .akn seta dekassena.ki prblm hoise ekto janaben.
হয়ত সার্ভার সমস্যা
আমার বয়স ১৭ দিন বেশি হচ্ছে ১লা জুলাই তারিখে।আমি কি আবেদন করতে পারবো না।
না স্যার, বেশি/কম হলে হবে না
স্যার এস এস সি পাস ভোকেশনাল শাখা থেকে নৌবাহিনী তে কোন পদে আবেদন করতে পারবো
Sir,Science chara ki… Onno kono bivag theke nibe na…?
না স্যার
আচ্ছা নৌবাহিনীতে কি বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য বিভাগের ছাত্ররা আবেদন করতে পারবে না?
আপাতত নেই স্যার, পরে হয়ত আসবে
আমি Hsc পাশ করেছি একাউন্টিং থেকে Ssc পয়েন্ট ৩.৫৯,,, Hsc ৩.৮৩ আমার জন্য কোনো চাকরি আছে কি???
স্যার আমার উচ্চতা ৫ foot 5 inch। আমার এসএসসি ৪.৬৮ আর এইচএসসি ৩.৯২ পয়েন্ট।স্যার আমরা কি পারবো না।
Assalamu alikum, স্যার, নেভী তে ইমাম সাহেব নিয়োগ দেয়া হয় না ???
Science theke ssc 4.86,
Hsc 3.75…
sujog ase ki?? apply korte parbo?
বেসামরিক পদে পারবেন
টেকনিক্যাল শাখার ডাইরেক্ট এন্টি আটিফিসার পদের জন্য আমি কি আবেদন করতে পারব..।
ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনলোজি
রেজালট-৩.৪০
SSC 2020দিয়েছি আমি কি আবেদন করতে পারবো
সেনাবাহিনীর কি নভেম্বর মাসে নতুন কোন সার্কুলার আছে
স্যার আমি লম্বা ৫ফুট৭ইন্ছির মতো আছি এস এস সি তে ৪•৪৪পেয়েছি আমি কী আবেদন করতে পারবো নৌবাহিনীতে
বিবাহিত দের জন্য কোন চাকুরী আছে?
শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সব জায়গাতে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
তাহলে আমাদের মতো অন্য বিভাগের বা গ্রুপের শিক্ষার্থীদের কি হবে!
তার উপর আমরা মধ্যবিত্ত।
আপনারা তো জানেনই মধ্যবিত্ত শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনা করার জন্য ৯০% লোকেরই সামর্থ্য নেই।
ভাই নতুন সার্কুলার কবে দিবে
অপেক্ষা করেন স্যার, এখানেই পাবেন
স্যার আমার রেজাল্ট ৩.১১আমি মেড়েকল পদে আবেদন করতে পারবো কি জানাবেন
আমি পারফেক্ট এবন্টসাইট এপরেশন আছে আমি কী পারবো
আপনার কথা স্পষ্ট নয়
কুক এর জন্য বয়স কত লাগবে একটু জানাবেন প্লিজ
১৭-২০ বছর
ভাই আমি SSC তে 3.89 পেয়েছি আমার বয়স১৮ আমার উচ্চতা 6.1fit আমার ওজন ৬১কেজি আমি কি আবেদন করতে পারব….?
মানবিক এ এসএসসি পাশ করেছি। এখন এমওডিসি তে আবেদন করতে পারবো কি ভাইয়া
ভাইয়া আমি ২০২১ পরিক্ষা দিয়ে উর্তীণ হয়েছি কিন্তু আমাদের সাটিফিকেট এখনো বের হয় নায় আমি কি ভাবে আবেদন করতে পারব
জি পারবেন
স্যার আমার ১৯ বছর এবার ২০ হবে,উচ্চতা ৫” ০২,জি.এ.সি তে ৩.৫০,এস.এস.সি তে ৩.৬৯ বিজ্ঞান বিভাগ থেকে,এইচ.এস.সি তে মানবিক থেকে ৩.৮৩ আমি কি আবেদন করতে পারবো?
নাবিক ও এমওডিসিতে পারবেন ম্যাডাম
আমি science বিভাগ থেকে জি প এ ৩.৮৯ পেয়েছি আমার উচ্চতা ৬ফুট ওজন ৬১কেজি আমি কি কোন পদে আবেদন করতে পারব……?
স্যার আমি আবেদন করছি কিন্তু সার্ভার সমস্যা করণে আমি এডমিট কার্ড ডাউনলোড দিতে পারিনি। স্যার অনুগ্রহ করে সহযোগিতা করবেন কি ভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারি।
ভাইয়া আমার এসএসসি ৪.৫৬,এইচএসসি ৪.৭৫,বিজ্ঞান বিভাগ, উচ্চতা ৫.৬” বুকের মাপ ৩০” ওজন ৫০কেজি(তারও কম হতে পারে)আমি কি নৌবাহিনীতে আবেদন করতে পারবো অফিসার ক্যাডেট পদে?
স্যার কুক ও স্টুয়াড ও টোপাস এই পদে কি এপ্লাই করা জাইবো। স্যার একটু জানাবেল প্লিস।
উচ্চতা ৫-৬’৫” ইঞ্চি।
ওজন ৫২ কেজি।
এসএসসি পাশ ৩.৩৯ পয়েন্ট।
আমি কি নৌবাহিনীর নিয়োগ এ আবেদন করতে পারি।
আমি মানবিক বিভাগ থেকে এস এস সি পাস করেছি। আমার পয়েন্ট ৪.৭৮.আমি কি পরবো আবেদন করতে
আমি এস এস সি তে মানবিক বিভাগ থেকে ৪.৭৮ পেয়েছি।
স্যার আমি এস এস সি দিয়েছি 2000সালে আমার উচ্চতা 6”2 আমার ওজন 72KG আমি কি নৌ বাহিনীতে আবেদন করতে পারি,, আমার ভিডিপি আনসার এর ট্রেনিং করা আছে।
আমার এসএসসিতে GPA 4.39 এইচএসসিতে 4.75 আমি কি পারব?বলেন প্লিজ