রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ৫ টি

👥 পদের সংখ্যা: ১৭ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন পর ১৭টি পদে বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত কর্মকর্তা/কর্মচারীর শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে/ডাকযোগে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানরপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
ওয়েবসাইটhttp://bepza.gov.bd
পদের সংখ্যা১৭ জন
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ২৫ ও ২২ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমডাকযোগে+অনলাইনে

দেখে নিনঃ চলমান সকল চাকরির বিজ্ঞপ্তির তালিকা

রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ ২০২৫

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর আওতাধীন নিচে লিখিত স্থায়ী পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনের ঠিকানাঃ http://bepza.teletalk.com.bd

বিজ্ঞপ্তি-১

bepza job circular 2025 page 0001
bepza job circular 2025 page 0002
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি-১

বিজ্ঞপ্তি-২

ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের অধীন ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টারে স্থায়ী পদের বিপরীতে নিম্নবর্ণিত শূন্য পদে ০৩ জন সিনিয়র স্টাফ নার্স এবং চুক্তিভিত্তিক ০১ জন ল্যাব টেকনিশিয়ান ও ০১ জন ল্যাব এ্যাটেন্ডেন্ট নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

আবেদনের ঠিকানাঃ সদস্য সচিব, ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাষ্ট্রি বোর্ড, ঈশ্বরদী ইপিজেড, পাকশী, পাবনা

e0a688e0a6b6e0a78de0a6ace0a6b0e0a6a6e0a780 e0a687e0a6aae0a6bfe0a69ce0a787e0a6a1 e0a6aee0a787e0a6a1e0a6bfe0a695e0a787e0a6b2 e0a6b8e0a787e0a6a8e0a78de0a69fe0a6bee0a6b0 e0a69fe0a78de0a6b0e0
বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি-২

আরো দেখতে পারেন-

BEPZA Job Circular 2025

নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে দরখাস্ত আগামী ২৫/০৯/২০২৫ তারিখের মধ্যে ডাক যোগে সদস্য সচিব, ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাষ্ট্রি বোর্ড, ঈশ্বরদী ইপিজেড, পাকশী, পাবনা বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

অত্র অফিসে সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর ডাক যোগে অথবা অন্য কোন উপায়ে প্রেরিত আবেদনপত্রসমূহ গ্রহন করা হবে না এবং আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য হবে। বয়স প্রমানের জন্য এফিডেভিড গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের নমুনা বেপজা এর ওয়েবসাইট: www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ পূর্বক দরখাস্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে।

কোন তথ্য গোপন করে বা জাল তথ্য প্রমান হলে এবং চাকরিতে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম/বেশি বা বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল/স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করেন।

2 thoughts on “রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. আমি মোঃ রাবু আমি ইপিজেড বেপজাতে চাকরি করতে চায় আমার কাজের অভিজ্ঞতা এক বছর। সেশোনঃ ডিপিএস আর শিক্ষা যোগ্যতা এইচএসসি ফোন নাম্বার ঃ 01892257695

    Reply

Leave a Comment