📁 পদ ক্যাটাগরি: ২ টি
👥 পদের সংখ্যা: ৭ জন
⏰ আবেদনের সময় বাকি: সময় শেষ
📅 আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২৫
০৭টি পদে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়-এর অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান)-এ নিম্ললিখিত পদে শিক্ষানবিশ (শিক্ষানবিশকাল সম্ভোষজনকভাবে সম্পন্ন হলে স্থায়ীযোগ্য) হিসেবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন |
পদের সংখ্যা | ০৭ জন |
বয়স | ১৮-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রি |
আবেদনের শেষ তারিখ | ১৯ জুন, ২০২৫ |
আবেদন মাধ্যম | ডাকযোগ/কুরিয়ার |
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি
সুযোগ-সুবিধাঃ নির্ধারিত বেতন স্কেলের অনুযায়ী মূল বেতন টাকা ১৬,৪০০ – ৩৫,৯৬০/- সহ মূল বেতনের ৬০% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা, গোষ্ঠী বীমা, মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
আবেদনের নিয়ম ও ঠিকানাঃ আগামী ১৯-০৬-২০২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ভবন (৫ম তলা), ৫৩, মহাখালী বা/এ, ঢাকা-১২১২ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে।

আমি কি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এ আবেদন করতে পারব। আমি বর্তমানে একটি চুক্তিভিত্তিক এনজিওতে কর্মরত আছি।
আমার বয়স কিন্তু বর্তমান ডিসেম্বর মাস শেষ হলে ৪১ বছর হবে।
আমার অফিস সহায়ক পদের দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা আছে।
আমি এই চাকরিটা করতে চায়। আমার বর্তমান সেলারি ১৫,৭৮০/- টাকা।
আমার বয়স আগামী জানুয়ারিতে ৪২ বৎসর শুরু হবে
Ami ki aply korte parbo amar kono obigota nai ami inter 2nd year a pori
আমি কী আবেদন করতে পারবো আমি এইচএসসি পরীক্ষা দিতেছি
আমার বয়স এই ডিসেম্বরে ২০বছর শেষ হবে,আমি এইচএসসি পাস করেছি ২০১৯ সালে,,,অফিস সহায়ক কাজের অভিজ্ঞতাও আছে প্রায় দের বছরের।