বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১ টি

👥 পদের সংখ্যা: ১ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৫

১টি পদে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিএমসি, চায়না এর যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এ কোম্পানির প্রচলিত বেতন-ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
কোম্পানিবাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড
ওয়েবসাইটwww.bcpcl.org.bd
পদের সংখ্যা০১ জন
বয়স১৮-৬০ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ৩০ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যম ডাকযোগে

আরও দেখুন- পল্লী বিদ্যুৎ সমিতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ ২০২৫

শূন্য পদের নাম, পদসংখ্যা, মূল বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বয়স বিস্তারিত দেয়া হল, আরো বিস্তারিত দেখতে নিচে দেয়া অফিসিয়াল সার্কুলার (ছবি আকারে) দেখতে পারেন।

আবেদনের ঠিকানাঃ আবেদনপত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ৩০-০৯-২০২৫ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ডাকযোগে পৌছাতে হবে।

e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a69ae0a6bee0a6afe0a6bce0a6a8e0a6be e0a6aae0a6bee0a693e0a6afe0a6bce0a6bee0a6b0 e0a695e0a78be0a6aee0a78de0a6aae0a6bee0a6a8e0a6bf e0a6b2e0

আরো দেখতে পারেন-

Bangladesh China Power Company Job Circular 2025

কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিতসা ভাতা, বিদ্যুৎ কেন্দ্র ভাতা, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সত্যায়িত করে নবযুক্ত করতে হবে- শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার সনদ (অভিজ্ঞতার সনদ প্রদানকারী কর্মকর্তার নাম, ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রার্থী আবেদনপত্রে যে সকল তথ্যাদি উল্লেখ করবেন- নাম ৩/৩/২০২৫ তারিখে বয়স, স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, পিতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, মোবাইল নম্বর, মাতার নাম, সংশিষ্ট কাজে অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা,জাতীয় পরিচয়পত্র নম্বর।

উপরিউক্ত তথ্যাদি উল্লেখপূর্বক অনুচ্ছেদ ০৩ এ উল্লিখিত কাগজপত্রসহ আবেদনপত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), কর্পোরেট অফিস, বিসিপিসিএল, (৫ম তলা), ০৮ পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর ৩-৩-২০২৪ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি/ডাকযোগে পৌছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ উপরিউক্ত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং এ নিয়োগ স্থগিত/বাতিল/নিয়োগের বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।

2 thoughts on “বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. Dear Sir Officials I have read all the above. I am interested in doing the job. I would be grateful if you could consider my matter please.
    Name : Mahedi Hasan.
    SSC : science, 4.22
    HSC : Humanities, 4.50
    From : Dhaka.
    Mobile : 01981014828

    Reply

Leave a Comment