অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (২৫৭০৮ পদে)

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিঃ সুস্থ্য মা সুস্থ্য সন্তান শিক্ষাই জাতীর উন্নয়নে বাংলাদেশ “অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এএসইউএস)” মা ও শিশু স্বাস্থ্য সেবা ও শিক্ষা খাতে উন্নয়ন প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং চীন দেশের দাতা সংস্থার অর্থায়নে ৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি নিমিত্তে কেন্দ্রীয় অফিস/আঞ্চলিক অফিস/জেলা অফিস/উপজেলা অফিস/ইউনিয়ন/ওয়ার্ড অফিস প্রকল্প বাস্তবায়ন কার্য পরিচালনার জন্য সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী, দক্ষ/অদক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের মধ্যে থেকে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী (পুরুষ/মহিলা) প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

অগ্রযাত্রা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরির ক্যাটাগরিবেসরকারি চাকরি
কোম্পানিএএসইউএস
চাকরির ধরনফুল টাইম
জেলাসকল জেলা
মোট পদ১৪ টি
পদের সংখ্যা২৫,৭০৮ জন
বয়স১৮-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা৮ম-মাস্টার্স
আবেদনের শেষ তারিখ১৭ জুন, ২০২১
আবেদনের মাধ্যমডাকযোগে

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি 2021

অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশে নতুন একটি এনজিও সংস্থা। সম্প্রতি তারা বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ, পদের সংখ্যা ও পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল নিচে বিস্তারিত দেয়া হল।

শূণ্যপদঃ জেলা এরিয়া ম্যানেজার
পদের সংখ্যাঃ ৫০ টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
স্নাতক/ স্নাতকোত্তর ও তিন বছরের অভিজ্ঞতা
বেতনঃ ৪৫,০০০/-

শূণ্যপদঃ একাউন্টেন্ট (জেলা অফিসার)
পদের সংখ্যাঃ ৪৮ টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
স্নাতক/ স্নাতকোত্তর (কমার্স) ও তিন বছরের অভিজ্ঞতা
বেতনঃ ৩৫,০০০/-

শূণ্যপদঃ একাউন্টেন্ট (থানা অফিসার)
পদের সংখ্যাঃ ৪৫০ টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
স্নাতক/ বি.কম (কমার্স) ও দুই বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতনঃ ৩০,০০০/-

শূণ্যপদঃ ম্যানেজার (উপজেলা)
পদের সংখ্যাঃ ৩২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
বিএ সমমান
বেতনঃ ৩২,০০০/-

শূণ্যপদঃ উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার
পদের সংখ্যাঃ ৪৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
বিএ সমমান
বেতনঃ ২৫,০০০/-

শূণ্যপদঃ অফিস সহকারি কাম কম্পিউটার
পদের সংখ্যাঃ ২৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
এইচএসসি পাশ
বেতনঃ ১৮,০০০/-

শূণ্যপদঃ মাঠ পরিদর্শক
পদের সংখ্যাঃ ৩৯২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
বিএ/এইচএসসি পাশ
বেতনঃ ২৭,০০০/-

শূণ্যপদঃ সহকারি মাঠ পরিদর্শক
পদের সংখ্যাঃ ৩৯২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি/এইচএসসি পাশ
বেতনঃ ২৪,০০০/-

শূণ্যপদঃ নার্স
পদের সংখ্যাঃ ৫০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
ডিপ্লোমা ইন নার্সিং
বেতনঃ ১৫,০০০/-

শূণ্যপদঃ রিসিপশনিষ্ট (মহিলা)
পদের সংখ্যাঃ ২৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি/এইচএসসি পাশ
বেতনঃ ১৫,০০০/-

শূণ্যপদঃ ড্রাইভার (লাইট)
পদের সংখ্যাঃ ৩০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
৮ম শ্রেণি পাশ ও তিন বছরের অভিজ্ঞতা
বেতনঃ ২০,০০০/-

শূণ্যপদঃ মাঠ কর্মী
পদের সংখ্যাঃ ১৪,৬২০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি/এইচএসসি পাশ
বেতনঃ ১৫,০০০/-

শূণ্যপদঃ অফিস সহায়ক
পদের সংখ্যাঃ ৪৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
৮ম শ্রেণি পাশ
বেতনঃ ১৫,০০০/-

শূণ্যপদঃ নৈশ্য প্রহরী
পদের সংখ্যাঃ ৪৫০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ
৮ম শ্রেণি পাশ
বেতনঃ ১২,০০০/-

  • আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
  • আবেদনের শেষ তারিখঃ ১৭ জুন, ২০২১
  • আবেদনের ঠিকানাঃ অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এএসইউএস), বাড়ি-২৩ (৩য় তলা), রোড #১৫, নিকুঞ্জ #০২, খিলক্ষেত, ঢাকা-১২২৯
অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি
অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তির উৎসঃ দৈনিক ইত্তেফাক (৪ মে, ২০২১)

বিশেষ সতর্কীকরণ বার্তাঃ কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।

চাকরির সুবিধাসমূহ

১। আবেদনের সময় আগামী ৩ মে, ২০২১ তারিখে প্রাপ্ত বয়স উল্লেখ করতে হবে।

২। সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

৩। বাড়ি ভাড়া ও যাতায়াতের জন্য ১ম পদের জন্য ব্যক্তিগত গাড়ী এবং তেল খরচ অগ্রযাত্রা এনজিও বহণ করবে এবং ২-৮ নং পদের জন্যও যাতায়াত খরচ ও টিএ/ডিএ বহণ করবে।

৪। ৪-৭ নং পদের প্রার্থীদের মোটর সাইকেল দেয়া হবে এবং তেল খরচ দেয়া হবে

৫। ১২ নং পদের জন্য শুধু সাইকেল প্রদান করা হবে। এছাড়া নৈশ্য প্রহরী ও অফিস সহায়কের ডিউটি পোষাক প্রতিষ্ঠান থেকে দেয়া হবে।

আবেদন ফি

পরিক্ষার ফি বাবদ, ১ম পদের জন্য ৫০০ টাকা, ২-৮ নং পদের জন্য ৩০০ টাকা এবং ৯-১৪ নং পদের জন্য ২০০ টাকা অফেরতযোগ্য ফি অগ্রযাত্রা সমজ উন্নয়ন সংস্থার হিসাব শিরোনামে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর চলতি হিসাব নং- ২০৫০৪১০০১০০০৭০৯০৮ একাউন্টে জমা/পে-অর্ডার এর মাধ্যমে দিতে হবে।

এছাড়া আবেদনের সময় ১০ টাকা মূল্যের ডাকটিকেটসহ ১০.৫*৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম পাঠাতে হবে

যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা

  • ১নং-৫নং পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা (লিখিত ও মৌখিক) ঢাকায় অনুষ্ঠিত হবে
  • ৬নং-১০নং পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা (লিখিত ও মৌখিক) নিজ জেলায় অনুষ্ঠিত হবে
  • ১১নং-১৪নং পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা (মৌখিক) নিজ জেলায় অনুষ্ঠিত হবে

সকল প্রার্থীকে যথা সময় বাছাই পরীক্ষার স্থান, তারিখ ও সময় ডাকযোগে/এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হইবে। বাছাই পরীক্ষা ও সাক্ষাতকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে ও একসেট ফটোকপি জমা দিতে হবে।

সকল পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হবে। শিক্ষানবিশকাল/প্রশিক্ষণের সময় (৩ মাস) বেতনের ৭০% প্রদান করা হবে।

170 thoughts on “অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (২৫৭০৮ পদে)”

      • ভাই মাঠ পরিদর্শক পদে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে।।

        Reply
          • ভাই আমি আবেদন করছি কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে আমি যে বাসার ঠিকানা দিয়েছি সে বাসা আমার ছেড়ে দিছি এখন যদি কোন চিঠিপএ পাঠানো হয় আমাকে যদি না পায় তাহলে কী করা যায় কিন্তু আমি আমার আবেদন এ আমার ইমেইল এবং আমার নামবার দিয়ে দিছি

          • ভাই ছবি গুলো আমি সত্যায়িত করে দিয়েছি এটা কোন ধরনের সমস্যা হবে নাকি

      • একজন বাক্তি এক এর অধিক পদে আবেদন করতে পারবে?
        এখানকার অ্যাকাউন্ট পদে কাজ করলে সেই অভিজ্ঞতা অন্য কোন “এন জি ও” তে গ্রহণযোগ্য হবে?
        কোন প্রতারণার সুযোগ নেই তো?

        Reply
      • ভাই৷ আমি ৫০০ টাকা দিয়ে পে বিল দিয়েছি৷ কিন্তু এখন আমি ৪ নংং পদবির জন্য আবেদন করতে চাচ্ছি৷ এখন কি আবার ৩০০ দিয়ে করতে হবে নাকি এটা দিয়ে হবে৷ একটু জানাবেন প্লিজ।

        Reply
      • আমি আজকেই জানলাম,, কিন্তু আজকে তো লাস্ট ডেট,, কয়টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলতে পারেন??

        Reply
      • ভাই আবেদন করেছি কিন্তু এখন ও কোনো কিছু উওর বা চিঠি পাঠায় নাই

        Reply
    • সতর্কীকরণ বিজ্ঞপ্তি

      এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য সর্তক করা যাচ্ছে যে, বিগত ৩রা মে ২০২১ইং তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ”অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এ.এস.ইউ.এস)”, রেজিঃ নং- কুড়ি – ৬৮৮ এবং এনজিও – ২৭৪৭, ঠিকানা ঃ বাড়ী # ২৩ (৩য় তলা), রাস্তা # ১৫, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ নামক একটি প্রতিষ্ঠান হতে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে বলে আমরা নিম্নলিখিত প্রতিষ্ঠান ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, ঠিকানা ঃ ১২৬, জামালখান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম বিভিন্ন লোকজনের মাধ্যমে জানতে পারি।

      আমরা নিম্নলিখিত অদ্য এই বিজ্ঞপ্তি প্রদানকারী প্রতিষ্ঠান ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, ঠিকানা ঃ ১২৬, জামালখান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম এই মর্মে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য সর্তক করা যাচ্ছে যে, উক্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সাথে ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, ঠিকানা ঃ ১২৬, জামালখান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম এর কোন প্রকার সংশ্লিষ্টতা নেই এবং ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, এই সংক্রান্ত ও এতদ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

      ”অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা (এ.এস.ইউ.এস)”, ঠিকানা ঃ নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা- ১২২৯ নামক প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তির সাথে ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, ঠিকানা ঃ ১২৬, জামালখান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম এর কোন প্রকার সর্ম্পক নেই এবং আমরা ”অগ্রযাত্রা”(AGRAJATTRA), এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং- ২০৯৩, ঠিকানা ঃ ১২৬, জামাল খান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কোনরূপ দায়বদ্ধ নই।

      বিজ্ঞপ্তিটি সকলের জ্ঞাতার্থে ও সতর্কীকরণের জন্য জানানো হলো।

      মানব সম্পদ বিভাগ
      ”অগ্রযাত্রা” (AGRAJATTRA)
      এনজিও বিষয়ক ব্যুরো রেজিঃ নং – ২০৯৩
      ঠিকানা ঃ ১২৬, জামাল খান রোড, কোতোয়ালি, চট্টগ্রাম।
      তারিখ ঃ ১০/০৬/২০২১ ইং

      Reply
  1. আমার কম্পিউটার অপারেটর কাজের ও গ্রাফিক ডিজাইন কাজের দক্ষতা আছে। কিন্তু চাকরির লেখিত পরীক্ষায় উর্ত্তণ হতে পারিনা।
    আমার চাকরির খুব প্রয়োজন।

    Reply
    • লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন, আমাদের সাইটে সিলেবাস দেয়া আছে দেখেন। চাকরি পরীক্ষার সিলেবাস লিখে সার্চ দেন।

      Reply
      • ভাই৷ আমি ৫০০ টাকা দিয়ে পে বিল দিয়েছি৷ কিন্তু এখন আমি ৪ নংং পদবির জন্য আবেদন করতে চাচ্ছি৷ এখন কি আবার ৩০০ দিয়ে করতে হবে নাকি এটা দিয়ে হবে৷ একটু জানাবেন প্লিজ।

        Reply
  2. ভাই মাঠ পরিদর্শক পদে কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আবেদন করতে পারবে। অভিজ্ঞতা আছে প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীতে ফিল্ড অফিসার হিসেবে কাজ করেছি।

    Reply
  3. স্যার ৮ম শ্রেণী পাশ কৃত ব্যক্তির বেতন ১৫০০০ আর ডিপ্লোমা ইন নার্সং এর বেতন ও ১৫০০০ টাকা কেমন যেন মনে হচ্ছে না।

    Reply
  4. স্যার ৮ম শ্রেণী পাশ কৃত ব্যক্তির বেতন ১৫০০০ টাকা আর ডিপ্লোমা ইন নার্স দের বেতন ও ১৫০০০ টাকা।।।।।

    Reply
  5. আচ্ছা 40 বছরের নিচে সকল ব্যক্তি বা মহিলা পুরুষ আবেদন করতে পারবে কি …..??????

    Reply
  6. এটা কি শুধু ৫ বছরের জন্য? আর এটা যে সত্যি তা গ্যারান্টি কি?

    Reply
  7. ভাই যে ওয়েব সাইটটা দিয়েছে ফরম ডাউনলোড করার জন্য সেটাতে ঢুকলেতো সুধু ল্যাপটপ আসছে। তাহলে ডাউনলোড করবে কেমন কলে ফরমটা জানালে ভালো হতো।

    Reply
  8. আপনাদের ওয়েবসাইটে ডুকা যায় না কেন আর নিয়োগ বিজ্ঞপ্তি কোন পত্রিকায় দেওয়া হয়ছে

    Reply
  9. উপ-সহকারি কমিনিটি মেডিকেল অফিসার পদে কি,,,,
    ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি রা আবেদন করতে পারবে

    Reply
  10. একজন ব্যাক্তি কি দুইটি পদে আবেদন করতে পারবে?

    Reply
  11. ভাই এই নিয়োগটা যে সত্তি কি করে বুঝবো
    আপনি কি পএিকাটার পিকটা দেখাতে পারবে
    একটু প্রমান দেন যেনো বিস্বাশ হয়

    Reply
  12. এটা একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। বেকারদের সাথে শুধু ছলনা করে আর টাকা ইনকাম করার পায়তারা।

    Reply
    • হতে পারে, তবে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি

      Reply
  13. অফিস সহায়ক এর চাকরিটা করতে চাই। কি কি কাগজ লাগবে? এবং সিলেবাসটা যদি বলতেন তাহলে ভালো হয়। প্লিজ একটু বলেন

    Reply
  14. সহকর্মী মাঠ পরিদর্শক এ আবেদন করতে কি কি কগজপএ লাগবে একটু বলবেন প্লিজ।

    Reply
  15. খাগড়াছড়িতে জবটা করা যাবে নাকি ভাই আর ৫ বছর পরে কি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে নাকি ভাই

    Reply
  16. ভাই আমাকে ৪মে ইত্তেফাকের এই নিয়োগটা দেখান

    Reply
  17. আমার ভোটার I’d কাড় হয়নি, জন্ম নিবন্ধন নম্বর দিয়ে কি আবেদন করতে পারব??

    Reply
  18. আমি HSC পাস ! কিন্তু আমার ভোটার I’d কাড় নাই,জন্ম নিবন্ধন দ্বারা কি আবেদন করা যাবে । প্লিজ আমায় answer টা বলবেন??

    Reply
  19. অগ্রযাএা সমাজ উন্নয়ন সংস্থার FROM পুরণের সময় দেখলাম,শুধু মাএ জাতীয় পরিচয় পএ নম্বর দেওয়া আছে, পাসে অবলিক দিয়ে জন্ম নিবন্ধন নম্বরের কোন অফসোন নেই। অন্য দিকে আপনি বললেন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে আবেদন করা যাবে, তাহলে কি জাতীয় পরিচয় পএ স্থান এ জন্ম নিবন্ধন নম্বর লিখব?প্লিজ answer বলবেন? কি করতে হবে?

    Reply
  20. অগ্রযাএা সমাজ উন্নয়ন সংস্থা তে আবেদন , জন্ম নিবন্ধন নম্বর দ্বারা করা যাবে কি?

    Reply
  21. বয়স ৪০ বছরের বেশী কিন্তু লাইভলিহুড,সচেতনতা বৃদ্ধি সহ উন্নয়ন মুলক কাজের উপর ১৬ বছরের অভিঙ্গতা আছে আবেদন কি করা যাবে?

    Reply
    • আসলে, অনেকেই বলছে এটা ভূয়া বিজ্ঞপ্তি, তাই ভালোভাবে জেনে তারপর আবেদন করবেন

      Reply
  22. আমার এনজিওতে ৩.৬ বছরের অভিজ্ঞতা আছে। আমি এই চাকরিটা করতে ইচ্ছুক।

    Reply
  23. আমি চাকুরিটা করতে চাই, আমার খুব দরকার একটা চাকুরি।

    Reply
  24. আমি সহকারী মাট পরিদর্শক এ আবেদন করতে চাচ্ছি।
    আমি এস এস সি পাস আমিকি আবেদন করতে পারবো??

    Reply
  25. ভাই আমার বয়স ৩/৫/২১ শে হয় (১৭ বছর ১০ মাস) এক্ষেত্রে কি আমি আবেদন করব?

    শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট

    Reply
  26. এখানেতো বলা আছে এইচ এস সি / এস এস সি। আমি এই বিষয়টা বুজতেছিনা

    Reply
  27. ভাই এ.এস.ইউ.এস চাকরির প্রকাশ সঠিক তারিখ কোনটি ৩/০৫/২১ & ৪/০৫/২১

    Reply
  28. আবেদন কি ডাকজোগে পাঠাইতে হবে না ইমেল করতে হবে

    Reply
  29. সহকারী মাঠ পরিদর্শকে জয়েন্ট করে প্রতি মাসে 24000 টাকা করে পাবে

    Reply
  30. ভাই লিখিত পরিক্ষা কি ধরনের হবে যদি একটু আইডিয়া দিতেন।

    Reply
  31. ami state medical faculty er under e mats thaki 4yr et course kore pass kori. DMF
    উপ সহকারী মেডিকেল অফিসার পদে কি আবেদন করতে পারবো

    Reply
  32. এক জন কি একের অধিক আবেদন করতে পারবে।

    Reply
  33. আপনি কি প্রজেক্টে কোন দায়িত্ব আছেন।আমরা কতটু বিশ্বাস করতে পারি।

    Reply
  34. ভাই ছবি গুলো আমি সত্যায়িত করে দিয়েছি এটা কোন ধরনের সমস্যা হবে নাকি

    Reply

Leave a Comment