আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ অনেকেই আছেন যারা আশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এর জন্য অপেক্ষায় আছেন। তাদের জন্য আশার নতুন জব সার্কুলার নিয়ে আসলাম। আশা এনজিও ছাড়াও অন্যান্য সকল এনজিও চাকরির বিজ্ঞপ্তিও সবার আগে আমাদের সাইটে পাবেন।

আশা এনজিও নিয়োগ ২০২৪

ASA NGO Job Circular 2024: আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান-যার সেবার আওতায় রয়েছে ৩,০৭৩ ব্রাঞ্চের মাধ্যমে ২৬,২৩১ স্থায়ী কর্মীর তত্ত্বাবধানে প্রায় ৭১ লক্ষ সদস্য। আশার কর্মসূচির অধীনে নিমোক্ত পদে শর্ত সাপেক্ষে লোকবল নিয়োগ করা হবে।

আবেদনযোগ্য জেলাসকল জেলা
চাকরির ধরনএনজিও চাকরি
সময়ফুল টাইম
কোম্পানিআশা
পদের সংখ্যা৩টি
বয়সসীমা১৮-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ০৪ এপ্রিল, ২০২

দেখে নিনঃ ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

খালি পদঃ জুনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর
পদের সংখ্যাঃ
৩টি
শিক্ষাগত যোগ্যতাঃ
উল্লেখিত বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
মাসিক বেতনঃ
ভিন্ন ভিন্ন

এক বছর শিক্ষানবিশকাল। শিক্ষানবিশকালীন মাসিক স্থিরকৃত সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পিএফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক প্রার্থীকে অবশ্যই অধুমপায়ী, নিষ্ঠাবান এবং তৎপর হতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ০৪-০৪-২০২৪ ইং তারিখের মধ্যে বিডিজবস/আশার সাইট-এর মাধ্যমে পাঠাতে হবে।

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখতে পারেন-

ASA NGO Job Circular 2024

বিজ্ঞপ্তি প্রকাশের ১২ দিনের মধ্যে [email protected] এই ইমেইলের মাধ্যমে আবেদনপত্র/সিভি পাঠাতে হবে। তবে দয়া করে কেউ কোন টাকা-পয়সা লেনদেন করবেন না। চাকরি পেতে কোন টাকা দেয়া লাগে না। আর অবশ্যই বিজ্ঞপ্তি আসল কিনা যাচাই করবেন, প্রয়োজনে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিবেন।

সাক্ষাৎকারের সময় সকল সনদের মূলকপি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০ (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ প্রক্রিয়ার জন্য ডাকা হবে।

আশা এনজিওতে আবেদনের শর্তাবলী

প্রথম ০১ বছর শিক্ষানবিশকাল হিসেবে চাকরি করতে হবে। শিক্ষানবিশকালীন এক বছর মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পি.এফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, এমপ্লয়ীজ গ্রুপ, বেনিফিট ফান্ড ইত্যাদি প্রযোজ্য হবে ।

প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী এবং সদালাপি হতে হবে । আগ্রহী প্রার্থীদের আগামী ১৫-১০-২০২২ এর মধ্যে bdjobs.com -এর মাধ্যমে আবেদন পাঠাতে হবে । আবেদনের সঙ্গে কোন সনদপত্রের ফটোকপি জমা দেয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে

সাক্ষাতকারের সময় মূল শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), NID কার্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থা’র নিয়মানুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে।

জরুরী সতর্কবার্তাঃ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রজবসবিডি-এর নয়। চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

78 thoughts on “আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

        • শাখা ব্যবস্থাপক / লোন অফিসার আবেদন তারিখ যানাবেন কত তারিখে স্যার৷

          Reply
        • আসসালামু আলাইকুম আমি ২০১৯ সালের লোন অফিসার পদে আবেদন করছিলাম দিনাজপুর অফিসে, তার কোন খোঁজ খবর আজ অবদি আমি পাইনি আমি কি এখনও ঔ সার্কুলারের এখন আশা করব

          Reply
      • শাখা ব্যবস্থাপক / লোন অফিসার আবেদন তারিখ যানাবেন কত তারিখে স্যার৷

        নিয়ক টা কি ভাবে পাব স্যার৷

        নিয়ক লিংক টা দিবেন দয়া করে স্যার৷

        Reply
    • শাখা ব্যবস্থাপক / লোন অফিসার আবেদন তারিখ যানাবেন কত তারিখে স্যার৷

      নিয়ক টা কি ভাবে পাব স্যার৷

      নিয়ক লিংক টা দিবেন দয়া করে স্যার৷

      Reply
  1. ভাই আশাতে কয় টা পোস্টে চাকরি? নিচের গুলা কি বাদ নাকি?

    Reply
  2. পরবর্তীতে কবে নাগাত সার্কুলার দিতে পারে একটু জানাবেন প্লিজ🙏

    Reply
  3. নিচে যে ৫ টি পদের নিয়োগ দিছে শাখা ,লোন, কেন্দ্র, ইউনিয়ন করমকরতা, মাঠ সংগঠক আই গুলা তে কি এখন লোক নিচ্ছে ? একটু জানান

    Reply
  4. ১। নাম মো বেলাল হোসেন
    ২। পিতার নাম মো নাজির হোসেন
    ৩। মাতার নাম মোছা বিউটি বেগম
    ৪। গ্রাম তেলিপাড়া
    ৫। ইউনিয়ন মহেন্দ্রনগর
    ৬। জেলা ও উপজেলা লালমনিরহাট সদর
    ৭। শিক্ষাযোগ্য
    HSC
    জিপিএ ৪.৬৭
    পাশের সাল ২০২১
    বোর্ড কারিগরি
    মোবাই নাম্বার ০১৮২৮৯১২৪৫৪

    Reply
  5. নামঃ নুসরাত জাহান সুন্নাহ
    গ্রামঃ লাফাকোনা
    উপজেলাঃ জকিগঞ্জ
    জেলাঃ সিলেট
    বয়সঃ ২৬

    Reply
  6. এসএসসি -২০১৮ জিপিএ =২.৫৮
    এইচএসসি -২০২০জিপিএ=২.৫৯
    জেলাঃপটুয়াখালী
    উপজেলা ঃগলাচিপা
    ফোন নম্বরঃ০১৭০৪১৮১৩২৯

    Reply
  7. Job Experience :Lotto,Apex
    RFL-কর্মরত ছিলাম ১১ মাস এসআর পদে কাজ করে ছিলাম

    Reply
  8. শাখা ব্যবস্থাপক / লোন অফিসার আবেদন তারিখ যানাবেন কত তারিখে স্যার৷

    নিয়ক টা কি ভাবে পাব স্যার৷

    নিয়ক লিংক টা দিবেন দয়া করে স্যার৷

    Reply
  9. 13 তারিখ তো চলে গেছে এখন কি আর আবেদন করার কোন সিস্টেম আছে।

    Reply
  10. Name: Md. Tozammel hoque
    Father: Md. Rafiqul Islam
    Mother: Farida begum
    Village: Kanderpara
    Post: Rayersara
    Thana: Sarishabari
    District: Jamalpur
    Phn: 01718670382
    SSC 2007 BS 4.94
    HSC 2009 BS 4.70
    BBA 2013 NU 3.02
    MBA 2014 NU 3.03
    Post: Branch Manager. Plz call me.

    Reply
  11. নাম: মিলন মিয়া
    পিতা: আবু রায়হান
    মাতা: রওশনারা খাতুন
    ইউনিয়ন: ৮নং রাজিবপুর
    গ্রাম: দেবস্থান
    থানা: ঈশ্বরগঞ্জ
    জেলা: ময়মনসিংহ
    শিক্ষাগত যোগ্যতা:
    এসএসসি পাস জিপিএ – ৪.৪২ সাল ২০১৩,
    এইচএসসি পাস জিপিএ – ৩.৯৬ সাল ২০১৫.
    (কারিগরী বোর্ড)..
    মোবাইল: 01728129106..।

    Reply
  12. নাম: মিলন মিয়া
    পিতা: আবু রায়হান
    মাতা: রওশনারা খাতুন
    ইউনিয়ন: ৮নং রাজিবপুর
    গ্রাম: দেবস্থান
    থানা: ঈশ্বরগঞ্জ
    জেলা: ময়মনসিংহ
    শিক্ষাগত যোগ্যতা:
    এসএসসি পাস জিপিএ – ৪.৪২ সাল ২০১৩,
    এইচএসসি পাস জিপিএ – ৩.৯৬ সাল ২০১৫.
    (কারিগরী বোর্ড)..
    মোবাইল: 01728129106..।
    আমাকে দয়া করে জানাবেন প্লিজ ,,,
    Please call me,,,,,

    Reply
  13. মোছাঃ আরজেনা খাতুন
    পিতাঃ মোঃ আব্দুল কাফী মন্ডল
    মাতাঃ মোছাঃ মুঞ্জুয়ারা বিবি
    গ্রামঃ পুনট পুর্বপাড়া
    ডাকঘরঃ পুনট
    উপজেলাঃ কালাই
    জেলাঃজয়পুরহাট
    শিক্ষাগত যোগ্যতাঃ
    এস এস সি : GPA 3.00 ( রাজশাহী বোর্ড)
    এইচ এস সি: GPA 3.20( রাজশাহী বোর্ড)
    অনার্স:দ্বিতীয় বিভাগ ( জাতীয় বিশ্ববিদ্যালয়(গাজীপুর)
    মাস্টার্স: দ্বিতীয় বিভাগ (জাতীয় বিশ্ববিদ্যালয়(গাজীপুর)
    মোবাইল নং-০১৭৭৭৫৪৫৭৩৯
    আমাকে দয়া করে জানাবেন ।

    Reply
  14. নাম: তারেক মিয়া শিক্ষগত যোগত্তা সমমান এসএসি মার্ক2,87 ইউপি জয়কলস জেলা সুনামগঞ্জ বিভাগ সিলেট মোবাইল নাম্বার 01871721268

    Reply
  15. Name :Md Belayet Hosen
    Father ‘s Name :Md Habibur Rahman
    Mother ‘Name :Mst.Ferdousi Begum
    Post:Sidhla
    P.s:Gouripur
    Dist:Mymensingh
    Date of Birth :01/04/1999
    S.s.c:GpA 3.06
    PassingYear:2015
    H.s.c:GpA 2.50
    Passing year :2017
    Mobile number :01790777017

    Reply
  16. স্যার আমি ২৩/০৫/২০২৩ইং তারিখে জুনিয়র লোন অফিসার হিসেবে আবেদন করেছি এই ঠিকানায় আনসার ম্যানশন উত্তর সি আই ডি কলেজ রোট বরিশাল জোনাল অফিসে ভোলা লালমোহন থেকে করছিলাম আর কোন খবর পাইনি

    Reply

Leave a Comment