ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরীআহ্ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ফিল্ড অফিসার পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হচ্ছে।
চাকরির ধরণ | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | ইসলামী ব্যাংক |
ওয়েবসাইট | https://www.islamibankbd.com |
শূণ্যপদ | বিজ্ঞপ্তি দেখুন |
পদের সংখ্যা | অনির্দিষ্ট |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/সমমান |
আবেদনের শেষ তারিখ | ৩০ মে, ২০২৪ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
দেখে নিনঃ সকল বেসরকারি ব্যাংক নিয়োগ
ইসলামী ব্যাংক নিয়োগ ২০২৪
আবেদনের নিয়মঃ যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট (http://career.islamibankbd.com)-এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সাক্ষর, এসএসসি ও সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র আপলোড করার মাধ্যমে আগামী ৩০-০৫-২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আরো দেখতে পারেন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইসলামী ব্যাংকে চাকরির যোগ্যতা
বেতন স্কেলঃ ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী। শিক্ষানবিসকাল ০৬ (ছয়) মাস। শিক্ষানবিসকাল সন্তোষজনক ভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এসএসসি অথবা সমমান ডিগ্রী। বয়সঃ ২০ মার্চ ২০২২ ইং তারিখে ন্যুনতম ১৮ বছর এবং অনুর্ধ ৩০ বছর।
অবশ্যিকভাবে সাইকেল/মোটর সাইকেল চালাতে হবে এবং দেশের যেকোন গ্রামীন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের চাকরী দেশের যে কোন এলাকায় বদলীযোগ্য।
ইসলামি ব্যাংকে আমার চাকরি করার অনেক ইচ্ছা । আমি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছি । স্নাতকে আমার দ্বিতীয় বিভাগ । ফরম পুরন করার সময় 2nd Class দিয়েছি । তার নিচে একটা ঘর আছে যা Out Of CGPA । তখন তো আমাদের CGPA ছিল না, বিভাগ ছিল । আবার মাকস বসারও অপশন নাই । বিধায়, ঐ ঘরটা ফাঁকা রাখতে হচ্ছে । আবার ঐ ঘরটা ফাঁকা রেখে OK করলে আবার সম্পূর্ণ ফরমটা ফাঁকা হয়ে যায় ।
সবমিলিয়ে আমি আবেদন করতে পারছি না একটু Help Me 01943671713
ব্যাংকে যোগাযোগ করে দেখতে পারেন
আমি মাদ্রাসা থেকে ফাজিল কম্পলিট করছি।
ইসলামী ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক।
আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল ইসলামী ব্যাংকে জব করার এবং এখনো আছে আমি কমার্স গ্রুপ থেকে এসএসসি পাস করেছি এবং আমার বয়স হচ্ছে উনিশ আমি ইংলিশে এবং বাংলা ফিন্যান্স ব্যাংকিং অনেক ভালো স্টুডেন্টso আমার experience অনুযায়ি যদি জব দেওয়া হতো অনেক উপকার হতো
আমার একটা job অনেক প্রয়োজন!
যোগত্যাঃ এস.এস.সি পাশ
আমি ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করতে চাই আমি এসএসসি পাস করেনি কিন্তু জুন মাসে এসএসসি পরীক্ষা দিব আমার কি চাকরি হবে আমি 8 পাস করছি 3.50 নিয়ে
আমার একটা চাকরির খুব দরকার,এমবিএ ব্যবস্থাপনা বিষয়ে।
আমার একটা চাকরীর খুব প্রয়োজন।আমি এস এস সি পাশ
আমি একজন সেনা সদস্য।কিন্তু বয়স৩২ চাকুরী করতে চাই
কমার্স গ্রুপ থেকে এইচএসসি পাস করেছি একটা চাকরি খুঁজতেছি
আমি বিবিএ অনার্স পড়ছি,গ্রাজুয়েট complete করতে আর এক বছর বাকি আছে,আমি পাশাপাশি জব করতে চাই!
যদি হেল্প করতে পারতেন খুব উপকারিত হতাম।
experience :marketing job experience 2years
experience 2:Computer office application এর সমস্থ কাজ জানা আছে
কঠিন পরিশ্রম করতে ভালোবাসি,পরিশ্রম কে আমার পেশা হিসেবে দেখি এবং কাজে ১০০% সফলতা বয়ে আনার চেষ্টা করি।
mobile:01322786562
আস্সালামু আলাইকুম৷
বর্তমানে অনার্স ফাইনাল বর্ষে আছি।আমার এস,এস,সি আর এইচ এস সি পয়েন্ট জি পি এ ৭.৮৭ পয়েন্ট।আমার একটা চাকরি খুব দরকার।আমার জেলা ফেনী।আপনাদের ওইখানে যদি আমার কনো ধরনের সুযোগ থাকে, বা কেনো কাজে লাগবে বলে মনে হয় তাহলে আমারে সুযোগ দিতে পারেন।।
আলহামদুলিল্লাহ আমার উচ্চতা ৫.১১ ইন্সি।
আপনদের একান্ত দৃষ্টি আকর্ষণ করতেছি
০১৯৭৩৩৬৪৮৪২/ gmail:-razsymun796860@gmail.com
আপনাদের যেনো মর্জি হয় আমার কথা
আমি ইসলামী ব্যাংকে যে কোনো চাকরি করতে চাই।আমি ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ করেছি।দয়া করে আমাকে একটু সাহায্য করুন।
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স কম্প্লিট করেছি৷ আমি একটি চাকরি চাই৷
আমি সিকিউরিটি গাঢ এর চাকরি করতে চাই
যোগ্যতাঃ অনার্স পাশ
আসসালামুআলাইকুম,,
আমি মার্জিয়া আফরিন,
আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি,,সমাজবিজ্ঞান বিভাগ থেকে,,
আমার যোগ্যতা অনুযায়ী একটি হালাল চাকরি আপনাদের কাছে আশা করছি,,আর বাকিটা আল্লাহ ভরসা।।
Officials shahokari
আমার বয়স এখন 32 বছর আমি ইসলামী ব্যাংকের একটা পিয়নের চাকরি করতে চাই যোগ্যতা এইচ এস সি
আসসালামু আলাইকুম আমি ফাজিল ২ বছর রানিং ছাত্র। আমি ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ড থেকে যে কেনো চাকরি করতে রাজি ১০০% কুড়িগ্রাম জেলায় রৌমারী থানা থেকে বলতেছি আশা করি আপনারা আমাকে একটা চাকরি সুযোগ দিবেন ইনশাআল্লাহ এই অপেক্ষায় থাকলাম
যোগাযোগ মোবাইল নাম্বার 01730190877
আমি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (ডিগ্রী পাস) পাশ করেছি। তাহলে আমি বেসরকারি ব্যাংকে আবেদন করতে পারবো?
I like this website this site is very informative for the job seeker.
আমি ইসলামি ব্যাংকে মেসেঞ্জার পোষ্টে চাকরি করতে চাই, প্রাইম ব্যাংক এ মেসেঞ্জার পোষ্টে কাজ করি ৫বছর হয়েছে। আমি এইচ এস সি পাশ। কেউ দয়া করে চাকরিটা দিলে অনেক উপকার হবে আমার। ০১৫৩৮৩৮৭৩৫০
Ami apliction korecelam kunu colle paine security grud ar jono ami rtd army person