এফএইচপি এনজিওতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এম,আর,এ) উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল এবং ঢাকা জেলাসহ বাংলাদেশের যেকোন জেলা/উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | এফএইচপি এনজিও |
পদ | ০২টি |
পদের সংখ্যা | ১৭০ জন |
বয়স | ১৮-৩৪ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৬ ডিসেম্বর, ২০২১ |
আবেদন মাধ্যম | ডাকযোগ/কুরিয়ার |
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুই জন ব্যক্তির নাম ও পরিচয়) সহ স্বহত্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপিসহ আগামী ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান, মানবসম্পদ উন্নয়ন বিভাগ (এফএ) প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা অফিস- ব্লক এ, রোড-৩, বাড়ী নং ২৩৯, বনানী , রামপুরা, ঢাকা অথবা যেকোন শাখা অফিসে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে সরাসরি জমা দয়া যাবে।

এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
আমি চট্টগ্রাম থাকি আমি কি এসএসসি পাস করছি আমি কি আবেদন করতে পারব
আমি আবদুল্লাহ বাড়ি টেকনাফ জেলা কক্সবাজার আমি পরিবারের বড় আমার একটা চাকরির প্রয়োজন তাই না করবেন না মোবাইল ০১৮৬৫৬৬৪৮৪৮
আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2015 সালে।
আমি ময়মনসিংহ জেলায় বসবাস করি ।
আমি আবেদন করতে চাই।
কিভাবে আবেদন করবো ,,,, প্লীজ বলবেন।
আমার বয়স মাত্র ৩৫ বছর পাড় হয়েছে, আমি কি আবেদন করতে পারব। আমার বয়স ০১/১২/১৯৮৬
Kormosthole theke kaj korte parben.call detail.01636546736
Jakir hossen. Ami Dhaka thake. Ami monsigoj kag kor chai. 01690239342
আমি মইনুল ইসলাম তুষার,, কিভাবে আবেদন করবো প্লিজ জানাবেন কি?
বাসা ময়মনসিংহ
মোবাঃ০১৬১১-৬০২৫৬৪