চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১২ টি

👥 পদের সংখ্যা: ৫৫ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৫

৫৫টি পদে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত অর্গানোগ্রামভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরি দাতা প্রতিষ্ঠানচট্টগ্রাম সিটি কর্পোরেশন
ওয়েবসাইটhttps://ccc.org.bd
শূণ্যপদ৫৫টি
বয়সসীমা১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি-স্নাতক
আবেদনের শেষ তারিখ২৪ ডিসেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমঅনলাইনে

আরো দেখুন- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত অর্গানোগ্রামভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (https://jobccc.gov.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ৩০/১১/২০২৫ তারিখ সকাল ০৯:০০টা হতে; অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ সময়: ২৪/১২/২০২৫ তারিখ রাত ১১.৫৯ টা।

আবেদনের ঠিকানাঃ http://jobccc.gov.bd

e0a69ae0a69fe0a78de0a69fe0a697e0a78de0a6b0e0a6bee0a6ae e0a6b8e0a6bfe0a69fe0a6bf e0a695e0a6b0e0a78de0a6aae0a78be0a6b0e0a787e0a6b6e0a6a8 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a6ace0a6bfe0
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখুন-

Chattagram City Corporation Job Circular 2025

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয়তা, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক সংযুক্ত করতে হবে ।

সকল সনদের সত্যায়িত অনুলিপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ক্রটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে যোগাযোগের নির্ভুল ঠিকানা সম্বলিত স্ট্যাম্পসহ ফেরতখাম দিতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে আবেদন করতে হবে। লিখিত ও সাক্ষাৎকার গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

Leave a Comment