বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (MODC)

বিমান বাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলারঃ বাংলাদেশ বিমান বাহিনী আবারো অসংখ্য পদে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাহিনী নিয়োগ এমওডিসি, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ, বিমান বাহিনী নিয়োগ 2024 SSC, এমওডিসি ও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল জেলার প্রার্থীদের দরখাস্ত আহবান করা যাচ্ছে।

বিমান বাহিনী নিয়োগ 2024

বাংলাদেশ বিমান বাহিনীতে কিছুদিন পরপর নতুন সার্কুলার প্রকাশ করে থাকে। তবে তাদের অফিসিয়াল সাইটের সার্ভার দুর্বল হওয়ার কারণে বিজ্ঞপ্তি পেতে অনেকেরই বেশ সমস্যায় পড়তে হয়। তাই সবার আগে বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইটে নিয়মিত খোঁজ রাখুন।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরিডিফেন্স চাকরি
প্রতিষ্ঠানবাংলাদেশ বিমান বাহিনী
ওয়েবসাইটhttps://baf.mil.bd
পদের সংখ্যাঅসংখ্য জন
বয়সসীমা১৬-২১ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
আবেদনের শেষ তারিখ২২ এপ্রিল, ২০২৪
আবেদনের মাধ্যমঅনলাইন

আরো দেখুন- সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জুম করে দেখুন।

  • নাগরিকত্বঃ বাংলাদেশি পুরুষ নাগরিক
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ (মিনিমাম ২.০০ জিপিএ)
  • বয়সঃ ১৬-২১ বছর (০১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়
  • ওজনঃ বয়স ও উচ্চতানুযায়ী
  • চোখঃ ৬/৬ অথবা বিধি অনুসারে

আবেদনের ঠিকানাঃ https://joinairforce.baf.mil.bd/apply

বিস্তারিত জুম করে দেখুন-

বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (MODC)

আরো দেখতে পারেন-

বিমান বাহিনীতে নিয়োগ ২০২৪ MODC

শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল সহ অন্যান্য আরও বিস্তারিত দেখার জন্য নিচে দেয়া অফিসিয়াল সার্কুলারে দেখুন

পরীক্ষার বিষয়ঃ বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ওয়াচ/ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ।

টেকনিক্যাল ট্রেড-পুরুষঃ যে সকল প্রার্থীগণ সরকার কর্তৃক স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হয়েছেন সে সকল প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

নন-টেকনিক্যাল-পুরুষঃ জেলা থেকে আন্তর্জাতিক, যে কোন পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

এমটিওএফ -পুরুষঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী যেকোন ধরণের যানবাহন চালনায় অভিজ্ঞ ড্রাইভার অগ্রাধিকার পাবেন।

চিকিৎসা সহকারি- পুরুষ ও মহিলাঃ যেসকল প্রার্থীগণ ০৪ (চার) বছর মেয়াদী MATC কোর্স MATS থেকে সম্পন্ন করেছেন তারা অগ্রাধিকার পাবেন।

পিএফএন্ডডিআই ও প্রভোস্ট- পুরুষ ও মহিলাঃ চৌকস চালচালনে পারদর্শী এবং বিশেষ শর্ত পূরণকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।

আইটি সহকারি -পুরুষঃ আইটি ফিল্ডে অভিজ্ঞতা সম্পন্ন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদেকে অগ্রাধিকার দেয়া হবে।

বিমান বাহিনিতে আবেদনের শর্তাবলি

অনলাইন পদ্ধতিতে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশোধ করা হলেস রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী
কেন্দ্রে জমা দিতে হবে।

সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব-স্ব ইউনিয় পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা ৯ম বা তার উপরের গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনতে হবে।

উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট করতে হবে)। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বসব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।

স্থায়ী ঠিকানার প্রমাণ স্বরুপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

চাকরির সুযোগ-সুবিধা

বাংলাদেশের বিখ্যাত সব ইউনিভার্সিটি যেমন- বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ।

  • প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০ টাকা
  • প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য
  • পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ
  • বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ
  • নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ
  • ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ

বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ। এছাড়া সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

বিশেষ সতর্কতা

বাংলাদেশ বিমান বাহিনীতে, বিমান সেনা, এমওডিসি (এয়ার) পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনী ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তাবিখ ও স্থান অনুযায়ী ইউনিফরম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

কেউ আর্থিক লেনদেনসহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভূয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উৎঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

178 thoughts on “বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (MODC)”

    • আমি একজন বাংলাদেশর নাগরিক গাড়ি
      এ/সি এবং ইলেকট্রিক কাজ জানা আছে আমি বাংলাদেশ বিমান বাহিনী কাজ করতে চাই এবং আমার অনেক দিনে ইচ্ছা এর জন্য আমি কি করতে পারি কেউ সাহায্য করতে পারে ফোন নাম্বার 01626447888

      Reply
    • ভায়া আমি ভোকেশনাল থেকে ৪.৩৯ পাইসি আমি কি আবেদন করতে পারবো

      Reply
  1. আসসালামু আলাইকুম, আপনার লেখাটি খুবি ভালো লেগেছে।
    সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

    আমি আপনার মত টেবিল আমার সাইটে কিভাবে এড করতে পারি?

    Reply
  2. আসসালামু আলাইকুম স্যার আমি কর্মাস বিভাগের ছাএ। আমি নন টেকনিক্যাল আবেদন করতে পাচ্ছি না

    Reply
  3. আমি ভোকেশনাল (কারিগরি তে পরছি) আমি কি আবেদন করতে পাবরো কি

    Reply
      • ভাইয়া আমার দাঁতে হালকা সমস্যা আছে। একটা দাঁত নেই 😥😥।
        আমি টেকনিক্যাল -এ আবেদন করেছি। অন্য কোনো সমস্যা আমার নেই, ইনশাআল্লাহ। আমার হবার সম্ভাবনা কতটুকু।।। আর পরীক্ষার কেন্দ্র কি শুধু ঢাকাতেই

        Reply
          • এখানে বলা বয়স বলা হয়েছে ১৬ বছর ৫ মাস কিন্তু আমার বয়স ১৬ বছর ২ মাস। তাহলে আমি কি আবেদন করতে পারবো নাহ??

  4. আমার ফোনে এসএমএস আসে না যার কারণে ফরম পূরণ করতে পারতেছি না।

    Reply
  5. সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এই মাসের ২৯ তারিখে ১৬ হবে

    আমি কি আবেদন করতে পারবো??

    Reply
  6. ৫ তারিখ ১২ মাস ২০০২,,আমি কি আবেদন করতে পারবো,,,বলেন একটু

    Reply
  7. Non-Technical এ আবেদন করা যাচ্ছে না। এখানে নন-টেকনিকেল আসেই না

    Reply
  8. আমি মাদ্রাসা থেকে SSC পরিক্ষা দিয়েছি আমি আবেদন করতে পারবো

    Reply
  9. আসসালামু অলাইকুম
    বিমান বাহিনী এর ওয়েবসাইটে IT সহকারী এর আবেদন এর কোনো অপশন নেই।
    এটা কিভাবে করতে হবে।

    Reply
  10. স্যার আমি মেকানিক্যাল টেকনোলজি থেকে এস এস সি পাশ করছি। আমার রেজাল্ট ৪.৮৬ আমি কি আবেদন করতে পারবো

    Reply
  11. স্যর, আমার বয়স ২৪বছর ৭ মাস আমি কি এপ্লাই করতে পারবো

    Reply
  12. স্যার, নীলফামারী জেলা থেকে কোন পদে মেয়েদের আবেদন করা যাবে কি না??

    Reply
  13. আমি চশমা ব্যবহার করি। আমি কি কোনো পদে apply করতে পারব।

    Reply
  14. স্যার আমি ৫ ফিট ৪ ইঞ্চি লম্বা। বিজ্ঞান বিভাগ নিয়ে SSC পাশ করেছি। আমার বাড়ী বরিশাল জেলায়, আমি কি নন-টেকনিক্যালে আবেদন করতে পারবো?

    Reply
  15. টেকনিক্যাল সাইটে আমি অ্যাপলিকেশন করছি জেলা টাংগাইলে কত তারিখ এ পরীক্ষা হবে স্যার বলবেন।

    Reply
  16. আমার ভাই এইচএসসি পরীক্ষার্থী। যোগ্যতা সব আছ। কিন্ত, তার পায়ে হাঁটুতেদাগ আছে এবং কোনো প্রশিক্ষণ বা কিছই করেনি। আবেদনকরাযাব??

    Reply
  17. স্যার , যশোর জেলা থেকে আবেদন কারিদের পরিক্ষা কবে হবে আর কোথায় হবে

    Reply
  18. স্যার , যশোর জেলার থেকে আবেদন কারিদের পরিক্ষা কবে হবে আর কোথায়‍?

    Reply
  19. স্যার, আবেদনের পর আমি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবো কি না তা কি ভাবে বুঝতে পারবো

    Reply
  20. Vai amr samner dhat coti belai agat lege akta kalo spot pore halka ami ki apply korte parboo ar amr bois 19 id card aparbo vai

    Reply
  21. ভাই আর্স থেকে এসএসসি পাস করেছি আমি কি আবেদন করতে পারব

    Reply
  22. ভাইয়া এটার ড্যাট তো চলে গেছে কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে,আমি আর্স থেকে এসএসসি পাস করেছি এবং আমার বয়স ২৩। তাহলে আমি কি বিমান বাহিনীর কোনো পদে আবেদন করতে পারবো।আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে যদি বলতেন।

    Reply
    • জি পারবেন, নন টেকনিক্যাল পদে, পরবর্তী বিজ্ঞপ্তি কিছুদিন পর আসবে

      Reply
    • ভাই আমি এসএসসি কমাস এ গ্রেট পাস করছি। আমার বয়স 18 বছর ।আমি কি নন টেকনিক্যাল আবেদন করতে পারব।

      Reply
  23. ভাইয়া নন টেকনিক্যাল পদটা আসলে কি,এটাও কি এয়ার ফোর্স। নাকি অফিসিয়াল। যদি বলতেন।

    Reply
  24. ভাইয়া আপনি বললেন আর্স থেকে ২৩ বছর হলেও নন টেকনিক্যাল পদে দারানো যায়।কিন্তু বিমান বাহিনীর এক ভাই বললো যে নন টেকনিক্যাল এ বয়স লাগে সর্বচ্চ ২১ বছর।প্লিজ ভাইয়া বিস্তারিত বলবেন।

    Reply
  25. আচ্ছা পরিক্ষা কি নিজের স্থানীয় ঠিকানা জেটা জন্ম নিবন্ধন এ দেওয়া বা এস এস সি সার্টিফিকেটে দাওয়ে সেই জায়গার জেলায় দিতে হবে।
    আমার বাড়ি পাতারহাট জেলা বরিশাল।
    আমি কি বরিশাল পরিক্ষা দিবো

    নৌবাহীনি বা আর্মি বা বিমান বাহীনির জন্যা??

    Reply
  26. আসসালামু আলাইকুম
    আমার ssc 4.22 Hsc 4.58.
    আমি কি অফিসার ক্যাডেট এর অ্যাডমিন পদে আবেদন করতে পারবো।

    Reply
  27. ভাই এসএসসি পরীক্ষার সার্টিিকেট দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে

    Reply
  28. স্যার আমার এসএসসি GPA 4.39 বিজ্ঞান বিভাগ থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারবো ? আর কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবো

    Reply
  29. আমি ssc 2021 এ পরিক্ষা দিয়েছি। আমার বয়স ১৬ বছর ১০ মাস। আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  30. ভাইয়া , জিডি (পি) , লজিস্টিক/ এটিসি / এডিডব্লিউসি, এডমিন , ফিন্যান্স এসব শাখা সম্পর্কে বিস্তারিত বলুন।

    Reply
  31. ২২ বছর ৫ মাস ৯ দিন , SSC-3.71, HSC-3.71 উভয়বিভাগ মানবিক , সে কোনটাতে আবেদন করতে পারবে

    Reply
  32. পুরুষ 22 বছর ৫ মাস,SSC -4.00, HSC-3.71 উভয় মানবিক বিভাগ থেকে উচ্চতা-৫ ফিট ৭ ইঞ্চি ,বুকের মাপ-৩৪,ওজন- ৬৭ কেজি। সে কি কোনটাতে আবেদন করতে পারবে।

    Reply
  33. ভাইয়া আমি কি কক্সবাজার জেলা থেকে আবেদন করতে পারব,,,,,, বিমান সেনা পদে,,,,,

    Reply
  34. MODC এপ্লাই করার সুযোগ আছে। ভাতিজাকে এপ্লাই করতে চাই। জিপিএ 3.44 পেয়েছে। আবেদন করার সুযোগআছে ।

    Reply
  35. আমি SSC তে ৩.২৮ পাইছি। আমি কি কোন পদে আবেদন করতে পারবো? আর বয়স ২১ দয়া করে উত্তর টা দিয়েন প্লিজ 🙏🏻

    Reply
  36. আমি ২০২২ এর এইচ এস সি পরীক্ষার্থী। আমি কি আবেদন করতে পারবো?

    Reply
  37. MoDC পদে আবেদন শুরু কবে থেকে? আর কিভাবে করব বলেন একটু?

    Reply
  38. আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু
    স্যার আমি পঞ্চগড় জেলা থেকে বলছি
    আমি একজন মানবিক শাখার স্টুডেন্ট
    আমার জিপিএ এস এস সি ছিল 3.22/
    এইচ এস সি 3.50
    আমার জন্ম তারিখ 10 /02 /2000
    স্যার আমি কি কোনো পোস্টে এপ্লাই করতে পারব ?

    Reply
  39. স্যার আমি ইন্টার বিজ্ঞান বিভাগ থেকে ৪ঃ৩৩পাইচি আমার বয়স মার্চ মাসের ৪ তারিখে ২২ হবে উচ্চতা ৫ঃ৫” ইন্জি আমি কি আবেদন করতে পারবো

    Reply
  40. সার modc তে সারভার এতো সমস্যা কেনো.. ৩ দিন যাবত পেইজে নিতেছে না যারা এপ্লিকেশন করে নাই তাদের কি হবে এখন আমি নিজেই করি নাই

    Reply
  41. আমার জন্ম তারিখ ০১/০২/২০০১
    বয়সসীমা অনুযায়ী কি আমি বাংলাদেশ বিমানবাহিনীর কোনো পদে এপ্লাই করতে পারবো?…..
    আর আমার স্কিনে কাটা একটা দাগ আছে,এতে কি অযোগ্য বলে ধরা হবে?
    দয়াকরে উত্তরটা জানাবেন..

    Reply
  42. আমি বিমান বাহিনী প্লেয়ার পোস্ট-এ আবেদন করেছি । মাঠ কবে হবে??? যদি জানাতেন খুব উপকার হতো!!

    Reply
  43. ভাই সার্কুলারে দেওয়া আছে ১ থকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আপনি লিখেছেন যে ৯ নবেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ৯ নবেম্বর পর্যন্ত কি আবেদন করা যাবে ভাইয়া??

    Reply

Leave a Comment