বিমান বাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলারঃ বাংলাদেশ বিমান বাহিনী আবারো অসংখ্য পদে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাহিনী নিয়োগ এমওডিসি, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ, বিমান বাহিনী নিয়োগ 2024 SSC, এমওডিসি ও বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য নির্দিষ্ট পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল জেলার প্রার্থীদের দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বিমান বাহিনী নিয়োগ 2024
বাংলাদেশ বিমান বাহিনীতে কিছুদিন পরপর নতুন সার্কুলার প্রকাশ করে থাকে। তবে তাদের অফিসিয়াল সাইটের সার্ভার দুর্বল হওয়ার কারণে বিজ্ঞপ্তি পেতে অনেকেরই বেশ সমস্যায় পড়তে হয়। তাই সবার আগে বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইটে নিয়মিত খোঁজ রাখুন।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি | ডিফেন্স চাকরি |
প্রতিষ্ঠান | বাংলাদেশ বিমান বাহিনী |
ওয়েবসাইট | https://baf.mil.bd |
পদের সংখ্যা | অসংখ্য জন |
বয়সসীমা | ১৬-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/এইচএসসি/এসএসসি |
আবেদনের শেষ তারিখ | ১৫/১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আরো দেখুন- সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জুম করে দেখুন।
- নাগরিকত্বঃ বাংলাদেশি পুরুষ নাগরিক
- শিক্ষাগত যোগ্যতাঃ নিচে দেখুন-
- বয়সঃ ১৬-২১ ও ২০-৩০/৩৫ বছর (১৯-১২-২০২৪ তারিখে) বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়
- ওজনঃ বয়স ও উচ্চতানুযায়ী
- চোখঃ ৬/৬ অথবা বিধি অনুসারে
আবেদনের ঠিকানাঃ https://joinairforce.baf.mil.bd/apply
বিস্তারিত জুম করে দেখুন-
আরো দেখতে পারেন–
- বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বিমান বাহিনীতে নিয়োগ ২০২৪ MODC
শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল সহ অন্যান্য আরও বিস্তারিত দেখার জন্য নিচে দেয়া অফিসিয়াল সার্কুলারে দেখুন।
পরীক্ষার বিষয়ঃ বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা (এসএসসি সমমানের), ডাক্তারী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ওয়াচ/ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি) এবং ব্যাগ বহন করা নিষিদ্ধ।
টেকনিক্যাল ট্রেড-পুরুষঃ যে সকল প্রার্থীগণ সরকার কর্তৃক স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হয়েছেন সে সকল প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
নন-টেকনিক্যাল-পুরুষঃ জেলা থেকে আন্তর্জাতিক, যে কোন পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
এমটিওএফ -পুরুষঃ বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী যেকোন ধরণের যানবাহন চালনায় অভিজ্ঞ ড্রাইভার অগ্রাধিকার পাবেন।
চিকিৎসা সহকারি- পুরুষ ও মহিলাঃ যেসকল প্রার্থীগণ ০৪ (চার) বছর মেয়াদী MATC কোর্স MATS থেকে সম্পন্ন করেছেন তারা অগ্রাধিকার পাবেন।
পিএফএন্ডডিআই ও প্রভোস্ট- পুরুষ ও মহিলাঃ চৌকস চালচালনে পারদর্শী এবং বিশেষ শর্ত পূরণকারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
আইটি সহকারি -পুরুষঃ আইটি ফিল্ডে অভিজ্ঞতা সম্পন্ন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদেকে অগ্রাধিকার দেয়া হবে।
বিমান বাহিনিতে আবেদনের শর্তাবলি
অনলাইন পদ্ধতিতে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) পরিশোধ করা হলেস রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী
কেন্দ্রে জমা দিতে হবে।
সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। উক্ত সনদ স্ব-স্ব ইউনিয় পরিষদ/মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার অথবা ৯ম বা তার উপরের গ্রেডের সরকারি কর্মকর্তার নিকট হতে আনতে হবে।
উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট করতে হবে)। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বসব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র।
স্থায়ী ঠিকানার প্রমাণ স্বরুপ জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।
চাকরির সুযোগ-সুবিধা
বাংলাদেশের বিখ্যাত সব ইউনিভার্সিটি যেমন- বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ।
- প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০ টাকা
- প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য
- পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ
- বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ
- নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ
- ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ
বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ। এছাড়া সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
বিশেষ সতর্কতা
বাংলাদেশ বিমান বাহিনীতে, বিমান সেনা, এমওডিসি (এয়ার) পদে কেবলমাত্র সংবাদপত্রে এবং বিমান বাহিনী ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত তাবিখ ও স্থান অনুযায়ী ইউনিফরম পরিহিত এবং পরিচয়পত্র বহনকারী টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়। ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
কেউ আর্থিক লেনদেনসহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করা যেতে পারে। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভূয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উৎঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
aply kora jana kno??
Ami korte cai
ভায়া আমি আবেদন করছি কোন মাসে মাঠ জানাবেন প্লিজ
Ami to 2023er bacth cilam
Ami ki appley korte parbo
আমি একজন বাংলাদেশর নাগরিক গাড়ি
এ/সি এবং ইলেকট্রিক কাজ জানা আছে আমি বাংলাদেশ বিমান বাহিনী কাজ করতে চাই এবং আমার অনেক দিনে ইচ্ছা এর জন্য আমি কি করতে পারি কেউ সাহায্য করতে পারে ফোন নাম্বার 01626447888
Ame SSC exam a 4.96 peyesi . Inter 2nd year a porasona kore,ame ki abedon Korte parbo ?
ভায়া আমি ভোকেশনাল থেকে ৪.৩৯ পাইসি আমি কি আবেদন করতে পারবো
আসসালামু আলাইকুম, আপনার লেখাটি খুবি ভালো লেগেছে।
সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।
আমি আপনার মত টেবিল আমার সাইটে কিভাবে এড করতে পারি?
ধন্যবাদ, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেবিল ব্যবহার করুন
পেমেন্ট ২০০ করা লাগে আপনি ভুল তথ্য দিয়েছেন
জি স্যার, ঐটা পুরনো বিজ্ঞপ্তির
Onk golo vol.. Ssc r hsc buje naa.
সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কত? মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কত দরকার?
আসসালামু আলাইকুম আমি একজন বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ বিমান বাহিনী কাজ করতে চাই এবং আমার অনেক ইচ্ছে এর জন্য কি করতে পারি কেউ সাহায্য করতে পারো আমার এই নাম্বার এ 01645823015
Vaiya sohokari doctor hisabe ki apply korte parbo???
Ssc:4.73
Passing year :2017
Hsc:4.75
Passing year :2020
Hum
ভাই জেলার নাম তো আসে না
আচ্ছা আমি চাঁদপুরের নাগরিক আমি আবেদন করতে পারবো.??
নন টেকনিক্যাল আবেদন করা যাচ্ছে না স্যার
কি সমস্যা দেখাচ্ছে সেটা তো বলতে হবে স্যার
Vaiya NON Technical Astece na,,,sudu Technical ase ar onno gula ase,,,
সার্ভার সমস্যা হতে পারে
Ki vabe abandoned korbo
আমি একজন বাংলাদেশর নাগরিক গাড়ি
এ/সি এবং ইলেকট্রিক কাজ জানা আছে আমি বাংলাদেশ বিমান বাহিনী কাজ করতে চাই এবং আমার অনেক দিনে ইচ্ছা এর জন্য আমি কি করতে পারি কেউ সাহায্য করতে পারে ফোন নাম্বার 01626447888
Vaia married der jonno ki kono post aca? Pls ans
আছে তো, কিছু বিজ্ঞপ্তিতে দেয়া থাকে। খেয়াল রাখবেন
ভাই মাঠ কতো তারিখে,প্লিজ একটু বলবেন স্যার,
আসসালামু আলাইকুম আমি রাব্বি আমি কমার্স নিয়ে ৩ঃ৯৪ পেয়েছি আমি কি apply korta parbo plz akto bolben
পারবেন স্যার
আসসালামু আলাইকুম ভাই। আমি কমাস বিভাগ থেকে ৩.৫৬ পেয়েছি আমি কি এপলাই করতে পারব?
Vai akta job den
SSC তে 4.22
HSC তে 4.67 আমি কি এপলাই করতে পারব
cypher Assistant ki technical naki non-technical subject ata ki aktu clear korben vai plz?
আসসালামু আলাইকুম স্যার আমি কর্মাস বিভাগের ছাএ। আমি নন টেকনিক্যাল আবেদন করতে পাচ্ছি না
আপনার রেজাল্ট ৩.৫ থাকতে হবে
এটাতে কি SSC পাশ এ এপ্লাই করতে পারব।তাংঃNovember 10 2021
না স্যার
5 ফুট 4-5 ইঞ্চি উচ্চতায় ছেলেরা নন – টেকনিক্যল আবেদন করতে পারবে??
কতো তারিখ পরিক্ষা স্যার
bro September amar 24 years boyos hobe,, so ami ki non- technical apply korte pari,plz bro janaben,
জি স্যার আবেদন করতে পারবেন (২৭ মার্চ, ২০২২ এর আগে ২৪ থাকলেই হবে)
result 4.41
তাহলে পরে আবার চেষ্টা করুন, হবে
আমি ভোকেশনাল (কারিগরি তে পরছি) আমি কি আবেদন করতে পাবরো কি
জি পারবেন
ভাইয়া আমার দাঁতে হালকা সমস্যা আছে। একটা দাঁত নেই 😥😥।
আমি টেকনিক্যাল -এ আবেদন করেছি। অন্য কোনো সমস্যা আমার নেই, ইনশাআল্লাহ। আমার হবার সম্ভাবনা কতটুকু।।। আর পরীক্ষার কেন্দ্র কি শুধু ঢাকাতেই
দাঁতের জন্য সমস্যা হবে না স্যার, পরীক্ষা ঢাকায়
এখানে বলা বয়স বলা হয়েছে ১৬ বছর ৫ মাস কিন্তু আমার বয়স ১৬ বছর ২ মাস। তাহলে আমি কি আবেদন করতে পারবো নাহ??
Hobe na
আমার ফোনে এসএমএস আসে না যার কারণে ফরম পূরণ করতে পারতেছি না।
সার্ভারে সমস্যা হতে পারে, আবার চেষ্টা করুন
সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এই মাসের ২৯ তারিখে ১৬ হবে
আমি কি আবেদন করতে পারবো??
জি পারবেন
আসসালামু আলাইকুম
আমি আবেদন করতে চাচ্ছিলাম
কিন্তু……
৫ তারিখ ১২ মাস ২০০২,,আমি কি আবেদন করতে পারবো,,,বলেন একটু
জি অবশ্যই পারবেন
নন টেকনিক্যাল ট্রেড টা দেখাচ্ছে না কেনো ?
টেকনিক্যাল সমস্যা হতে পারে, ঠিক হয়ে যাবে
Non-Technical এ আবেদন করা যাচ্ছে না। এখানে নন-টেকনিকেল আসেই না
অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে
amar bun 5.2″ lomba…..manobik age 19…seki kunu post a apply korte parbe
জি প্রভোস্ট ও পিএফডিআই পদে আবেদন করতে পারবেন
বিমান বাহিনীর লিখিত পরিক্ষা কোথায় হয়?
পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা
Last date koba apply er amr jonmo 2005 er 13 November ami ki apply korte prbo??
আমি মাদ্রাসা থেকে SSC পরিক্ষা দিয়েছি আমি আবেদন করতে পারবো
জি পারবেন
আসসালামু অলাইকুম
বিমান বাহিনী এর ওয়েবসাইটে IT সহকারী এর আবেদন এর কোনো অপশন নেই।
এটা কিভাবে করতে হবে।
অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে
টেকনিক্যাল থেকে অনেক বড় পোস্ট পাওয়া পসিবল কি???
পাওয়া যেতে পারে, আগেই বলা যাচ্ছে না স্যার
স্যার আমি মেকানিক্যাল টেকনোলজি থেকে এস এস সি পাশ করছি। আমার রেজাল্ট ৪.৮৬ আমি কি আবেদন করতে পারবো
জি স্যার পারবেন
Vai ami kishoregonj jilar. Non technical apply korte chacchi..ami ki apply korte parbo
বিজ্ঞপ্তিতে দেখেন স্যার, কিশোরগঞ্জ জেলা আছে নাকি
স্যর, আমার বয়স ২৪বছর ৭ মাস আমি কি এপ্লাই করতে পারবো
জি স্যার, চিকিৎসা সহকারি পদে আবেদন করতে পারবেন
স্যার, নীলফামারী জেলা থেকে কোন পদে মেয়েদের আবেদন করা যাবে কি না??
নন-টেকনিক্যাল পদে করতে পারবেন স্যার
পটুয়াখালী থেকে করা যাবে??
জি নন-টেকনিক্যাল এ পারবেন স্যার
টেকনিক্যাল থেকে এপ্লাই করা যাবে না
District ashe na kno??
সার্ভার সমস্যা হচ্ছে হয়ত, অপেক্ষা করুন
ভাইয়া পয়েন্ট ৩.৩৩ হলে আবেদন করা যাবে???
এমটিওএফ পদে আবেদন করতে পারবেন
আমি চশমা ব্যবহার করি। আমি কি কোনো পদে apply করতে পারব।
দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে স্যার
৬/৬ বলতে কি বুজাইছে
চোখে কোন সমস্যা থাকলে হবে না স্যার
আমি কি বিমান আবেদন করতে পারবো ssc . 4.83 আছে ।
ভাইয়া আমার উত্তর টা দিলেন না?
স্যার আমি ৫ ফিট ৪ ইঞ্চি লম্বা। বিজ্ঞান বিভাগ নিয়ে SSC পাশ করেছি। আমার বাড়ী বরিশাল জেলায়, আমি কি নন-টেকনিক্যালে আবেদন করতে পারবো?
জি পারবেন স্যার, বয়সটা দেখে নেন
ভাইয়া ,,,,, আমি এস এস সি পরীক্ষা দিয়েছি আমি কি আর আবেদন করতে পারবো
স্যার এপ্লাই করা যাচ্ছে না।
বেশি লোড পড়ায় সার্ভার সমস্যা হচ্ছে
টেকনিক্যাল সাইটে আমি অ্যাপলিকেশন করছি জেলা টাংগাইলে কত তারিখ এ পরীক্ষা হবে স্যার বলবেন।
১২ সেপ্টেম্বর, ২০২১ থেকে শুরু হবে স্যার
আমার ভাই এইচএসসি পরীক্ষার্থী। যোগ্যতা সব আছ। কিন্ত, তার পায়ে হাঁটুতেদাগ আছে এবং কোনো প্রশিক্ষণ বা কিছই করেনি। আবেদনকরাযাব??
সমস্যা নেই, আবেদন করতে পারবেন
স্যার , যশোর জেলা থেকে আবেদন কারিদের পরিক্ষা কবে হবে আর কোথায় হবে
পরীক্ষা ঢাকায় হবে, তারিখ বিজ্ঞপ্তিতে দেখুন
ধন্যবাদ স্যার
স্যার , যশোর জেলার থেকে আবেদন কারিদের পরিক্ষা কবে হবে আর কোথায়?
২২ সেপ্টেম্বর থেকে ঢাকায়
স্যার, আবেদনের পর আমি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারবো কি না তা কি ভাবে বুঝতে পারবো
আপনার সবকিছু ঠিক থাকলে পরীক্ষা দিতে পারবেন
Amar 3.22 ,, ami ki abadon korta parbo
যেই পদে ৩ চাইছে, সেটাতে পারবেন স্যার
Vai amr samner dhat coti belai agat lege akta kalo spot pore halka ami ki apply korte parboo ar amr bois 19 id card aparbo vai
জি ভাই আবেদন করতে পারবেন
ভাই চোখের ক্ষমতা ৬/৬ বলতে কি বুজানো হইছে
ফুল পাওয়ার, কোন চশমা যেন না লাগে
ভাই হচ্ছে না ত কি করা
শেষ দিকে চাপ বেশি পড়ে, তাই সার্ভার সমস্যা হচ্ছে স্যার
Apply kora jacche na kno…………
Server problem hote pare, wait korun
ভাই আমি কি কালকে আবেদন করতে পারব
জি পারবেন
ভাই আর্স থেকে এসএসসি পাস করেছি আমি কি আবেদন করতে পারব
ই
জি স্যার দুইটা পদে করতে পারবেন
ভাই এটার মাঠ কোথায় হবে
ঢাকায়
অন্য কোথাও কি হবে না ভাই
কি বিষয়ে বলছেন?
আবেদন করতে কি লাগে একটু বলবেেন
apply now অপশনে যান তাহলেই দেখতে পাবেন
আবেদন করতে কি লাগে একটু বলবেন
নাম, মোবাইল নম্বর ইত্যাদি
স্যার এই সারকুলারের মাঠ কবে হবে
১২ সেপ্টেম্বর,২০২১ থেকে
ভাইয়া পয়েন্ট ৩.৩৩ হলে আবেদন করা যাবে???
পারবেন ভাইয়া, একটি পদে
ভাইয়া এটার ড্যাট তো চলে গেছে কিন্তু আমি এটা জানতে চাচ্ছি যে,আমি আর্স থেকে এসএসসি পাস করেছি এবং আমার বয়স ২৩। তাহলে আমি কি বিমান বাহিনীর কোনো পদে আবেদন করতে পারবো।আর পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে যদি বলতেন।
জি পারবেন, নন টেকনিক্যাল পদে, পরবর্তী বিজ্ঞপ্তি কিছুদিন পর আসবে
ভাই আমি এসএসসি কমাস এ গ্রেট পাস করছি। আমার বয়স 18 বছর ।আমি কি নন টেকনিক্যাল আবেদন করতে পারব।
ভাইয়া নন টেকনিক্যাল পদটা আসলে কি,এটাও কি এয়ার ফোর্স। নাকি অফিসিয়াল। যদি বলতেন।
ভাইয়া আপনি বললেন আর্স থেকে ২৩ বছর হলেও নন টেকনিক্যাল পদে দারানো যায়।কিন্তু বিমান বাহিনীর এক ভাই বললো যে নন টেকনিক্যাল এ বয়স লাগে সর্বচ্চ ২১ বছর।প্লিজ ভাইয়া বিস্তারিত বলবেন।
বয়স অনেক সময় ২৬ পর্যন্ত নেয়, বিজ্ঞপ্তি বের হলে বলা যাবে
আচ্ছা পরিক্ষা কি নিজের স্থানীয় ঠিকানা জেটা জন্ম নিবন্ধন এ দেওয়া বা এস এস সি সার্টিফিকেটে দাওয়ে সেই জায়গার জেলায় দিতে হবে।
আমার বাড়ি পাতারহাট জেলা বরিশাল।
আমি কি বরিশাল পরিক্ষা দিবো
।
নৌবাহীনি বা আর্মি বা বিমান বাহীনির জন্যা??
জি আপনার নিকটস্থ স্থানের নাম দিবেন
মাঠে কি কি কাগজপএ লাগবে??
টেকনিক্যাল ট্রেড
আসসালামু আলাইকুম
আমার ssc 4.22 Hsc 4.58.
আমি কি অফিসার ক্যাডেট এর অ্যাডমিন পদে আবেদন করতে পারবো।
Sir Amar ssc GPA 3.83 Ami Kun pode abeason Korte parbo
ভাই এসএসসি পরীক্ষার সার্টিিকেট দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে
স্যার আমার এসএসসি GPA 4.39 বিজ্ঞান বিভাগ থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারবো ? আর কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবো
আমি ssc 2021 এ পরিক্ষা দিয়েছি। আমার বয়স ১৬ বছর ১০ মাস। আমি কি আবেদন করতে পারবো?
ভাইয়া , জিডি (পি) , লজিস্টিক/ এটিসি / এডিডব্লিউসি, এডমিন , ফিন্যান্স এসব শাখা সম্পর্কে বিস্তারিত বলুন।
চশমা ব্যবহার করলে, এপলাই করতে পারবো?
২২ বছর ৫ মাস ৯ দিন , SSC-3.71, HSC-3.71 উভয়বিভাগ মানবিক , সে কোনটাতে আবেদন করতে পারবে
পুরুষ 22 বছর ৫ মাস,SSC -4.00, HSC-3.71 উভয় মানবিক বিভাগ থেকে উচ্চতা-৫ ফিট ৭ ইঞ্চি ,বুকের মাপ-৩৪,ওজন- ৬৭ কেজি। সে কি কোনটাতে আবেদন করতে পারবে।
SARE AMI SSC TE GPA 2.67 PAICE AMI KI BIMAN BAHINITE APPLICATION KORTE PARBO
না স্যার
ভাইয়া আমি কি কক্সবাজার জেলা থেকে আবেদন করতে পারব,,,,,, বিমান সেনা পদে,,,,,
MODC এপ্লাই করার সুযোগ আছে। ভাতিজাকে এপ্লাই করতে চাই। জিপিএ 3.44 পেয়েছে। আবেদন করার সুযোগআছে ।
আমি SSC তে ৩.২৮ পাইছি। আমি কি কোন পদে আবেদন করতে পারবো? আর বয়স ২১ দয়া করে উত্তর টা দিয়েন প্লিজ 🙏🏻
অনেক পদেই পাবেন, পদ দেখে রেজাল্ট মিলিয়ে নেন
আমি ২০২২ এর এইচ এস সি পরীক্ষার্থী। আমি কি আবেদন করতে পারবো?
MoDC পদে আবেদন শুরু কবে থেকে? আর কিভাবে করব বলেন একটু?
ভাই অামি ssc & hsc Science থেকে ৪.৮৯&৪.৭৫ পাইছি অামি কিহ apply korbooo
করতে পারেন
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু
স্যার আমি পঞ্চগড় জেলা থেকে বলছি
আমি একজন মানবিক শাখার স্টুডেন্ট
আমার জিপিএ এস এস সি ছিল 3.22/
এইচ এস সি 3.50
আমার জন্ম তারিখ 10 /02 /2000
স্যার আমি কি কোনো পোস্টে এপ্লাই করতে পারব ?
স্যার আমি ইন্টার বিজ্ঞান বিভাগ থেকে ৪ঃ৩৩পাইচি আমার বয়স মার্চ মাসের ৪ তারিখে ২২ হবে উচ্চতা ৫ঃ৫” ইন্জি আমি কি আবেদন করতে পারবো
আমার এসএসসি তে higher math এ A- আমি কি আবেদন করতে পারবো?
ami korte chai. Thanks for Sharing
আমি কিভাবে টাকা পাঠাবো, একটু বলবেন স্যার
Sir ami 5’7″ ssc 3’56 ami ki apply korte parbo r kon side Apply korte parbo plz bolen🥺
সার modc তে সারভার এতো সমস্যা কেনো.. ৩ দিন যাবত পেইজে নিতেছে না যারা এপ্লিকেশন করে নাই তাদের কি হবে এখন আমি নিজেই করি নাই
আমার জন্ম তারিখ ০১/০২/২০০১
বয়সসীমা অনুযায়ী কি আমি বাংলাদেশ বিমানবাহিনীর কোনো পদে এপ্লাই করতে পারবো?…..
আর আমার স্কিনে কাটা একটা দাগ আছে,এতে কি অযোগ্য বলে ধরা হবে?
দয়াকরে উত্তরটা জানাবেন..
জি পারবেন
৫১ এন্ট্রি কবে দিবে
আমি বিমান বাহিনী প্লেয়ার পোস্ট-এ আবেদন করেছি । মাঠ কবে হবে??? যদি জানাতেন খুব উপকার হতো!!
স্যার ডিপ্লোমা দিয়ে এপ্লাই করা যাবে
ভাই সার্কুলারে দেওয়া আছে ১ থকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আপনি লিখেছেন যে ৯ নবেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ৯ নবেম্বর পর্যন্ত কি আবেদন করা যাবে ভাইয়া??
সার্কুলার তো একাধিক
Vaiya chittagong take koi jon nibe