বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ অনেকেই বুরো বাংলাদেশ এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি -এর অপেক্ষায় ছিলেন। তাদের জন্য সুখবর যে, বুরো বাংলাদেশ আবারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অন্যান্য সকল এনজিওর বিজ্ঞপ্তি আমরা সবার আগে পাবলিশ করে থাকি।

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২৪

বুরো বাংলাদেশ এর মাধ্যমে ক্ষুদ্র ঋণ, মাইক্রো-ক্রেডিট, সঞ্চয় ও স্বাস্থ্য সেবাসহ সকল কার্যক্রম সারা দেশব্যাপী প্রধান কার্যালয় ও শাখা অফিসের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগ্রহী পুরুষ/মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাসকল জেলা
চাকরিএনজিও চাকরি
প্রতিষ্ঠানবুরো বাংলাদেশ
পদের সংখ্যাঅসংখ্য
শিক্ষাগত যোগ্যতাবিএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ২১ ও ১০ মার্চ, ২০২৪
আবেদনের মাধ্যমইমেইল/অনলাইন

আরো দেখুন- সকল এনজিও চাকরির খবর একসাথে

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024

বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ উন্নয়ন সহযোগি এর সহযোগিতায় বিভিন্ন জেলায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ সেবা প্রদানের উদ্দেশ্য প্রকল্পভূক্ত জেলা সমুহের বিভিন্ন শাখায় এবং আঞ্চলিক কার্যালয়ে নিম্নোক্ত জরুরীভিত্তিতে লোক নিয়োগ করা হবে।

আবেদনের ঠিকানাঃ www.bdjobs.com

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের ঠিকানাঃ careers@burobd.org

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া দেখতে পারেন-

বুরো বাংলাদেশ নিয়োগ

পদের নামসমূহঃ হেলথ সুপারভাইজার, মেডিকেল এসিসট্যান্ট, হেলথ ট্রেইনার, মেডিকেল অফিসার
পদ সংখ্যাঃ ৭,৩,১,৬ টি
চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক

অভিজ্ঞতা ও শর্তাবলি

  • সরকার অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/স্নাতক/এমবিবিএস সনদধারী
  • স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে কমপক্ষে ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা
  • প্রশিক্ষণ মডিউল, হ্যান্ড আউট ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ উপকরণ তৈরীর দক্ষতা
  • আইইসি ও বিসিসি উপকরণ উন্নয়ন তৈরীর দক্ষতা
  • অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন, পরিচালনা ও সহায়তাকরণের সক্ষমতা
  • কর্মী তত্তাবধান, ফলোআপ ও কর্মী উন্নয়ন সক্ষমতা এবং স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পরিবীক্ষণ করার সক্ষমতা থাকতে হবে
  • প্রতিবেদন তৈরী, ডকুমেন্টেশন ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে
  • অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য
  • বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই

কর্মস্থলঃ প্রকল্পভুক্ত এলাকার যেকোন আঞ্চলিক কার্যালয়
বেতনঃ সর্ব সাকুল্যে ৪০,০০০ টাকা, এছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্ধ অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন

বুরো বাংলাদেশ একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, যা বুরো বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এবং দাতা সংস্থা এর সহায়তায় “নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মসূচী”-তে জরুরীভিত্তিতে নিচে উল্লেখিত পদ সমূহে লোক নিয়োগ করা হবে।

পদসমূহঃ ট্রেইনার-হেলথ এন্ড হাইজিন (৫ জন), প্রকল্প মনিটর (৭ জন), প্রকল্প ইঞ্জিনিয়ার (১ জন), ম্যাসেঞ্জার (১ জন)

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি

ট্রেইনার-হেলথ এন্ড হাইজিন পদের জন্য মাঠ-পযায়ে অবস্থান করে পানি ও পয়নিষ্কাশন সংক্রান্ত প্রকল্পে প্রশিক্ষক হিসাবে স্বনামধন্য প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। এছাড়াও প্রশিক্ষণ-কারিকুলাম ও মডিউল প্রণয়ন এবং উপকরণ তৈরী এবং স্বাধীনভাবে প্রশিক্ষণ আয়োজন ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।

প্রকল্প মনিটর পদের জন্য মাঠ পর্যায়ে অবস্থান করে ভাল প্রতিষ্ঠানে পানি ও পয়নিষ্কাশন বিষয়ক কর্মসূচী সংক্রান্ত প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন বিষয়ক কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় টুলস সম্পর্কে বাস্তব জ্ঞান ও স্বাধীনভাবে সকল প্রতিবেদন ইংরেজী বাংলায় তৈরী করার অভিজ্ঞতা থাকতে হবে।

প্রকল্প ইঞ্জিনিয়ারকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত নিরাপদ পানি ও স্বাস্থাসম্মত ল্যাট্রিন তৈরী করণে সদস্যদেরকে ওরিয়েন্টেশন প্রদান, স্থাপনা নিমার্ণের মান বাচাইসহ পানির গুনগত যান পরীক্ষার কাজে স্বনামধন্য প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

ম্যাসেঞ্জারকে দৈনন্দিন অফিস ব্যবস্থাপনা, ফাইলিং যাবতীয় অফিস ইকুইপমেন্ট দেখাশোনা করাসহ অনান্য দাপ্তরিক কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে

সকল পদের প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, সকল পদের প্রার্থীদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, ০২ কপি রঙিন ছবি (জীবনবৃত্তান্তের ডান পাশে), জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ফটোকপি সংযুক্ত করে বাড়ী নং ১২/এ, রোড নং ১০৪, ব্ল সিইএন (এফ), গুলশান-২, ঢাকা-১২১২ এই ঠিকানায় বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে প্রেরণ করতে হবে।

বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিলের ও নিয়োগ সংক্রান্ত বিষয়ের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

66 thoughts on “বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

  1. I’m buro foundation ngo job my important my family members my: neam Arif Hossain my: father’s neam Abdul Sattar my: mother’s neam mazuma begum. my 4 brothers. 2 sisters.lm bekar my job khob dorkar pls my job help me? my address: Sachar,Kochua, Chandpur.
    Mobile:01820948350

    Reply
      • যারা আগে সফলকার সহিত বুরো বাংলাদেশে চাকরি করেছেন তারা কি আবেদন করতে পারবে।দয়া করে জানাবেন।

        Reply
        • সফলতার সহিত চাকরি সমাপ্তির পর এইচ আর থেকে ক্লিয়ারেন্স পেয়ে, নিজ ইচ্ছেতে চাকরি নেয়া কর্মিরা কি আবার আবেদন করতে পারবে।

          Reply
      • আসসালামু আলাইকুম আমি এইচ এস সি পাশ এবং ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ৮ম পর্বে আছি এপ্রিলে ফাইনাল রেজাল্ট হবে আমি আবেদন করতে পারবো?এবং কিভাবে আবেদন করবো?

        Reply
      • Ami appply korbo kintu. Cv ta liktay parta ci na…. Plz ameka Cv ekta Demo den to…… Amar upokar hobay……

        Reply
      • ভাই কর্মসূচী সংগঠক পদে বুরোতে যে নিয়োগ দেয়া হয়েছে তাতে কার বরাবর বা মাধ্যমে আবেদন বা কভার লেটার লিখতে হবে বলা নাই,। জানা থাকলে বলবেন কী কার বরাবরে লিখতে হবে।

        Reply
    • আপনার ইংরেজি দেখে ১০০% চাকরি কনফার্ম হইয়া গেছে

      Reply
  2. ““বুরো বাংলাদেশ আর বুরো ফাউন্ডেশন কি একই প্রতিষ্টান । আমার মনে হয় এটা ভুয়া নিয়োগ

    Reply
  3. পদবী অফিস সহকারী আমি 2004 সালে দাখিল পাশ করি জিপিএ 1.67 এখন আমার বর্তমান বয়স 32, বছর

    Reply
  4. বুরো ফাউন্ডেশন বাংলাদেশ আর বুরো বাংলাদেশ এনজিও কি একঐ প্রতিষ্ঠান কতটুকু সত‍্য।আমার বয়স 36বছর 3মাস এইচ এস সি পাশ।কোন পদে দরখাস্ত করতে পারবো।দয়া করে বলবেন।

    Reply
    • আসলে আমরা পত্রিকা থেকে বিজ্ঞপ্তি দেই, সত্য মিথ্যা যাচাই করে নিবেন

      Reply
          • স্যার আমি স্নাতক পাশ এবং কম্পিউটারের ৬মাসের সাটিফিকেট আছে। আমি কম্পিউটারে ৭ বছর কাজ করছি। আমাকে যদি আপনার প্রতিষ্টানে নিয়োগ দিতেন ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিলে আমি চাকরি করব। ০১৭৪১৩৮৭০৫৫

      • ২০০৬ সালে দাখিল,২০০৭ আলিম,২০১২ তে বি,এ পাশ করি,ব্রাকে প্রজেক্ট অফিসার হিসেবে ২বছর কাজ করি,বর্তমানে ঔষধ কোম্পানিতে আছি, এখন আমি কি আবেদন করতে পারি,তাও আবার নিজ এলাকা কুতুবদিয়ায়।দয়া করে জানাবেন।

        Reply
  5. বুরো ফাউন্ডেশন বাংলাদেশ আর বুরো বাংলাদেশ এনজিও কি একই প্রতিষ্ঠান কতটুকু সত‍্য।আমি এইচ এস সি পাশ বয়স36বছর 3মাস।কোন পদে দরখাস্ত করতে পারবো। বলবেন দয়া করে।

    Reply
  6. আমি এবার অটোফাস করেছি,, আমি কি আবেদন করতে পারবো।

    Reply
  7. আমি ১৯৯৯ সালে এইচ এস সি পাস করেছি।আমি কি এপ্লাই করতে পারব।

    Reply
  8. সিলেক্ট হওয়ার পর রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে বলছে কতটা বিশ্বাস যোগ্য?

    Reply
  9. ব্যুরো ফাউন্ডেশন ভুয়া,,,,
    আমার থেকে ১৫৮০ টাকা নিছে
    কিন্তু নিয়োগ পএ পাঠায়েছে,,,,
    সবাই বলছে এটা ভুয়া,,,,
    আপনি একটু খোঁজ নিয়ে দেখে জানাবেন?

    Reply
  10. ওরা টাকা চাইলো তো। টাকা না পাঠালে নিয়োগ পএ দিতো না। নিয়োগ পএ দিছে। এখনও কি এটা ভুয়া হতে পারে? ওরা বললো ব্যুরো বাংলাদেশ এর সাথে ওদের কোনো সম্পর্ক নেই।

    Reply
  11. সফলতার সহিত চাকরি সমাপ্তির পর এইচ আর থেকে ক্লিয়ারেন্স পেয়ে, নিজ ইচ্ছেতে চাকরি নেয়া কর্মিরা কি আবার আবেদন করতে পারবে।

    Reply
  12. ভাই সাহেব এখানে যিনি পোস্ট করেছেন তিনি এই burofoundation ই-মেইল দিয়েছেন।
    আবার বুরো লগো সহ যেই সার্কুলার কপিটি
    সেখানে দেয়া আছে এই careers ই-মেইল টি
    এখন কোনটাতে মেইল করবো প্লিজ হেল্প

    Reply
  13. আমি মিতা দাশ। আমি ইসলামের ইতিহাস নিয়ে MA পাস করছি। বতর্মান আমার বয়স ৩০ হতে ৭ দিন বাকি। আমি কি কোন NGO জব পেতে পারি?

    Reply
  14. আপনারা কি যোগযোগ ছাড়া লোক নেন না।আমি অনেক আবেদন করেছি একটি কাড আসে নি।কেন?

    Reply
  15. মনিটরিং অফিসার এর কাজ কি নির্দিষ্ট একটি শাখায় নাকি বিভিন্ন শাখা ভিজিট করা

    Reply
  16. আপনারা জামানত কত টাকা নেন ,,,,এবং এটা কি ভাবে নেন বলেন?

    Reply
    • চাকরি পেতে কোন টাকা লাগে না, কেউ টাকা চাইলে বুঝবেন তারা প্রতারক চক্র

      Reply
      • আমি বাইসাইকেল চালাতে পারি না কিন্তু বিজ্ঞাপনে দেখি বাইসাইকেল চালায় কাজ করা বাধ্যতামূলক তাহলে আমি কি এপ্লাই করতে পারবো না???

        Reply
  17. পেশকার হাট বাজার ফরাশগঞ্জে লালমোহন ভোলা
    মহিম ডিজিটাল স্টুডিও
    ০১৭২৮৫৫১৩১৩

    Reply
  18. ভাই আমি জয়েন করতে চাই। বুরো বাংলাদেশের লোন অফিসার পদে।কিন্তু এর last date কখন বলবেন plz।

    Reply
  19. প্রথম আলোতে প্রকাশিত বুরো বাংলাদেশ নামক এনজিওতে কর্মসূচী সংগঠক পদে নিয়োগ দিয়েছে, কিন্তু কোন প্রকার মাধ্যম বলে নি যে, কার বরাবর আবেদন বা কভার লেটার লিখতে হবে?

    যদি কারও জানা থাকে যে কার বরাবর আবেদন করতে হবে?
    জানালে উপকৃত হতাম।

    Reply

Leave a Comment