বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Bombay Sweets Company Job Circular 2022: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপপ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেড-এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে নিম্নোক্ত শর্তসাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক।
বম্বে সুইটস নিয়োগ ২০২২
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
কোম্পানি | বম্বে সুইটস |
পদ | ২টি |
পদের সংখ্যা | অনির্দিষ্ট |
বয়স | ১৮-৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ৩০ মার্চ, ২০২২ |
বম্বে সুইটস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বিক্রয় প্রতিনিধিঃ স্টেশনারি, মুদি ও টংসহ সব ধরণের দোকান থেকে অর্ডার নেয়া ও অর্ডারকৃত পণ্যের সরবরাহ নিশ্চত করা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও পণ্য সজ্জা (মার্চেনডাইজিং)।
- শূণ্যপদঃ বিক্রয় প্রতিনিধি
- যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি পাশ (স্নাতক পাশ অগ্রাধিকার দেওয়া হবে)
- অভিজ্ঞতাঃ প্রযোজ্য নয়, তবে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
ইন্টারভিউয়ের তারিখ | ০১-০৩-২০২২ থেকে ০৯-০১-২০২২ |
সময় | সকাল ৯ঃ০০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে |
স্থান | ক-৬৩, কুড়াতলী (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে), খিলক্ষেত. ঢাকা-১২২৯ |
মোবাইল | ০১৭১৩-০৭৮৬২০ |
কর্মস্থল | বাংলাদেশের যেকোন জেলা |
সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা, দোকান থেকে প্রিন্ট করা সাম্প্রতিক তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও ভোটার আইডি কার্ড/জন্য সনদের ফটোকপিসহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জোন-ইনচার্জঃ বিক্রয়কর্মীদের পারফর্মেন্স মনিটর করার মাধ্যমে বন্টনকৃত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, বাজারে পণ্যের উপস্থিত ও প্রদর্শন নিশ্চিত করা, নির্দিষ্ট পণ্য সমূহের বাজার ভাবনা নিরুপণ করে পরিবেশক নিয়োগ করা।
- শূণ্যপদঃ জোন-ইনচার্জ
- যোগ্যতাঃ নূন্যতম স্নাতক পাশ
- অভিজ্ঞতাঃ স্বনামধন্য কোন ভোগ্যপণ্য প্রস্তুতকারী (এফএমসিজি) প্রতিষ্ঠানে সমপদে নুন্যতম দুই বছরের অভিজ্ঞতা
- বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
- আবেদনের শেষ তারিখঃ ৩০-০৩-২০২২ ইং
- কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন স্থানে
সাম্প্রতিক তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি, পূর্ণাঙ্গ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, ভোটার আইডি কার্ড ও অভিজ্ঞতার সনদপরের ফটোকপিসহ আবেদন করার জন্য অনুরোধ করা হল। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

আরো দেখুন-
- সকল পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- এনজিও চাকরি ২০২২ সকল এনজিও চাকরির খবর
- চাকরির ডাক পত্রিকা প্রকাশ ০১ জুলাই ২০২২
- স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- জাকস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Bombay Sweets Company Job Circular 2022
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিন্ড ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং-এর পর, নির্বাচিত প্রার্থীদেরকে উপরে উল্লেখিত স্থানে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
জোন-ইনচার্জ এর জন্য বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ বায়োডাটাতে উল্লিখিত ফোন নাম্বারে জানানো হবে। বাংলাদেশের যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। প্রার্থীদের ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার সময় সরকারী স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে রাখুন