বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১৮ টি

👥 পদের সংখ্যা: ৬৪ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৫

৬৪টি পদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত অস্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
সংস্থাবাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
ওয়েবসাইটbjri.gov.bd
পদের সংখ্যা৬৪ জন
বয়স১৮-৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা৫ম-স্নাতক
আবেদনের শেষ তারিখ৯ ও ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আবেদনের মাধ্যমটেলিটক অনলাইন

দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা

পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৫

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী ০৯/১৭-০৯-২০২৫ তারিখ থাকবে।

আবেদনের ঠিকানাঃ http://bjri.teletalk.com.bd

e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a6aae0a6bee0a69f e0a697e0a6ace0a787e0a6b7e0a6a3e0a6be e0a687e0a6a8e0a6b8e0a78de0a69fe0a6bfe0a69fe0a6bfe0a689e0a69f e0a6a8e0a6bfe0a6afe0
নোটিশ

বিজ্ঞপ্তি-১

bjri job circular 2025 1
bjri job circular 2025 2
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-১

বিজ্ঞপ্তি-২

আবেদনের ঠিকানাঃ মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭ বরাবর

bjri job circular 2025
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি-২

আরো দেখতে পারেন-

Bangladesh Jute Research Institute Job Circular 2025

১। প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।

২। মুদ্রিত/হাতে লেখা কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

৩। আগামী নির্দিষ্ট তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ এর মধ্যে হতে হবে।

৪। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৫। জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

Leave a Comment