সম্প্রতি ৩৩৮টি পদে বাংলাদেশ রেলওয়ে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিজ্ঞপ্তিতে সকল পদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কিছু জেলা ব্যতীত সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে।
রেলওয়ে নিয়োগ ২০২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রকল্প পরিচালকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। মাসিক সাকুল্য বেতনে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নে পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বিবরণ উপস্থাপন করা হল।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
নিয়োগ দাতা প্রতিষ্ঠান | বাংলাদেশ রেলওয়ে |
ওয়েবসাইট | http://www.railway.gov.bd |
পদের সংখ্যা | ৩৩৮ জন |
বয়স | ১৮-৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ২৮ আগস্ট, ২০২৪ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ রেলওয়ের নিচে বর্ণিত রাজস্থখাভূক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে ডাকযোগে আবেদন আহবান করা যাচ্ছে। পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নামঃ নিচে দেখুন
পদের সংখ্যাঃ ৩৩৮ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি থেকে স্নাতক পাশ
বেতন স্কেলঃ গ্রেড অনুযায়ী
আবেদনের ঠিকানাঃ br.teletalk.com.bd
আরো দেখতে পারেন-
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ সেনাবাহিনী (আর্মি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
Railway Job Circular 2024
যে সকল প্রার্থীর বয়স ১ সেস্টেম্বর তারিখে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন।
তবে, যে সকল মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ২৫ মার্চ তারিখে ৩২ বছর পূর্ণ হয়েছে, আবেদনের যোগ্য হবেন। প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
যদি কোন প্রার্থী কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরুপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
আবেদনকৃত প্রার্থীগণের মধ্যে হতে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। ক্ষেত্রমতে, প্রার্থীগণের লিখিত পরীক্ষা/পরীক্ষাসমূহের ফলাফল অনুযায়ী প্রস্তুতকৃত মেধাক্রমের ভিত্তিতে উপযুক্ত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অগ্রগণ্য হবে।
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
বিজ্ঞাপন প্রকাশের তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। কেবলমাত্র মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ছেলে-মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর।
বিভাগীয় প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে টেলিটকের ওয়েবসাইট-এ আবেদন করতে হবে। তবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
উল্লেখিত ৭(সাত) ক্যাটাগরির নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকপ্পের মেয়াদ শেষে পদসমূহ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং নিয়োগ পত্রই অব্যহতিপত্র হিসেবে গণ্য হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও কোটা অনুসরণ করা হবে।
লিখিত ও মোখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদ সৃজন, পদোন্নতি, অবসর, মৃত্যু প্রভৃতি কারণে পদের সংখ্যা কম/বেশি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
উপজাতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য/এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মুলকপি এবং সত্যায়িত অনুলিপির এক কপি সঙ্গে আনতে হবে।
আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মুল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত দরখাস্ত সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদন্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মুল কপি এবং আবেদনকারী কোন মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউপ্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মুল কপিসহ মুক্তিযোদ্ধার সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণ পত্রের মূল কপি জমা দিতে হবে।
প্রার্থী কোন রেলওয়ে কর্মচারীর পোষ্য (পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যুন ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হয়েছে এরকম কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে) হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) সম্পর্ক উল্লেখ পূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতিস্থাক্ষরসহ প্রত্যয়ণ পত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে।
Nice post and good information.
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধণ্যবাদ
স্যার গাইবান্ধা জেলা থেকে আবেদন করলে কোথায় পরিক্ষা দিতে হবে
ঢাকা
স্যার গাইবান্ধা জেলা থেকে আবেদন করলে কোথায় পরিক্ষা দিতে হবে
Dhaka
স্যার আমি আবেদন করছি।এখন কিভাবে বুঝবো আমার আবেদন সঠিক হয়েছে কিনা?
Ata ki akhono ache vai
জি আছে, নতুন বিজ্ঞপ্তি
আবেদন কি ভাবে করব।
এটা কি স্থগিত করা হয়েছে, জানাবেন দয়া করে।
না স্যার, স্থগিত করা হয়নি
ভাই এসএসসি পাস করছি আমি কি আবেদন করতে পারবো??
স্নাতক লাগবে স্যার
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ জনের নিয়োগের wirless operator এর এক্সাম কবে হবে?
কয়েক মাস দেরি হবে স্যার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ পরীক্ষা কবে হবে?
সময় হলে মেসেজ পাবেন
Hello sir, i’ve passed hsc can i apply
আসসালামুয়ালাইকুম আমি কিভাবে চাকরি সার্কুলার পেতে পারি?
নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে চাকরির ভাইভা তারিখ কতদিন পরে আসে?
বাংলাদেশ রেলওয়ে সার্কুলার বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা। সেটা কবে দিবে???
দিবে, অপেক্ষা করুন
কবে দিবে
যোগাযোগ করতে পারেন
ভাই সেনবাহিনীর কি সৈনিক পদে নিয়োগ দিবে ১০,০০০?? ট
অপেক্ষা করেন স্যার, দিবে
sir
কতো দিনে দিবে ভাইয়া সেটা কি বলতে পারবেন??
অপেক্ষা করুন
জানালে ভালোই হতো
Vai update job circular den…!
R date expired circular remove korle valo hoto
জি স্যার, সকল আপডেট দেয়া হচ্ছে
সহকারি স্টেশিন মাস্টার পদে গত কয়েক মাস পূর্বে যখন নিয়োগ দিছিল তখন আবেদন করেছিলাম। এখন কি পুনরায় আবেদন করা লাগবে? জানালে খুশি হব।
না স্যার, আর আবেদন করতে হবে না
ভাই সেনবাহিনীর কি সৈনিক পদে নিয়োগ দিবে ১০,০০০??
ভূমি অফিস এর পরবর্তী নিয়োগ কবে হতে পারে?
হলে আমাদের এখানে পাবেন
Ami to SSC pass korsi & akon ami diploma Engineering porsi 7 semester.ami ke apply korta parbo??
আমি শারিরিক প্রতিবন্দী
শেষ করে পরে আবেদন করতে পারবেন স্যার
Rellwaya ta poyensmen ar kaj ki
চট্টগ্রাম রেলওয়ে চাকরি আছে
টেলিটক সিম নাই এখন কি করবো?
যার আছে তার সাথে যোগাযোগ করেন
নতুন নিয়োগটাতে বিজ্ঞান বিভাগ ছাড়া কি আবেদন করতে পারবে না???
না স্যার
pointsman circular e application korechi goto December e but ekono kunu sms ase ni….eta ki sthogito cilo…na agher gula sob badh deya hoiche…notun kore apply korte hobe na ki bhai…plz janaben..
মেসেজ আসবে, ৪-৫ মাস সময় লাগে স্যার, নতুন করে আবেদন করা লাগবে না
Vaiya khalasi pod ar written exam kobe hobe janen ki
এসএসসি পাস রেলওয়ে গ্রেইটম্যান ট্যাফিক পদে আবেদন করতে পারব বয়স ২৫
আমি এইচ এস সি পাশ করেছি।আমিও এপ্লিকেশন করতে চাই।
জি করুন
Karonta ki bhaijan..🤔
অসংখ্য ধন্যবাদ। এভাবে ভবিষ্যতেও তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা।
ধন্যবাদ স্যার
স্যার নৌবাহিনীর নিয়োগ কবে দিবে
ভাই আগের যেই সার্কুলার টা ছিলো পয়েন্টসম্যান পদে ওটায় আবেদন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক আমার ফোনে এখনো পরিক্ষার জন্য এসএমএস আসে নি
ভাইয়া ঠিক কবে আসবে বা কবে ডাক পরবে যদি এমন কিছু যেনে থাকেন অবশ্যই বলবেন
ধন্যবাদ।
অপেক্ষা করেন আসবে
ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ
গেইট ম্যান (ট্রাফিক) এর পরীক্ষার প্রবেশ পত্র কোথায় থেকে সংগ্রহ করবো?
প্রবেশপত্র কীভাবে পাবো?
website
কাস্টমস নিয়োগ পরিক্ষা কবে হবে?
আচ্ছা স্যার আবার কবে দেওয়া হবে রেলওয়ে চাকরির আবেদন টার সময় আর SSC শিক্ষা যোগ্যতা হবে স্যার
Booking assistant er exam ta kobe hote pare?
আমার একটু পায়ে সমস্যা হাটা হাটি করতে পারি সমস্যা হয় না, আমার কি কোনো চাকরি হবে স্যার