সাধারণ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৫১৮ পদে আনসার বাহিনীর নতুন খবর 2023: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Sadharon Ansar Job Circular 2023) অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার

তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন । আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।

চাকরির ধরণসরকারি চাকরি
জেলাউল্লেখিত জেলা
নিয়োগ দাতা প্রতিষ্ঠানসাধারণ আনসার
ওয়েবসাইটansarvdp.gov.bd
শূণ্যপদসাধারণ আনসার ব্যাটালিয়ন
পদের সংখ্যা৫১৮ জন
বয়স১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/জেএসসি/এইচএসসি
আবেদনের শেষ তারিখ০৭ নভেম্বর, ২০২৩
আবেদনের মাধ্যমঅনলাইনে (লিংক নিচে)

দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

নতুন কোন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এখানে সংযুক্ত করা হবে। নতুন সব সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন, ধন্যবাদ। বিজ্ঞপ্তিটি অফিসিয়াল দেখতে আনসার ভিডিপির ওয়েবসাইটে ভিজিট করুন।

  • আবেদন প্রক্রিয়া শুরুঃ ০২-১১-২০২৩ ইং
  • আবেদনের শেষ তারিখঃ ০৭-১১-২০২৩ ইং
  • আবেদনের ঠিকানাঃ ansarvdp.gov.bd
সাধারণ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সাধারণ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

সাধারণ আনসার নিয়োগ ২০২৩

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশৃংখল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর ৩৫০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিচের ছকে বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় অঙ্গীভূত করা হবে। উল্লেখ্য নিয়ােগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ বছর সন্তোষজনক চাকরির পর স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যােগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে।

মােবাইলে এসএসএস এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে যােগদান করতে হবে।

  • বয়সঃ ১৮-২২ বছর
  • শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/৮ম স্কুল সার্টিফিকেট পাশ
  • শারীরিক যোগ্যতাঃ উচ্চতা- ৫ ফুট ৬/৪ ইঞ্চি, বুকের মাপ- ৩০/৩২, দৃষ্টি শক্তি- ৬/৬

প্রথমিক বাছাইয়ের সময়সূচি

অনিবার্য কারণবসত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে, বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মোবাইল মেসেজের মাধ্যমে অবহিত করা হবে।

সাধারণ আনসারে আবেদনের নিয়ম

ইউনিয়ন ভিজিটাল সেন্টার UDC অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট (ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্র পুরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ০২-১১-২০২৩ রাত ১২ঃ০০ ঘটিকা হতে ০৭-১১-২০২৩ রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে।

টাকা জমাদানের শেষ সময় ০৭-১১-২০২৩ বিকাল ০৬ঃ০০ টা পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যোগাযোগ করতে হবে । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে ।

যাচাই-বাছাইয়ে অংশ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
  • খ) জাতীয় পরিচয়পত্রের মূল কলি
  • গ) চারিত্রিক সনদপাত্রের মূল কপি
  • ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
  • ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশান ডকুমেন্টের মুল কলি
  • চ) ক থেকে ৬ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
  • ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।

অঙ্গীভৃত হওয়ার পর সুযোগ-সুবিধা

  • ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০/- টাকা এবং পার্বত্য এলাকায় ১৪,২০০/- টাকা ভাতা প্রাপ্য হবেন
  • খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে
  • গ) দুই ইউনিট রেশন ভর্তুকি সুল্যে প্রদান করা হবে
  • ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

130 thoughts on “সাধারণ আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩”

  1. স্যার আমাকে কি ২০২০ সালে Jsc পাশে সাধারণ আনসার বাহিনী নিয়োগ দেওয়া যাবে স্যার

    Reply
  2. আদাব স‍্যার,আমি সাধারন আনসার এ এপল‍াই করতে চাই।আমার কি কি প‍্রয়োজন?

    Reply
      • আমি ৪২ দিন ট্রেনিং করছি গাজিপুর সফিপুর একাডেমীতে, ৪২ রাউন্ড গুলি ছুরছি,,,আমার এস্মাট কাট পাই নাই,, আমার বয়স প্রায় ৩০ হবে। গত তারিখে লাইনে দারাইছি হয় নায়,, কি ভাবে কি করব যদি বলতেন

        Reply
      • ভাই আমি সাধারন আনসার বাহিনিতে রোগ দিতে চাই কিন্তু আমার জাতীয় পরিচয় পত্র নাই আমি এখনো ভোটার হয়নি আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো সেটা কি কায্যকর হবে

        Reply
  3. স্যার আমি ৪২ দিনের ট্রেনিং দিয়ে ছিলাম,আমি একজন অংগিভুত আনসার।আমার এস্মাট কারট পাই নাই গত মাসে লাইনে দারাইছি হয় নায়,

    Reply
  4. সাধারন আনসার কি মূলত কোনদিন সরকারি হয়?

    Reply
  5. স্যার ,আমাদের কুমিল্লা থেকে যদি কোন আনসার সার্কুলার থাকে, তাহলে আমাকে একটু জানায়েন, ধন্যবাদ স্যার।

    Reply
  6. বান্দরবান জেলা লামা উপজেলা থেকে কি আবেদন করা যাবে নাকি এই নিয়োগ টাতে আর এইটাতে না গেলে ও সামনে আার কখন নিয়োগ দিবে বান্দরবান জেলার জানাবেন

    Reply
  7. ভাই আমার সার্টিফিকেট ভোটার আইডি সব জায়গাতে বয়স ঠিক আছে কিন্তু আমার জন্ম নিবন্ধন মেন কপিতে ঠিক নেই

    Reply
  8. ভাই জাতীয় পরিচয় পত্র নাই আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো

    Reply
  9. ভাই আমি সাধারন আনসার বাহিনিতে যোগ দিতে চাই কিন্তু আমার জাতীয় পরিচয় পত্র নাই আমি কি জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবো সেটা কি গ্ৰ্যহনযগ্য হবে

    Reply
  10. ভাই এই সার্কুলারে কোন কোন জেলা আবেদন করতে পারবে??? যেগুলো বর্ণিত আছে শুধু কি সেগুলোই করতে পারবে??? আর নেত্রকোণা জেলার কোন কোটা আছে কি??? আর যদি নাই থাকে দু তিনটা সার্কুলার চলে গেছে নেত্রকোণা থেকে নেয়নি কেন???? জানতে চাই প্লিজ

    Reply
  11. আমার বাসা ফরিদপুরে আমি কি এপ্লাই করতে পারবো। please bolin tu

    Reply
  12. সাধারণ আনসার আবেদন করবো দুকানে গেছি কিন্তু হয় না কেন আমার বয়স 30 চলে উথোয়াইমং মারমা

    Reply
  13. ভাই আমার আব্বু মুক্তিযোদ্দা আমার ভাইয়ে আবেদন করতে পারবনি এখন করা যাবেনি

    Reply
  14. 2022 জানুয়ারি মাসে নিয়োগ নাই রাঙ্গামাটি জেলা থেকে ভাইয়া জানতে পারি

    Reply
  15. আমার জন্ম ৯ অক্টোবর ২০০৫ আমি কি আবেদন করতে পাবর

    Reply
  16. আমি 200 টাকা পেমেট করেছি এখনো কোড নামবার আসেনি কেন রাঙ্গামাটি থেকে 01568730638এই নামবার

    Reply
  17. সার্ভার বন্ধ,,, কখন খোলা হবে,,,
    সার্ভার বন্ধ থাকলেতো আবেদন করতে পারব না,,,,
    দয়াকরে বলবেন কখন সার্ভার খোলা হবে

    Reply
  18. 19/03/2022/আজকে বলে খাগড়াছড়ি রাঙ্গামাটি নোটিশ দেবে এখনো দেইনি কি সমস্যা যানতে পারি

    Reply
  19. স্যার আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে SSC ও HSC পাশ করেছি আমি কি আবেদন করতে পারব?

    Reply
  20. আমি কি আবেদন করতে পারব, আমার কিন্তু ভোটার আই দি কার্ড নাই

    Reply
  21. আমার বয়স ২৮/০৩/২০২৩ এ ২২ বছর হবে আমি কি ২০২৩ সালে আবেদন করতে পারবো স্যার

    Reply

Leave a Comment