শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ঃ শক্তি ফাউন্ডেশন সম্প্রতি আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিডিজবস/ডাকযোগে আবেদন করতে পারবেন। এবারের সার্কুলারে বেশ কিছু জনবল নিয়োগ দেয়া হবে।
শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২৫
নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন “শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি ক্ষুদ্রঋণ সংস্থা, যা দীর্ঘদিন ধরে থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্ধক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ (SME) এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | শক্তি ফাউন্ডেশন |
ওয়েবসাইট | shakti.org.bd/career |
শূণ্যপদ | ৫১৫ জন |
বয়স | ১৮-৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ৩১ জানুয়ারি, ২০২৫ |
আবেদনের মাধ্যম | ডাকযোগ |
এখনি দেখুন– সকল এনজিও চাকরির খবর
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শক্তি ফাউন্ডেশন ফর উইমেন একটি ক্ষুদ্রঋণ সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮) যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভাগ ও জেলাসমুহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র উদ্যোগ ঋণ এবং হেলথ কার্যক্রমে নিম্নোক্ত পদের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলীঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ০২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং রেফারেন্স হিসেবে আত্নীয় নন এমন দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বরসহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী ৩১-০১-২০২৫ ইং তারিখের মধ্যে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর//৪, রোড নম্বর/১ (মেইন রোড), ব্লকএ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬

আরো দেখুন-
- রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদ- ১৬৬৫টিHot
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫০টি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৫৫টি
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, পদঃ ৪২৪টিHot
Shakti Foundation NGO Job Circular 2025
১-৯ নং (০৫ নং ব্যতীত) পদের জন্য প্রতি ৫ বছর অন্তর কর্মী এককালীন ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে স্টাফ রিটেনশন বোনাস পাবেন। ১-৪ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখা সমুহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে পাহাড়ী ভাতা প্রদান করা হবে।
সংস্থার পলিসি অনুযায়ী ভাতা, বছরে ২ টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ী করণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িতৃকালীন সময়ে দুর্ঘট নাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী, কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান।
নারী কর্মীদের জন্য মাতৃত্ব কালীন ছুটি ০৬ (ছয়) মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্ব কালীন ছুটি ৭ (সাত) দিন। কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।
সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা। সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা ।
আমি ব্র্যাক এন জি ও তে ১৩ বছরের ও অন্যান্য এন জি ও তে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে। আমি চাকরি করতে চাই।
অভিজ্ঞতা ছাড়া কোনো চাকরি তে নিতে চাই না তাহলে আমরা যারা নতুন চাকরির জন্য আবেদন করি খুব কমই চাকরি হয়,, নতুনদের চাকরির সুযোগ না দিলে অভিজ্ঞতা কি ভাবে হবে
Md.gazi rahman
Md.atower rahman
Vill-hili, post-laldigi fatapur, than-pirgonj,dist-rangpur.
Mob-01723074505
আমি ব্র্যাকে চার বছর ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থাতে ষোল বছর চাকুরী করেছি।মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় একটি প্রোজেক্টে কাজ করতাম।ঐ প্রোজেক্টে কুষ্টিয়া জেলায় কুমারখালি উপজেলার দায়িত্বে ছিলাম।আমাকে কি একটি চাকুরী দেওয়া যায়। মোবাইল নং ০১৭১৮০৫১৪১৮
কম্পিউটার অপারেটর হিসাবে ১২ বছরের অভিজ্ঞতা আছে
Thik
আবেদন কারী সিভি মেইল করলে সে কি ভাবে বুঝবেন যে তার মেইলটি সংস্থা পেয়েছেন, একটা ছোট রিপ্লাই দেয়া যেতে পারে।
আমি আশা করেছিলাম, আমাদের খুব তাড়াতাড়ি ডাকবেন।
আমি প্রান আর.এফ. এল (মসলা) গ্রুফ এ ৫ বছর ৩ মাস চাকুরী করছি।এখন আমি শক্তি ফাউনডেশনে চাকুরী করতে চাই।আমি আমার সিভি নিম্ন লিখিত ঠিকানায় গত১৯/১১/২২ পাঠিয়েছি কিনতু জবাব পাইনি।
আমি এইসএসসি এক্সাম দিলাম
বয়স ১৮
ঠিকানা নোয়াখালী হাতিয়া
কম্পিউটার চালানোর অভিঙ্গাতা আছে
আমি কোন জব করতে পারবো
আমি এইসএসসি এক্সাম দিলাম
বয়স ১৮
ঠিকানা নোয়াখালী হাতিয়া
কম্পিউটার চালানোর অভিঙ্গাতা আছে
আমি কোন জব করতে পারবো
মোবাঃ ০১৮২৯৭০১৪৩৫
আমি ডিগ্রি পাশ আমার কোন কাজ হবে ০১৭৭০৮৬০৮৮২
কোন পত্রিকায় প্রকাশ করেছে জানালে উপকৃত হতাম
বাংলাদেশ প্রতিদিন