📁 পদ ক্যাটাগরি: ২৬ টি
👥 পদের সংখ্যা: ৩৮ জন
⏰ আবেদনের সময় বাকি: ৩ দিন
📅 আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৫
৩৮টি পদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর রাজস্বখাতে নিম্নবর্ণিত শূণ্যপদসমূহ পূরণের জন্য জাতীয় বেতনস্কেল অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://pib.teletalk.com.bd) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা | সকল জেলা |
| প্রতিষ্ঠান | প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) |
| ওয়েবসাইট | https://pib.gov.bd |
| পদের সংখ্যা | ৩৮ জন |
| বয়স | ১৮-৪৫ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম-স্নাতকোত্তর |
| আবেদনের শেষ তারিখ | ২৩ নভেম্বর, ২০২৫ |
| আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
PIB Job Circular 2025
আবেদনের সময়সীমাঃ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২.১১.২০২৫ তারিখ সকাল ১০:০০টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩.১১.২০২৫ তারিখ বিকাল ০৫:০০টা।
বিজ্ঞপ্তির পিডিএফ ও আবেদনের ঠিকানাঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://pib.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


প্রার্থীর যোগ্যতা যাচাই
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে-
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(গ) আবেদনকারী কোন কোটায় আবেদন করলে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি ও Online এ পূরণকৃত আবেদনপত্রর কপি (Applicant’s copy);
উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।