প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

📁 পদ ক্যাটাগরি: ১২ টি

👥 পদের সংখ্যা: ৩১০ জন

আবেদনের সময় বাকি: সময় শেষ

📅 আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৫

৩১০টি পদে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। পিসিডি (PCD) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান। PKSF এবং ব্যাংক-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পিসিডি এনজিও নিয়োগ ২০২৫

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানপ্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি)
ওয়েবসাইটhttps://pcdbd.org
পদের সংখ্যা৩১০ জন
বয়সসর্বোচ্চ ১৮-৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ১১ সেপ্টেম্বর, ২০২৫
আবেদন মাধ্যমডাকযোগ/কুরিয়ার/সরাসরি

পিসিডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের ঠিকানাঃ আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১১-০৯-২০২৫ ইং-এর মধ্যে সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০ ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো (ই-মেইলে আবেদন গ্রহনযোগ্য নয়)।

e0a6aae0a78de0a6b0e0a78be0a697e0a78de0a6b0e0a6bee0a6ae e0a6abe0a6b0 e0a695e0a6aee0a6bfe0a689e0a6a8e0a6bfe0a69fe0a6bf e0a6a1e0a787e0a6ade0a787e0a6b2e0a6aae0a6aee0a787e0a6a8e0a78de0a69f e0
পিসিডি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বাৎসরিক ইনক্রিমেন্ট, ৩ টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে।

2 thoughts on “প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫”

  1. আমার শিক্ষাগত যোগ্যতা এইট পাস আমি আপনার এই চাকরিতে জয়েন্ট কিরতে পারি।।।

    Reply
  2. আমি টি,এম,এস,এস, এ ১৪ মাস চাকুরি করেছি
    আমি কি আপনার নিয়োগে চাকুরি পেতে পারি
    একটু জানাবেন প্লিজ,, ০১৮৬২-১৫৫০৪৯

    Reply

Leave a Comment