জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ঃ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী এর প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন অপারেশনাল প্ল্যান-এর আওতায় সহ গবেষণা ও সার্ভের কার্যক্রমে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রিটেষ্ট, ফিল্ড টেষ্ট, তথ্য সংগ্রহ, তথ্য এনালাইসিস, প্রতিবেদন প্রণয়ন চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত পদে নিয়ােগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নির্দেশক্রমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) |
সাইট | http://www.niport.gov.bd |
পদের সংখ্যা | ৯টি পদে ৫৪ জন |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি-স্নাতক |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি দেখুন |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
নিপোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের নিয়মাবলিঃ আবেদনকারী প্রার্থীকে সাক্ষরকারীর বরাবরে লিখিত আবেদনপত্র বিবরণ সহ নির্ধারিত তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। আবেদনপত্রে-(ক) নাম, (খ) পিতার নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) মোবাইল নম্বর, (ছ) জন্ম তারিখ, (জ) জাতীয়তা, (ঝ) শিক্ষাগতযোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা বর্ষ, পাশের তারিখ ও বিভাগ/শ্রেনি এবং (এ) অভিজ্ঞতার প্রকৃতি উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্ত সহ দরখাস্ত পেশ করতে হবে। আবেদন বরের সাথে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দিতে হবে।

সূত্রঃ ইত্তেফাক (২০-১২-২০২২ ইং)
আমি মোঃনুর ইসলাম সরকার জন্য সূত্রে বাংলাদেশের নাগরিক কুড়িগ্রাম জেলা রাজারহাট থানা অন্তর্ভুক্ত। এস্টোর কিপার পদে কাজ কড়তে অগ্রহি,