জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ সম্প্রতি জাগরণী চক্র ফাউন্ডেশন আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিজ্ঞপ্তিতে বেশ কিছু জনবল নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের যে কোন স্থানের দরিদ্র জনগোষ্ঠীর সাথে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরনবেসরকারি চাকরি
জেলাউল্লেখিত জেলা
সংস্থা (এনজিও)জাগরণী চক্র ফাউন্ডেশন
পদের সংখ্যা১১২৮ জন
বয়স১৮-৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
সাক্ষাতকারের তারিখ২২ জুন, ২০২৪
আবেদন পাঠানোর ঠিকানাজাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০

দেখে নিনঃ ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ 2024

জাতীয় পর্যায়ের বেসরকারী এনজিও উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বর্তমানে বাংলাদেশের ৪০টি জেলায় ৪১২টি শাখার মাধ্যমে মাইক্রো-ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় নিমোক্ত পদসমূহে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের ঠিকানাঃ জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০

জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আরো দেখতে পারেন-

জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ন্যূনতম এসএসসি/সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

৫ নং পদ ব্যতীত অন্যান্য পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে।

বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে । আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ সিভি সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম ও গ্রেড উল্লেখ করতে হবে। বিভাগীয় প্রার্থীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই ।

একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। ৩ ও ৪ নং পদের প্রার্থীর প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর ১৫ দিনের অন দা জব ট্রেইনিং এ অংশগ্রহণ করতে হবে।

রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাথমিক নিয়োগে স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।

প্রশিক্ষণ শেষে চুড়ান্ত নিয়োগের সময় ২ ও ৩ নং পদে নিয়োগ প্রাপ্তদের ১৫,০০০/- টাকা এবং ৪ নং পদে ১০,০০০/- টাকা জামানত হিসেবে জমা দিতে হবে (যা সুদসহ ফেরত যোগ্য)। জামানতের টাকা “ জাগরণী চক্র ফাউন্ডেশন” শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে।

নগদ/অন্য কোন মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া ৫ নং পদ ব্যতিত অন্যান্য সকল পদের জন্য ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক ।

নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরির ক্ষেত্রে বিকাশ বা অন্য কোন মাধ্যমে আর্থিক লেনদেন হয় না। জেসিএফ এর অনুকূলে MICR পে অর্ডার ব্যতিত অন্য কোন মাধ্যমে আর্থিক লেনদেন করে ক্ষতি হলে সংস্থা তার দায়ভার এহণ করবে না ।

7 thoughts on “জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪”

Leave a Comment