ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩ সার্কুলার – Fire Service Job Circular 2023: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিচে বর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত পদের পাশে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৩
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
চাকরি দাতা প্রতিষ্ঠান | ফায়ার সার্ভিস |
ওয়েবসাইট | http://www.fireservice.gov.bd |
শূণ্যপদ | ২টি |
পদের সংখ্যা | ১৪৯ জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/৮ম |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
আবেদনের শেষ তারিখ | ১৬ জুলাই, ২০২৩ |
আবেদনের মাধ্যম | টেলিটক অনলাইনে |
এখুনি দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তির তালিকা
ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শূণ্যপদঃ ড্রাইভার ও ফায়ার-ফাইটার
পদ সংখ্যাঃ ১৪৯ জন
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/এসএসসি ও ৮ম শ্রেণি
আবেদনের ঠিকানাঃ http://fscd.teletalk.com.bd


আরো দেখতে পারেন-
- ঢাকা ওয়াসা ভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- চিটাগাং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- সকল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
Fire Service Job Circular 2023
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত ফরমের সকল কলাম সঠিকভাবে পূরণ করতঃ নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
প্রবেশপত্র প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম ও ঠিকানা সঠিকভাবে পূরণ করে আবেদনের সাথে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের ফরম ও প্রবেশ পত্রের নমুনা কপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনকারীর বয়স ০১ এপ্রিল, ২০২১ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য।
কিন্তু সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না (বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (বাধ্যতামূলক) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পূরণকৃত আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ কপি রঙিন ছবি (৫*৫ সেমিঃ সাইজের) এবং প্রবেশপত্রের সাথে ০১ (এক) কপি রঙ্গিন ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) নির্ধারিত স্থানে (আঠা দিয়ে) সংযুক্ত করতে হবে।
পরীক্ষা ফি বাবদ ক্রমিক নং ০১, ০২ ও ০৩ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ১০০ (একশত) টাকা এবং ক্রমিক নং-০৪, ০৫ ও ০৬ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা (অফেরতযোগ্য) মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে ১-৭৩৬১-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে (বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে (ট্রেজারি শাখায়) জমা করে ট্রেজারি চালানের মূল কপি (পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র প্রেরিত খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে।
পরীক্ষার ফি বাবদ জমাকৃত ট্রেজারি চালানের মৃলকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্র প্রেরণনহ যেকোন পত্র যোগাযোগের নিমিত্ত আবেদনকারীর নিম্ন ঠিকানাযুক্ত ৯*৪ সাইজের ফেরত বামসহ ফেরত খামে ১০ টাকা মূল্যের ডাক টিকেট খামের ডান পাশে প্রাপকের নাম, ঠিকানা লেখা থাকতে হবে।
আবেদনপত্র আগামী ১২/০১/২০২২ তারিখ বিকাল ০৫ঃ০০ ঘটিকার মধ্যে ডাকযোগে মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা বরাবর পৌছাতে হবে (হাতে হাতে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না)।
উক্ত তারিখ ও সময়ের পরে পৌছানো আবেদন গ্রহণযোগ্য হবে না। কাগজপত্র যাচাই বাছাইয়ে সঠিক প্রাহথীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপর প্রদান করা হবে।
সরকারি/আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং তাদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য নয় ।
কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে (স্থায়ী ঠিকানা, দাখিলকৃত সনদপত্র, আবেদনপরে উল্লিখিত অন্যান্য তথ্য, কোটা প্রমাণের তথ্যাদি) চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নিয়োগের ক্ষেত্রে চলমান সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্র প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
পদ সংখ্যা কম/বেশি, আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণসহ নিয়োগ বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি তোলা করা যাবে না।
আমি এসএসসি পাস আমার একটা খুব চাকরি দরকার স্যার আমি খুব গরীব দুঃখী মানুষ স্যার
চেষ্টা করেন স্যার, আশা করি চাকরি হয়ে যাবে
Vaiya MSF company te job circular ar pdf ta deian
MSF কোনটা?
ভাই এটা কোন পদ আগুন, দূর্ঘটনায় যারা যায় সেইটা নাকি অন্য পদ যদি জানাতেন
এটা কি আগুন লাগলে যে নিবায় সেই পদ নাকি অন্যটা
হ্যা এই পদ স্যার
বিমান বাহিনীর বিমান সেনা পদের সার্কুলার বের হয়েছে। সেটাতে এপ্লাই করতে পারেন
এখন এপ্লাই কিভাবে করা সম্ভব?
জি স্যার সম্ভব, সময় এখনো আছে
তপন বিকাশ আপনার বায়োডাটা কমেন্ট করতে পারেন
Hey
I Need Job
You should apply
সহকারী মেকানিক এর পদ ছিলো ৩ টা। পদ ৩ টা পুরন হয়ে গেছে না ফাকা আছে জানাবেন ভাই। আমি ভোকেশনাল থেকে এস এস সি পাস করছি আমার সাবজেক্ট ছিলো মেকানিক্যাল। আমার জি.পি.এ ছিলো ৪:৮২ পয়েন্ট। অন্য পদ ফাকা থাকলে বলবেন ভাই প্লিজ।
ফাকা আছে কারণেই তো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে
সহকারী মেকানিক এর পদ ৪ টা ছিলো। পদ গুলো ফাকা আছে না পুরন হয়ে গেছে জানাবেন ভাই প্লিজ। আমি ভোকেশনাল থেকে এস এস সি পাস করেছি। আমি ২০১৯ সাল এর পরীক্ষাতি। আমার সাবজেক্ট ছিলো মেকানিক্যাল। আমার পয়েন্ট ৪:৮২, তাই আমি সহকারী মেকানিক এ পদে apply করতে চাচ্চি। অন্য পদ গুলো ফাকা থাকলে বলবেন ভাই প্লিজ।আমার একটা চাকরি খুব দরকার। আমার মোবাইল নাম্বার: 01762937024…..প্লিজ ভাই জানাবেন।
জি আবেদন করে রাখুন, ফাকা আছে
পরিক্ষা কী ঢাকায় দিতে হবে। চট্টগ্রাম থেকে দেওয়া যাবে না??
কর্তৃপক্ষের সিদ্বান্ত এটা, ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি
ভাই ১৮ বছরের কম হলে কি হবে??
না স্যার
এখানে কি সৈনিক পদে কোন লোক নেওয়া হবে না
না স্যার, আপাতত সৈনিক নেয়া হবে না
মোক্তিযুদ্ধার কোয়টা সন্তানের জন্য চাকরি দরকার মোক্তিযুদ্ধার কোয়টা আছে
আবেদন করুন চাকরি হবে
এখনওকি আবেদন করা জাবে নাকি সময় শেষ
সময় না থাকলে করা যায় না স্যার
Boyos ki 18-32 naki 18-20 duburi niyog a???
১৮-২০ তবে মুক্তিযোদ্বা কোটা হলে ৩২ পর্যন্ত
স্যার, আমার বর্তমান বয়স ২১ বছর ১০ মাস ১০ দিন। এখন আমি কি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবো?
না স্যার, ২০ এর নিচে থাকতে হবে
আমি সাঁতার জানিনা। আমি কি ফায়ার সার্ভিস এ আবেদন করতে পারবো।
জি পারবেন, সাতারের কথা তো উল্লেখ নেই
পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো
কিসের সমস্যা স্যার
আমার জন্ম তারিখ ২৪-১-২০০০। আমার কি বয়স আছে?
২০২০ সালের ২৫ মার্চ এ হিসেব করেন স্যার
ভাইয়া sms আসবে কবে
আসবে স্যার, কয়েক মাস দেরি হবে
আমার ২৪ তারিখ gst exam. আছে দিনাজপুর এ আবার ২৪ তারিখ মাঠ পরিক্ষাটা দিতেই হবে
আমি কি ২৫ তারিখ মাঠ কররে পারবো না
না স্যার, নির্দিষ্ট তারিখেই যেতে হবে, তারপরও আপনি যোগাযোগ করে দেখতে পারেন
বাংলাদেশ থেকে শুধু কি ২৮৯ জন লোক নেওয়া হবে?
আমি ডাইভার এই পদে কি নিয়োগ দিছে।না দিবে।বলবেন কি
এখন চলমান কোন বিজ্ঞপ্তি নেই স্যার
আমার বয়স ০৪-১২-২০০০। আমি কি ফায়ার সার্ভিসে এ্যাপলাই করকে পারবো
ভাইয়া আমার উচ্চতা 5.5″ আমি কি এপ্লাই করতে পারব
না ভাইয়া, ৫.৬ লাগবে
ভাই আমার একটা জব খুব দরকার
আমার বয়স ১/১/২০০০ আমি এপ্লিকেশন করতে পারবো।
কুড়িগ্রাম জেলা থেকে কতোজন নিবেন আপনারা??
ভাই আমি কি বাবে নিবন্ধন করব
বলবেন প্লিজ
20বছর ১ মাস হবে কি ২০/২/২০০০
ভাইয়া বয়স সিমা কত একটু জানাবেন প্লিজ ৩০ এর ভিতরে থাকলে আবেদন করা জাবে নাকি
না, ১৮-২০ হতে হবে
Vaiya bar sarkolar kobea sarbo
আমার উচ্চতা ৫:৪ ঈন্চি
এস এস সি পাস কারিগরি টেকনিক্যাল থেকে
৪:৩৬ GPA
সরকারি কি চাকরি হবে
বয়স ১৯
ফায়ার সার্ভিস চাকরি করতে চাই
সাঁতার পারিনা
চাকরি হবে কি