এফএইচপি এনজিওতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য, দ্রুত সম্প্রসারণশীল, স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্যানেল তৈরীর নিমিত্তে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং ঢাকা জেলাসহ বাংলাদেশের যে কোনো জেলা/উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য ও কর্মঠ প্রার্থীদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | এফএইচপি এনজিও |
পদের সংখ্যা | ৪০৫ জন |
বয়স | ১৮-৩৪ বছর |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি-স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ২৪ মার্চ, ২০২৪ |
আবেদন মাধ্যম | ডাকযোগ/কুরিয়ার |
এফএইচপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুই জন ব্যক্তির নাম ও পরিচয়) সহ স্বহত্তে লিখিত আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপিসহ আগামী ২৪-০৩-২০২৪ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান, মানবসম্পদ উন্নয়ন বিভাগ (এফএ) প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা অফিস- ব্লক এ, রোড-৩, বাড়ী নং ২৩৯, বনানী , রামপুরা, ঢাকা অথবা যেকোন শাখা অফিসে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে সরাসরি জমা দয়া যাবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন (০১ মার্চ)
সতর্কতাঃ বিজ্ঞপ্তি যাচাই করে আবেদন করবেন, টাকা লেনদেন করবেন না। ট্রেনিং এর কথা বলে/ চাকরি হয়েছে বলে টাকা চাইলে বুঝবেন এরা প্রতারক।
আমি চট্টগ্রাম থাকি আমি কি এসএসসি পাস করছি আমি কি আবেদন করতে পারব
আমি আবদুল্লাহ বাড়ি টেকনাফ জেলা কক্সবাজার আমি পরিবারের বড় আমার একটা চাকরির প্রয়োজন তাই না করবেন না মোবাইল ০১৮৬৫৬৬৪৮৪৮
আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি 2015 সালে।
আমি ময়মনসিংহ জেলায় বসবাস করি ।
আমি আবেদন করতে চাই।
কিভাবে আবেদন করবো ,,,, প্লীজ বলবেন।
আমার বয়স মাত্র ৩৫ বছর পাড় হয়েছে, আমি কি আবেদন করতে পারব। আমার বয়স ০১/১২/১৯৮৬
Kormosthole theke kaj korte parben.call detail.01636546736
Jakir hossen. Ami Dhaka thake. Ami monsigoj kag kor chai. 01690239342
আমি মইনুল ইসলাম তুষার,, কিভাবে আবেদন করবো প্লিজ জানাবেন কি?
বাসা ময়মনসিংহ
মোবাঃ০১৬১১-৬০২৫৬৪
,আমি ফরিদপুর থেকে বলছি,,আমি কাজ করতে চাই,
নাম: মো: রাকিব
বাড়ি নেএকোনা
আমি এসএসসি পাস করছি আমি কিভাবে আবেদন করতে পারি একটু বলবেন
অনলাইনে আবেদন করা যাবে না,,,,,
আমিও আবেদন করতে চাই
ডিগ্রী ২nd year পড়ি
এলন চাকমা
আমিও আবেদন করতে চাই
ডিগ্রী ২nd year পড়ি
এলন চাকমা
মো:01842785694
একটু জানাবেন
আমার বাড়ি কুমিল্লা
এইসএসএস ২০২৩
মোবাইল ০১৯১২৫৫২৩২৬
আমি ৭-৩-২০২৪ ইং তারিখে আপনাদের প্রধান কার্যালয় কিছু কাগজ পাঠাইছি এখন ও কোনো কল আসে নি